Pori's homoeo center

Pori's homoeo center হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা রুগীকে সম্পূর্ণ সুস্থ করে নিয়ে আসা এ আমাদের লক্ষ্য।

বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষনা পরিষদ ষ্টাডি সার্কেল কতৃক আমাকে সদস্য করায় এবং সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করার জন্য আন্...
24/03/2025

বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষনা পরিষদ ষ্টাডি সার্কেল কতৃক আমাকে সদস্য করায় এবং সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করার জন্য আন্তরিক ভাবে সবাই কে ধন্যবাদ জানাচ্ছি।

নাকের পলিপাস (Nasal Polyps) হল নাকের ভেতরের মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লির অস্বাভাবিক বৃদ্ধির ফলে তৈরি নরম, অস্বচ্ছ...
09/03/2025

নাকের পলিপাস (Nasal Polyps) হল নাকের ভেতরের মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লির অস্বাভাবিক বৃদ্ধির ফলে তৈরি নরম, অস্বচ্ছ ও মাংসপিণ্ডের মতো গঠন। এটি সাধারণত ব্যথাহীন এবং অ্যালার্জি, সংক্রমণ বা প্রদাহজনিত কারণে হয়ে থাকে।

নাকের পলিপাস কেন হয়?

নাকের পলিপাস হওয়ার প্রধান কারণ হলো দীর্ঘমেয়াদি প্রদাহ বা ইনফ্লামেশন। এর কারণ হতে পারে—

1. অ্যালার্জি – যেমন ধুলাবালি, ফুলের রেণু বা কোনো নির্দিষ্ট গন্ধের প্রতি সংবেদনশীলতা

2. সাইনাসাইটিস – নাক ও সাইনাসের দীর্ঘস্থায়ী সংক্রমণ

3. অ্যাজমা – শ্বাসনালীর প্রদাহজনিত সমস্যা

4. ফাঙ্গাল ইনফেকশন – ছত্রাকজনিত সংক্রমণ

5. সিস্টিক ফাইব্রোসিস – শ্লেষ্মা ঘন হয়ে জমে যাওয়ার একটি জিনগত রোগ

6. অ্যাসপিরিন সংবেদনশীলতা – কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়

7. ইমিউন সিস্টেম দুর্বলতা – শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে

লক্ষণসমূহ:

নাকের পলিপাসের কারণে—

নাক বন্ধ হয়ে যায়

দীর্ঘস্থায়ী সর্দি ও নাক দিয়ে পানি পড়া

ঘ্রাণশক্তি কমে যাওয়া বা সম্পূর্ণ হারানো

মাথাব্যথা ও মুখে চাপ অনুভূত হওয়া

রাতে নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়া

নাক ডাকা ও ঘুমের ব্যাঘাত

নাকের পলিপাস হলে করণীয়:

ওষুধ: অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েড ন্যাজাল স্প্রে বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়

স্যালাইন ওয়াশ: নাক পরিষ্কারের জন্য লবণপানি ব্যবহার করা হয়

এছাড়া সদৃশ তথা হোমিও চিকিৎসা এ সার্জারি ছাড়া ই পলিপাস সম্পূর্ণ রূপে নির্মূল করা সম্ভব।

যদি দীর্ঘদিন ধরে নাক বন্ধ থাকে বা শ্বাসকষ্ট বাড়তে থাকে, ভালো হোমিও চিকিৎসক এর শরণাপন্ন হওয়া উচিত।

08/03/2025

শরীর একটা ম্যাশিনের মতো । তাই শরীর থাকলে তো মাঝে মাঝে খারাপ হবেই এটা ই স্বাভাবিক । তবুও যথেষ্ট সাবধান থাকা আমাদের দায়িত্ব । সাবধানতা, সচেতনতা , আর জ্ঞান আমাদেরকে অধিক ভালো থাকতে সাহায্য করে। তাই আমাদের উচিত আমাদের শরীর কে ভালো রাখা, সুস্থ থাকা। তারপর ও কখনও কখনও এখানে বাসা বাধে বিভিন্ন অসুস্থতা। যা সঠিক উপায়ে নিরাময় বা নির্মূল করতে হয়। যাকে আমরা চিকিৎসা বিজ্ঞান বলে জানি। যদিও এই চিকিৎসা বিজ্ঞান এর শুরু হয়েছিল দুর অতীতের আদি মানুষ এর হাতেই। মানুষের সভ্যতা কালের বিবর্তনে যত উন্নতি হয়েছে ততই উন্নতি হয়েছে চিকিৎসা বিজ্ঞান এর। যা এখনও চলছে। চলমান আবহমান এ কালের গতিতে প্রতিনিয়ত উন্নত হচ্ছে এই চিকিৎসা বিজ্ঞান এর অগ্রগতি। এর মধ্যে একটি মাধ্যম হলো হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান। ১৯ শতক মাঝে মাঝি সময় জার্মানি চিকিৎসক হ্যানিম্যান এর হাত ধরে যার উৎপত্তি। স্বল্প মাত্রায় স্বল্প কষ্টে অস্ত্রোপচার ছাড়া বিভিন্ন জটিল ও কঠিন শারীরিক সমস্যার সমাধান করে আসছে গত দুইশত বছর ধরে। এর ই মধ্যে ডাক্তার বোরিক এর হাত ধরে হোমিওপ্যাথি তে যোগ দেয় বায়োকেমিক নামক নতুন সংযোজন । যা তৈরি হয় মানব শরীরে পাওয়া কিছু যৌগমূলক এর সমন্বয়ে । এ বায়োকেমিক বা জৈব রসায়ন এর সূক্ষমাত্রা আরোগ্য কে আরো ত্বরান্বিত করে।
হোমিওপ্যাথি এর সম্পর্কে অনেকের অনেক রকম ভ্রান্ত ধারণা দেখা যায়। চিকিৎসক হিসেবে এ রকম অনেক প্রশ্ন এর সম্মুখীন হতে হয়েছে আমাকেও। এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন , জানুন , আলোচনা করুন । এতে আপনাদের ধারণা এর সাথে সাথে আমার ও জ্ঞান এর পরিধি বৃদ্ধি পাবে। ধন্যবাদ।

28/09/2024

আসুন আজ হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি।
* হোমিওপ্যাথি আবিষ্কার করেন একজন স্বনামধন্য জার্মান বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল ফেড্রিক হ্যানিম্যান ।
তিনি তখনকার সময় একজন সুনামধন্য এবং সফল ডাক্তার ছিলেন।
* হোমিওপ্যাথি এর প্রথম আবিষ্কৃত ঔষধ ছিল চায়না । যা কম্পনযুক্ত জোর প্রশমন করতে সার্থক ভাবে পরীক্ষিত হয়।
* হোমিওপ্যাথি এর মূল মন্ত্র হয় similia similibus curenter যার অর্থ দাঁড়ায় রোগের কারণ ই রোগের প্রতিরোধক ।
* হোমিওপ্যাথি চিকিৎসাতে যেসকল ঔষধ ব্যবহার করা হয় টা খুব ই শুক্ষমাত্রায় থাকে। তাই পার্শ্বপ্রতিক্রিয়া খুব একটা হয় না।
* অনেকের ধারণা করা এলোপ্যাথি ঔষধ খায় বা ব্যবহার করে এদের উপর হোমিওপ্যাথি ঔষধ কাজ করে না এটা একটা ভুল ধারণা। ঔষধ ঔষধ এর কাজ করে। তবে যদি পূর্বের ঔষধে এমন কোনো পদার্থ থাকে যা রোগ আরোগ্যের প্রতিরোধক সেক্ষেত্রে সময় নিতে পারে।
* অনেকের ধারণা হোমিওপ্যাথি কাজ করতে সময় অনেক বেশি নেয়। এটাও একটি ভুল ধারণা। কারণ যদি লক্ষণ অনুযায়ী সঠিক ঔষধ সেবন করা যায় তবে টা অধিক মাত্রায় দ্রুত কাজ করে। যার চিহ্ন খুব দ্রুত প্রকাশ পায়।

আজকের জন্য এটুকুই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো

Address

Dhaka Mirpur 1 C Blok, House 20 Road 10
Dhaka

Telephone

+8801770273070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pori's homoeo center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pori's homoeo center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram