30/10/2024
🌺চুল হচ্ছে প্রতিটি নারীর সৌন্দর্যের প্রতীকগুলোর মধ্যে অন্যতম। প্রতিটি নারীই চায় তার চুল রেশমি, লম্বা, ঘন, কালো হোক।
🌺 তবে এই সৌন্দর্য ধরে রাখার জন্য অবশ্যক সঠিক নিয়মে চুলের যত্ন নিতে হবে ও পরিচর্যা করতে হবে।
🌺বর্তমান সময়ে বহুল প্রচলিত অয়েল হচ্ছে কেশ কেয়ার হেয়ার অয়েল (রওগন কদু) । এর কার্যকরিতা সম্পর্কে প্রায় সবারই জানা।
🌺 চুল পড়া বন্ধ করে,
🌺নতুন চুল গজায় ও
🌺চুল লম্বা করে।
☘কেশ কেয়ার হেয়ার অয়েল কেশ কেয়ার (রওগন কদু) নির্যাসসহ ১০টি বিরল অসাধারন ভেষজ উপাদান দিয়ে তৈরী হয় যা চুলের জন্য খুবই কার্যকর। ভেষজ উপাদানের মধ্যে আয়রন এবং জিঙ্ক থাকে যা স্ক্যাল্পে অক্সিজেন প্রবাহ করে এবং নতুন টিস্যু তৈরি করে এবং চুল পড়া বন্ধ করে এবং চুল দ্রুত বাড়াতে সহায়তা করে।
এই ভেষজ উপাদানগুলি দ্রুত এবং সহজেই চুল এবং চুলের উপাদানগুলিতে প্রবেশ করে এবং চুল এবং মাথার ত্বকের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।এটি চুলকে ভেতর থেকে শক্ত করে, চুলে পুষ্টি সরবরাহ করে ফলে চুল পড়া বন্ধ হয়ে যায়।
💐তাই চুল পড়া বন্ধ করতে এবং চুল সতেজ, ঘন, কাল ও উজ্জল করতে কেশ কেয়ার হেয়ার অয়েল ব্যবহার করুন।
🎋বি:দ্র: নিয়ম করে চুলে তেল ব্যবহার করুন। কারণ তেল চুলের প্রয়োজনীয় পুষ্টি যোগায়। তেলের অভাবে চুল ভেঙ্গে যায় এবং চুল পড়া শুরু হয়Medicine care.com- মেডিসিন কেয়ার ডট কম