Elite Health Care

Elite Health Care Our Products Is 100% Organic & Pure.

আ'সসালামু^আ'লাইকুম, যারা দী'র্ঘদিন যাবত যৌ-ন স'মস্যায় ভু^গছেন তাদের জন্য আমাদের এই অ^র্গানিক প্রো'ডাক্ট খুবই গু'রুত্বপূ...
09/11/2024

আ'সসালামু^আ'লাইকুম,

যারা দী'র্ঘদিন যাবত যৌ-ন স'মস্যায় ভু^গছেন তাদের জন্য আমাদের এই অ^র্গানিক প্রো'ডাক্ট খুবই গু'রুত্বপূর্ণ।।নিজেকে রয়েল এন'ফিল্ড এর মত শক্তি-শালী করে তুলুন আমাদের প্রোডাক্ট সেবনের মাধ্যমে।। 🔥

তাই আর দেরি না করে সে'বা নিতে এখনি ই'নবক্স ক'রুন....

08/11/2024

আ'সসালামু^আ'লাইকুম,

যারা দী'র্ঘদিন যাবত যৌ-ন স'মস্যায় ভু^গছেন তাদের জন্য আমাদের এই অ^র্গানিক প্রো'ডাক্ট খুবই গু'রুত্বপূর্ণ। নিজেকে রয়েল এন'ফিল্ড এর মত শক্তি'শালী করে তু'লুন আমাদের প্রো'ডাক্ট সে'বনের মাধ্যমে।🔥

তাই আর দেরি না করে সে'বা নিতে এখনি ই'নবক্স ক'রুন।

08/11/2024

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ভিটামিন-এ ভূমিকা রাখে।
ত্বকের খসখসে ভাব দূর করে মসৃন করে।
ফিস অয়েল,কলিজা, ডিম,গাজর, পেঁপেতে ভিটামিন এ রয়েছে।

08/11/2024

যি-না ব্যভিচার থেকে বেঁচে থাকলে লাভ হলো সাক্ষাৎ অ-পমৃ-ত্যুর মতো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং আর যি-না ব্য-ভিচার অনবরত করতে থাকলে আজ হোক কাল হোক জীবনটা তছনছ করে দিবে! শুধু মাত্র সময়ের অপেক্ষা।
আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক।

08/11/2024

আসসালামু আলাইকুম।অসংখ্য ভালবাসা রইল আপনার প্রতি। আমি একজন যুবক। বয়স ২১ চলতেছে বিয়ে করার জন্য তীব্র ইচ্ছা আমার।কিন্তু আর্থিক সমস্যার কারণে বিয়ে করা সিদ্ধান্ত নিতে পারি না। এখন সমস্যা হচ্ছে আমি হ-স্ত-মৈ-থন এমন একটা জঘন্য কাজের মাঝে আমি দীর্ঘ ৫ বছর দরে। না করার জন্য খুব চেষ্টা করি তারপরও পারি না। এটা করে আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। দুই গালে মাংস নেই চাপা ভেঙ্গে গেছে। নিজের চেহারা দিকে তাকালে নিজেকে অনেক অসহায় মনে হয়। শরীল স্বাস্থ্য চিকন হয়ে গেছে।
আমি একটি দোকানের জব করি। সকাল 8 টাতে নিয়ে রাত দশটা পর্যন্ত দোকানে থাকি। দোকানে থাকলে আমার কোন উত্তেজনা সৃষ্টি হয় না। বাড়িতে আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ।হ-স্তমৈ-থন টা আশা করি আস্তে আস্তে ছেড়ে দিতে পারব এখন এক সপ্তাহে ১থেকে ২ বার হয়। আবার কোনো সপ্তাহ হয় না। এখন সমস্যা হচ্ছে আমার শরীল টা কিভাবে ঠিক করব। আবার অনেকেই দেখি ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে মোটা হয়ে যায়। কিন্তু আমি এটা খেতে চাই না শরীরের ক্ষতি হবে বলে। এখন আমি আপনার পরামর্শ চাই। আশা করি আপনি আমার সমস্যাটা দেখবেন। শরীল স্বাস্থ্য ঠিক করতে হলে কি করতে হবে আমাকে।

পরামর্শঃ- ওয়াআলাইকুমুস সালাম,অনেক ধন্যবাদ আপনার উন্মুক্ত ও আন্তরিক প্রশ্নের জন্য। আপনার শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়া এখন অনেক বেশি জরুরী।
প্রথমেই বলে নেই হস্ত-মৈ-থুন একজনের পুরুষের পুরুষত্বকে সম্পূর্নরূপে ধ্বং-স করে দেবার জন্য।নিজেকে সম্পূর্নরূপে এখান থেকে বের করে আনুন।

# # # আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করার জন্য কিছু পরামর্শঃ-

1.পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করুনঃ-
প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন-ডিম, মুরগি, মাছ, ডাল, ছোলা আপনার শরীরের পেশি গঠন করতে সাহায্য করবে।পর্যাপ্ত শাকসবজি, ফলমূল, বাদাম, এবং পূর্ণ শস্য খান যাতে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস পৌঁছায়।

2.ব্যায়ামঃ-
- প্রতিদিন ৩০ মিনিটের একটি ব্যায়াম রুটিন অনুসরণ করার চেষ্টা করুন। যেমনঃ ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ, দৌড়ানো বা সাইকেল চালানো।
- রেজিস্ট্যান্স ট্রেনিং বা হালকা ওজন উত্তোলনের মাধ্যমে পেশি বৃদ্ধি করুন।নিয়মিত কেগেল এক্সারসাইজ করুন,সকালে ফ্রেশ বাতাসে ৩০মিনিট হাঁটাহাটি করুন।

3.পর্যাপ্ত ঘুম ও বিশ্রামঃ-
- প্রতিরাতে কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পরিপূর্ন ঘুম শরীর এবং মনের প্রশান্তি আনে।

4.অতিরিক্ত ওষুধ এড়িয়ে চলুনঃ-
- যেসব ওষুধ শরীর দ্রুত মোটা করতে সাহায্য করে, তা গ্রহণ করবেন না। এসব ওষুধ শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

মানসিকভাবে ভারসাম্য বজায় রাখার জন্য পরামর্শঃ-

- মেডিটেশন, প্রার্থনা এবং গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

- আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করুন এবং নিজের উন্নতির দিকে ফোকাস করুন। নিজেকে ভালোবাসুন এবং নিজের প্রতি যত্নশীল হন।

আপনি যদি নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চলেন, তাহলে ধীরে ধীরে আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত হবে।আপনার জন্য শুভকামনা রইল, আল্লাহ আপনার সমস্যার সমাধান করবেন ইনশাআল্লা

08/11/2024

সুখের সময় তো মানুষ এমনিতেই পাশে থাকে। দুঃখের সময় যাকে পাশে পাওয়া যায় সেই সত্যিকারের জীবনসঙ্গী! প্রকৃত সঙ্গী বিপদে কখনোই হাত ছাড়েনা,খারাপ সময়ে দৌড়ে পালায় না।অভাব অনটনে দূরে চলে যায়না,কষ্টের সময়ে বুকে জড়িয়ে নেয়,চিন্তায় শরীক হয়।

দুঃসময়ে যে পাশে থাকেনা-নিঃসন্দেহে সে আপন মানুষ না॥

08/11/2024

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Elite Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram