Dr. Md. Saifur Rahman MBBS, BCS, MCPS, MD

Dr. Md. Saifur Rahman MBBS, BCS, MCPS, MD Medicine and Heart Specialist
MBBS(DMC) BCS(Health) MCPS(Medicine) MD(Cardiology)

03/10/2025

পেটের ব্যথার আড়ালে হার্ট অ্যাটাক!

আজকে এসেছিলেন ৪৫ বছর বয়সী এক ভদ্রলোক গত এক সপ্তাহ ধরে পেটের ভেতর অস্বস্তি, গ্যাস্ট্রিক এর ওষুধ খাচ্ছিলেন। ভেবেছিলেন হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু আসল সত্যিটা অন্য ছিল—এটা আসলে ছিল হার্ট অ্যাটাক ।
ECG করা হল। ইকো করলে দেখা গেল তার হার্টের কর্মক্ষমতা (EF) কমে গেছে প্রায় ৪০%-এ।

হার্টের বড় একটা রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি যেটা এনজিওগ্রাম পরীক্ষা করলে বোঝা যাবে।

❗নিজে নিজে ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
❗একটা সাধারণ ECG-ই অনেক সময় জীবন বাঁচিয়ে দিতে পারে।

সতর্ক থাকুন, সচেতন থাকুন। ❤️

ডা: মোঃ: সাইফুর রহমান
এমবিবিএস(ডিএমসি), বিসিএস(স্বাস্থ্য)
এমসিপিএস(মেডিসিন), এমডি(কার্ডিওলজি)
এমএসিপি(আমেরিকা)
মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট
কনসালটেন্ট (কার্ডিওলজি)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি), ঢাকা

হার্টের রিং এর দাম কমলো: প্রশংসনীয় উদ্যোগ
01/10/2025

হার্টের রিং এর দাম কমলো: প্রশংসনীয় উদ্যোগ

01/10/2025

হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর: আমাদের বাস্তবতা

আমরা প্রায়ই হঠাৎ শুনি—অমুক একেবারে হঠাৎ মারা গেলহার্ট অ্যাটাকে। বেশিরভাগই ক্ষেত্রে
আসলে এই “হঠাৎ” ঘটনাটা বছরের পর বছর জমে থাকা ঝুঁকির ফল।

হার্ট অ্যাটাক মূলত ঘটে যখন করোনারি ধমনীতে চর্বি জমে তৈরি atherosclerotic plaque ফেটে গিয়ে তাতে জমাট রক্ত তৈরি হয় এবং রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়।
ফলে সংশ্লিষ্ট মায়োকার্ডিয়ামে বা হদপেশীতে অক্সিজেনের ঘাটতি হয় ও মারা যায়।
প্রধান কারণগুলো:

উচ্চ রক্তচাপ (Hypertension): বাংলাদেশে ৩০ বছরের বেশি বয়সীদের প্রায় ২৫-৩০% মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।

ডায়াবেটিস (Diabetes): প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কর মধ্যে অন্তত ১ জন ডায়াবেটিসে আক্রান্ত।

ধূমপান: বাংলাদেশে প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রায় ৪০% ধূমপায়ী।

রক্তে অতিরিক্ত চর্বি:
গবেষণায় প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ৭৫ ভাগ মানুষের রক্তে কোনো না কোনো রকম dyslipidemia পাওয়া গেছে।

অতিরিক্ত ওজন ও পেটের মেদ: শহুরে জনগোষ্ঠীতে ২৫-৩০% মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছেন।

অতিরিক্ত লবণ, তেল-চর্বি খাওয়া ও অনিয়মিত জীবনযাপন

হাঁটাচলা বা ব্যায়ামের অভাব।

স্ট্রেস: মানসিক চাপও হার্টের জন্য বড় ঝুঁকি।

উদ্বেগের কারণ ..........

বাংলাদেশে প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়।
সবচেয়ে উদ্বেগজনক হলো—বেশিরভাগ রোগী এখন ৪০-৫০ বছর বয়সেই আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ কর্মক্ষম বয়সের মানুষরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে।

আমাদের করণীয়

নিয়মিত ব্লাড প্রেসার ও সুগার চেক করুন

ধূমপান বন্ধ করুন

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন

খাবারে লবণ ও তেলের পরিমাণ কমান

মানসিক চাপ কমানোর চেষ্টা করুন

বছরে একবার হলেও হার্ট চেকআপ করুন

---

যদিও হার্ট অ্যাটাক হঠাৎ আসে, কিন্তু তার প্রস্তুতি চলে অনেক বছর।
আজ থেকেই ছোট ছোট পরিবর্তন আনলেই ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।

ডা: মোঃ: সাইফুর রহমান
এমবিবিএস(ডিএমসি), বিসিএস(স্বাস্থ্য)
এমসিপিএস(মেডিসিন), এমডি(কার্ডিওলজি)
এমএসিপি(আমেরিকা)
মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট
কনসালটেন্ট (কার্ডিওলজি)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি), ঢাকা

Take care of your heart......
29/09/2025

Take care of your heart......

27/09/2025

বাংলাদেশে এখন প্রায় প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মাঝে একজনের উচ্চ রক্তচাপ আছে। অনেকেই জানেনই না তাদের রক্তচাপ বেড়ে গেছে, আবার অনেক যারা জানেন—তাদেরও অর্ধেকের বেশি নিয়মিত চিকিৎসা নেন না।

নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ ধীরে ধীরে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, কিডনি নষ্ট করে দেয়। একে বলে “Silent Killer”।

করণীয়:

নিয়মিত এবং সঠিকভাবে রক্তচাপ মাপুন

লবণ কম খান, ধূমপান বন্ধ করুন

প্রতিদিন হাঁটুন ৩০ মিনিট

ওজন, ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন

মনে রাখবেন: রক্তচাপ যদি ১৩০/৮০ mmHg এর নিচে থাকে তবে হার্ট ও ব্রেন অনেক বেশি নিরাপদ থাকে।

নিজে জানুন, পরিবারকে জানান—উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা সম্ভব।

ডা: মোঃ: সাইফুর রহমান
এমবিবিএস(ডিএমসি), বিসিএস(স্বাস্থ্য)
এমসিপিএস(মেডিসিন), এমডি(কার্ডিওলজি)
এমএসিপি(আমেরিকা)
মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট
কনসালটেন্ট (কার্ডিওলজি)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি), ঢাকা

আসসালামু আলাইকুম।
26/10/2024

আসসালামু আলাইকুম।

Medicine and Heart Specialist
MBBS(DMC) BCS(Health) MCPS(Medicine) MD(Cardiology)

Address

Department Of Cardiology, Dhaka Medical College Hospital
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Saifur Rahman MBBS, BCS, MCPS, MD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram