Ufeel Cosmetics & Nutrition Ltd

Ufeel Cosmetics & Nutrition Ltd Join us in redefining beauty—one organic, science-backed product at a time. Because when you feel good, you look good.
(1)

Ufeel Cosmetics and Nutrition Ltd – Where Nature Meets Science.

27/07/2025
📌 নোংরা টাওয়েল দিয়ে মুখ মোছা কেন বিপজ্জনক?বাংলাদেশের গরম, ধুলাবালি ও ঘামভেজা আবহাওয়ায় মুখ পরিষ্কার রাখা একটি চ্যালেঞ...
27/07/2025

📌 নোংরা টাওয়েল দিয়ে মুখ মোছা কেন বিপজ্জনক?

বাংলাদেশের গরম, ধুলাবালি ও ঘামভেজা আবহাওয়ায় মুখ পরিষ্কার রাখা একটি চ্যালেঞ্জ। প্রতিদিন বাইরে বের হলে ঘাম আর ধুলোতে মুখে নানা ধরণের জীবাণু জমে। কিন্তু আপনি জানেন কি, সেই মুখ যদি আবার নোংরা ও অপরিষ্কার টাওয়েল দিয়ে মোছেন, তাহলে সেটা আরও বড় ক্ষতির কারণ হতে পারে?

নিচে জেনে নিন ৫টি কারণ— কেন নোংরা টাওয়েল দিয়ে মুখ মোছা একদম উচিত নয়:

🔴 ১. জীবাণুর আক্রমণ:
টাওয়েলে জমে থাকা জীবাণু, ব্যাকটেরিয়া ও ছত্রাক সরাসরি আপনার ত্বকে ছড়িয়ে পড়ে। এতে সংক্রমণ, র‍্যাশ, এমনকি ফোড়াও হতে পারে।

🔴 ২. ব্রণ আর ব্রণ:
বিশেষ করে আমাদের দেশের যুবক-যুবতীরা গরম ও ঘামে ভোগে। নোংরা টাওয়েল ব্রণের জন্য এক নম্বর দোষী হতে পারে।

🔴 ৩. ত্বকের উজ্জ্বলতা হারায়:
প্রতিদিন ব্যবহৃত অপরিষ্কার টাওয়েল ত্বকের মৃতকোষ পরিষ্কার না করে বরং আটকে রাখে। ফলে মুখ দেখায় মলিন ও ক্লান্ত।

🔴 ৪. অ্যালার্জি ও চুলকানি:
অনেকের ত্বক সংবেদনশীল। টাওয়েলে থাকা ডিটারজেন্টের অবশিষ্টাংশ বা ধুলাবালি ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে।

🔴 ৫. বলিরেখার ভয়:
গোসলের পর যদি রুক্ষ ও নোংরা টাওয়েল দিয়ে ঘষে ঘষে মুখ মোছেন, তাহলে আপনার ত্বকের কোমলতা নষ্ট হয়, এবং আগেই বয়সের ছাপ পড়ে।

---

✅ সমাধান কী?
➤ সব সময় পরিষ্কার, শুকনো ও নরম টাওয়েল ব্যবহার করুন।
➤ সম্ভব হলে মুখ মোছার জন্য আলাদা তোয়ালে রাখুন।
➤ প্রতিদিন না হোক, অন্তত ২-৩ দিন পর পর তোয়ালে ধুয়ে শুকিয়ে নিন।

---

🧼 সুন্দর ত্বকের জন্য যত্ন নিন, শুরু হোক একটি পরিষ্কার তোয়ালে থেকে!

🥗 বয়সের ছাপ কমাতে উপকারী খাবার:তিলের বীজ (Sesame Seeds)➤ ভিটামিন E ও ক্যালসিয়াম সমৃদ্ধ। ত্বক মসৃণ রাখতে সাহায্য করে।ডালি...
27/07/2025

🥗 বয়সের ছাপ কমাতে উপকারী খাবার:
তিলের বীজ (Sesame Seeds)
➤ ভিটামিন E ও ক্যালসিয়াম সমৃদ্ধ। ত্বক মসৃণ রাখতে সাহায্য করে।

ডালিম (Pomegranates)
➤ অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। কোলাজেন রক্ষা করে ত্বককে টানটান রাখতে সাহায্য করে।

জাফরান (Saffron)
➤ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ আছে।

কমলা (Oranges)
➤ ভিটামিন C-এর দারুণ উৎস, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে।

ঘি (Ghee)
➤ স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে, যা ত্বককে ভিতর থেকে পুষ্ট করে।

জলপাই (Olives)
➤ অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন E আছে, ত্বকের বার্ধক্য রোধ করে।

সবুজ চা (Green Tea)
➤ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা ত্বকের কোষের ক্ষয় রোধ করে।

✅ অতিরিক্ত টিপস:
প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন 💧

চিনি ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন 🚫

পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস কমান 😴🧘

প্রতিদিন ফলমূল ও সবজি খান 🍓🥦

চাইলেই এসব উপাদান দিয়ে একটি সাপ্তাহিক ডায়েট প্ল্যান বানিয়ে দিতে পারি। চাইলে কমেন্ট করে জানাতে পারেন।

🌞 এই অতিরিক্ত গরমে সুস্থ থাকার ৫টি কার্যকরী সমাধান 🌿গরম যেন দিন দিন পাগলাটে হয়ে উঠছে! প্রচণ্ড তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়ছ...
26/07/2025

🌞 এই অতিরিক্ত গরমে সুস্থ থাকার ৫টি কার্যকরী সমাধান 🌿

গরম যেন দিন দিন পাগলাটে হয়ে উঠছে! প্রচণ্ড তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তাই এই গরমে সুস্থ থাকার জন্য মেনে চলুন নিচের ৫টি সহজ ও কার্যকরী টিপস।

✅ ১. পর্যাপ্ত পানি পান করুন 💧

প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বেরিয়ে যায়, তাই শরীরকে হাইড্রেটেড রাখা সবচেয়ে জরুরি।

✅ ২. হালকা ও সুতির পোশাক পরুন 👕

সুতির আর ঢিলেঢালা পোশাক ত্বককে শ্বাস নিতে দেয় ও অতিরিক্ত গরম থেকে রক্ষা করে।

✅ ৩. রোদে বের হলে ছাতা বা সানস্ক্রিন ব্যবহার করুন ☂️🧴

বাইরে যাওয়ার সময় ছাতা ব্যবহার করুন এবং অবশ্যই SPF যুক্ত সানস্ক্রিন লাগান। এতে ত্বক রোদে পোড়ার হাত থেকে রক্ষা পায়।

✅ ৪. ঠান্ডা ও হালকা খাবার খান 🥗

তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। বরং ফলমূল, সালাদ ও দই জাতীয় ঠান্ডা খাবার খান যা শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখবে।

✅ ৫. দিনের সবচেয়ে গরম সময় এড়িয়ে চলুন 🌡️

দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে জরুরি না হলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। এই সময়ে সূর্যের তেজ সবচেয়ে বেশি থাকে।

📌 নিজে সুস্থ থাকুন, প্রিয়জনদেরও সচেতন করুন!

🎉 Happy Birthday to our incredible Brand Promoter & Influencer Anisha Rozen Your passion, presence, and power to inspire...
26/07/2025

🎉 Happy Birthday to our incredible Brand Promoter & Influencer Anisha Rozen
Your passion, presence, and power to inspire are unmatched.
We're proud to have you as the face of our brand and excited for all the amazing milestones yet to come.
Here's to more success, growth, and unforgettable collaborations ahead! 💫
Stay shining, stay unstoppable! 🌟

26/07/2025

Ufeel Hair Combo Use এর সঠিক নিয়মিত দেখে নিন,যারা Dermaroller সাথে ব্যাভার করেন না তাদের জন্য এই ভিডিও

✨ মুখের যত্নে এখন প্রকৃতির ছোঁয়া!Ufeel Activated Charcoal Bar – ব্যবহার করুন সঠিক নিয়মে, ফলাফল হোক নিখুঁত ও দীপ্তিময়।🖤ব্...
24/07/2025

✨ মুখের যত্নে এখন প্রকৃতির ছোঁয়া!
Ufeel Activated Charcoal Bar – ব্যবহার করুন সঠিক নিয়মে, ফলাফল হোক নিখুঁত ও দীপ্তিময়।

🖤
ব্যবহারবিধি:
১️⃣ বার ও মুখ ভিজিয়ে নিন
২️⃣ হাতে ঘষে ফেনা তৈরি করুন
৩️⃣ ফোমটি মুখে আলতো করে ১ মিনিট ম্যাসাজ করুন
৪️⃣ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, শেষে ব্যবহার করুন ময়েশ্চারাইজার

🌿 অয়েলি থেকে সেনসিটিভ—সব ধরনের ত্বকের জন্য উপযোগী।
উজ্জ্বল ত্বক শুরু হোক ইউফিল এর চারকোল কেয়ারে!

☔ Let the rain pour, the glow won't stop!💧 UFEEL MONSOON SPLASH SALE is here!Enjoy FLAT 10% OFF on your favorite skincar...
22/07/2025

☔ Let the rain pour, the glow won't stop!
💧 UFEEL MONSOON SPLASH SALE is here!
Enjoy FLAT 10% OFF on your favorite skincare must-haves.
Limited time only — don’t miss the splash! 🌧️💙

মাইলস্টোন এর ক্লাস 3 আর 4 এর ক্লাসরুমে সরাসরি ঢুকে পরে । এই দুই রুমে বাচ্চারা যে ভাবে ছিলো ওভাবেই ঝলসে গেসে। আল্লাহ মাফ ...
21/07/2025

মাইলস্টোন এর ক্লাস 3 আর 4 এর ক্লাসরুমে সরাসরি ঢুকে পরে । এই দুই রুমে বাচ্চারা যে ভাবে ছিলো ওভাবেই ঝলসে গেসে। আল্লাহ মাফ করুন.. ক্লাসরুমেও বাচ্চারা নিরাপদ না ..

⭕সুখে থাকলে ভুতে পরিনত না হতে চাইলে প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ Ufeel এর পন্যই সেরা ⭕
21/07/2025

⭕সুখে থাকলে ভুতে পরিনত না হতে চাইলে প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ Ufeel এর পন্যই সেরা ⭕

20/07/2025

আমাদের হেয়ার রি-গ্রোথ কম্বো মূল্য মাত্র- ১১৭০ টাকা।
সাথে ফ্রী দিচ্ছি চুলের জন্য বেস্ট 1.0mm ডারমা রোলার। যা সপ্তাহে একদিন চুল পড়া স্থান এ রোলিং করে হেয়ার সিরাম এবং হেয়ার অয়েল ব্যাবহার করলে দ্রুত চুল গজাতে সাহায্য করবে। নিয়ম মেনে ব্যবহার করলে চুল পড়া কমে যাবে , নতুন চুল গজাবে চুল পড়া স্থান এ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ufeel Cosmetics & Nutrition Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ufeel Cosmetics & Nutrition Ltd:

Share