OptiHealth

OptiHealth "ইউনানি চিকিৎসায় সুস্থতার নিশ্চয়তা – ১০০% অরগানিক ও গুণগত মানসম্পন্ন সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ

বিশ্বের উন্নতজাতের ফলমূলের মধ্যে ব্লুবেরি অন্যতম। হালকা টক-মিষ্টি এই ফল দেখতে ছোট হলেও এর বহু উপকারিতা রয়েছে। গবেষণায় দে...
05/10/2024

বিশ্বের উন্নতজাতের ফলমূলের মধ্যে ব্লুবেরি অন্যতম। হালকা টক-মিষ্টি এই ফল দেখতে ছোট হলেও এর বহু উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন অল্প পরিমাণে ব্লুবেরি খেলে মানবদেহের বেশ কয়েকটি রোগ থেকেই পরিত্রাণ মেলে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার ক্ষেত্রেই এটি প্রাকৃতিক এন্টিবায়োটিকের মতো কাজ করে। তাই চলুন জেনে নেয়া যাক ব্লুবেরির উপকারিতা:

🌕 ব্লুবেরি নিয়মিত সেবনে রক্ত ​​প্রবাহের পাশাপাশি চোখের অক্সিজেন প্রবাহের উন্নতি ঘটে, যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে

🌕 এতে থাকা অ্যান্থোসায়ানিন নিউরনের মধ্যে সংযোগ রক্ষা এবং শক্তিশালী করার সময় যোগাযোগে সাহায্য করে, স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকলাপ বাড়ায়

🌕 ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মানসিক অবসাদ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে

🌕 এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা সবধরনের ডাইবেটিস রোগীর জন্য ভীষণ উপকারী। এই ফলের মধ্যে থাকা ফাইবার এবং পনিফেনল ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

🌕 ব্লুবেরি স্বাস্থ্য ও ফিটনেসের জন্য খুবই উপকারী৷ এতে এতে পটাশিয়াম, কার্বোহাইড্রেট এবং ডায়েটারি ফাইবার পাওয়া যায়। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। এজন্য একে সুপারফুডও বলা হয়।

05/09/2024
সুস্থ এবং কর্মঠ জীবনযাপন করতে কে না চায়???কিন্তু আমরা ক'জন ই বা নিয়মমাফিক চলাফেরা করি। শারিরীকভাবে কর্মক্ষম ও রোগমুক্ত থ...
24/08/2024

সুস্থ এবং কর্মঠ জীবনযাপন করতে কে না চায়???

কিন্তু আমরা ক'জন ই বা নিয়মমাফিক চলাফেরা করি। শারিরীকভাবে কর্মক্ষম ও রোগমুক্ত থাকতে হলে আমাদের ব্যায়াম অনুশীলনের পাশাপাশি নিয়মিত এবং পরিমিতভাবে নির্ভেজাল খাদ্য গ্রহণ করা একান্ত জরুরী।

চলুন জেনে নিই সুস্থ ও কর্মঠ থাকতে যা করণীয়ঃ

🌕 প্রতিদিন সকালবেলা কমপক্ষে ৩০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন

🌕 অতিরিক্ত মিষ্টি ও চর্বিযুক্ত খাবার পরিহার করুন

🌕 তেঁতো জাতীয় খাবার যেমন- করলা, পাটের শাক, মেথি, চিরতা ইত্যাদি বেশি করে খান

🌕 সবসময় দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন

🌕 নিয়মিত ও পরিমিত খাদ্যাভাস গড়ে তুলুন

BOLENT - বোলেন্ট( পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত. কেমিক্যাল মুক্ত. ১০০% ন্যাচারাল উপাদান )উপকারিতাঃ🌕 সহবাসের স্থায়িত্ব বৃদ্...
23/08/2024

BOLENT - বোলেন্ট
( পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত. কেমিক্যাল মুক্ত. ১০০% ন্যাচারাল উপাদান )

