Dr Md Didar Ur Rashid

Dr Md Didar Ur Rashid General Physician

জাতীয় বার্ন ইনস্টিটিউট এর চিকিৎসকরা মাস ক্যাজুয়ালটি ম্যানেজ করতে কিছুটা হলেও অভ্যস্ত। কিন্ত আজ আমরা যে অভিজ্ঞতার মুখোম...
21/07/2025

জাতীয় বার্ন ইনস্টিটিউট এর চিকিৎসকরা মাস ক্যাজুয়ালটি ম্যানেজ করতে কিছুটা হলেও অভ্যস্ত। কিন্ত আজ আমরা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তার সাইকোলজিকাল ট্রমা আমরা কতদিনে কাটিয়ে উঠতে পারব, জানিনা।
খবর পাওয়ার পরেই অফিসিয়াল হোযাটসঅ্যাপ গ্রুপে সকলকে নোটিশ করা হয়। এরপরের রেসপন্স এর একটা স্ক্রিনশট দিলাম, সবাই ইনস্ট্যান্ট হাসপাতালে রওয়ানা হয়ে আসছে।
আমাদের সকল চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় যাঁরা হাসপাতালের বাইরে ছিলেন, এমনকি যারা ছুটিতে ছিলেন, তারাও চলে এসেছেন। কয়েকটা বাচ্চার সিভি লাইন করলাম, তার মধ্য দুজন আমার রামিন এর বয়সী। পুড়ে যাওয়া মুখমন্ডল আর ক্ষণে ক্ষণে পানি পানি বলে বিলাপ নিতে পারছিলাম না।

বিভিন্ন হাসপাতালের অনেকেই ফোন করে সাপোর্ট লাগবে কিনা জানতে চেয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা ।

বার্ন পেশেন্ট এর শ্বাসনালী পুড়ে যাওয়া হচ্ছে ভয়ের কথা। অনেকেরই এমন ইনহেলেসনাল ইঞ্জরি হয়েছে।
যারা বেঁচে আছেন তাদের বার্ন পরবর্তি ইনফেকশন হচ্ছে মেইন কনসার্ন। আরেকটা ছবি দিচ্ছি, দেখেন। সারাদিন না খেয়ে খাটা খাটনি করে এরপর বের হওয়ার সময় মেইন গেটে দেখি বিরাট জটলা। উনার সবাই সাংবাদিক, সবাই ভিতরে ঢুকবেন, ছবি, ভিডিও নিবেন। কিন্তু আমাদের আনসার সদস্যরা বাঁধা দিচ্ছিল।
এতজন সাংবাদিক ভাই যদি হাসপাতালে ঢুকে ঘুরতে থাকেন বিভিন্ন জায়গায়, তাহলে ইনফেকশন কন্ট্রোলের কি অবস্থা হবে সেটা বলাই বাহুল্য।

আর বের হয়ে রাস্তায় দেখি অনেক মানুষ, এদের অনেকেই রক্ত দিতে এসেছেন। কিন্তু বার্ন পেশেন্ট এর প্রথম দিনেই রক্ত দরকার নেই। ধীরে ধীরে পরে লাগে রক্ত। তাই রক্ত দেয়ার জন্য সবাই ভিড় না করাটাই ভালো।

আল্লাহ আমাদের এই শোক সইবার শক্তি দান করুন।

লিখা:
ডা.নাজমুল আহসান সিদ্দিকী রুবেল
ঢাকা মেডিকেল কলেজ

18/07/2025

চিকিৎসা সংক্রান্ত পোস্টের পর সবার মেসেজ পেয়ে আমি কৃতজ্ঞ — কিন্তু কিছু কথা পরিষ্কারভাবে বলা জরুরি।

এই দেশের অনেক মানুষ জানেই না, চোখ, কিডনি, হার্ট, মানসিক স্বাস্থ্য— প্রতিটি বিষয়ের জন্য সরকারি স্পেশালাইজড হাসপাতাল আছে:

🔹 চোখের জন্য — NIO (National Institute of Ophthalmology)
🔹 মানসিক সমস্যার জন্য — National Institute of Mental Health
🔹 কিডনির জন্য — NIKDU
🔹 হৃদরোগের জন্য — NICVD

এই প্রতিষ্ঠানগুলোতে অনেক চিকিৎসা একদম ফ্রি অথবা স্বল্প খরচে হয়।

অনেকে সরাসরি টাকা চেয়েছেন। কিন্তু আমি স্পষ্ট করে বলছি—আমি কাউকে সরাসরি টাকা দিয়ে সাহায্য করবো না।
এর পরিবর্তে আমি চেষ্টা করবো বাস্তব ও টেকসইভাবে সহায়তা করতে।

🔸 আমার হাসপাতালের ফার্মেসি থেকে যারা আর্থিকভাবে অস্বচ্ছল, তারা যেকোনো ওষুধ আমাদের ক্রয় মূল্যে কিনতে পারবেন।
মানে, যে দামে আমরা ওষুধ কিনি, সেই দামেই আপনিও পাবেন।
এক টাকাও লাভ করবো না।
অনেকের মাসিক ওষুধের খরচ এতে ২০-৩৫% পর্যন্ত কমে যাবে।
(আমার পেইজে আগে জানিয়ে তারপরই কিনতে পারবেন।)

🔸 অনেক অপারেশন খরচসাপেক্ষ। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এমন কিছু অপারেশন কেবল খরচ অনুযায়ী করে দেব — কোনো লাভ ছাড়া।
যে টুকু খরচ হবে, কেবল সেটাই রাখা হবে।

🔸 সবচেয়ে বেশি মেসেজ পেয়েছি ডায়ালাইসিস নিয়ে।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি —

👉 আগস্ট মাসে প্রতিদিন ১ জন রোগীকে আমার খরচে ফ্রি ডায়ালাইসিস করিয়ে দিব।
👉 আরেকজন রোগীকে মাত্র ২০০০ টাকায় ডায়ালাইসিস করতে দেওয়া হবে, যেখানে রেগুলার চার্জ কয়েকগুল বেশী।
এই ২০০০ টাকার বেশী খরচ — কোনো লাভ নেই।

অনেকে ভাবতে পারেন এটা বুঝি ডায়ালাইসিস সেন্টারের প্রচার!
তাদের জন্য জানিয়ে রাখি — আমাদের আলাদা কোনো ডায়ালাইসিস সেন্টার নেই।
ডায়ালাইসিস হচ্ছে আমাদের Critical Care Unit বা ICU-এর একটি অংশমাত্র।

আমি যাদের ফ্রি ডায়ালাইসিস করাবো, তাদের জন্য প্রতিবার আমাকে কিনতে হয়:
• ডায়ালাইজার: ৭৮০ টাকা
• ব্লাড লাইন: ৪৫০ টাকা
• সেলাইন: ৬০ টাকা
• হেপারিন: ৪৭০ টাকা
• A & B Part: ৫০০ টাকা

এই খরচগুলো আমি নিজের পক্ষ থেকে বহন করবো।

🔸 এছাড়াও আমার হাসপাতালে প্রয়োজনীয় টেস্টে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে, শুধু তাদের জন্য যারা সত্যিই আর্থিক সমস্যায় রয়েছেন।
আপনার প্রয়োজন হলে শুধু মেসেজে জানালেই হবে — যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।

তবে আবারও অনুরোধ করছি — কেউ আমার কাছে টাকার সাহায্য চাইবেন না। আমি চেষ্টা করবো বাস্তব সহায়তা দেওয়ার, সম্মান বজায় রেখে।

আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। 🤲
— Dr. Md Didar Ur Rashid

14/07/2025

যাদের আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু চিকিৎসা জরুরি — তারা ইনবক্স করুন।

অনেকেই আছেন, যারা শুধুমাত্র টাকার অভাবে সঠিক চিকিৎসা নিতে পারেন না। কারও অপারেশন দরকার, কেউ আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ বা পিআইসিইউ সাপোর্টের দরকারে আছেন, কিংবা কেউ নিয়মিত ডায়ালাইসিস করছেন কিন্তু খরচ চালাতে হিমশিম খাচ্ছেন — এমন কেউ যদি থাকেন, তাহলে আমার এই Dr Md Didar Ur Rashid পেইজে মেসেজ দিন।

আমার নিজস্ব হাসপাতাল আছে, তাই আমি চেষ্টা করব আপনাকে সর্বনিম্ন খরচে সহায়তা করতে।

শর্ত একটাই — যার সত্যিই দরকার/ পরিচিত কারো দরকার, কেবল সে-ই যোগাযোগ করবেন।

আল্লাহ আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দিন। 🤲

22/03/2025

রমজানে সুস্থ থাকতে করণীয় ✅

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর সুস্থ ও চাঙা রাখতে কিছু স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করা জরুরি।

✔ ইফতারে ভারী খাবার এড়িয়ে চলুন – হালকা ও পুষ্টিকর খাবার যেমন খেজুর, ফল ও শরবত দিয়ে ইফতার করুন। অতিরিক্ত ভাজাপোড়া খাবার গ্যাস্ট্রিক ও হজমের সমস্যার কারণ হতে পারে।

✔ পর্যাপ্ত পানি পান করুন – ইফতার থেকে সেহরি পর্যন্ত ৮-১০ গ্লাস পানি পান করুন। শরীর হাইড্রেটেড রাখলে ক্লান্তি ও মাথাব্যথা কমবে।

✔ সেহরিতে পুষ্টিকর খাবার খান – লম্বা সময় ধরে শক্তি ধরে রাখার জন্য ডাল, ওটস, ডিম, দই ও বাদাম খেতে পারেন।

✔ অতিরিক্ত চা-কফি পরিহার করুন – চা বা কফি বেশি খেলে পানিশূন্যতা হতে পারে এবং সারাদিন মাথাব্যথা অনুভব হতে পারে।

✔ হালকা ব্যায়াম করুন – তারাবির নামাজ পড়া একটি ভালো ফিজিক্যাল এক্সারসাইজ। এছাড়া হালকা স্ট্রেচিং ও হাঁটাহাটি করলেও শরীর সক্রিয় থাকবে।

✔ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন – ঘুম কম হলে ক্লান্তি ও মাথাব্যথা হতে পারে, তাই দৈনিক অন্তত ৬-৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

🌙 রমজানে সুস্থ থাকতে সচেতন হোন, সুস্থ থাকুন!



ডা. মো. দিদার উর রশিদ
MBBS

📌 চেম্বার:
🏥 City Care General Hospital & Diagnostic Center
📍 Ruppayan Shelford, Level 8, 7, Shyamoli, Dhaka
🛑 (শিশু মেলার বিপরীতে, আশা টাওয়ারের পাশে)
📞 Appointment: +880 9642400300

Address

City Care General Hospital & Diagnostic Center, Rupayun Shelford, Level 8, Shaymoli
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Didar Ur Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category