Sakura ENT & Head Neck Centre

Sakura ENT & Head Neck Centre বকশীগঞ্জ মালিবাগ মোড়ে ডা. আব্দুল গনি হেলথ কমপ্লেক্সে নাক,কান,গলার রোগী দেখেন ডা. আশরাফুল ইসলাম রাজীব। প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত

মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেংগু রোগী বাড়ছে দিন দিন। বাড়ছে মৃত্যুর হারও। সবাইকে সাবধানে থাকতে হবে। কামড় দেয়া ছাড়াও মশা আরো ...
24/09/2025

মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেংগু রোগী বাড়ছে দিন দিন। বাড়ছে মৃত্যুর হারও। সবাইকে সাবধানে থাকতে হবে।

কামড় দেয়া ছাড়াও মশা আরো অনেক সমস্যা করতে পারে। ইতিহাস বলে, নমরুদের নাকে মশা ঢুকে মৃত্যুর কারণ হয়েছিল। মশার আক্রমণ থেকে কানের ছিদ্রও রেহাই পায় না!

কিছুদিন আগে কানের ভেতর মশা ঢুকে ভালই যন্ত্রণা দিয়েছিল মধ্যবয়সী এক পুরুষ রোগীকে। আমার চেম্বারে আসার পর পরীক্ষা করে দেখে সেটা বের করে দেয়ার পর রোগী আরামবোধ করলেন। ধন্যবাদ দিলেন। যদিও রোগী আসতে প্রায় ১ সপ্তাহ দেরি করে ফেলেছেন এবং অযথাই কষ্ট পেয়েছেন।

এরকম সমস্যায় পরলে দেরি না করে একজন নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ এর সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে বাচ্চা রোগীর জন্য তা হতে পারে অনেক ক্ষতির কারণ।

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি),
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর
রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

উত্তরা স্পেশালাইজড হাসপাতাল,
বৈশাখ প্লাজা, সজবরখিলা, শেরপুর।
রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত (অপারেশন করা হয়)
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৭৬৬-৪৫৫৪৩৪ (সহকারী)

ব্র‍্যাক হেলথকেয়ার, সিদ্ধেশ্বরী
১১৬/১, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ২৭ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড, ঢাকা - ১২১৭।
রোগী দেখার সময়: প্রতি শনিবার, মংগলবার ও বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত
👉 ০১৩৩২-৮৩৮০৩২

কান চুলকাতে আমাদের অনেকের ভীষণ ভাল লাগে! কেউ চুলকাই কটন বাড দিয়ে, কেউ কলমের মাথা দিয়ে, কেউ শলাকা দিয়ে, কেউ কেউ পাখি/মুরগ...
16/09/2025

কান চুলকাতে আমাদের অনেকের ভীষণ ভাল লাগে! কেউ চুলকাই কটন বাড দিয়ে, কেউ কলমের মাথা দিয়ে, কেউ শলাকা দিয়ে, কেউ কেউ পাখি/মুরগীর পালক দিয়ে!! সুখ পাওয়া যায় - এটাই বড় কথা, তাই না!
কিন্তু আসলে যে এটা অনেক ক্ষতির কারণ, আমরা অনেকেই সেটা অনুধাবন করতে পারি না।

কিছুদিন আগে একজন বছর কুড়ি বয়সের তরুণী আসলেন কানে হালকা ব্যথা নিয়ে, কিছু একটা কানের ভেতর আছে মনে হচ্ছে। পরীক্ষা করে ছবির এই জিনিস বের করা হলো কানের ভেতর থেকে! কী ভয়ংকর একটা ব্যাপার! কানের ভেতর মুরগীর পালক! বের করে দেয়ার পর অবশ্য রোগীর মুখে ছিল স্বস্তির হাসি। এটাই আনন্দের, প্রাপ্তির।

আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি।

নাক, কান, গলার অসুখের মধ্যে টনসিলের অসুখ এ আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। আজ খুব ছোট করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চা...
13/08/2025

নাক, কান, গলার অসুখের মধ্যে টনসিলের অসুখ এ আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। আজ খুব ছোট করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই - টনসিল এর অসুখ সম্পর্কে...

১. টনসিল কি? এটা কি অসুখের নাম?
- অনেক রোগী এসে বলেন, আমার বাচ্চার টনসিল হয়েছে/আমার টনসিল হয়েছে। আসলে টনসিল কোন রোগের নাম নয়। টনসিল হচ্ছে শরীরের একটি অংশ যা প্রতিটা মানুষের মুখ-গহবরের ভেতরে থাকে। সবচেয়ে বড় টনসিল জিহবার পেছন দিকে দুইপাশে দুইটি থাকে। এছাড়া নাকের পেছনের দিকে, জিহবার গোড়ায়ও ছোট ছোট টনসিল থাকে। টনসিলে যখন ইনফেকশন/সংক্রমণ হয়, সেই অসুখকে বলে টনসিলাইটিস।

২. টনসিল কেটে ফেললে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়?
- এটা পুরোপুরি সত্য নয়। যদিও টনসিল আমাদের শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, কিন্তু বারবার সংক্রমণ বা বড় টনসিল থাকলে অপারেশন (টনসিলেকটমি) প্রয়োজন হয়।
গবেষণায় দেখা গেছে, টনসিল অপারেশন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না। শরীরের অন্যান্য ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধকারী) ঠিকই কাজ চালিয়ে নিতে পারে।

৩. টনসিলের অসুখ হলে কি অপারেশনই একমাত্র চিকিৎসা?
- না, টনসিলাইটিস হলে সবসময় অপারেশন একমাত্র চিকিৎসা না। বেশিরভাগ ক্ষেত্রে, সাধারণত ৭০-৯৫ ভাগ ক্ষেত্রেই কনজারভেটিভ/অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমেই রোগী সুস্থ হয়ে যায়।

৪. তাহলে অপারেশন প্রয়োজন কখন?
- ৫% থেকে ১৫% ক্ষেত্রে অপারেশন বিবেচনা করা হয়। যখন রোগী বছরে ৭টি বা তার বেশি সংক্রমণ এর সম্মুখীন হন, অথবা প্রতি বছর ৫টি সংক্রমণ দুই বছর ধরে থাকে কিংবা প্রতি বছর ৩টি সংক্রমণ ৩ বছর ধরে থাকে, তখন অপারেশন বিবেচনা করা হয়। অপারেশন সাধারণত শিশুদের ক্ষেত্রে অধিক কার্যকর। এছাড়া টনসিল অতিরিক্ত বড় হয়ে ঘুমের সমস্যা হলেও অপারেশন করা প্রয়োজন হতে পারে।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর
রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

উত্তরা স্পেশালাইজড হাসপাতাল,
বৈশাখ প্লাজা, সজবরখিলা, শেরপুর।
রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত (অপারেশন করা হয়)
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৭৬৬-৪৫৫৪৩৪ (সহকারী)

ব্র‍্যাক হেলথকেয়ার, সিদ্ধেশ্বরী
১১৬/১, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ২৭ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড, ঢাকা - ১২১৭।
রোগী দেখার সময়: প্রতি শনিবার, মংগলবার ও বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত
👉 ০১৩৩২-৮৩৮০৩২

গত ২৭ জুলাই ছিল বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস। এ উপলক্ষে জাতীয় নাক, কান, গলা ইন্সটিটিউটে পালিত হয়ে গেল সচেতনতা কর্মসূচী। ...
03/08/2025

গত ২৭ জুলাই ছিল বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস। এ উপলক্ষে জাতীয় নাক, কান, গলা ইন্সটিটিউটে পালিত হয়ে গেল সচেতনতা কর্মসূচী। র‍্যালি, আলোচনা অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসকবৃন্দ যারা হেড নেক ক্যান্সার চিকিৎসায় কাজ করে চলেছেন নিরলসভাবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে নাক,কান,গলার অসুখগুলোর মধ্যে ক্যান্সার এর সচেতনতা এবং চিকিৎসায় কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে।

আপনারা জানলে অবাক হবেন, এই বকশীগঞ্জ উপজেলা, শেরপুর জেলার মধ্যেই প্রতি মাসে অন্তত ২/৩ জন করে ক্যান্সার রোগী সনাক্ত হয় আমার চেম্বারে এসে। তারমানে আইসবার্গের অনেক বিশাল অংশই অদেখা রয়ে গেছে। অনেক বেশি সচেতনতা প্রয়োজন আপনাদের সবার মাঝে।

সচেতনতার অভাবে অনেকের রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে, বিলম্ব হচ্ছে চিকিৎসা শুরু করতে। সঠিক নির্দেশনা আর আস্থা পেলে রোগীরা সঠিক চিকিৎসা লাভ করতে পারেন। আর এতে করে চিকিৎসায় সফলতার সম্ভাবনা বেড়ে যায় অনেক অনেক গুণ।

সরকারি কিংবা বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান আছে যারা হেড নেক ক্যান্সার নিয়ে কাজ করছেন। তাই রোগের লক্ষণ প্রকাশ পেলে দেরি না করে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। মনে রাখবেন, ক্যান্সার মানেই মৃত্যু নয়। দ্রুত রোগ নির্ণয় হলে, প্রাথমিক পর্যায়ে থাকলে ক্যান্সার পুরোপুরি ভাল হয়ে যায়।

আপনাদের জিজ্ঞাসা থাকলে মন্তব্যের ঘরে কিংবা ইনবক্সে জানাতে পারেন। সেই অনুযায়ী উত্তর দেয়ার কিংবা লেখার চেষ্টা করব।

সকলের সুস্থতা কামনা করছি।

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি),
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর
রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

উত্তরা স্পেশালাইজড হাসপাতাল,
বৈশাখ প্লাজা, সজবরখিলা, শেরপুর।
রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত (অপারেশন করা হয়)
📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৭৬৬-৪৫৫৪৩৪ (সহকারী)

বছর কুড়ি বয়স হবে তামান্নার (ছদ্মনাম)। চেম্বারে এসেছিলেন কানের সমস্যা নিয়ে। তার কানের পর্দার অপারেশন করা প্রয়োজন। অপারেশন...
17/06/2025

বছর কুড়ি বয়স হবে তামান্নার (ছদ্মনাম)। চেম্বারে এসেছিলেন কানের সমস্যা নিয়ে। তার কানের পর্দার অপারেশন করা প্রয়োজন। অপারেশন এর কথা শুনেই তামান্নার মুখ শুকিয়ে গেল! ভয়ে অস্থির অবস্থা। কথা বলে জানা গেল, উনার কান কেটে অপারেশন করা লাগলে উনি কিভাবে জীবনধারণ করবেন! 'কানকাটা রমজান' এর মত হয়তো নতুন নাম হয়ে যাবে 'কানকাটা তামান্না'! মেয়ে যেহেতু, সৌন্দর্য - বিয়ে ইত্যাদি অনেক ভবিষ্যত দুশ্চিন্তায় পাংশুটে চেহারা হয়ে গেছিল তামান্নার।

তামান্না ডিগ্রী কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশুনা করছিল। উদ্বেগজনিত চেহারায় সে দুইটা প্রশ্ন করেছিল -
১. স্যার, কানের পর্দার অপারেশন কি কান কেটে করবেন?
২. অপারেশনের পর আমি ভাল হবো তো? সম্ভাবনা কতো %?

তাকে দেয়া উত্তর এখানে লিখছি আপনাদের সবাইকে জানানোর উদ্দেশ্যে -

১ - কান কেটে এই অপারেশন করা হয় না। সাধারণত কানের পেছনে কেটে করা হয়। তবে এখন আধুনিক পদ্ধতিতে এন্ডোস্কপির মাধ্যমেও এই অপারেশন করা হয়। এতে কানের পেছনেও কাটার প্রয়োজন পরে না।

২ - অপারেশন এর ভাল হবার সম্ভাবনা অনেক বেশি, প্রায় ৭৫-৯৮%।

সেদিন জানার পর তামান্না দুশ্চিন্তা মুক্ত হয়েছিল এবং অপারেশন এর পর সে অনেক ভাল আছে আলহামদুলিল্লাহ। তাই জানার বিকল্প নেই।

আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। অজানার ভয় থাকে। আপনারা চাইলে ইনবক্সে কিংবা মন্তব্যের ঘরে প্রশ্ন রেখে যেতে পারেন। চেষ্টা থাকবে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেবার, অহেতুক ভয় দূর করার....

সবাই ভাল থাকুন।

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি),
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর

রোগী দেখার সময়:
প্রতি শুক্রবার
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

ঈদের ছুটি শেষে আশা করি সবাই ভাল আছেন।আজ খুব ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। **...
12/06/2025

ঈদের ছুটি শেষে আশা করি সবাই ভাল আছেন।
আজ খুব ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে।

*** নাক দিয়ে রক্তপাত হলে কি করবেন?

অনেকের ধারণা কিংবা আসলেও অনেক মানুষ যেটা করেন, নাক দিয়ে রক্ত পরলে ঘাবড়ে যান এবং রক্ত আসা বন্ধ করার জন্য মাথাটা একটু পেছন দিকে হেলিয়ে দেন কিংবা রোগীকে শুইয়ে দেন। এই কাজটি কখনো করবেন না। কারণ এতে রক্ত শ্বাসনালীতে গিয়ে শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে কিংবা খাদ্য নালীতে চলে গিয়ে বমি ভাব এর উদ্রেক হতে পারে।

কি করবেন তাহলে?

প্রথমে রোগীকে সোজা করে বসাতে হবে। মাথাটা সামনের দিকে সামান্য ঝুঁকে বসতে হবে এবং দুই আংগুল দিয়ে নাকের ছিদ্রপথের কিছুটা উপরে, নাকের নরম অংশ চেপে ধরতে হবে।

নাকের রক্তনালী মূলত ঐ অংশে অবস্থান করে এবং চেপে ধরে রাখার ফলে রক্তপাত সহজে বন্ধ হয়।

এই চেপে ধরাটা ন্যূনতম ৫ মিনিট থেকে ১০ মিনিট পর্যন্ত একইভাবে চালিয়ে যেতে হবে। ছেড়ে দিয়ে দিয়ে চেপে ধরলে হবে না। এই সময়টুকু রোগী মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস চালিয়ে যাবেন।

১০ মিনিট পর রক্ত বন্ধ না হলে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে হবে। সাধারণত ২০-৩০ মিনিট এর মাঝেই রক্তপাত বন্ধ হয়ে যায়। যদি না যায় তবে নিকটবর্তী ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি),
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর

রোগী দেখার সময়:
প্রতি শুক্রবার
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

ঘুমের মাঝে নাক ডাকা (Snoring) নিয়ে কেউ কেউ বেশ সমস্যা অনুভব করেন। এখানে ব্যক্তি নিজে যেমন ভুক্তভোগী হতে পারেন, তেমনি অসু...
29/05/2025

ঘুমের মাঝে নাক ডাকা (Snoring) নিয়ে কেউ কেউ বেশ সমস্যা অনুভব করেন। এখানে ব্যক্তি নিজে যেমন ভুক্তভোগী হতে পারেন, তেমনি অসুবিধায় পড়েন তার পাশের ঘুমিয়ে থাকা মানুষটিও।

আসুন, জেনে নিই কিছু বিষয় -

** কেন নাক ডাকে?

নাক সাধারণত তখন ডাকে, যখন ঘুমের সময় বাতাস নিঃশ্বাসের পথে বাধার সম্মুখীন হয় এবং সেই পথে টিস্যুগুলো কাঁপতে থাকে। এর প্রধান কারণগুলো হতে পারে:

• নাক বন্ধ থাকা (সাইনুসাইটিস, ঠান্ডা, অ্যালার্জি)
• গলার পেশি ঢিলে হয়ে যাওয়া (বয়স, ঘুমের ওষুধ, অ্যালকোহল)
• অতিরিক্ত ওজন
• টনসিল বা অ্যাডিনয়েড বড় হওয়া (বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে)
• অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA)

** নাক ডাকা কি বিপজ্জনক?

সব সময় বিপজ্জনক নয়। তবে যদি -
• নাক ডাকার সঙ্গে মাঝেমাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে
• বারবার ঘুম ভেঙে যায়
• দিনে ঘুম ঘুম ভাব লেগে থাকে

তাহলে Obstructive Sleep Apnea (OSA) থাকতে পারে, যেটা হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

** তাহলে করণীয় কী?
• ওজন কমানো, যদি অতিরিক্ত ওজন থাকে
• ডান/বাম কাত হয়ে ঘুমানোর চেষ্টা করা
• অ্যালকোহল ও ঘুমের ওষুধ এড়িয়ে চলা
• নাক বন্ধ থাকলে চিকিৎসা করানো
(Sinusitis, Deviated Nasal Septum)
• যদি সমস্যা জটিল মনে হয়, তবে একজন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি),
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর

রোগী দেখার সময়:
প্রতি শুক্রবার
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

**আপনি জানেন কি? কানে চুলকানোর কারণ কী?কানের অনেকগুলো অংশ আছে যেমন, বহি:কর্ণ, কানের পর্দা, মধ্য কর্ণ এবং অন্ত:কর্ণ। - সা...
22/05/2025

**আপনি জানেন কি? কানে চুলকানোর কারণ কী?

কানের অনেকগুলো অংশ আছে যেমন, বহি:কর্ণ, কানের পর্দা, মধ্য কর্ণ এবং অন্ত:কর্ণ।
- সাধারণত বহি:কর্ণ শুষ্ক হয়ে গেলে কিংবা পানি/ঘাম ঢুকে কান চুলকানোর কারণ তৈরি করতে পারে। হতে পারে চর্মরোগ যেমন এলার্জি।
- কানের পর্দার পেছনে পানি জমলে কান চুলকানোর অনুভূতি হতে পারে। পর্দার দুইপাশে বায়ুচাপ এর তারতম্যের কারণে কিংবা কানের পর্দা ফুটো হয়ে জীবাণুর সংক্রমণ হয়েও কান চুলকানোর সমস্যা হতে পারে।
- কানের ভেতরে মোম (ওয়াক্স) বা খৈল জমে কান চুলকাতে পারে।
- কান পরিস্কারের জন্য কটন বাড কিংবা অন্য সরঞ্জামের অত্যধিক ব্যবহারও হতে পারে কান চুলকানোর কারণ।

**শিশুদের কানে চুলকানোর সমস্যা কেন বেশি হয়?

শিশুরা প্রায়ই আঙুল দিয়ে বা অন্য কিছু দিয়ে কান খোঁচাতে চেষ্টা করে, যা ইনফেকশন বা জ্বালা বাড়িয়ে দেয়।
- শিশুদের ঠান্ডা-জ্বরের কারণে নাক বন্ধ থাকলে মধ্যকর্ণে চাপ পড়ে। তখন চুলকানোর অনুভূতি হতে পারে।
- দুধপানে সময় শিশুদের যদি শুয়ে পান করানো হয়, তাহলে সেটা কানের ভেতরের নালীর মাধ্যমে কানে প্রবেশ করে সংক্রমণ করতে পারে। এতে করে কানে ব্যথা, কান চুলকানোর সমস্যা বেশি হয়। শিশুদের কানের গঠনগত পার্থ্যকের জন্য এই সমস্যা বেশি হয়।
- এছাড়া ঘন ঘন সাঁতার কাটা বা গোসলের সময় কানে পানি ঢুকতে পারে। এটা হতে পারে চুলকানোর কারণ।
- খাবারে বা ধুলোবালিতে অ্যালার্জির কারণেও শিশুদের কান চুলকাতে পারে বেশি।

**সেক্ষেত্রে আপনার করণীয় কী?

- শিশুকে বুকের দুধ পান করানোর সময় শুয়ে করানো যাবে না। সঠিক নিয়ম অনুসরণ করে খাওয়াতে হবে।
- গোসলের সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন শিশুর কানে পানি না ঢুকে।
- কটন বাড/পাখির পালক/শলাকা কিংবা ধারালো কোন কিছু দিয়ে কান চুলকানো পরিহার করতে হবে।
- কানে খৈল জমে শক্ত হয়ে গেলে খোঁচাখুঁচি না করে কয়েক ফোঁটা অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন। নরম হলে সেটা বের করে আনতে হবে। সহজে বের না হলে আপনার নিকটস্থ নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের সরণাপন্ন হোন।
- কানে জীবাণু সংক্রমণের লক্ষণ (চুলকানি, ব্যথা, দুর্গন্ধ) দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। ফার্মেসী থেকে কিংবা অন্য কেউ ব্যবহার করেছে শুনে কানে কোন ওষুধ বা ড্রপ দেয়া থেকে বিরত থাকুন।

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি),
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর

রোগী দেখার সময়:
প্রতি শুক্রবার
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

কানে চুলকানোর সমস্যায় ভুগেন নি এমন মানুষের সংখ্যা খুব কম। কারো কারো ক্ষেত্রে এ সমস্যা এতটা প্রকট হয়ে যায় যা স্বাভাবিক কা...
11/05/2025

কানে চুলকানোর সমস্যায় ভুগেন নি এমন মানুষের সংখ্যা খুব কম। কারো কারো ক্ষেত্রে এ সমস্যা এতটা প্রকট হয়ে যায় যা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে ফেল।

আমদের বাঙালিদের একটা স্বভাব আছে - কান চুলকে সুখ লাভ করার। হয় কটন বাড, নয় পাখি/মুরগীর পালক কিংবা শলাকা আবার কেউ কেউ সেফটিপিন দিয়েও এই কান চুলকানোর দু:সাহসিক কাজ করতে পিছ পা হোন না। কেউ কেউ রোগে আক্রান্ত হয়েও ডাক্তারের সরণাপন্ন হতে হবে বুঝতে পারেন না। কেউ বা নিতান্ত অভ্যাসবসত কাজট করে থাকেন।

বেশিরভাগ মানুষই জানেন না, এভাবে তারা নিজের শরীরের গুরুত্বপুর্ণ অংগ কানের কী ক্ষতিটাই না করছেন! আগে তো হাটে-বাজারে, লঞ্চ, ফেরি ঘাটে কানের ময়লা পরিস্কারের জন্য পেশাদার মানুষ বসে থাকতো! সাধারণ মানুষ বুঝে না বুঝে স্বল্প টাকায় কানের সমস্যা সমাধান করতে যেয়ে বিপদ ডেকে আনতেন। এখন মানুষ আগের চেয়ে সচেতন হওয়ায় সমস্যাগুলো কিছুটা কমে এসেছে।

- আপনি কি সচেতন হয়েছেন?
- আপনি জানেন কি, কানে চুলকানোর কারণ কি?
- শিশুদের কানে চুলকানোর সমস্যা কেন বেশি হয়?
- সেক্ষেত্রে আপনার করণীয় কি?

জানা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন।
আর না জেনে থাকলে অপেক্ষা করুন পরবর্তী পোস্টের জন্য।

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম) এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর

রোগী দেখার সময়:
প্রতি শুক্রবার
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

বলছিলাম মুখ ও গলার ক্যান্সার এর কথা।১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল - এই এক সপ্তাহ, মুখ ও গলার ক্যান্সার সচেতনতা সপ্তাহ হিসেবে ...
16/04/2025

বলছিলাম মুখ ও গলার ক্যান্সার এর কথা।
১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল - এই এক সপ্তাহ, মুখ ও গলার ক্যান্সার সচেতনতা সপ্তাহ হিসেবে পালিত হয় বিশ্বব্যাপী। আপনিও এতে অংশগ্রহণ করে সচেতন করে তুলতে পারেন আপনার পাশের মানুষটিকে। সেজন্য জানতে হবে...

আসুন, সংক্ষেপে জেনে নেই লক্ষণগুলো -

১. মুখের ভেতর এমন কোন ক্ষত যা দীর্ঘদিন ধরে আছে, কমছে না। অন্তত ৩ সপ্তাহ সময় অতিক্রম করে গেছে। তাহলে আপনাকে একটু নড়েচড়ে বসতে হবে।
২. গলায় ব্যথা, ঢোক গিলতে কিংবা খাবার খেতে ব্যথা অনুভব হওয়া।
৩. হঠাৎ করে কন্ঠস্বরের পরিবর্তন লক্ষ করা।
৪. গলার এক পাশে কিংবা উভয় পাশে ফুলে যাওয়া।
৫. উল্লেখযোগ্য হারে ওজন হ্রাস পাওয়া।

এছাড়া দাঁত পড়ে যেতে পারে। কানে ব্যথা অনুভব হতে পারে। জিহবা কিংবা চোয়াল নাড়াতে ব্যথা অনুভব হতে পারে কিংবা অসাঢ় লাগতে পারে। এসব বিভিন্নভাবে লক্ষণ নিয়ে রোগের প্রকাশ ঘটতে পারে।

আপনার প্রয়োজন জানা এবং সচেতন হওয়া। অস্বাভাবিকতা চোখে পড়লে কিংবা উপরিউক্ত লক্ষণ দেখলে নিকটস্থ চিকিৎসকের সরণাপন্ন হওয়া। এক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসক হতে পারেন একজন নাক, কান, গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক।

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম) এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)।
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)।
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর

রোগী দেখার সময়:
প্রতি শুক্রবার
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

আমাদের মানবশরীরে যত ক্যান্সার হয়, সেগুলোর মধ্যে অন্যতম হলো মুখ ও গলার ক্যান্সার। মুখ বলতে ঠোঁট এর ভেতরের অংশ এবং মুখ গহব...
11/04/2025

আমাদের মানবশরীরে যত ক্যান্সার হয়, সেগুলোর মধ্যে অন্যতম হলো মুখ ও গলার ক্যান্সার। মুখ বলতে ঠোঁট এর ভেতরের অংশ এবং মুখ গহবরের ভেতরে পর্দা, দাঁতের মাঁড়ি, তালু, জিহবা, জিহবার নিচের অংশ, মুখের মেঝে, টনসিল এসকল অংশকেই বুঝায়। আর গলার ক্যান্সার বলতে খাদ্যনালী, কন্ঠনালীর উপরের অংশ, কন্ঠনালী, থাইরয়েড গ্ল্যান্ড ইত্যাদি অংশের ক্যান্সার অন্তভুর্ক্ত।

প্রতি বছর এই ক্যান্সারের হার বেড়েই চলেছে। গ্লোবোক্যান ২০২২ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ এ দ্বিতীয় সবোর্চ্চ অবস্থানে রয়েছে মুখ ও গলার ক্যান্সার। মহিলাদের তুলনায় পুরুষদের এই ক্যান্সার হবার সম্ভাবনা প্রায় দ্বিগুণ।

বাংলাদেশ এ প্রতি বছর নতুন আক্রান্তের সংখ্যা ১৬০৮৩ জন যা প্রায় ৯.৬ শতাংশ। আমরা সচেতন না হলে এই ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকার করা অনেক কঠিন। এই এপ্রিল মাস মুখ ও গলার ক্যান্সার সচেতনতার মাস। তাই এ মাস থেকেই শুরু হোক আমাদের সচেতনতা কর্মসূচী।

আপনি জানেন কি, মুখ ও গলার ক্যান্সারের লক্ষণগুলো কি কি? মন্তব্যে ঘরে লিখে জানাতে পারেন। পরবর্তী পর্বে এ বিষয়ে বিস্তারিত লিখা থাকবে.....

🔵👨‍⚕️ ডা. আশরাফুল ইসলাম রাজিব
এমবিবিএস (সিওমেক); বিসিএস (স্বাস্থ্য),
সিসিডি (বারডেম)
এমসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)।
এফসিপিএস (নাক কান গলা ও হেড-নেক সার্জারি)।
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল তেজগাঁও, ঢাকা।

📍 ঠিকানা:
সাকুরা ই এন টি এন্ড হেড নেক সেন্টার
ডা. আব্দুল গণি হেলথ কমপ্লেক্স (২য় তলা)
মালিবাগ মোড়, বকশীগঞ্জ, জামালপুর

রোগী দেখার সময়:
প্রতি শুক্রবার
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

📞 আমাদের সেবা পেতে কল করুন:
👉 ০১৬৩৬-৭৩৫৬৫৮ (সহকারী)

বকশীগঞ্জ মালিবাগ মোড়ে ডা. আব্দুল গনি হেলথ কমপ্লেক্সে নাক,কান,গলার রোগী দেখেন ডা. আশরাফুল ইসলাম রাজীব। প্রতি শুক্রবার সক...
04/04/2025

বকশীগঞ্জ মালিবাগ মোড়ে ডা. আব্দুল গনি হেলথ কমপ্লেক্সে নাক,কান,গলার রোগী দেখেন ডা. আশরাফুল ইসলাম রাজীব। প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত

Address

Dr. Abdul Goni Health Complex, Malibag, Bakshiganj, Jamalpur
Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakura ENT & Head Neck Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram