03/10/2025
পেটের ব্যথার আড়ালে হার্ট অ্যাটাক!
আজকে এসেছিলেন ৪৫ বছর বয়সী এক ভদ্রলোক গত এক সপ্তাহ ধরে পেটের ভেতর অস্বস্তি, গ্যাস্ট্রিক এর ওষুধ খাচ্ছিলেন। ভেবেছিলেন হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু আসল সত্যিটা অন্য ছিল—এটা আসলে ছিল হার্ট অ্যাটাক ।
ECG করা হল। ইকো করলে দেখা গেল তার হার্টের কর্মক্ষমতা (EF) কমে গেছে প্রায় ৪০%-এ।
হার্টের বড় একটা রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি যেটা এনজিওগ্রাম পরীক্ষা করলে বোঝা যাবে।
❗নিজে নিজে ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
❗একটা সাধারণ ECG-ই অনেক সময় জীবন বাঁচিয়ে দিতে পারে।
সতর্ক থাকুন, সচেতন থাকুন। ❤️
ডা: মোঃ: সাইফুর রহমান
এমবিবিএস(ডিএমসি), বিসিএস(স্বাস্থ্য)
এমসিপিএস(মেডিসিন), এমডি(কার্ডিওলজি)
এমএসিপি(আমেরিকা)
মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট
কনসালটেন্ট (কার্ডিওলজি)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি), ঢাকা