DR ABDUL KARIM

DR ABDUL KARIM আসসালামু আলাইকুম,
আমার অফিশিয়াল পেইজে আপনাকে স্বাগতম।
🩺🩺

19/09/2025

I got over 540 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

18/09/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

 #ওটির ফাঁকে ফাঁকে অনেকের জীবনের গল্প শোনার সুযোগ হয়। কিছু গল্প রূপকথার মতো শোনায়!?২১ বছরের কিশোরী, নাম-শ্রাবনী,জন্মের স...
15/09/2025

#ওটির ফাঁকে ফাঁকে অনেকের জীবনের গল্প শোনার সুযোগ হয়। কিছু গল্প রূপকথার মতো শোনায়!?
২১ বছরের কিশোরী,

নাম-শ্রাবনী,

জন্মের সময় মা জননী পরওপারে পাড়ি জমায়।বাবাও আর এক জায়গায় বিয়ে করে সংসারী হয়েছেন।

জীবন দুর্বিষহ হয়ে উঠেছে শুধু শ্রাবনীর।

সে মানষিক প্রতিবন্ধী।নারী জীবন নিয়ে কোনো হিসেব নিকেশ যেনো থাকতে নেই তার..!

একদিন সে পেটের ভেতরে কিছু একটার অস্তিত্ব টের পেয়ে যায়।

ধীরে ধীরে চিন্তার পারদ উপরে উঠতে থাকে..নানীর কাছে থাকে সে।চোখে চোখেই তাকে রাখে তারপরও নানীর কপালে চিন্তার ভাঁজ।

প্রথমত সে কিশোরী এবং দ্বিতীয়ত সে মানষিক প্রতিবন্ধী। না জানি কে তার সব চেয়ে বড় ক্ষতি টা করে ফেলে..!?

লোকে বলবে কি!? লোকলজ্জার ভয়কে উপক্ষা করে একজন মেডিসিন বিশেষজ্ঞ কে দেখাতে নিয়ে যায় নানী এবং খালা মিলে।

আল্ট্রাসনো তে ধরা পরে ওভারীতে সিস্ট।

অনেক বড় সাইজের।চিন্তা কিছুটা কমলেও অপারেশন করতে হবে জরুরী ভিত্তিতে। সাত পাঁচ না ভেবে নিয়ে আসেন ময়মনসিংহ মেডিকেল কলেজের গাইনী বিভাগে।

গাইনী রুটিন ওটি তে তার অপারেশন করা হলো আজ।ফেলে দেওয়া হলো তার ছোট্ট শরীরের বয়ে বেড়ানো পানির থলি।

বড় সাইজের ডিব্বায় ভর্তি করে পাঠানো হলো প্যাথলজিক্যাল পরীক্ষা নীরিক্ষার জন্য..

অপারেশনের পর ভালো আছেন শ্রাবনী।

বাকী জীবন সুস্থতার সাথে কাটুক এটাই চাওয়া
আমরা যারা এনেস্থিসিয়া তে কাজ করি।রোগীকে ঘুম পাড়িয়ে দেই..রোগী ঘুমান। জেগে থাকি শুধু আমরা আর গল্পেরা..

ওটির ফাঁকে ফাঁকে অনেকের জীবনের গল্প শোনার সুযোগ হয়।মাঝে মাঝে কিছু গল্প রূপকথার গল্পকেও হার মানায়।আমাদের হৃদয় ছুঁয়ে যায়।আমরাও সমব্যথী হই।

অপেক্ষায় থাকি নতুন গল্প শোনার।
জীবনের গল্প..মাঝে মাঝে বড্ড বেশি বেরসিক থাকে সে গল্প।

#জীবন সুন্দর আনন্দময় ও উপভোগ্য হোক সবার।

এমনকি শ্রাবনীর মতো ফেরেশতাদেরও যারা জীবনের হিসেব নিকেশ না বুঝেই হয়তো জীবনের পাঠ চুকিয়ে ফেলেন একটা সময়।

#মমেক_ডায়েরী
#পর্ব-১৬

ডা.মো.আব্দুল করিম আকন্দ,
পোস্ট গ্রাজুয়েট ট্রেইনী(এনেস্থিসিয়া)
ময়মনসিংহ মেডিকেল কলেজ।
(১৫.০৯.২০২৫)

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
12/09/2025

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

রোগীর নাম পুষ্প।বয়স-৪৫।নাম পুষ্প হলেওপুষ্পের মতো তার জীবন ফুল প্রস্ফুটিত হয় নাই। বলছি নেত্রকোনার বাসিন্দা পুষ্প বেগমের ক...
11/09/2025

রোগীর নাম পুষ্প।
বয়স-৪৫।
নাম পুষ্প হলেও
পুষ্পের মতো তার জীবন ফুল প্রস্ফুটিত হয় নাই।
বলছি নেত্রকোনার বাসিন্দা পুষ্প বেগমের কথা।
বয়স ৪৫ বছর কিন্তু আজ অবধি তিনি মা হতে পারেন নাই।
হবেনই বা কি করে?মাসিক নিয়মিত ছিল না কখনোই। যদিও বা হতো বেশ হাই ফ্লো, সাথে প্রচন্ড রকমের পেটে ব্যাথা থাকতো।
জামাই বউয়ের মুখের দিকে তাকিয়ে আর ব্যাতিক্রম কিছু ভাবেন নাই।
আজ পুষ্প বেগমের গাইনী রুটিন ওটিতে তার অপারেশন সম্পন্ন হলো।ফেলে দেওয়া হলো নারীর জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ জরায়ু এবং স্যাম্পল পাঠিয়ে দেওয়া হলো প্যাথলজিক্যাল পরীক্ষা নীরিক্ষার জন্য...

অবশ্য না ফেলে আর কোনো উপায় ছিল না।বাকী জীবনে অবর্ণনীয় কষ্টের একটা অবশান তো দরকার।

উনার ডায়াগনোসিস ছিল AUB- with Primary Infertility
যাদের মাসিক নিয়মিত নয় কিংবা কোনো ধরনের কোনো জটিলতা আছে।কালবিলম্ব না করে আপনার নিকটস্থ একজন গাইনী বিভাগের ডাক্তারকে দেখিয়ে নিন।
মনে রাখবেন।একজন সুস্থ মা একটা দেশের এবং তার পরিবারের সম্পদ।

#জীবন সুন্দর ও আনন্দময় হোক সবার।
#মমেক_ডায়েরী
#পর্ব-১৫
ডা.মো.আব্দুল করিম আকন্দ,
এমবিবিএস, ডিএ-কোর্স,
ময়মনসিংহ মেডিকেল কলেজ।
১১.০৯.২০২৫

ইন্টার্ন চিকিৎসকের সৌজন্যে বিদেশ থেকে ১৭ কোটি টাকার ঔষধ সহযোগিতা পেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেদারল্যান্ড থেকে আনু...
25/08/2025

ইন্টার্ন চিকিৎসকের সৌজন্যে বিদেশ থেকে ১৭ কোটি টাকার ঔষধ সহযোগিতা পেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

নেদারল্যান্ড থেকে আনুমানিক সতেরো কোটি টাকার ঔষধ সহযোগিতা এসে পৌছেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। alteplase নামের যুগান্তকারী থ্রম্বোলাইটিক মেডিসিনটি স্ট্রোক ও মায়োকার্ডিয়াল ইনফার্কসনের চিকিৎসায় ব্যবহার করা হবে।এটি এখন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রীতেই পাওয়া যাবে।
উল্লেখ্য,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ৬১ তম ব্যাচের ডা. শীর্ষ শ্রেয়ান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা World Stroke Organisation,Direct relief,Angel's initiative এর সাথে যোগাযোগ করে এই ব্যাবস্থা করেছেন। তাকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ।

বাংলার আপামর জনসাধারণ মানুষ হয়তো জানবে না আপনার এই সাফল্যে গাঁথা।তাতে কি সব নিউজ কি মিডিয়ায় আসতে হবে?
পেশাগত জীবনেও আপনি সাফল্যের জীবন শীর্ষে থাকবে অবস্থান করুন।এটাই কামনা🤲

 #চিকিৎসকের অবহেলায়/অজ্ঞতায় চামড়া লাগানোর পর ও আঙ্গুল তথা হাত কেটে ফেলতে হলো  অমুকের!এই আঙ্গুল ঠিকই পচন ধরবে। কারন এখা...
24/08/2025

#চিকিৎসকের অবহেলায়/অজ্ঞতায় চামড়া লাগানোর পর ও আঙ্গুল তথা হাত কেটে ফেলতে হলো অমুকের!

এই আঙ্গুল ঠিকই পচন ধরবে। কারন এখানে আঙ্গুলের সামনের অংশে যা দেখতে পাচ্ছেন সেটা কুনোব্যাঙের চামড়া।
একজনের ব্লাড অন্য জনে নিলেও একজনের চামড়া অন্যজনের নেওয়ার ক্ষেত্রে ব্লাড গ্রুপিং সহ বেশ কিছু পরীক্ষা নীরিক্ষার প্রয়োজন হয়।
আর এসবের তোয়াক্কা না করে একজন অপচিকিৎসা করে আপনাকে ব্যাঙের চামড়া লাগিয়ে দিল আর আপনি কিছুই করলেন না একদিন ঠিকই আপনার হুশ হবে তারপর! ❓
তারপর হয়তো হেডলাইন হবে চিকিৎসকের অবহেলায়/অজ্ঞতায় চামড়া লাগানোর পর ও আঙ্গুল তথা হাত কেটে ফেলতে হলো অমুকের।

 #জীবন যেহেতু আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।দেখুন আপনারা যা ভালো মনে করেন!?আরও কতো তানভীরের জীবন গেলে আমরা সচেতন হবো?...
23/08/2025

#জীবন যেহেতু আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।দেখুন আপনারা যা ভালো মনে করেন!?
আরও কতো তানভীরের জীবন গেলে আমরা সচেতন হবো??

অথচ একজন রেজিস্ট্রারড চিকিৎসক কে দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকা, সদর হাসপাতালে ৫টাকা এবং মেডিকেল কলেজে মাত্র ১০ টাকা লাগে।
তার পরেও ফার্মেসী তে চিকিৎসা নিতে যাবেন??

এমন উদ্ভূত পরিস্থিতি  পড়লে। নিজের জীবন কে প্রাধান্য দেওয়াই শ্রেয়। মি.স্বদেশ সরকার,বয়স-২৭ বছর,একটা ওষুধ কোম্পানির বিক্...
22/08/2025

এমন উদ্ভূত পরিস্থিতি পড়লে।

নিজের জীবন কে প্রাধান্য দেওয়াই শ্রেয়।
মি.স্বদেশ সরকার,

বয়স-২৭ বছর,
একটা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় দেড়টা।বাসা ময়মনসিংহ সদরে। বাসার কাছাকাছি আসতেই আচমকা কয়েকজন সামনে এসে যা আছে সব দিয়ে দিতে বলে।

সেও নাছোড়বান্দা সব নিয়ে গেলেও কোম্পানির ওয়ার্ডার শীট যাতে বেহাত না হয় সেজন্যেই মূলত ধ্বস্তাধস্তির এক পর্যায়ে তারা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে।

ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে।সে হাত দিয়ে বাধা দিতে গেলে হাতও কেটে যায়।

এক পর্যায়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

আজ সার্জারী বিভাগের ইমারজেন্সি ওটিতে তাকে আনা হয়।অজ্ঞান করে অপারেশন শুরু করতেই তার পেট থেকে বেরিয়ে আসে জমাট রক্তের দলা।

পেটের নাড়িভুঁড়ি ফুটো হয়ে যায়।সার্জন অত্যন্ত যত্ন সহকারে নাড়িভুঁড়ি জোড়া দেন।

#টেক হোম মেসেজ-

কোন কিছুই জীবনের চেয়ে বড় নয়।
তাই এমন উদ্ভূত পরিস্থিতি পড়লে।
নিজের জীবন কে প্রাধান্য দেওয়াই শ্রেয়।

#জীবন সুন্দর নিরাপদ ও আনন্দময় হোক সবার।

#মমেক ডায়েরী।

#পর্ব-১২

ডা.মো.আব্দুল করিম আকন্দ,
এমবিবিএস, ডিএ(কোর্স),
ময়মনসিংহ মেডিকেল কলেজ।
(২১.০৮.২০২৫)

ছবির যে গাছটা দেখছেন...এর নাম এট্রোপা বেলাডোনা!এক সময় ধারণা করা হতো...বড় বড় চোখ মেয়েদের মোহনীয় করে তোলে...তাই সেই সময় মে...
21/08/2025

ছবির যে গাছটা দেখছেন...এর নাম এট্রোপা বেলাডোনা!
এক সময় ধারণা করা হতো...বড় বড় চোখ মেয়েদের মোহনীয় করে তোলে...তাই সেই সময় মেয়েরা এ গাছের রস চোখে দিয়ে প্রোগ্রামে যেত.. গাছের রস চোখে দিলে পিউপিল বা চোখের মনি বড় হতো...ফলে চোখ বড় বড় দেখাতো!
তখন তাদের ধারণা অনুযায়ী তারা আরো অধিক সুন্দরী হয়ে উঠত! তাদের ভাষায় Beautiful Lady!
এই ঘটনা অবজার্ভ করল চক্ষু বিজ্ঞানীরা...তারা দেখল এমন বড় চোখ চুক্ষু পরীক্ষায় বেশ সহায়ক!
তাই চোখের ভিতরের পিছনের পর্দা বা রেটিনা পরীক্ষা করতে তারা আবিস্কার করল Atropine নামক চোখের ড্রপ...যা এই গাছের নির্যাস থেকেই তৈরি!
এখন প্রশ্ন হলো,
কেউ যদি বলে আমি অর্গানিক ছাড়া কিছু মানতে চাইনা...সে কি করবে?
এই যুগে এসেও কি গাছের রস চোখে ঢালবে, নাকি ড্রপ দিবে?
অর্গানিক ছাড়া যাদের চলেই না...তাদের বোঝা উচিত...সারাদিন যারা অর্গানিক অর্গানিক করেন...অর্গানিক কেবল তাদের ব্যবসা..! অর্থ উপার্জনের মাধ্যম।
আর ঔষধ যাদের ব্যবসা...তারাও ঔষধ ঔষধ করেন!
আমাদের অবস্থান মধ্যবর্তী। কারণ চিকিৎসা আমাদের পেশা ও নেশা। মানুষের আবেগকে পুজি করে অবৈজ্ঞানিক পথে হাটা আমাদের শোভা পায় না।
আমরা তাই ঔষধের কথা বলি, রোগ প্রতিরোধের কথা বলি...সুচিকিৎসার কথা বলি!
কনস্টিপেশন হলে ঔষধের আগে...শাকসবজি খেতে বলি...ইসুফ গুলের ভুষি খেতে বলি...বেল খেতে বলি!
এবং প্রয়োজন হলে ঔষধও। অর্থাৎ যখন যেটা প্রযোজ্য।
এখনো নিশ্চয়ই অর্গানিক সূর্য দেখে সময় গুনেন না...হাতে ঘড়িই রাখেন। আদিযুগের সেই অর্গানিক পোশাক বাদ দিয়ে হালের বৈজ্ঞানিক পোশাক পরেন!
আবেগকে তালাবদ্ধ করে নিজের বিবেককে কাজে লাগান। সত্যের সন্ধান পাবেন।

© Dr. Saklayen Russel Sir 💝

 #মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় সমীপে -জনাব,বিনীত নিবেদন এই যে,আপনি হয়তো কিংবা নয়তো অবগত আছেন যে প্রায় প্রতিটি সরকারি...
20/08/2025

#মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় সমীপে -

জনাব,
বিনীত নিবেদন এই যে,আপনি হয়তো কিংবা নয়তো অবগত আছেন যে প্রায় প্রতিটি সরকারি/বেসরকারী হাসপাতালে বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য উৎসাহিত করা হয়।
এক্ষেত্রে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীগণ অগ্রণী ভূমিকা পালন করেন।
কারন জন্মের পর শিশুর জন্য প্রথম টিকা হচ্ছে মায়ের বুকের দুধ যাকে আমরা শাল দুধ বলে থাকি।

কর্মজীবী মায়েরা তাদের সন্তানকে পর্যাপ্ত পরিমান সময় নিয়ে ব্রেস্ট ফিডিং করাতে পারেন না বলেই তো তারা তাদের নাড়িছেঁড়া ধন কে ফর্মুলা দুধ গলার্ধঃকরন করান।

#নিজের বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ানোর সম্ভাব্য কারন!?

১)কর্মজীবী মায়েরা পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি না পাওয়ায় তারা শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারেন না।

২)কর্মজীবী মায়েরা তাদের কর্মস্থলে ব্রেস্টফিডিং কর্নার না থাকায় সন্তানকে নানী-দাদীর কাছে কিংবা হেল্পিং হ্যান্ডের কাছে রেখে যান।ফলে শিশু বুকের দুধ খাওয়ানোর সুযোগ থেকে বঞ্চিত হন।

৩)যদি একই মায়ের দুই বা ততোধিক সন্তান জন্মগ্রহণ করে তাদের সবাইকে পর্যাপ্ত পরিমানে ব্রেস্ট ফিডিং করাতে না পেরে মায়েরা অগত্যা গরু ছাগলের কিংবা ফর্মুলা দুধ দিতে বাধ্য হন।

