13/11/2024
নিজের ঘরটিকে স্বর্গ বানিয়ে ফেলুন । মমতার বন্ধনে সিক্ত করুন সবাইকে। একসাথে খাবারের টেবিলে বসুন। গল্প করুন । পরিবেশটাকে সাবলীল,সুন্দর ও প্রানবন্ত করুন। আপনার পরিবারই আপনার আশ্রয়, আপনার স্বর্গ । আপনার পরিবারটিকে বেদনার জলাভূমি বা নরকের উপাদানে ভরে রাখবেন না ।পরিবারের কারো সাথে যদি কোনো বিরোধ থাকে তবে তা মিটিয়ে সহবস্থানের পরিবেশ সৃষ্টি করুন।
নিজের ঘরে শান্তি না হলে কোথাও শান্তি পাওয়া যায় না। ঘরে শান্তি থাকলে সে ঘরকে পবিত্র ও উজ্জল মনে হয়। ঘরে সুখ থাকলেই বাইরের সব কিছু সুন্দর ও ভিন্ন মাত্রার মনে হয়। আর ঘরে যদি সুখ না থাকে তখন সকল সুন্দর ও প্রাপ্তি আপনার কাছে ম্লান হয়ে যাবে , কিছুই বুঝতে পারবেন না। স্বামী-স্ত্রীতে দূরত্ব থাকলে তা কমিয়ে আনুন। উদার হোন । দৈহিক সুখই চূড়ান্ত নয় । হৃদয় আপনার আনন্দে নাচবে যদি দেহ ও মনের ঐক্য হয় , মনমানসিকতার মিলন ঘটে ।
আপনার ঘর হোক আপনার স্বর্গ , আপনার আনন্দ ধাম !!