12/09/2024
নরমাল ডেলিভারি কত সপ্তাহে হয়?
শিশু যদি গর্ভাবস্থার ৩৭তম সপ্তাহ পূর্ণ হওয়ার পরে জন্মায়, তাহলে আমরা সাধারণত নরমাল ডেলিভারি হয়েছে বলি। এই সময়ের আগে ডেলিভারি হলে তাকে অকাল প্রসব বা প্রিম্যাচিউর ডেলিভারি ধরা হয়। সচরাচর গর্ভকালীন ৩৭তম–৪২তম সপ্তাহের মধ্যে নরমাল ডেলিভারি হলে তা মা ও গর্ভের শিশুর জন্য সবচেয়ে নিরাপদ বিবেচনা করা হয়।
তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে, ৩৭তম–৪২তম সপ্তাহে জন্মানো সব শিশুর সুস্থ থাকার সম্ভাবনা সমান নয়।বরং গর্ভাবস্থার ৩৯তম–৪১তম সপ্তাহের আগে অথবা পরে ডেলিভারি হওয়া শিশুদের গর্ভকালীন ও প্রসব-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামুলক বেশি। তাই ডাক্তারের সাথে ডেলিভারির পরিকল্পনা তৈরি করার সময়ে এই বিষয়টি মাথায় রাখবেন।