30/10/2018
MERC_SOL
#উৎসঃ খনিজ।
#প্রুভারঃ ডাঃ মহfত্না হ্যানিমান।
ক্রিয়াস্থলঃ
শরীরের সকল স্থানেই ইহার ক্রিয়া প্রকাশ পায়। মিউকাস মেমব্রেন, চর্ম, রক্ত, মাংস পেশী, অস্থি ও দন্তমাড়ী।
#মায়াজমঃ
এন্টিসোরিক, এন্টি সাইকোটিক, এন্টি সিফিলিটিক।
#মানসিক_লক্ষণঃ
১। অস্থিরতা, ব্যাকুলতা, কলহ প্রিয় ও নানা রকম খেয়ালে পূর্ণ মন।
২। দ্রুত কথা বলে।
৩।প্রশ্ন করিলে অনেক চিন্তা করিয়া উত্তর দেয়।
৪। স্মৃতিশক্তির অভাব।
৫। লেখা পড়ায় মন বসে না, যতই বোঝানো হোক বা শাসন করা হোক।
৬। খুন জখমের কাজ রোগীর কাছে স্বাভাবিক কর্ম মনে হয়।
৭। খেয়ালের বশে রোগী জিনিসপত্র ভাঙ্গিয়া চুরমান করে, আপনজনকেও গালাগালি করে।
৮। কাহাকেও বিশ্বস করেনা।
#চরিত্রগত_লক্ষণঃ
১। জিহবা মোটা থলথলে, তাহাতে দাঁতের দাগ।
২। দাঁতের বেদনা, মাড়ী ফোলা, রক্তপড়া, দাঁতের গোড়ায় ঘা, দাঁত নড়া।
৩। জিহ্বায় ঘা, গলার ভিতরে ঘা, টনসিলে ঘা, কর্ণমূলের প্রন্থিফোলা, গলায় ফোঁড়া হওয়া।
৪। মুখ হইতে অনবরত লালা নিঃসরণ, মুখে লোণা আস্বাদ।
৫। ডিপথেরিয়া, টনসিলের প্রদাহ, আলজিব ফোলা ও বড় হওয়া।
৬। অনবরত প্রস্রাবের বেগ, যে পরিমাণ জলপান করে তাহা অপেক্ষও প্রস্রাবের পরিমাণ অধিক।
৭। উদরাময় – পিত্তযুক্ত বাহ্যে, সবুজ বাহ্যে, হলদে-রঙ্গের জলের মত বাহ্যে, তাহার সহিত পেটে শূলানি ব্যথা।
৮। আমাশয় ও রক্তমাশয় তাহাতে অত্যন্ত কোঁথনি, শূলানি।
৯। গলা সুড় সুড় করিয়া কাশি, দিনের মধ্যে যে কোন সময় দুবার কাশি বৃদ্ধি।
১০। শ্বেত-প্রদরস্রাব রাত্রিতে বৃদ্ধি কোথাও লাগিলে চুলকায়, যোনি হাজিয়া যায়, যোনিতে টাটান বেদনা হয়।
১১। ঋতুর সময়ে স্তনে বেদনা, রজঃস্রাবের পরিবর্তে স্তেনে দুগ্ধ সঞ্চয়।
১২। রাত্রিতে শুক্রস্খলন তাহাতে রক্তের দাগ।
১৩। শিশু লিঙ্গ ধরিয়া টানে পাইলে।
#বৃদ্ধিঃ রাত্রিকালে, ডান পার্শ্বে শয়নে, গরমের সঙ্গে সঙ্গে, বিছানার উত্তাপে, আবহাওয়ার পরিবর্তনে, বিশেষ করিয়া ঠান্ডা ও ভিজা আবহাওয়ায় ও শরৎকালে, মল ত্যাগের পূর্বে, প্রস্রাব কালে ও পরে, আলোকে।
#উপশমঃ বাম পার্শ্বে শয়নে, বিশ্রামে, সঙ্গমের পর, কাজে নিযুক্ত থাকিলে।
#আরো ভালো ভালো টিপ্স পেতে বা লেখা পাইতে
লাইক/ শেয়ার / কমেন্ট করে পাশে থাকুন।
Hoque Homoeo Health Care