10/07/2025
হঠাৎ ইবাদতের প্রতি অনীহা কেন❓
হঠাৎ ইবাদতের প্রতি অনীহা, অনর্থক কাজে সময় নষ্ট করার প্রবণতা বেড়ে যাওয়া ইত্যাদি হচ্ছে সফলতা নষ্ট করার যাদুর লক্ষন।
এমন সমস্যা আপনি অনুভব করলে নিজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন।
সকাল-সন্ধ্যার আমলকে ভালোভাবে আঁকড়ে ধরুন।
বিশেষ করে সমস্যার সম্মুখীন হওয়ার পূর্বেই যথাসাধ্য ভালোভাবে রুকইয়াহ করার চেষ্টা করুন, আর নিজে নিজে করতে না পারলে কোন রাকির সহযোগিতা নিন।
তাছাড়া যদি নিজে নিজে করতে চান তাহলে, যাদুর রুকইয়াহ বা আয়াতুল কুরসির রুকইয়াহর অডিও প্রতিদিন ১/২ ঘন্টা করে ২১ দিন পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন