
10/07/2025
এই পোস্টটি তাদের জন্য, যারা বলেন— OCD মানে আজীবন ওষুধ খেতে হবে!
অনেকে চিকিৎসক ওসিডি রোগে ভুগছেন এমন রোগীদের বলেন, “ওসিডি তো ডায়াবেটিস বা ব্লাড প্রেসারের মতোই, এই রোগের জন্য সারাজীবন ওষুধ খেতে হয়।” এই কমন কথাটি আমি আমার মাল্টিপল পেশেন্টের মুখ থেকে শুনেছি😒। প্রতিষ্ঠান কিংবা চিকিৎসকদের নাম বলতে চাচ্ছি না।
এই কথাগুলো যখন বড় বড় মানসিক চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকদের মুখে রোগীরা শুনেন, তখন অনেক রোগীর মধ্যে ভয়, হতাশা ও আত্মবিশ্বাস হারানোর অনুভূতি আরো বেড়ে যায়।
🎯 বাস্তবতা হলো— এই ধরনের মন্তব্য অনেক সময় রোগীর মানসিক অবস্থা আরও জটিল করে তোলে।
এর ফলে অনেককে আলাদাভাবে মানসিক সহায়তা বা কাউন্সেলিং করাতে হয়, যাতে তারা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকতে পারেন।
📢 আপনাদের প্রতি অনুরোধ:
যারা চিকিৎসক আছেন, কিংবা যাঁরা OCD-তে ভুগছেন—
দয়া করে কুসংস্কার বা ভুল তথ্যের ভিত্তিতে নিজের মানসিক শক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করবেন না।
✅ সঠিক চিকিৎসা ও থেরাপির মাধ্যমে OCD নিয়ন্ত্রণ করা সম্ভব।
আমরা "পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে" সাইকোথেরাপি ও বৈজ্ঞানিক কনসেপ্টের ভিত্তিতে OCD চিকিৎসা প্রদান করি।
বিস্তারিত জানুন রোগীর সরাসরি অভিজ্ঞতা প্রকাশের ভিডিওতে — লিংক প্রথম কমেন্টে।
Md. Asadujjaman Raju
MPhil Research Fellow (Part-II), Dhaka University
Counselling Psychologist
Pinel Mental Health Care Centre (PMHCC) Hotline: 01681006726
ঠিকানা: 222/1B, South Pirerbag, Mirpur-2, Dhaka-1216