এ ছাড়াও মায়ের পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা
দারিদ্র্য ও পুষ্টিহীনতার কারণে অনেক মা দুধের ঘাটতি আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

মহোদয়!
নিজের বাচ্চাকে ইচ্ছে করে কেউ অন্যের দুধ খাওয়ায় না উপরে কারণগুলো সমাধান করুন।

দেখবেন শিশুকে ফর্মুলা মিল্ক খাওয়ানোর প্রবনতা অনেকটাই কমে গেছে

#এবার আসুন জেনে নেই মায়ের বুকের দুধের উপকারিতা-

#শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক, নিরাপদ ও উপকারী খাবার। এটি শুধু শিশুর শারীরিক বিকাশেই নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও অনেক উপকার করে।

#শিশুর জন্য উপকারিতা-
✅ সম্পূর্ণ পুষ্টি – মায়ের দুধে শিশুর জন্য প্রয়োজনীয় সব ভিটামিন, মিনারেল, প্রোটিন, চর্বি ও পানি সঠিক অনুপাতে থাকে।
✅ সহজে হজমযোগ্য – কৃত্রিম দুধের তুলনায় মায়ের দুধ অনেক দ্রুত ও সহজে হজম হয়।
✅ সংক্রমণ থেকে সুরক্ষা – মায়ের দুধে অ্যান্টিবডি থাকে, যা শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশনসহ নানা রোগ থেকে রক্ষা করে।
✅ মস্তিষ্কের বিকাশে সহায়ক – বুকের দুধে থাকা বিশেষ ফ্যাটি এসিড শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে সাহায্য করে।
✅ হঠাৎ শিশুমৃত্যু (SIDS) ঝুঁকি কমায়।
✅ অ্যালার্জি ও স্থূলতার ঝুঁকি কমায়।
✅ মানসিক বন্ধন বৃদ্ধি করে – মায়ের বুকের দুধ খাওয়ার সময় মা-শিশুর মধ্যে গভীর আবেগপূর্ণ বন্ধন তৈরি হয়।

#মায়ের জন্য উপকারিতা-

🌸 প্রসব-পরবর্তী রক্তক্ষরণ কমায় – শিশুকে বুকের দুধ খাওয়ালে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা জরায়ু দ্রুত সংকুচিত করে।
🌸 ওজন কমাতে সহায়তা করে – বুকের দুধ খাওয়ানোর সময় বাড়তি ক্যালরি খরচ হয়।
🌸 ব্রেস্ট ক্যান্সার ও ওভারি ক্যান্সারের ঝুঁকি কমায়।
🌸 প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণে সহায়ক – এক্সক্লুসিভলি বুকের দুধ খাওয়ালে প্রথম ৬ মাস গর্ভধারণের ঝুঁকি অনেকটা কমে যায় (Lactational Amenorrhea Method)।
🌸 মায়ের আত্মতৃপ্তি ও মানসিক স্বস্তি বৃদ্ধি করে।

#সামাজিক ও অর্থনৈতিক উপকারিতা
💰 কৃত্রিম দুধ কিনতে হয় না, তাই অর্থ সাশ্রয় হয়।
🍼 নিরাপদ পানি ও দুধ প্রস্তুতের ঝামেলা নেই।
🏥 শিশুর অসুস্থতা কম হওয়ায় চিকিৎসা খরচও কমে যায়।

👉 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সুপারিশ করেছে-

→জন্মের পরপরই (প্রথম এক ঘণ্টার মধ্যে) শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে।

→প্রথম ৬ মাস শুধু মায়ের দুধ (exclusive breastfeeding)।

→৬ মাসের পর থেকে সঠিক পরিপূরক খাবারের সঙ্গে ২ বছর বা তার বেশি সময় পর্যন্ত বুকের দুধ চালিয়ে যেতে হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ কিছুদিন পর পর আপনি একটি ইস্যু সামনে নিয়ে আসেন বলেই সেই বিষয়ে বিশদ জানা শোনার সুযোগ সৃষ্টি হয়।
#মহোদয় সেজন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আশা করছি সুবোধ এবং সুবুদ্ধি উদয় হবে সবার এমনকি আমারও..

#প্রথম ছবিটি ময়মনসিংহ মেডিকেল কলেজের গাইনী বিভাগের সামনে থেকে এবং
#দ্বিতীয় ছবিটি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের দেওয়াল থেকে তোলা।
#জীবন সুন্দর ও পরিপূর্ণ হোক সবার
#এমনকি স্তন্যপায়ী প্রতিটি শিশু হোক মানব শিশু কিংবা বন্য প্রানীর শিশু।


অতএব,মহোদয়ের নিকট আকুল আবেদন এইযে,
সৃষ্টি কুলের সেরা আশরাফুল মাখলুকাতের সন্তানের কল্যানার্থে উপরোক্ত কারণগুলো সমাধানে আপনার মহান মর্জি হয়।
বিনীত-
ডা.মো.আব্দুল করিম আকন্দ,
এমবিবিএস, ডিএ(অন কোর্স)
ময়মনসিংহ মেডিকেল কলেজ।
তারিখঃ২০.০৮.২০২৫.

রব্বে কারীম নিশ্চয়ই খালি হাতে ফেরাবেন না.. #ঘড়ির কাটা তখন 3️⃣.0️⃣0️⃣তে গাইনী ওটি তে রুটিন এবং ইমার্জেন্সি ওটি চলছে..বিরা...
18/08/2025

রব্বে কারীম নিশ্চয়ই খালি হাতে ফেরাবেন না..
#ঘড়ির কাটা তখন 3️⃣.0️⃣0️⃣তে গাইনী ওটি তে রুটিন এবং ইমার্জেন্সি ওটি চলছে..

বিরামহীন ভাবে কাজ করে করে যাচ্ছেন সার্জন ও এনেস্থিসিয়ার চিকিৎসকবৃন্দ,

একটু পর পর পোস্ট অপারেটিভ ওয়ার্ড থেকে ডাক পড়ছে..স্যার ওমুক রোগী খারাপ হয়েছে।
স্যার তমুক রোগীর স্যাচুরেশন ফল করছে..

Ectopic Pregnancyর পেশেন্ট টা শকে আছে..

শক ম্যানেজ করার জন্য যেসব ড্রাগ ইউজ করা হয় সেগুলো দেওয়ার পর ক্লোজ মনিটরিং লাগে।

মনিটর, পালস অক্সিমিটার ইত্যাদি লাগে।
সবচেয়ে ভালো হয় আই সি ইউ তে নিবিড় পর্যবেক্ষণ করা।

#আই সি ইউ তে সব সময় সিট খালি না থাকায় ওয়ার্ডে কিংবা পোস্ট অপারেটিভ ওয়ার্ড এ রাখতে হয়।

রাত বাড়ে আর আমাদের টেনশন বাড়ে..ক'জনই বা চিকিৎসকের মনের সে খবর রাখেন??

অতি সম্প্রতি আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে কিছু মনগড়া কথায় অনেক চিকিৎসক মনোকষ্ট পেয়েছেন।

ভালো-মন্দ লোক সব পেশাতেই আছে।

তাহলে কেনো শুধু শুধু ডাক্তারদের মোটাদাগে দায়ী করা হয়??

#বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রচন্ড শব্দে বজ্রপাত হচ্ছে।মাঝেমধ্যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে..ফোনের লাইট জ্বালিয়ে পেশেন্ট ফলোআপ দিচ্ছি।।

এসব বলার উদ্দেশ্য নিজের কর্মকাণ্ড জাহির করা নয়।

মাঝেমধ্যে এর ওর কথায় ভীষণ মন খারাপ হয়।আসলে মানুষের মন তো!ডাক্তাররা ও তো আপনার মতোই রক্ত মাংসে গড়া মানুষ,যাদেরকে আপনার কসাই বলে ডাকেন।

কিন্তু ডাক্তারদের কি আর মন খারাপ করলে চলে??

সব ভুলে আবার আশরাফুল মাখলুকাতের সেবা শুশ্রূষায় নেমে পড়তে হয় নতুন উদ্যোমে।

মনে প্রাণে বিশ্বাস আছে ওপারে রব্বে কারীম নিশ্চয়ই উত্তম প্রতিদান দিবেন এই আশায় বুক বাঁধি নিরবধি..

#অনেক নেগেটিভিটির মধ্যে আসুন,
#পজেটিভিটি ছড়াই।
#জীবন সুন্দর নিরাপদ আনন্দময় ও উপভোগ্য হোক সবার,

#এমনকি ডাক্তারদেরও
#মমেক_ডায়েরী
#পর্ব-১০

ডা.মো.আব্দুল করিম আকন্দ,
এমবিবিএস, ডিএ(অন কোর্স),
ময়মনসিংহ মেডিকেল কলেজ।

(১৮.০৮.২০২৫)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR ABDUL KARIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram