10/10/2025
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫
বিষয় “জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন” (Prioritizing Mental Health in Emergencies)
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।জীবনের প্রতিটি জরুরি মুহূর্তে—হোক তা প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, ব্যক্তিগত সংকট, কিংবা যুদ্ধ পরিস্থিতি—শারীরিক নিরাপত্তার মতোই মানসিক নিরাপত্তাও জরুরি।
আমরা প্রায়ই ভুলে যাই, মানসিক সহনশীলতা (psychological resilience) গড়ে তোলা মানে শুধু টিকে থাকা নয়, বরং সেই কঠিন সময়েও ভারসাম্য রক্ষা করা।
এই দিনের বার্তা হলো —
👉 মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি মানবিক অধিকার।
👉 সংকটের সময় কাউন্সেলিং, সহানুভূতি, এবং মনস্তাত্ত্বিক সহায়তা জীবনের মতোই মূল্যবান।
👉 প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান, ও রাষ্ট্রের দায়িত্ব — জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।
চলুন, আজকের দিনটি হোক প্রতিশ্রুতির —
আমরা একে অপরের পাশে থাকবো, শুনবো, এবং সহায়তা করবো, বিশেষ করে যখন জীবন সবচেয়ে কঠিন মনে হয়।