BabuGhor-বাবুঘর

BabuGhor-বাবুঘর ৭-১২ বছর বাচ্চাদের সার্বিক গঠনমূলক জীবন গড়তে আসুন বিশেষায়িত প্লাটফর্ম ❝বাবুঘর❞ পরিবারে যুক্ত হই।

স্কুলের পাশাপাশি ৬-১২ বছর বাচ্চাদের সার্বিক গঠনমূলক জীবন গড়তে আসুন বিশেষায়িত প্লাটফর্ম ❝বাবুঘর❞ পরিবারে যুক্ত হই।

একটি বিশেষায়িত প্লাটফর্ম যেখানে বাচ্চাদের প্রাণশক্তি, চিন্তাশক্তি, মনের সক্ষমতা অর্থাৎ পরিপূর্ণভাবে দৈহিক সক্ষমতা মনোবল বৃদ্ধি এবং বুদ্ধিদিপ্তিকভাবে গড়ে তুলতে সার্বিক প্রচেষ্টার মাধ্যমে বাস্তব এবং বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কার্যক্রম একই ছাতার নিচে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ পদ্ধতিতে পরিচালনা করা হয়ে থাকে।

# আমাদের বৈশিষ্ট্যঃ

*শিশু বান্ধব, ধৈর্যশীল, ইতিবাচক মানসিকতা এবং সুদক্ষ প্রশিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
*প্রতিটি বাচ্চার প্রতি বিশেষ ব্যক্তিগত মনোযোগ।
*বাবু ঘরে শিশুরা নিজেরাই আসতে আগ্রহী হয়ে ওঠে।
*অভিজ্ঞ প্যানেলের সাথে বাচ্চাদের যে কোন সমস্যা নিয়ে কাউন্সেলিং এর ব্যবস্থা।
*ক্রাফটিং উপকরণ ফ্রি প্রদান।
*প্রাকৃতিক ফল প্রতি সেশনে সবার জন্য বিতরণ।


# আমাদের নিয়মিত কার্যক্রমঃ

# আদব এবং আখলাক গঠন
# ইতিবাচক অভ্যাস
# বলিষ্ঠ মনোবল
# মন এবং মননের বিকাশ
# চিন্তা শক্তির বিকাশ
# দৈহিক কার্যক্রম
# ইংরেজি ভাষা
# আরবি ভাষা
# আউটডোর আ্যক্টিভিটিস
# ক্রস ফিট
# অংক ও বাংলা শিখণ


আমাদের ঐচ্ছিক কার্যক্রমঃ

১. সাইকেল চালনা প্রশিক্ষণ
২. সাঁতার প্রশিক্ষণ
৩. ডে-লং ট্যুর
৪. লং ট্যুর
৫. ক্রাশ প্রোগ্রাম


বিশেষ অফারঃ
শুধু এই মাসেই বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে।


# আমাদের লক্ষ্যঃ
প্রতিটি অভিভাবক তাদের নিজ নিজ সন্তানদের প্রকৃত বিকাশের দৃশ্যমান প্রতিফলন অবলোকন করে প্রশান্তি অনুভব করুক এটাই আমাদের লক্ষ্য।


❝প্রতিটি শিশু স্ব স্ব প্রতিভায় জেগে উঠুক❞

Contact info: 01817524982

বাড়ী # ১৯ (২য় তলা), রোড #৭, ব্লক-বি, বনশ্রী, রামপুরা, ঢাকা # ১২১৯, বাংলাদেশ।

21/09/2025
শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে যা যা দরকারশিশুর শরীর ও মনের সুস্থ বিকাশের জন্য শক্তিশালী ইমিউন সিস্টেম অত্যন্...
10/09/2025

শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে যা যা দরকার

শিশুর শরীর ও মনের সুস্থ বিকাশের জন্য শক্তিশালী ইমিউন সিস্টেম অত্যন্ত জরুরি। এ জন্য ৪টি বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে—

১। প্রাকৃতিক ও ভিটামিনসমৃদ্ধ খাবার শিশুর শরীরকে শক্তিশালী করে, অসুস্থ হওয়ার ঝুঁকি কমায়।

২। খেলাধুলা ও ইয়োগা হাড় ও পেশী মজবুত করে এবং মানসিক সতেজতা বজায় রাখে।

৩। রোদে থাকার মাধ্যমে ভিটামিন D3 পাওয়া যায়, যা রোগ-প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য বজায় রাখে।

৪। পর্যাপ্ত ঘুম শরীরের স্বাভাবিক বিকাশের পাশাপাশি প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে।

👉 মনে রাখবেন, শরীর ও মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। নিয়মিত এই অভ্যাসগুলো অনুসরণ করলে আপনার শিশুর সুস্থ, প্রাণবন্ত ও স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব।

#শিশুর_বিকাশ

👉 01817524982
👉 01985479862

07/09/2025

বাচ্চাদের সার্বিক গঠনে ব্যালেন্সিং প্রশিক্ষণ। 01817524982, 01985479862।

🌸 শিশুর জন্য সবচেয়ে বড় উপহার হলো সময় 🌸শিশুদের প্রাণবন্ত ও আনন্দময় রাখতে শুধু খাবার বা খেলনা যথেষ্ট নয়। তাদের মানসিক...
02/09/2025

🌸 শিশুর জন্য সবচেয়ে বড় উপহার হলো সময় 🌸

শিশুদের প্রাণবন্ত ও আনন্দময় রাখতে শুধু খাবার বা খেলনা যথেষ্ট নয়। তাদের মানসিক আর বুদ্ধির বিকাশের জন্য দরকার মা-বাবার সাথে মানসম্মত সময় কাটানো। 🕰️💖

অর্থ খরচে যতটা প্রভাব ফেলা যায়, তার চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে মা-বাবার গল্প শোনা, খেলায় অংশ নেওয়া কিংবা একসাথে সময় কাটানো। 😊

👉 মনে রাখবেন, শিশুদের কাছে আপনার উপস্থিতিই সবচেয়ে মূল্যবান সম্পদ।

01817524982, 01985479862

#শিশুর_বিকাশ

27/08/2025

আমাদের বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণ।

01817524982, 01985479862

23/08/2025

বাবুঘরে বাচ্চাদের প্রফুল্লতার প্রকাশ।

01817524982, 01985479862

🌟 শিশুরা প্রতিভা নিয়েই জন্মগ্রহন করে কিন্তু আমরা যখন তাদেরকে অসুস্থ প্রতিযোগিতা ও তুলনার মধ্যে ফেলি, তখন তাদের ভেতরের সৃ...
20/08/2025

🌟 শিশুরা প্রতিভা নিয়েই জন্মগ্রহন করে
কিন্তু আমরা যখন তাদেরকে অসুস্থ প্রতিযোগিতা ও তুলনার মধ্যে ফেলি, তখন তাদের ভেতরের সৃজনশীলতা আর সম্ভাবনা ধীরে ধীরে নিভে যায়।

পরীক্ষার নম্বর কিংবা গ্রেড কোনো শিশুর প্রকৃত সামর্থ্যের মাপকাঠি হতে পারে না। বরং ১৪ বছর বয়স পর্যন্ত তাদের জন্য সবচেয়ে জরুরি হলো ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করা—
যেখানে থাকবে নৈতিক শিক্ষা, কৌতূহল জাগানো, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং আত্মবিশ্বাস গড়ে তোলা।

যদি শৈশবে এই ভিত্তি মজবুত হয়, তবে জীবনের প্রতিটি পর্যায়ে সাফল্যের দরজা তাদের জন্য উন্মুক্ত থাকবে। 🌱🌈💫

01817524982, 01985479862

11/07/2025
15/04/2025

বাচ্চাদের (৬ - ১২ বছর) একটি সুসমন্বিত সম্পূর্ণ শিশুবান্ধব প্লাটফর্ম যেখানে শিশুদের প্রাণশক্তি, চিন্তাশক্তি, মনের সক্ষমতা অর্থাৎ পরিপূর্ণভাবে শারীরিকভাবে বলবান, মনোবল বৃদ্ধি এবং বুদ্ধিদিপ্তিক ভাবে গড়ে তুলতে সার্বিক প্রচেষ্টার মাধ্যমে বাস্তব এবং বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২ টি ফ্রি সেশনে অংশগ্রহণ করানোর মাধ্যমে কার্যক্রম দেখার সুযোগ রয়েছে। বনশ্রী , রামপুরা।। 01716 455 981, 01817 524 982 ।।

Call now to connect with business.

24/02/2025

Address

বাড়ী # ১৯ (২য় তলা), রোড # ৭, ব্লক/বি, বনশ্রী, রামপুরা, ঢাকা # ১২১৯, বাংলাদেশ।
Dhaka
1219

Telephone

+8801817524982

Website

Alerts

Be the first to know and let us send you an email when BabuGhor-বাবুঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram