
30/09/2024
যে কোনো বয়সেই হাড়ের সমস্যা জীবনকে করে তুলতে পারে অসহনীয়। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মতে, এদেশের মোট জনসংখ্যার অন্তত ৫২ লক্ষ মানুষ অস্টিওপরোসিসে আক্রান্ত এবং পুরুষের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
এছাড়া খেলাধূলার ফলে অথবা হঠাৎ দূর্ঘটনায় হাড় ও মাংশপেশীর ক্ষতি তো রয়েছেই। হাড়ের যে কোনো সমস্যায় অভিজ্ঞ্ অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিমিষেই এনে দিতে পারে শান্তির সমাধান।
আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দূর্ঘটনাজনিত হাড়ের সমস্যা নিরাময়ে ‘স্পোর্টস মেডিসিন’ নামক বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। যারা খেলাধূলা বা কোনো দূর্ঘটনাজনিত কারণে হাড় বা মাংশপেশীর জটিলতায় ভুগছেন তাদের জন্য এই চিকিৎসা এনে দিতে পারে স্বস্তি।
তাই শরীরের বিভিন্ন জয়েন্টর মচকানো, ফাটল ও ভাঙ্গা, গেঁটে বাত, লিগামেন্ট ও কার্টিলেজের ইনজুরিতে নির্ভাবনায় নিতে পারেন আমাদের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জনের পরামর্শ।
অনলাইন বা অফলাইনে যে কোন সময় ডাক্তারের সাথে পরামর্শ করতে ভিজিট করুন HEALTHx এর ওয়েবসাইট এ - https://healthxbd.com/59484
আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ +8801969908181