Hoque Homoeo Health Care

Hoque Homoeo Health Care হোমিওপ্যাথি

02/08/2022

nice & beautiful photography

17/04/2020
02/03/2019

অ্যালার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা

Allergy Homeopathic Medicine

অ্যালার্জি নিরাময়ে হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োগ সংকেত নিয়ে আজকের আলোচনা।অ্যালার্জি হলো আসলে আমাদের ইমিউন সিস্টেম ডিজঅর্ডারেরই আরেক নাম।আমাদের শরীরে কোনো বাহ্যিক পদার্থ গেলে এবং শরীর তা সহ্য করতে না পারলে যে প্রতিক্রিয়া দেয় তাকেই অ্যালার্জি বলা হয়।
লক্ষণাবলী :
বারবার হাঁচি হওয়া, সর্দি হওয়া চোখ থেকে জল পড়া, চোখ চুলকানো, লাল হয়ে যাওয়া নাক বন্ধ হয়ে যাওয়া ডায়রিয়া হওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া শরীরে কোনো র্যাশ বের হওয়া, জ্বর আসা, বমি পাওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া গলা এবং জিভ শুকিয়ে আসা গলা খুশখুশ করাকীভাবে বুঝবেন: যেকোনো একটি লক্ষণ দেখে যদি বুঝতে না পারেন আপনার অ্যালার্জি হয়েছে কি না তাহলে ডাক্তারের পরামর্শ নিন। সঙ্গে নিজেকে প্রশ্ন করে খাতায় লিখে রাখুন। এতে আপনার এবং যখন চিকিৎসকের কাছে যাবেন তখন তার বুঝতে সুবিধা হবে। যেমন-
এই ধরনের প্রতিক্রিয়া কখন হয়। বছরের কোনো নির্দিষ্ট সময়ে না কি নির্দিষ্ট কিছু খেলে এই ধরনের সমস্যায় পড়েন।
শরীরের কোন অংশে এই ধরনের প্রতিক্রিয়া হয়।
এই প্রতিক্রিয়াগুলোর জন্য আপনি কতটা অসুস’ হয়ে পড়েন।বাড়ি পরিষ্কার করার সময় বারবার হাঁচি হয় কি না।কী ধরনের খাবার খেলে অসুস’ হয়ে পড়েন।আপনার পোষ্য কাছে এলে কোনো রকম সমস্যা হয় কি না।বিভিন্ন ধরনের অ্যালার্জি
ডাস্ট অ্যালার্জি: বাড়িতে তোশক, বালিশ, বিছানা বা পুরনো জিনিসে যে ডাস্টমাইট থাকে সেগুলো থেকে ডাস্ট অ্যালার্জি হয়।
কসমেটিক অ্যালার্জি: ময়েশ্চারাইজার, ডিওডরেন্ট, শ্যাম্পু, মেক-আপ থেকে অ্যালার্জি হলে তাকে কসমেটিক অ্যালার্জি বলা হয়। এর ফলে ত্বকে চুলকানি লক্ষ্য করা যায়।
একজিমা: সাধারণত ত্বক কোনো কিছু সহ্য করতে না পারলে চুলকানি বা র্্যাশ বেরিয়ে একজিমা হয়।
সান এলার্জি: সূর্যের আলো অনেকের সহ্য হয় না। সেই থেকে সান এলার্হজি হয়। ফুড এলার্জি : অনেক সময় খাবার থেকে নানা ধরনের এলার্জি হয়। যেমন-ডিম, দুধ, ময়দা, সি-ফুড থেকে এলার্জি হতে পারে। ল্যাটেক্স এলার্জি: ল্যাটেক্স বা প্রাকৃতিক রবার থেকে অনেক সময় এলার্জি হতে পারে।
কিভাবে বুঝবেন বদহজম না এলার্জি কোনো খাবারে এলার্জি হলে সাধারণত ২ ঘণ্টার মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দেয়। বদহজম হলে প্রতিক্রিয়া শুরু হতে আরও একটু দেরি হয়।
বদহজম হলে নানা ধরনের ফুড গ্রুপের খাবার খেলে প্রতিক্রিয়া দেখা যায়।এলাার্জি হলে নির্দিষ্ট খাবার খেলেই এরকম হয়।বদহজম হলে ডায়রিয়া, বমি পাওয়া, মাথাব্যথা করা, কাজে উৎসাহ না পাওয়া ইত্যাদি নানা সমস্যা হয়। এলার্জি হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সর্দি হয়, র্্যাশ বের হয়, ডায়রিয়া হয়।
এলার্জি টেস্ট: সাধারণত ত্বক আর রক্ত পরীক্ষার মাধ্যমে এলার্জি টেস্ট করা হয়।

জীবনযাত্রায় পরিবর্তন:
ধুলোময়লায় সমস্যা হলে বাড়িতে কার্পেট ব্যবহার করবেন না। বেড কাভার বা বালিশের ওয়াড় বদলানোর সময় নাকে রুমাল বেঁধে নিন।সপ্তাহে একবার সারা বাড়ি ভালো করে পরিষ্কার করুন।বাড়ির সব জানালা দরজা সকাল বেলা খুলে দিন যাতে ঘরে যথেষ্ট আলোবাতাস আসতে পারে।বাড়িতে কোনো পোষা প্রাণী থাকলে কখনও বেডরুমে রাখবেন না। ওদের শোয়ার ঘর হতে আলাদা ঘরে করুন।ডিটারজেন্ট বা সলভেন্ট ব্যবহার করার সময় গ্লাভস পরুন।
যে সব খাবার খেলে অসুস’ পড়ে পড়েন তা যত সুস্বাদুই হোক না কেন, খাওয়া বন্ধ করুন। যদি দেখেন দুধ খেলে শারীরিক সমস্যা হচ্ছে তা হলে দুধের বদলে ছানা বা দই খান।অনেকেই বেগুন খেতে পারেন না। খেলেই মুখ চুলকায়। সেক্ষেত্রে বেগুন ভাজা বা বেগুনের তরকারির বদলে বেগুন ভর্তা খেতে পারেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে বেগুনের বিচি থেকেই মুখ চুলকায়। বেগুনের ভর্তা বা বেগুন পোড়া খেলে সেই সমস্যা থাকে না।চিংড়ি মাছে সমস্যা থাকলে যতটা সম্ভব কম খান। তার বদলে ভাত বা নুডলসের ভিতরে অল্প পরিমাণে কুচো চিংড়ি দিয়ে খেতে পারেন।

এলার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা ঃ
অ্যালার্জি রোগ নিরাময়ে হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।এই রোগে লক্ষণ ভেদে নিচের ওষুধগুলো ব্যবহৃত হয়।যথা- ১) আর্সেনিক এলবাম ২) আর্টিকা ইউরেন্স ৩) রাসটক্স ৪) ইউফর্ব্বিয়ম ৫) এপিসমেল ৬)ডালকামরা ৭)আর্সেনিক আয়োড ৮)ক্যালি-আয়োড ৯)সাঙ্গুনেরিয়া ১০)এলিয়াম-সিপা ১১) নেট্রাম সালফ ১২) ডলিকস ১৩) বেলেডেনা ১৪) মার্কসল ১৫) হিপার সালফার উল্লেখযোগ্য।
কোন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের অধীনে হোমিওপ্যাথিক চিকিৎসা নিবেন এতে এলার্জিরমত কঠিন রোগ হতে মুক্তি পাবেন সহজেই।

30/10/2018

MERC_SOL
#উৎসঃ খনিজ।

#প্রুভারঃ ডাঃ মহfত্না হ্যানিমান।
ক্রিয়াস্থলঃ
শরীরের সকল স্থানেই ইহার ক্রিয়া প্রকাশ পায়। মিউকাস মেমব্রেন, চর্ম, রক্ত, মাংস পেশী, অস্থি ও দন্তমাড়ী।

#মায়াজমঃ
এন্টিসোরিক, এন্টি সাইকোটিক, এন্টি সিফিলিটিক।

#মানসিক_লক্ষণঃ
১। অস্থিরতা, ব্যাকুলতা, কলহ প্রিয় ও নানা রকম খেয়ালে পূর্ণ মন।
২। দ্রুত কথা বলে।
৩।প্রশ্ন করিলে অনেক চিন্তা করিয়া উত্তর দেয়।
৪। স্মৃতিশক্তির অভাব।
৫। লেখা পড়ায় মন বসে না, যতই বোঝানো হোক বা শাসন করা হোক।
৬। খুন জখমের কাজ রোগীর কাছে স্বাভাবিক কর্ম মনে হয়।
৭। খেয়ালের বশে রোগী জিনিসপত্র ভাঙ্গিয়া চুরমান করে, আপনজনকেও গালাগালি করে।
৮। কাহাকেও বিশ্বস করেনা।

#চরিত্রগত_লক্ষণঃ
১। জিহবা মোটা থলথলে, তাহাতে দাঁতের দাগ।
২। দাঁতের বেদনা, মাড়ী ফোলা, রক্তপড়া, দাঁতের গোড়ায় ঘা, দাঁত নড়া।
৩। জিহ্বায় ঘা, গলার ভিতরে ঘা, টনসিলে ঘা, কর্ণমূলের প্রন্থিফোলা, গলায় ফোঁড়া হওয়া।
৪। মুখ হইতে অনবরত লালা নিঃসরণ, মুখে লোণা আস্বাদ।
৫। ডিপথেরিয়া, টনসিলের প্রদাহ, আলজিব ফোলা ও বড় হওয়া।
৬। অনবরত প্রস্রাবের বেগ, যে পরিমাণ জলপান করে তাহা অপেক্ষও প্রস্রাবের পরিমাণ অধিক।
৭। উদরাময় – পিত্তযুক্ত বাহ্যে, সবুজ বাহ্যে, হলদে-রঙ্গের জলের মত বাহ্যে, তাহার সহিত পেটে শূলানি ব্যথা।
৮। আমাশয় ও রক্তমাশয় তাহাতে অত্যন্ত কোঁথনি, শূলানি।
৯। গলা সুড় সুড় করিয়া কাশি, দিনের মধ্যে যে কোন সময় দুবার কাশি বৃদ্ধি।
১০। শ্বেত-প্রদরস্রাব রাত্রিতে বৃদ্ধি কোথাও লাগিলে চুলকায়, যোনি হাজিয়া যায়, যোনিতে টাটান বেদনা হয়।
১১। ঋতুর সময়ে স্তনে বেদনা, রজঃস্রাবের পরিবর্তে স্তেনে দুগ্ধ সঞ্চয়।
১২। রাত্রিতে শুক্রস্খলন তাহাতে রক্তের দাগ।
১৩। শিশু লিঙ্গ ধরিয়া টানে পাইলে।

#বৃদ্ধিঃ রাত্রিকালে, ডান পার্শ্বে শয়নে, গরমের সঙ্গে সঙ্গে, বিছানার উত্তাপে, আবহাওয়ার পরিবর্তনে, বিশেষ করিয়া ঠান্ডা ও ভিজা আবহাওয়ায় ও শরৎকালে, মল ত্যাগের পূর্বে, প্রস্রাব কালে ও পরে, আলোকে।

#উপশমঃ বাম পার্শ্বে শয়নে, বিশ্রামে, সঙ্গমের পর, কাজে নিযুক্ত থাকিলে।

#আরো ভালো ভালো টিপ্স পেতে বা লেখা পাইতে
লাইক/ শেয়ার / কমেন্ট করে পাশে থাকুন।
Hoque Homoeo Health Care

27/10/2018

"পরিমিত আহার,
নিয়মিত ব্যায়াম,
ধর্মীয় অনুশাসন
দেয় সুস্থ দেহ ও মন ।।

22/10/2018

মানুষের ইচ্ছা থাকলে
এবং ইচ্ছানুরুপ কাজ করলে
মানুষ পারেনা
এমন কোন কঠিন কাজ আমার জানা নেই ।।

Address

Dhaka
1212

Opening Hours

Monday 19:00 - 22:00
Tuesday 19:00 - 22:00
Wednesday 19:00 - 22:00
Thursday 19:00 - 22:00
Saturday 19:00 - 22:00
Sunday 19:00 - 22:00

Telephone

+8801716479595

Alerts

Be the first to know and let us send you an email when Hoque Homoeo Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hoque Homoeo Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category