10/09/2025
Sa**sm, Dark Triad, SPD অনেকের কাছে খুবই পরিচিত শব্দ, আবার অনেকে জানেন ই না এটা সম্পর্কে।
খুব সহজভাবে বলি?
কাউকে (১ম ব্যক্তি) কষ্ট পেতে দেখে যদি কারোর (২য় ব্যক্তি) ভালো লাগে। তবে ২য় ব্যক্তি স্যাডিস্ট।
এখন একটা মজার বিষয় খেয়াল করেছেন কি না? নিজের শত্রু কে কষ্ট পেতে দেখলে আমাদের ভালো লাগে। ভিডিও গেইমসে কাউকে হত্যা করে আমাদের ভালো লাগে। কোনো স্বৈরশাসকের করুণ পরিনতি দেখে আমাদের ভালো লাগে। চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল/ক্রিকেট টিমকে নাকানিচুবানি খেতে দেখে আমাদের ভালো লাগে।
এই সবগুলা এক এক ফর্মের স্যাডিজম।
তাহলে কি আমরা সবাই স্যাডিস্ট?
উত্তর : হ্যাঁ, সাম ফর্ম অব মাইল্ড স্যাডিজম সবার ভিতরেই থাকে, যা খারাপ কিছু না ।তবে এটা যখন অনেক এক্সট্রিম লেভেলে চলে যায়, তখন সেটাকে আমরা বলি Sadistic Personality Disorder (SPD - যেখানে অন্যের অসহনীয় কষ্ট হয় আরেকজনের আনন্দের উৎস).
এটা Dark Triad ( Narcissism, Machiavellianism , Psychopathy) এর সাথে খুবই ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত।
কী কী ফর্মের হতে পারে / সাধারণ কিছু লক্ষণ :
- ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া
- কাউকে অপমান করে আনন্দ পাওয়া
- কাউকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা
- অন্যের প্রতি সহানুভূতির অভাব
এই ফর্মগুলোর একটাই উদ্দেশ্য থাকেঃ
ক্ষমতার অপব্যবহার করে, অন্যকে মানসিকভাবে ভেঙে দেবার মাধ্যমে আনন্দ লাভ করা।
এখনও অপরিচিত লাগছে আপনাদের কাছে?
চলুন সিনেমা নিয়ে কথা বলি।
তেলেগু সিনেমা Spyder দেখেছেন নিশ্চয়ই? যেখানে ভিলেন এক কবরস্থানে বেড়ে উঠে এবং সেখানে অন্যের কান্না শুনে আনন্দ পায়। এক সময় গ্রামে লোকজনের মৃত্যু না হলে কবর স্থানে আর কেউ কাঁদে না। ফলে সে নিজেই মানুষ হত্যা শুরু করে, এবং স্বজনদের কাঁদতে দেখে আনন্দ পায়।
অথবা আরও কিছু সিনেমা:
- Se7en ( 1995)
- Prisoners (2013)
- No Country for Old Men (2007)
- Cape fear (1991)
আবার DC এর The Dark Knight (2008) এ জোকারের চরিত্রটিও কিন্তু স্যাডিস্টের।
সিনেমা না দেখে থাকলে এই বিখ্যাত মানুষ গুলো তে চিনেন? এরা ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্যাডিস্ট :
- Vlad Dracula
- Adolf Hi**er
- Ted bundy
- Andrei Chikatilo
- Benyamin Netanyahu
Sadistic Personality Disorder (SPD)
গবেষণায় দেখা গেছে—
SPD সবচেয়ে বেশি সম্পর্কিত psychopathy ও “Dark Triad” বৈশিষ্ট্যের সাথে। [1]
কিশোর মানসিক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে প্রায় ১৪%-এ SPD এর মতো বৈশিষ্ট্য পাওয়া যায় । [2]
যৌন অপরাধীদের মধ্যে প্রায় ২৭% SPD বৈশিষ্ট্য থাকে । [3]