23/10/2024
আজকের বিষয় জন্মগত ছানি (Congenital_Cataract)
👉আসুন জেনে নিই জন্মগত ছানি আসলে কি?
জন্মগত ছানি বা Congenital Cataract হচ্ছে চোখের ভেতরে যে লেন্স থাকে (যাকে আমরা Crystalline Lens বলি )জন্মগত কারনে তার Opacity বা অস্বচ্ছতা।
👉কেন হয়?
জন্মগত ছানি হওয়ার নির্দিষ্ট কোন কারণ নেই, তবে কিছুক্ষেত্রে নির্দিষ্ট কিছু কারনের জন্য এটি হয়ে থাকে।
👆Interuterine Infection অর্থাত অন্তঃসত্ত্বা অবস্থায় কোনপ্রকার সংক্রমণ হলে।
👆Hereditary বা বংশগত
👆Ocular Disorder
👆টিউমার
👆মেটাবলিক
👆অন্তঃসত্ত্বা অবস্থায় কোনপ্রকার ঔষধ সেনের সাইড এফেক্টের ফলে।
👆মায়ের অপুষ্ঠি জনিত সমস্যার কারণে।
👆আঘাত জনিত কারনে।
👆নির্দিষ্ট সময়ের আগে প্রসব হলে অর্থাত (Premature baby )
👆কম ওজন নিয়ে জন্ম হওয়া।
👉কি করে বুঝবেন?
উপরোক্ত কারণ গুলো মধ্যে কোন একটি কারন নিয়ে যদি শিশু জন্ম গ্রহণ করে তাহলে প্রতিনিয়ত অর্থাত নির্দিষ্ট সময়ের ব্যবধান অন্তর চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এছাড়া বাড়িতে খেয়াল করুন, শিশু খেলনা বা কোন বস্তু সঠিক ভাবে বুঝতে বা ধরতে পারছে কিনা।
শিশুর চোখ ট্যারা কিনা। বা শিশুর চোখের মনি সাদা হচ্ছে কিনা। বা কোনপ্রকার অস্বাভাবিকতা দেখা দিচ্ছে কিনা।
👉করণীয় কী?
কোনপ্রকার অস্বাভাবিকতা লক্ষ্য করলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
👉চিকিৎসা?
ছানি অপারেশন করে লেন্স (IOL) লাগিয়ে এর সমস্যার সমাধান করা সম্ভব ।
👉চিকিৎসা করাতে দেরি বা অবহেলা করলে কি অসুবিধা হতে পারে?
👆সঠিক সময়ে চিকিৎসা না করালে দৃষ্টি পুরোপুরিই গঠিত নাও হতে পারে। চোখের মাংসপেশীর দূর্বল হয়ে ট্যারা চোখ হতে পারে। বা পুরোপুরিই অন্ধত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই মনে রাখবেন আপনার শিশু আপনার ভবিষ্যত। তাই শিশুর চোখের যত্ন নিন । অবহেলা না করে নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক সময়ে চিকিৎসা আপনাকে ফিরিয়ে দেবে আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যত।