Al Hiba International

Al Hiba International Trusted Medical Equipment supplier

Milestone College-এ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।আমাদের আল হিবা পরিবারের পক্ষ থেকে নিহতদের আত্...
21/07/2025

Milestone College-এ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
আমাদের আল হিবা পরিবারের পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা করি। আহতদের দ্রুত সুস্থতা ও শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই।

নতুন অপারেশন থিয়েটার রুম সেটআপ করছেন বা পুরনোটি আপগ্রেড করছেন? আমরাই আছি আপনার পাশে! আমাদের কাছে রয়েছে উচ্চমানের অপারে...
21/06/2025

নতুন অপারেশন থিয়েটার রুম সেটআপ করছেন বা পুরনোটি আপগ্রেড করছেন? আমরাই আছি আপনার পাশে! আমাদের কাছে রয়েছে উচ্চমানের অপারেশন থিয়েটার যন্ত্রপাতি – যেমন অপারেশন থিয়েটার লাইট, অপারেশন থিয়েটার টেবিল, অ্যানেসথেশিয়া মেশিন, ডায়াথার্মি মেশিন, অটোক্লেভ মেশিন, সাকশন মেশিন, এক্স-রে ভিউবক্স এবং আরও অনেক কিছু।

বিস্তারিত জানতে ইনবক্স করুন!

Are you setting up a new OT room or upgrading your existing one?
We’ve got you covered!
We offer high-quality Operation Theatre equipment, including OT Lights, OT Tables, Anesthesia Machines, Diathermy Machines, Autoclave Machines, Suction Machines, X-Ray Viewboxes, and more.

📩 Inbox us for more details or visit www.alhibaint.com

📌 Topic: জেনে নিন General Anesthesia তে কোন কোন Drugs ব্যবহার করা হয় এবং এদের কার্যকারিতা সম্পর্কে 👇🔴 General Anesthesi...
20/06/2025

📌 Topic: জেনে নিন General Anesthesia তে কোন কোন Drugs ব্যবহার করা হয় এবং এদের কার্যকারিতা সম্পর্কে 👇

🔴 General Anesthesia কী ?

General Anesthesia হল এমন একটি মেডিকেল অবস্থান যেখানে রোগীকে সম্পূর্ণভাবে অচেতন বা অজ্ঞান করে ফেলা হয়, যেন তিনি কোনো ধরনের ব্যথা, শব্দ বা অস্ত্রোপচারের অনুভূতি অনুভব না করেন।

এটি শরীরের মস্তিষ্ক ও স্নায়ু ব্যবস্থাকে অস্থায়ীভাবে ব্লক করে, যাতে রোগী সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েন এবং অস্ত্রোপচার নিরাপদভাবে করা যায়।

নিচে General Anesthesia তে ব্যবহৃত বিভিন্ন ওষুধ এবং তাদের কারণ ও ব্যবহারের বিস্তারিত আলোচনা করা হলো:

✅ Induction Agents (অজ্ঞান করার জন্য):

⏺️ Common Drugs:

i. Propofol:

▪️Purpose: রোগীকে দ্রুত অজ্ঞান করার জন্য।

▪️Use:

✓ সার্জারির শুরুতে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ।
✓ দ্রুত কাজ করে এবং রোগী অল্প সময়ের মধ্যেই অজ্ঞান হয়ে যায়।
✓ Recovery সময় কম।

▪️Side Effects: Hypotension, ব্র্যাডিকার্ডিয়া।

ii. Thiopental Sodium (Barbiturate):

▪️Purpose: CNS ডিপ্রেশনের মাধ্যমে অজ্ঞান করা।

▪️Use: Induction বা অজ্ঞান করার সময়।

▪️Side Effects: Respiratory depression।

iii. Etomidate:

▪️Purpose: হার্ট ফাংশন প্রভাবিত না করেই অজ্ঞান করা।

▪️Use: কার্ডিয়াক রিস্ক থাকা রোগীদের জন্য।

▪️Side Effects: Nausea, Vomiting।

✅ Inhalation Agents (অজ্ঞান অবস্থায় রাখার জন্য):

⏺️ Common Drugs:

i. Sevoflurane:

▪️Purpose: রোগীকে অজ্ঞান অবস্থায় রাখার জন্য।

▪️Use:

✔️Pleasant odor-এর কারণে শিশুদের ক্ষেত্রে ব্যবহার বেশি।
✔️Cardiovascular stability বজায় রাখে।

ii. Isoflurane:

▪️Purpose: গভীর অ্যানেস্থেশিয়া তৈরি করা।

▪️Use: দীর্ঘ সময়ের সার্জারিতে ব্যবহার।

▪️Side Effects: Hypotension।

iii. Nitrous Oxide (Laughing Gas):

▪️Purpose: Pain relief এবং অ্যানেস্থেশিয়ার গভীরতা বৃদ্ধি।

▪️Use: কমার্শিয়াল সার্জারি এবং ডেন্টাল প্রোসিজারে ব্যবহৃত।

▪️Side Effects: Hypoxia (যদি যথাযথ অক্সিজেন সরবরাহ না করা হয়)।

✅ Neuromuscular Blocking Agents (পেশি শিথিল করার জন্য):

⏺️ Common Drugs:

i. Succinylcholine:

▪️Purpose: দ্রুত পেশি শিথিল করা।

▪️Use: Intubation এবং শরীরের অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করতে।

▪️Side Effects: Hyperkalemia, Malignant Hyperthermia।

ii. Rocuronium:

▪️Purpose: দীর্ঘ সময়ের জন্য পেশি শিথিল রাখা।

▪️Use: ল্যাপারোস্কোপি বা বড় সার্জারির জন্য।

▪️Side Effects: Allergic reactions।

iii. Vecuronium:

▪️Purpose: পেশি শিথিলতা বজায় রাখা।

▪️Use: দীর্ঘ অপারেশনে ব্যবহৃত হয়।

▪️Side Effects: Prolonged muscle weakness।

✅ Analgesics (ব্যথা কমানোর জন্য):

⏺️ Common Drugs:

i. Fentanyl (Opioid):

▪️Purpose: ব্যথা নিয়ন্ত্রণ।

▪️Use: সার্জারির সময় এবং পরে ব্যথা কমানোর জন্য।

▪️Side Effects: Respiratory depression।

ii. Morphine:

▪️Purpose: দীর্ঘ সময়ের জন্য ব্যথা কমানো।

▪️Use: সার্জারির পরে ব্যবহৃত হয়।

▪️Side Effects: Nausea, Constipation।

iii. Ketamine:

▪️Purpose: ব্যথা এবং অজ্ঞান করা উভয়ের জন্য।

▪️Use: কম রক্তচাপ বা শকের রোগীদের জন্য।

▪️Side Effects: Hallucinations।

✅ Reversal Agents (প্রতিক্রিয়া বন্ধ করার জন্য):

⏺️ Common Drugs:

i. Neostigmine:

▪️Purpose: Neuromuscular blocking agent-এর প্রভাব বন্ধ করা।

▪️Use: অপারেশনের পরে পেশি কার্যক্রম পুনরুদ্ধার করা।

ii. Naloxone:

▪️Purpose: Opioid overdose প্রতিরোধ।

▪️Use: Fentanyl বা Morphine এর প্রভাব কমাতে।

iii. Flumazenil:

▪️Purpose: Benzodiazepine overdose প্রতিরোধ।

▪️Use: Midazolam-এর প্রভাব বন্ধ করতে।

✅ Adjunct Drugs (সহায়ক ওষুধ):

⏺️ Common Drugs:

i. Midazolam (Benzodiazepine):

▪️Purpose: রোগীকে শান্ত এবং রিল্যাক্স রাখতে।

▪️Use: Preoperative anxiety কমাতে।

▪️Side Effects: Sedation।

ii. Atropine:

▪️Purpose: Excessive saliva বা ব্র্যাডিকার্ডিয়া প্রতিরোধ।

▪️Use: সার্জারি চলাকালীন।

▪️Side Effects: Dry mouth।

iii. Ondansetron:

▪️Purpose: বমি বা বমির ভাব প্রতিরোধ।

▪️Use: Postoperative nausea ও vomiting কমাতে।

🔰 Key Functions of the General Anesthesia Machine Drugs:

1. Induction: অজ্ঞান করার জন্য Propofol বা Thiopental Sodium ব্যবহার।

2. Maintenance: Isoflurane, Sevoflurane, এবং Nitrous Oxide দিয়ে অজ্ঞান অবস্থায় রাখা।

3. Analgesia: Fentanyl বা Morphine ব্যবহার।

4. Muscle Relaxation: Succinylcholine বা Rocuronium ব্যবহার।

5. Reversal: Neostigmine, Naloxone ব্যবহার।

6. Adjunct Therapy: Atropine, Midazolam, Ondansetron।

✅একজন নার্সের করণীয়:

▪️রোগীর vital signs মনিটর করা
▪️Oxygen saturation, heart rate, BP চেক করা
▪️Anesthetic drugs সঠিক ডোজে দেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করা
▪️অজ্ঞান হবার পর রেসপন্স চেক করা (pain, reflex)
▪️Recovery Room-এ রোগীকে পর্যবেক্ষণ করা
▪️Complication দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া

ভুল ত্রুটি মার্জনীয় 🙂

11/06/2025

ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু চাকরি হওয়ার কোনো নামগন্ধ নেই। এদিকে বাসার বাজার নেই। প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করতে পারছে না। পরিবারের কাছে, আত্মীয়-স্বজনের কাছে ছোট হতে হচ্ছে প্রতিনিয়ত। এমন কঠিন পরিস্থিতিতেই তার এমন এক জায়গা থেকে চাকরির প্রস্তাব আসলো, যেটা ছিল তার কল্পনারও বাইরে। সব দিক দিয়ে উপযুক্ত এই জব অফার পেয়ে সে খুশিতে কাঁদবে না হাসবে, দিশা পাচ্ছে না।

২)

শারীরিকভাবে একদম সুস্থ। স্বাস্থ্য সচেতন একজন মানুষ। রেগুলার জিমে যাচ্ছে, ব্যায়াম করছে। খাবার খায় মেপে মেপে, বেছে বেছে। এমন একজন মানুষ রুটিন চেকআপের জন্য গেলো। রিপোর্টে যা আসলো, তার বিশ্বাস হলো না। টাকাপয়সার অভাব নেই। চলে গেলো সিঙ্গাপুর। পুনরায় চেকআপ করালো। রিপোর্ট একই। ক্যান্সার চতুর্থ স্টেজ। এক জায়গায় নেই। ছড়িয়ে পড়েছে কয়েক জায়গায়। অথচ রুটিন চেকআপের আগে, অল্প কিছুদিন কিছু অস্বস্তি ছাড়া বড় কোনো অসুখে সে কখনো ভুগেছিল, মনেও নেই তার।

উপরের ঘটনাগুলো আমাদের অনেকেরই। আশেপাশের মানুষদের। ভাইবোনদের।

আল্লাহর রাসুল (ﷺ) কী অদ্ভুত এক দুআ শিখিয়েছেন। ছোট্ট, কিন্তু জীবনঘনিষ্ঠ।

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَجْأَةِ الْخَيْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فَجْأَةِ الشَّرِّ

আল্লাহ! হঠাৎ করে আসা সুসংবাদগুলো, চেয়ে নিচ্ছি তোমার কাছে। সেই সাথে আশ্রয় চাচ্ছি অকস্মাৎ চলে আসা দুঃসংবাদগুলো থেকেও। - সুনান ইবনে মাজা।

Hajj Mubarak from the Al Hiba family.As hearts gather in Makkah, we send our sincere prayers to all pilgrims on this sac...
06/06/2025

Hajj Mubarak from the Al Hiba family.
As hearts gather in Makkah, we send our sincere prayers to all pilgrims on this sacred journey. May your Hajj be accepted and your soul be filled with peace and purpose.

May this holy occasion remind us all of the power of faith, unity, and humility. Wishing you and your loved ones endless blessings and barakah.

Anesthesia With Ventilator Machine available Contact: 017 1129 3691
18/04/2025

Anesthesia With Ventilator Machine available
Contact: 017 1129 3691

OT light availableContact: +88 017 1129 3691
18/04/2025

OT light available
Contact: +88 017 1129 3691

OT setup Mirpur, Dhaka
18/04/2025

OT setup Mirpur, Dhaka

Full OT setup in Samoli, Dhaka
18/04/2025

Full OT setup in Samoli, Dhaka

Full OT setup in Dhaka
18/04/2025

Full OT setup in Dhaka

OT light Installation in Saver
18/04/2025

OT light Installation in Saver

OT light Installation
18/04/2025

OT light Installation

Address

2nd Floor, Kushol Centre, Sector 03, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Al Hiba International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram