14/10/2018
ক্যনসার বিভৎস এবং ভয়ংকর একটি রোগ। সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়ত মানুষ এই ভয়ংকর রোগে আক্রান্ত হচ্ছে, যা আমাদের জন্য একটি বিরাট চ্যলেন্জ। অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। এই ক্ষেত্রে শুধু ক্যনসার আক্রান্ত ব্যক্তিই ভিকটিম নয় ভিকটিম পুরো পরিবার, পুরো সমাজ, পুরো দেশ এমনকি পুরো পৃথিবী, আমেরিকা থেকে সোমালিয়া সর্বত্র ক্যনসার। আমদের স্বাস্থ্যের সুস্থতা এখন নির্ভর করে কিছু প্রাতিষ্ঠানিক প্যকেজ সার্ভিসের উপর কেননা আমরা ভুলেই গেছি সুস্থতা একটি প্রক্রিয়া এবং যা একটি নিবির ভালবাসা এবং চর্চার মাধ্যমে বজায় রাখতে হয়, এবং তাই আমাদের সার্বজনিন সুস্থতার জন্য সৃষ্টিকর্তা, প্রাকৃতিক নিয়ম এবং প্রাকৃতিক উপাদানের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে এবং নিজেকে মনযোগ দিয়ে ভালবাসতে হবে কেননা প্রকৃতি এবং নিজের ভিতরই সমস্ত সুস্থতার নিয়ামক নিহিত রয়েছে। তেমনি প্রাকৃতিক একটি উপদান হচ্ছে অশ্বগন্ধা যার ঔষধী গুনাগুন নিয়ে গবেষনা হচ্ছে আমেরিকা, অষ্ট্রেলিয়া, কানাডা, ভারত সহ সারা বিশ্বে, কেননা এই উদ্ভিদে আছে ক্যনসার প্রতিরোধ এবং নির্মুল করার মত অত্যান্ত চমৎকার ঔষধী গুনাগুন। আমরা অনেকেই জানি ক্যনসার কোষ সম্পর্কিত একটি রোগ এবং অশ্বগন্ধা ক্যনসারের প্রাথমিক পর্যায়েই একে চিহ্নিত করতে পারে এবং এর বৃদ্ধি থামিয়ে দিতে পারে।আমাদের ইমিউন সিষ্টেমকে সর্বদা সুমন্নত রাখতে পারে। অশ্বগন্ধা টিউমার গ্রোথকে থামি্য়ে দিতে পারে।গবেষণায় দেখা গেছে অশ্বগন্ধা কার্যকর ভাবে বোন ক্যনসার, লাং ক্যনসার, কোলন ক্যনসার, স্কিন ক্যনসার, সার্ভিক্যল ক্যনসার, সারকোমা, ব্রেইন ক্যনসার এবং প্যনক্রিয়াস ক্যনসার সেল কে মেরে ফেলতে পারে। পৃথিবীর অনেক বিখ্যত অনকোলজিষ্টরা এখন ক্যনসার পেশেন্টদেরকে অশ্বগন্ধা খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। বিশ্ব সেরা আমেরিকার "মেমরিয়াল স্লোয়ান ক্যটারিং ক্যনসার সেন্টার" তাদের ওয়েভসাইটে ক্যনসার চিকিৎসায় অশ্বগন্ধার ব্যবহার সম্পর্কে একটি বিশদ আর্টিকেল প্রকাশ করেছে যা আমি শেয়ার করলাম সবার অবগতির জন্য। এই রোগ নিরাময়ে এবং চিকিৎসায় সবার সমন্বিত প্রয়াস দরকার এবং দরকার হল তথ্য আদান প্রদানের ও জ্ঞান ভিত্তিক মতামত বিনিময়ের। আমি এই বিষয়ে আরো জানাতে ও জানাতে চাই। সবাই ভাল থাকবেন।
A popular Ayurvedic herb, ashwagandha is often used in formulations prescribed for stress, strain, fatigue, pain, skin diseases, diabetes, gastrointestinal disease, rheumatoid arthritis, and epilepsy.