উপকারিতাঃ

🌕 সহবাসের স্থায়িত্ব বৃদ্ধি করে

🌕 বীর্যবর্ধক ও রতিশক্তি বর্ধক হিসাবে কাজ করে

🌕 লিঙ্গ শক্ত করে

🌕 টেস্টোস্টেরন ও শুক্রাণুর উৎপাদনের ক্ষমতা বাড়ায়

🌕 প্ৰজনন ক্ষমতা বাড়ায়

🌕 স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে

🌕 ইহা তরল বীর্য অধিকতর ঘন ও ঘাঢ় করে

🌕 ইহা যৌনবর্ধক, শারীরিক বলবর্ধক

🌕 অকাল বীর্যপাত রোধ করে

🌕 যৌনমিলনের সময়কাল দীর্ঘায়িত করে

🌕 বীর্যের সান্দ্রতা বাড়ায়

🌕 এবং যৌনমিলনের পরবর্তী সতেজতা নিশ্চিত করে

👉 বোলেন্ট একটি আয়ুর্বেদিক পণ্য। বলা যায়, ন্যাচারাল ভায়াগ্রা।

👉 ইহা প্রাকৃতিক ভেষজ ও আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরী।

👉 পার্শ্ব প্রতিক্রিয়া:
নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য
*x

সিরাপঃ  হলিলিভ লিভার টনিক কার্যকারিতাঃ লিভারের প্রদাহ, প্রতিবন্ধকতা জনিত জন্ডিস, লিভারের দুর্বলতা, ফুসফুসের আবরক ঝিল্লীর...
21/08/2024

সিরাপঃ হলিলিভ লিভার টনিক

কার্যকারিতাঃ লিভারের প্রদাহ, প্রতিবন্ধকতা জনিত জন্ডিস, লিভারের দুর্বলতা, ফুসফুসের আবরক ঝিল্লীর প্রদাহ, কোষ্ঠকাঠিন্য এবং পাকস্থলী ও লিভারের গোলযোগ জনিত জ্বর।

দীর্ঘদিন ধরে ধূমপান, অ্যালকোহল সেবন করলে কিংবা কৃত্রিমভাবে সংরক্ষিত খাবার খাওয়ার কারণে লিভারের কার্যক্ষমতা দুর্বল হয়ে পরে। যার ফলে অতি সহজেই শরীরের নানারকম রোগ বাসা বানিয়ে ফেলতে পারে। আমাদের এই হলিলিভ সিরাপ ভেষজ নির্যাসের সমন্বয়ে প্রস্তুত যা লিভারের কার্যকারিতা শক্তিশালী করে এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া জন্ডিস, হেপাটাইটিস, শোথ, যকৃত প্রদাহ ইত্যাদি রোগে বিশেষ উপকারী।

মাত্রা ও সেবনবিধিঃ
প্রাপ্ত বয়স্কঃ প্রতিদিন ৩-৪ চা-চামচ (১৫-২০ মিলি) সিরাপ দিনে ২-৩ বার আহারের পর সেব্য।
অপ্রাপ্ত বয়স্কঃ প্রতিদিন ১-২ চা-চামচ (৫-১০ মিলি) সিরাপ দিনে ২-৩ বার

★অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

সিরাপ: এলকেনজিকার্যকারিতাঃ মূত্রকৃচ্ছতা, কিডনীর কার্যকারিতা বৃদ্ধি, কিডনী ও মূত্রথলিতে অসার পদার্থ জমা, কিডনীতে ষ্টোন জম...
21/08/2024

সিরাপ: এলকেনজি

কার্যকারিতাঃ মূত্রকৃচ্ছতা, কিডনীর কার্যকারিতা বৃদ্ধি, কিডনী ও মূত্রথলিতে অসার পদার্থ জমা, কিডনীতে ষ্টোন জমা রোধ করে এবং কিডনীর সিরাম ক্রিয়েটিনিন কমাতে সাহায্য করে।

এলকেনজি-এর বৈজ্ঞানিক বিশ্লেষণ তথ্যঃ এলকেনজি সিরাপে ব্যবহৃত প্রাকৃতিক ভেষজ উপাদান সমূহে বিভিন্ন রকমের এলকালয়েড, তিক্ত উপাদান, ফিক্সড অয়েল, ভোলাটাইল অয়েল ইত্যাদি বিদ্যমান থাকে। এলকেনজি আটটি প্রাকৃতিক ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরী কিডনীর কার্যকারিতা বৃদ্ধিতে একটি চমৎকার সিরাপ। ইহার মূল্যবান ভেষজ সমূহের মধ্যে রয়েছে- শশা বীজ, কাকনাজ, গোক্ষুর কাঁটা, বনফঁশা, গাওজবান, মৌরি, গোয়ালে লতা ও করফস বীজ। এই সমস্ত উপাদান বিভিন্ন মাত্রায় সক্রিয় থেকে মূত্রকৃচ্ছতা, কিডনীর কার্যকারিতা বৃদ্ধি এবং ষ্টোন জমা রোধে সাহায্য করে। দৈহিক তাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। গোক্ষুর কাঁটা এবং কাকনাজ মূত্রকৃচ্ছতা ও কিডনীর পাথুরী নির্গত করতে সাহায্য করে

মাত্রা ও সেবনবিধিঃ
প্রতিদিন ৩-৪ চা-চামচ (১৫-২০ মিলি) সিরাপ দিনে ৩-৪ বার অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

★ অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর"ইনসুলিনকে না বলুন, ইনসুলিনের বিষক্রিয়া থেকে নিজেকে মুক্ত রাখুন"আসসালামু আলাইকুম,সুস্থতা আল্...
21/08/2024

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর
"ইনসুলিনকে না বলুন, ইনসুলিনের বিষক্রিয়া থেকে নিজেকে মুক্ত রাখুন"

আসসালামু আলাইকুম,

সুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত। তবে সকল প্রকার অসুস্থতাও আল্লাহর তরফ থেকেই আসে। তেমনি একটা অসুখ হলো ডায়াবেটিস বা মধুমেহ রোগ। আল্লাহপাক যেমন অসুস্থতা দিয়েছেন তেমনি এর নিরাময়ের পথও সুগম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা নিয়ে এলাম বাংলাদেশে বর্তমানে কার্যকর ডায়াবেটিস রোগীদের জন্য।

ডাইকেয়ার কেন খাবেন?

যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন এ্যালপ্যাথি খাচ্ছেন তাদের রোগ--প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আস্তে আস্তে ঔষধের পরিমাণ বা ইনসুলিনের ডোজ বাড়তে থাকে। এক সময় কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, চোখ প্রভৃতির ক্ষতিসাধন করে। কিন্তু হারবাল মেডিসিন বা ভেষজ ঔষধ কোনো ক্ষতি করে না বরং উল্লেখিত অঙ্গগুলোকে শক্তিশালী এবং মজবুত করে। সুতরাং শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ডাইকেয়ার এর কোনে বিকল্প নায়। অতএব সুস্থ থাকার জন্য সহজ এবং গ্রহনযোগ্য উপায়কেই আমরা বেছে নিবো, ইনশাআল্লাহ।

ডাইকেয়ার খাওয়ার নিয়মঃ (খাওয়ার ৩০মিনিট পূর্বে খেতে হবে)

ডাইকেয়ার খাওয়ার শুরুতে যারা ঔষধ খান, উনারা ঔষধ নেওয়া বন্ধ করে দিন বা পরিমাণ কমিয়ে দিন এবং যারা ইনসুলিন গ্রহণ করেন, উনারা ৮-১০ পয়েন্ট পর্যন্ত ডোজ কমিয়ে ঔষধ গ্রহণ শুরু করুন। প্রতি ২/৩ দিন পর পর সুগার লেভেল পরিমাপ করে উপরের চার্ট অনুযায়ী ডাইকেয়ার গ্রহণ করুন। ইনশাআল্লাহ, ১৫ দিনের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রনে চলে আসবে।

আমরা বিক্রয়উত্তর সেবা প্রদান করে থাকি। ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে। প্রতি পটে ৬০ পিস ক্যাপসুল আছে এমআরপি ৭০০ ৳ (সাতশত) টাকা স্পেশাল অফার প্রাইস ৫৮০ ৳ (পাঁচশত আশি) টাকা মাত্র। আপনি চাইলে এটি সেবন করে দেখতে পারেন। ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।

★অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when OptiHealth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram