Dr. Ashik

Dr. Ashik Medical Assistant

23/10/2024

আজকের বিষয় জন্মগত ছানি (Congenital_Cataract)

👉আসুন জেনে নিই জন্মগত ছানি আসলে কি?

জন্মগত ছানি বা Congenital Cataract হচ্ছে চোখের ভেতরে যে লেন্স থাকে (যাকে আমরা Crystalline Lens বলি )জন্মগত কারনে তার Opacity বা অস্বচ্ছতা।

👉কেন হয়?

জন্মগত ছানি হওয়ার নির্দিষ্ট কোন কারণ নেই, তবে কিছুক্ষেত্রে নির্দিষ্ট কিছু কারনের জন্য এটি হয়ে থাকে।

👆Interuterine Infection অর্থাত অন্তঃসত্ত্বা অবস্থায় কোনপ্রকার সংক্রমণ হলে।
👆Hereditary বা বংশগত
👆Ocular Disorder
👆টিউমার
👆মেটাবলিক
👆অন্তঃসত্ত্বা অবস্থায় কোনপ্রকার ঔষধ সেনের সাইড এফেক্টের ফলে।
👆মায়ের অপুষ্ঠি জনিত সমস্যার কারণে।
👆আঘাত জনিত কারনে।
👆নির্দিষ্ট সময়ের আগে প্রসব হলে অর্থাত (Premature baby )
👆কম ওজন নিয়ে জন্ম হওয়া।

👉কি করে বুঝবেন?

উপরোক্ত কারণ গুলো মধ্যে কোন একটি কারন নিয়ে যদি শিশু জন্ম গ্রহণ করে তাহলে প্রতিনিয়ত অর্থাত নির্দিষ্ট সময়ের ব্যবধান অন্তর চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এছাড়া বাড়িতে খেয়াল করুন, শিশু খেলনা বা কোন বস্তু সঠিক ভাবে বুঝতে বা ধরতে পারছে কিনা।
শিশুর চোখ ট্যারা কিনা। বা শিশুর চোখের মনি সাদা হচ্ছে কিনা। বা কোনপ্রকার অস্বাভাবিকতা দেখা দিচ্ছে কিনা।

👉করণীয় কী?

কোনপ্রকার অস্বাভাবিকতা লক্ষ্য করলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
👉চিকিৎসা?
ছানি অপারেশন করে লেন্স (IOL) লাগিয়ে এর সমস্যার সমাধান করা সম্ভব ।
👉চিকিৎসা করাতে দেরি বা অবহেলা করলে কি অসুবিধা হতে পারে?
👆সঠিক সময়ে চিকিৎসা না করালে দৃষ্টি পুরোপুরিই গঠিত নাও হতে পারে। চোখের মাংসপেশীর দূর্বল হয়ে ট্যারা চোখ হতে পারে। বা পুরোপুরিই অন্ধত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

তাই মনে রাখবেন আপনার শিশু আপনার ভবিষ্যত। তাই শিশুর চোখের যত্ন নিন । অবহেলা না করে নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক সময়ে চিকিৎসা আপনাকে ফিরিয়ে দেবে আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যত।

23/10/2024

বিশ্ব প্রযুক্তির সাথে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার যেমন বেড়েছে, তেমন ব্লু-লাইট থেকে চোখকে সুরক্ষিত রাখার উপায় ও খুজে নিতে হবে নিজে কে ই ?

আপনি যদি তথ্য প্রযুক্তির কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করা লাগে অথবা আপনার হাতের স্মার্টফোনটি আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করা লাগে অথবা আপনি বাইরে ঘুরতে বের হলে আপনাকে অবশ্যই সূযের আলোয় যাও লাগে তাই ব্লু লাইট থেকে আপনার চোখকে কিভাবে সুরক্ষিত রাখবেন সে সম্পর্কে জেনে রাখা আপনার জন্য খুবই জরুরী। তাই আজকের এই টিপস টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করে আপনি ব্লু লাইট থেকে আপনার মূল্যবান চোখকে সুরক্ষিত রাখতে পারবেন।

ব্লু কার্ট গ্লাস ব্যবহার করে : ব্লু লাইট এর ক্ষতিকর দিকগুলো বিবেচনা করে বর্তমান বাজারে বিভিন্ন ধরনের ব্লু কাট গ্লাস পাওয়া যায়। ব্লু কার্ট গ্লাস যেটি কম্পিউটার,ল্যাপটপ, স্মার্ট ফোন বা অন্যান্য ডিভাইস থেকে নির্গত হওয়া ব্লু লাইট রশ্মিকে রোধ করে। ফলে এই ব্লু কার্ট গ্লাস ব্যবহার করে আপনি আপনার চোখকে সুরক্ষিত রাখতে পারেন। বাজারে বিভিন্ন মূল্যমানের ব্লু কার্ট গ্লাস পাওয়া যায় যেটি আপনার চোখকে সূর্যের আলো, কম্পিউটার বা ল্যাপটপের ও স্মার্টফোনের ব্লু লাইট থেকে রক্ষা করবে। তাই আর দেরি না করে বা হেলায় না কাটিয়ে আপনার নিকটতম যেকোন অপটিক্যাল বা চশমার দোকান থেকে ব্লু কার্ট গ্লাস নিয়ে ব্যবহার করুন। বর্তমানে বিভিন্ন মূল্যমানের ব্লু কার্ট গ্লাস পাবেন কিন্তু চেষ্টা করবেন একটু দাম দিয়ে ভাল মানের গ্লাসটি নেওয়ার। যেটি আপনার চোখটিকে সুরক্ষিত রাখবে।

23/10/2024

🩺 হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি
Hypertensives Retinopathy 🩺
উচ্চ রক্তচাপ শুধু আপনার হার্টকে প্রভাবিত করে না, এটি আপনার চোখেরও ক্ষতি করতে পারে। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হল এমন একটি অবস্থা যা দীর্ঘস্থায়ী অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের ফলে বিকশিত হয়, এবং যদি চিকিত্সা না করা হয় তবে এটি গুরুতর দৃষ্টি সমস্যা হতে পারে।

👁️হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ঘটে যখন উচ্চ রক্তচাপ রেটিনার সূক্ষ্ম রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্থ করে, এটি চোখ-সম্পর্কিত বিভিন্ন লক্ষণ এবং জটিলতার কারণ হতে পারে, যার মধ্যে ঝাপসা দৃষ্টি, রেটিনাল রক্তপাত, অপটিক স্নায়ু ফুলে যাওয়া এবং এমনকি দৃষ্টিশক্তি হ্রাস।

এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করা উচিত?
👉🏻নিয়মিত চোখের পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার চোখের স্বাস্থ্য রক্ষার জন্য আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করা অপরিহার্য। উচ্চ রক্তচাপ পরিচালনার জন্য আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর ও চক্ষু বিশেষজ্ঞ এর সুপারিশ অনুসরণ করুন, যার মধ্যে রয়েছে নির্ধারিত ওষুধ গ্রহণ, একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা এবং নিয়মিত আপনার রক্তচাপ পর্যবেক্ষণ করা।

Address

Dhaka
1900

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram