22/10/2025
হঠাৎ গলায় ব্যথা অনুভব করছেন?
কোন খাবার খেতে গেলে কিংবা ঢোক গিলতে অসুবিধা হচ্ছে?
সাথে কি হালকা জ্বর আছে?
উপরের এই প্রশ্নগুলো খুব সাধারণ। তাই সাধারণভাবেই অনেকে পাত্তা দেন না। কারো কারো ক্ষেত্রে কোন জটিলতা ছাড়া ৭-১০ দিনের মধ্যে ভাল হয়ে যেতে পারে। আবার কারো ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি করতে পারে....
তফাত আসলে রোগের প্রকৃতি, কারণ এবং ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে। তাই একজন রোগীর সাথে লক্ষণ মিলিয়ে নিজেই চিকিৎসা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
এই সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ হলে একটা সম্ভাব্য কারণ হতে পারে - Pharyngitis (ফ্যারিঞ্জাইটিস)।
এখন আসি, এটা কি?কেন হয়?
Pharynx (ফ্যারিংস) হচ্ছে গলার পেছন দিকের খাদ্যনালীর উপরের অংশ। এখানে সংক্রমণ/প্রদাহ হলে তাকে ফ্যারিঞ্জাইটিস বলে।
ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের আক্রমণে এটা হতে পারে। এলার্জি, টনসিল এ প্রদাহ কিংবা ধূলাবালি, ঠান্ডা থেকেও হতে পারে। এমনকি অত্যধিক জোরে কথা কিংবা চিৎকারের কারণেও এটা হতে পারে।
সবচেয়ে বেশি হয়ে থাকে ভাইরাসজনিত কারণে এবং তা নিজে নিজেই ভাল হয়ে যায়। কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হলে এন্টিবায়োটিক সেবন করা প্রয়োজন। জ্বর, ব্যথার জন্য ওষুধ সেবনের পাশাপাশি উষ্ণ পানিতে সামান্য লবণ মিশিয়ে গড়গড়া করলে আরাম বোধ হয়।
যদি ব্যথা না কমে, তবে দেরি না করে নিকটস্থ নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কারণ মনে রাখতে হবে,কারো কারো ক্ষেত্রে তা গুরুতর রোগের লক্ষণও হতে পারে।
সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন।
🔵👨⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি),
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।
📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর
রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)
উত্তরা স্পেশালাইজড হাসপাতাল,
বৈশাখ প্লাজা, সজবরখিলা, শেরপুর।
রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত (অপারেশন করা হয়)
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৭৬৬-৪৫৫৪৩৪ (সহকারী)
ব্র্যাক হেলথকেয়ার, সিদ্ধেশ্বরী
১১৬/১, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ২৭ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড, ঢাকা - ১২১৭।
রোগী দেখার সময়: প্রতি শনিবার, মংগলবার ও বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত
👉 ০১৩৩২-৮৩৮০৩২