20/08/2025
#মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় সমীপে -
জনাব,
বিনীত নিবেদন এই যে,আপনি হয়তো কিংবা নয়তো অবগত আছেন যে প্রায় প্রতিটি সরকারি/বেসরকারী হাসপাতালে বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য উৎসাহিত করা হয়।
এক্ষেত্রে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীগণ অগ্রণী ভূমিকা পালন করেন।
কারন জন্মের পর শিশুর জন্য প্রথম টিকা হচ্ছে মায়ের বুকের দুধ যাকে আমরা শাল দুধ বলে থাকি।
কর্মজীবী মায়েরা তাদের সন্তানকে পর্যাপ্ত পরিমান সময় নিয়ে ব্রেস্ট ফিডিং করাতে পারেন না বলেই তো তারা তাদের নাড়িছেঁড়া ধন কে ফর্মুলা দুধ গলার্ধঃকরন করান।
#নিজের বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ানোর সম্ভাব্য কারন!?
১)কর্মজীবী মায়েরা পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি না পাওয়ায় তারা শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারেন না।
২)কর্মজীবী মায়েরা তাদের কর্মস্থলে ব্রেস্টফিডিং কর্নার না থাকায় সন্তানকে নানী-দাদীর কাছে কিংবা হেল্পিং হ্যান্ডের কাছে রেখে যান।ফলে শিশু বুকের দুধ খাওয়ানোর সুযোগ থেকে বঞ্চিত হন।
৩)যদি একই মায়ের দুই বা ততোধিক সন্তান জন্মগ্রহণ করে তাদের সবাইকে পর্যাপ্ত পরিমানে ব্রেস্ট ফিডিং করাতে না পেরে মায়েরা অগত্যা গরু ছাগলের কিংবা ফর্মুলা দুধ দিতে বাধ্য হন।
এ ছাড়াও মায়ের পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা
দারিদ্র্য ও পুষ্টিহীনতার কারণে অনেক মা দুধের ঘাটতি আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
মহোদয়!
নিজের বাচ্চাকে ইচ্ছে করে কেউ অন্যের দুধ খাওয়ায় না উপরে কারণগুলো সমাধান করুন।
দেখবেন শিশুকে ফর্মুলা মিল্ক খাওয়ানোর প্রবনতা অনেকটাই কমে গেছে
#এবার আসুন জেনে নেই মায়ের বুকের দুধের উপকারিতা-
#শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক, নিরাপদ ও উপকারী খাবার। এটি শুধু শিশুর শারীরিক বিকাশেই নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও অনেক উপকার করে।
#শিশুর জন্য উপকারিতা-
✅ সম্পূর্ণ পুষ্টি – মায়ের দুধে শিশুর জন্য প্রয়োজনীয় সব ভিটামিন, মিনারেল, প্রোটিন, চর্বি ও পানি সঠিক অনুপাতে থাকে।
✅ সহজে হজমযোগ্য – কৃত্রিম দুধের তুলনায় মায়ের দুধ অনেক দ্রুত ও সহজে হজম হয়।
✅ সংক্রমণ থেকে সুরক্ষা – মায়ের দুধে অ্যান্টিবডি থাকে, যা শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশনসহ নানা রোগ থেকে রক্ষা করে।
✅ মস্তিষ্কের বিকাশে সহায়ক – বুকের দুধে থাকা বিশেষ ফ্যাটি এসিড শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে সাহায্য করে।
✅ হঠাৎ শিশুমৃত্যু (SIDS) ঝুঁকি কমায়।
✅ অ্যালার্জি ও স্থূলতার ঝুঁকি কমায়।
✅ মানসিক বন্ধন বৃদ্ধি করে – মায়ের বুকের দুধ খাওয়ার সময় মা-শিশুর মধ্যে গভীর আবেগপূর্ণ বন্ধন তৈরি হয়।
#মায়ের জন্য উপকারিতা-
🌸 প্রসব-পরবর্তী রক্তক্ষরণ কমায় – শিশুকে বুকের দুধ খাওয়ালে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা জরায়ু দ্রুত সংকুচিত করে।
🌸 ওজন কমাতে সহায়তা করে – বুকের দুধ খাওয়ানোর সময় বাড়তি ক্যালরি খরচ হয়।
🌸 ব্রেস্ট ক্যান্সার ও ওভারি ক্যান্সারের ঝুঁকি কমায়।
🌸 প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণে সহায়ক – এক্সক্লুসিভলি বুকের দুধ খাওয়ালে প্রথম ৬ মাস গর্ভধারণের ঝুঁকি অনেকটা কমে যায় (Lactational Amenorrhea Method)।
🌸 মায়ের আত্মতৃপ্তি ও মানসিক স্বস্তি বৃদ্ধি করে।
#সামাজিক ও অর্থনৈতিক উপকারিতা
💰 কৃত্রিম দুধ কিনতে হয় না, তাই অর্থ সাশ্রয় হয়।
🍼 নিরাপদ পানি ও দুধ প্রস্তুতের ঝামেলা নেই।
🏥 শিশুর অসুস্থতা কম হওয়ায় চিকিৎসা খরচও কমে যায়।
👉 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সুপারিশ করেছে-
→জন্মের পরপরই (প্রথম এক ঘণ্টার মধ্যে) শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে।
→প্রথম ৬ মাস শুধু মায়ের দুধ (exclusive breastfeeding)।
→৬ মাসের পর থেকে সঠিক পরিপূরক খাবারের সঙ্গে ২ বছর বা তার বেশি সময় পর্যন্ত বুকের দুধ চালিয়ে যেতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ কিছুদিন পর পর আপনি একটি ইস্যু সামনে নিয়ে আসেন বলেই সেই বিষয়ে বিশদ জানা শোনার সুযোগ সৃষ্টি হয়।
#মহোদয় সেজন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আশা করছি সুবোধ এবং সুবুদ্ধি উদয় হবে সবার এমনকি আমারও..
#প্রথম ছবিটি ময়মনসিংহ মেডিকেল কলেজের গাইনী বিভাগের সামনে থেকে এবং
#দ্বিতীয় ছবিটি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের দেওয়াল থেকে তোলা।
#জীবন সুন্দর ও পরিপূর্ণ হোক সবার
#এমনকি স্তন্যপায়ী প্রতিটি শিশু হোক মানব শিশু কিংবা বন্য প্রানীর শিশু।
অতএব,মহোদয়ের নিকট আকুল আবেদন এইযে,
সৃষ্টি কুলের সেরা আশরাফুল মাখলুকাতের সন্তানের কল্যানার্থে উপরোক্ত কারণগুলো সমাধানে আপনার মহান মর্জি হয়।
বিনীত-
ডা.মো.আব্দুল করিম আকন্দ,
এমবিবিএস, ডিএ(অন কোর্স)
ময়মনসিংহ মেডিকেল কলেজ।
তারিখঃ২০.০৮.২০২৫.