Ashshifa Homeo care & Rukaiya Center

Ashshifa Homeo care & Rukaiya Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashshifa Homeo care & Rukaiya Center, Medical and health, Dhaka.

আশশিফা হোমিও কেয়ার অ্যান্ড রুকাইয়া সেন্টার-এ আপনি পেতে পারেন কুরআনিক রুকাইয়া পদ্ধতিতে আধ্যাত্মিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক চিকিৎসা। যাদু, বদ জ্বীন, হাসাদ, ওয়াসওয়াসা থেকে মুক্তির জন্য যোগাযোগ করুন। 🌿📞 +8801941-514403 হোয়াটসঅ্যাপ কিংবা পেজ ইনবক্সে। আশশিফা হোমিও কেয়ার এবং রুকাইয়া সেন্টার – আপনার সুস্থতার পূর্ণতার উদ্দেশ্যে নির্ভরযোগ্য ও নিরাপদ চিকিৎসা! 🌿

আমাদের কেন্দ্র কেবল হোমিওপ্যাথিক চিকিৎসায় সীমাবদ্ধ নয়, বরং আমরা পবিত্র কুরআনের নির্দেশিত রুকাইয়া চিকিৎসাও প্রদান করি। জাদু, বদ জ্বীন, হাসাদ (ঈর্ষা), ওয়াসওয়াসা (মনস্তাত্ত্বিক প্রভাব), এবং অন্যান্য আধ্যাত্মিক সমস্যার জন্য কুরআনিক চিকিৎসার মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি। 🕌

আমাদের সেবাসমূহ:
🌀 জাদুর প্রভাব থেকে মুক্তি: যাদুতে আক্রান্ত হলে আপনার জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। আমরা কুরআনিক রুকাইয়া পদ্ধতির মাধ্যমে যাদু এবং বদ জ্বীনের আছর থেকে মুক্তির ব্যবস্থা করি।
👻 বদ জ্বীনের আছর: বদ জ্বীনের প্রভাবে নানা মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রুকাইয়া চিকিৎসা দ্বারা আমরা এই সমস্যার সমাধান করি।
💔 স্বামী-স্ত্রীর অমিল এবং দাম্পত্য কলহ: দাম্পত্য জীবনের সমস্যা এবং পারিবারিক অশান্তি দূর করতে কুরআনিক চিকিৎসা প্রয়োগ করি।
🔗 বিয়ে আটকে থাকা: বিয়ে আটকে থাকা বা দেরি হওয়ার আধ্যাত্মিক সমস্যাগুলির সমাধানে রুকাইয়া সেবা প্রদান করা হয়।
🖤 কালো যাদু: কালো যাদুর আছরে জীবন দুর্বিষহ হয়ে উঠলে রুকাইয়া চিকিৎসা দ্বারা মুক্তির উপায় পাবেন।
😔 হাসাদ এবং ওয়াসওয়াসা: হাসাদ বা হিংসা এবং ওয়াসওয়াসা থেকে মনকে বিশুদ্ধ এবং মুক্ত রাখার জন্য আমাদের সেবা গ্রহণ করুন। কুরআনের নির্দেশিত পদ্ধতিতে মন শান্তির সন্ধান পাবেন।
আমাদের কেন্দ্রের বিশেষত্ব হলো, হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে সাথে আমরা রুকাইয়া চিকিৎসার মাধ্যমে আধ্যাত্মিক চিকিৎসাও প্রদান করি। অনেক ক্ষেত্রেই মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক সমস্যার জন্য একযোগে এই দুই চিকিৎসা পদ্ধতির প্রয়োগ প্রয়োজন হয়। 🤲

কেন আশশিফা হোমিও কেয়ার এবং রুকাইয়া সেন্টার?
আমরা শুধুমাত্র শারীরিক বা মানসিক রোগ নিরাময়ে সীমাবদ্ধ নই, বরং আমরা রোগের মূল শিকড়ে গিয়ে আধ্যাত্মিক চিকিৎসা দেই। আমাদের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণরূপে প্রাকৃতিক ও কুরআনিক পদ্ধতির উপর নির্ভরশীল, তাই এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই। 🌿

আমাদের টিমে রয়েছে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ হোমিও চিকিৎসক এবং রুকাইয়া বিশেষজ্ঞ। তাদের সার্বিক সহযোগিতায় আপনার শারীরিক, মানসিক, এবং আধ্যাত্মিক সমস্যা সমাধান করা হয়। আমাদের লক্ষ্য মানুষকে সঠিকভাবে সুস্থতার পথে ফিরিয়ে আনা এবং জীবনে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা। 🕊️

সুযোগ-সুবিধা:
🏥 বিশ্বস্ত এবং অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।
📜 কুরআনিক পদ্ধতিতে সেবা প্রদান।
🔒 নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা।
📱 সহজে যোগাযোগ এবং পরামর্শ সেবা।
আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমরা আধ্যাত্মিক এবং শারীরিক সমস্যার একসাথে সমাধান দিতে প্রস্তুত। আপনার জীবনে শান্তি এবং সুস্থতা ফিরিয়ে আনতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার জন্য আল্লাহর কুরআনের আলো থেকে সমাধানের পথ প্রস্তুত রয়েছে। 🕋

যোগাযোগ:
📞 ফোন: +8801941-514403
📧 ইমেইল: ashshifahomeocare@gmail.com
🌍 ঠিকানা: (স্থান উল্লেখ করুন)

আমরা আপনার সুস্থতা এবং মানসিক শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ! 🌿


28/12/2024

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?

15/11/2024

বিয়ে ভাঙ্গা বা বিয়ে বন্ধ করার যাদুর লক্ষণসমূহঃ

০১) বিয়ের আলোচনা শুরু হলেই অসুস্থ হয়ে পড়া।
০২) (সকল) পাত্র/প্রস্তাবদাতাকে খারাপ লাগা। প্রস্তাব মনমতো না হওয়া। অহেতুক সন্দেহ সৃষ্টি হওয়া।
০৩) কোনো কারণ ছাড়াই বিয়েতে অনাগ্রহী হওয়া।
০৪) ঠিকঠাক ঘুম না হওয়া, ঘুমের মধ্যে ভয় পাওয়া, ঘুম থেকে উঠার পর কষ্ট হওয়া।
০৫) প্রায় সময়ই মনে অস্থিরতা কাজ করা। সাধারণত সন্ধ্যা থেকে এরকম হয়।
০৬) পিঠে প্রচন্ড ব্যাথা। বিশেষকরে কোমরের দিকে
০৭) মাথা যন্ত্রণা এবং তা চিকিৎসায় ভালো না হওয়া।
০৮) পেটে প্রায়সময়ই ব্যাথা হওয়া। ইত্যাদি।

15/11/2024
15/11/2024

অসুস্থ বানানো বা হত্যা করার যাদুর লক্ষণসমূহঃ

০১) প্রচন্ড অসুস্থতা অথচ এগুলোর বেশিরভাগই মেডিকেল টেস্টে ধরা না পড়া।
০২) প্রচন্ড অরুচি, দিনদিন প্রচন্ড স্বাস্থ্যহানি ঘটা।
০৩) মাঝে মাঝে শরীর ঝাঁকুনি বা খিচুনী দিয়ে অজ্ঞান হয়ে যাওয়া।
০৪) পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটি দুর্বল বা অকেজো হয়ে যাওয়া।
০৫) শরীরের কোনো অঙ্গে সর্বদা ব্যথা থাকা।
০৬) পুরো শরীর অসাড়/নিশ্চল হয়ে যাওয়া।
০৭) কোনো অঙ্গ একেবারে অচল হয়ে যাওয়া।
৮) হঠাৎ নানা রকম রোগব্যাধি তৈরি হ‌ওয়া ইত্যাদি

15/11/2024

আসসালামু আলাইকুম
আগামীকাল শনিবার আসর থেকে মাগরিব ফ্রি রুকাইয়া ও হোমিও মেডিসিন সাজেস্ট করা হবে।সেবা গ্রহণে আগ্রহীরা নিজেদের ফলোয়ারদের আমাদের পেজ ইনভাইট করে স্কিনশর্ট দিয়ে ইনবক্সে এস এম এস দিন। ধন্যবাদ সবাইকে।
এডমিন

13/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Kamrul Hasan, Nazmul Haque Tuhin, Rasel Uddin, Na Zi Fa, Hasan Rafat, Khadiza Khatun Bulbuli, Sakila Sultana, مصباح الدين

12/11/2024

সব কিছুরই খাবার আছে তেমনি মানব অন্তরেও খাবার আছে আর তা হল মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জিকির। আল্লাহ কারীম, আমাদের অন্তরকে জিকির থেকে গাফিল করবেন না, আমীন।

11/11/2024

আল্লাহ এখনো সুস্থ্যতার সাথে বাঁচিয়ে রাখছেন
আলহামদুলিল্লাহ

11/11/2024

বিশেষ ঘোষণা

আসসালামু আলাইকুম
আগামী জুমাবারের মধ্যে আমাদের গ্রুপে ১০০জন সদস্য ইনভাইটকারীকে বিনামূল্যে ফ্রি সেল্ফ রুকাইয়া /হোমিও চিকিৎসা প্রদান করা হবে।
গ্রুপ লিংক
Ashshifa Homeo Care & Rukaiya Center

08/11/2024

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ashshifa Homeo care & Rukaiya Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram