24/09/2025
মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেংগু রোগী বাড়ছে দিন দিন। বাড়ছে মৃত্যুর হারও। সবাইকে সাবধানে থাকতে হবে।
কামড় দেয়া ছাড়াও মশা আরো অনেক সমস্যা করতে পারে। ইতিহাস বলে, নমরুদের নাকে মশা ঢুকে মৃত্যুর কারণ হয়েছিল। মশার আক্রমণ থেকে কানের ছিদ্রও রেহাই পায় না!
কিছুদিন আগে কানের ভেতর মশা ঢুকে ভালই যন্ত্রণা দিয়েছিল মধ্যবয়সী এক পুরুষ রোগীকে। আমার চেম্বারে আসার পর পরীক্ষা করে দেখে সেটা বের করে দেয়ার পর রোগী আরামবোধ করলেন। ধন্যবাদ দিলেন। যদিও রোগী আসতে প্রায় ১ সপ্তাহ দেরি করে ফেলেছেন এবং অযথাই কষ্ট পেয়েছেন।
এরকম সমস্যায় পরলে দেরি না করে একজন নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ এর সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে বাচ্চা রোগীর জন্য তা হতে পারে অনেক ক্ষতির কারণ।
🔵👨⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি),
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।
📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর
রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)
উত্তরা স্পেশালাইজড হাসপাতাল,
বৈশাখ প্লাজা, সজবরখিলা, শেরপুর।
রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত (অপারেশন করা হয়)
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৭৬৬-৪৫৫৪৩৪ (সহকারী)
ব্র্যাক হেলথকেয়ার, সিদ্ধেশ্বরী
১১৬/১, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ২৭ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড, ঢাকা - ১২১৭।
রোগী দেখার সময়: প্রতি শনিবার, মংগলবার ও বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত
👉 ০১৩৩২-৮৩৮০৩২