Taqwa Medicine Shop

Taqwa Medicine Shop Welcome to Taqwa Medicine Shop! Your trusted source for affordable medicines, including diabetes, sexual health, and other treatments.

Welcome to Taqwa Medicine Shop
"আয়ুর্বেদে প্রকৃতির সেবা 🌿 | সুস্থ জীবনযাত্রার জন্য প্রাকৃতিক চিকিৎসা 🍃 | সাইড এফেক্ট মুক্ত স্বাস্থ্য সেবা 💚 | শুরু করুন স্বাস্থ্যকর জীবন আজই!"

📞+880 1710-150068
📧taqwamedicine4@gmail.com
🌐 https://taqwamedicine.com We are committed to providing high-quality products at cheap rates to support your health and well-being.

→ Always Open - Shop anytime, anywhere! Affordable Prices - Quality healthcare doesn't have to be expensive. Contact Us :
📞 +880 1710-150068 (Also on WhatsApp)
📧 Email : zahirahmed8026@gmail.com
🏫 Address : Road 01,House 05,Block -A, Arambagh R/A Mirpur Dhaka-1216
🌐 Website : https://taqwamedicine.com

Medicine Shop

Health

Nopal বা Prickly Pear Cactus আমে‌রিকান ক্যাকটাস জাতীয় উ‌দ্ভিদ বি‌শেষ। এর নজর কাড়া মে‌জেন্টা রং এর ফল অতুলনীয় স্বাদ ও গ‌ন...
30/07/2025

Nopal বা Prickly Pear Cactus আমে‌রিকান ক্যাকটাস জাতীয় উ‌দ্ভিদ বি‌শেষ। এর নজর কাড়া মে‌জেন্টা রং এর ফল অতুলনীয় স্বাদ ও গ‌ন্ধের জন্য বিশ্বব্যাপী সুপ্র‌সিদ্ধ ও সমাদৃত। এ‌তে র‌য়ে‌ছে স‌তেজ কারক এবং অবসাদ দূরীকরণ গুনাগুন। বি‌শ্বের বি‌ভিন্ন অঞ্চ‌লে এ‌টি জন‌প্রিয় প্রিক‌লী পেয়ার শরবত, সিরাপ অথবা জেলী তৈরী‌তে ব্যবহৃত হয়।

ক‌চি ও নরম প্রিক‌লী পেয়ার কান্ড ভারতব‌র্ষে বাংলায় 'ফ‌ণিমনসা' ও হি‌ন্দি‌তে 'নাগফনী' না‌মে প‌রি‌চিত। এগু‌লো যেমন খাবার উপ‌যোগী তেম‌নি সুস্বাদুও ব‌টে। এতে র‌য়ে‌ছে উচ্চ মাত্রায় ভিটা‌মিন এ, ভিটা‌মিন সি এবং ক্যাল‌সিয়াম। এই স্বল্প-কার্বহাইড্রেট জাতীয় খাদ্য‌টি র‌ক্তে শর্করার মাত্রা (Blood Suger Level) হ্রা‌সে সাহায্য ক‌রতে সক্ষম। এ কার‌নে এ‌টি‌কে ডায়া‌বে‌টিস রোগী‌দের খাদ্য হি‌সে‌বে সুপা‌রিস করা হ‌য়ে থা‌কে।

আশ্চ‌র্যের বিষয় হ‌লেও সত্য যে, চি‌কিৎসক, গ‌বেষক ও খাদ্য বিজ্ঞানীগন কেবল সাম্প্র‌তিক বছরগু‌লো‌তে নোপা‌লের রাসায়‌নিক গঠন‌বিন্যাস (Chemical Composition) ও পু‌ষ্টিমান (Nutrition Values) সম্প‌র্কে বৈজ্ঞা‌নিক গ‌বেষণা ও বিবরণী পেশ কর‌তে শুরু ক‌রে‌ছেন। সমস্ত গ‌বেষণা ফলাফ‌লের ভি‌ত্তি‌তে বি‌শেষজ্ঞরা এই পরামর্শ দিয়ে‌ছেন যে, নোপা‌লে র‌য়ে‌ছে বহু‌বিধ "ফাই‌টো‌কে‌মিক্যাল" (Phytochemicals)। আর স্বাস্থ্য ও পু‌ষ্টি বি‌শেষজ্ঞ‌দের ম‌তে "ফাই‌টো‌কে‌মিক্যাল" মানব দে‌হকে স্বয়ং‌ক্রিয়ভা‌বে সুস্থ রাখ‌তে সহায়তা ক‌রে। স্বা‌স্থ্যের স‌ঠিক অবস্থা নিয়ন্ত্রন করতে এবং সুস্থতা বজায় রাখ‌তে এ‌টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন ক‌রে। এছাড়াও জ‌টিল ধর‌নের স্বাস্থগত সমস্যা যেমন- ডায়া‌বে‌টিস, হৃদয‌ন্ত্রের ব্যা‌ধি ও ক্যান্সার প্র‌তি‌রোধ কর‌তে এ‌টি সক্ষম।

‌নোপাল ক্যাকটাস এ বিদ্যমান ৭ টি স‌ক্রিয় পু‌ষ্টি উপাদান নিম্নরুপ:
১) এ‌মি‌নো এ‌সিড ১৮ ধর‌নের,
২) ফাই‌টো‌নিউ‌ট্রি‌য়েন্টস ১৫ ধর‌নের,
৩) মিনা‌রেল ১০ ধর‌নের,
৪) ভিটা‌মিন ৮ ধর‌নের,
৫) ফাইবার,
৬) বিটা‌লেইন ও
৭) পেক‌টিন

এখন আপনার দে‌হে যত ধর‌নের রোগই হোক না কেন তা এই ৭ টা পু‌ষ্টি উপাদা‌নের অভা‌বেই হয়। সুতরাং নোপাল ক্যাকটাস থে‌কে উৎপা‌দিত খাবার NATUERA "Fruit & Pads" Freeze Dried Powder সেবন করে রোগ শোক মুক্ত থাকুন।

১. গ্যাসট্রিক, আলসার, নিরাময়ে এটি অত্যন্ত কার্যকর।
২. বাত, গিরার ব্যথা, পেশীর যন্ত্রনা উপশম করে।
৩. পুরুষ ও মহিলা যৌন সক্ষমতা বৃদ্ধি করে।
৪. ডায়বেটিস রোগী শারীরিক ভাল হয়।
৫. হাড় ক্ষয়ে যািয়া ভাল করে।
৬. মেয়েদের সাদাস্রাব ভাল হয়।
৭. ব্যাথাযুক্ত ঋতুস্রাব ভাল হয়।
৮. কোষ্ঠকাঠিন্য ভাল হয়।
৯. অর্শ রোগের জন্য অত্যন্ত কার্যকর।
১০. অলসতা দূর করে।
১১. রক্তে শর্করা পরিমাণ হ্রাস করে, স্বাভাবিক স্তরে নিয়ে আসে।
১২. কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিড হ্রাস করে।
১৩. মূত্রক্রিয়ার উন্নয়ন করে।
১৪. অন্ত্র, পাকস্থলীর ক্রিয়ার উনয়ন করে।
১৫. ওজন বৃদ্ধির প্রবণতা হ্রাস করে।
১৬. টাইপ-১ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন গ্রহণ পর্যায় ক্রমে হ্রাস করতে সাহায্য করে।
১৭. শরীরে শক্তি বৃদ্ধি করে।
১৮. সুস্থ তা, কর্মক্ষমতা অনুভূতি বাড়ায়
১৯. রক্ত বৃদ্ধি করে,উচ্চ রক্তচাপ হ্রাস করে।
২০. অপেক্ষাকৃত বয়স্ক নারীদের মাসিক ক্রিয়া স্বাভাবিক করে।
২১. পাকস্থলীর অতিরিক্ত এ্যাসিড হ্রাস করে।
২২. বয়সজনিত ত্বকের দাগ কমায়।
২৩. রোগ প্রতিরোধ ক্ষ মতার উন্ময়ন করে।
২৪. সঠিক ওজন নিয়ন্ত্রণ সাহায্য করে।
২৫. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
২৬. পেঠফাঁপা, পাকস্থলীর সমস্যা দূর করতে সাহায্য করে।
২৭. রক্তনালী শক্ত হওয়া, হদপিন্ডের সুক্ষ্ণ রক্তনালীর নিস্ত্রিয়তা জনিত হৃদরোগসমূহ প্রতিরোধ সাহায্য করে।
২৮. বয়সজনিত হাঁড়ের সমস্যা যেমন হাঁড়ক্ষয় ও কমজোড় হওয়া হ্রাস করে।
২৯. অকাল বার্ধক্যের উপসর্গ হ্রাস করে।
৩০. দৃষ্টিশক্তি উন্নয়ন উপকারী, পেশীয় অবক্ষয়ের ঝুঁকি হ্রাস করে।
৩১. ব্লাড ক্যান্সার, হিমোগ্লোবিন, থ্যালাসেমিয়া, রক্তসংক্রান্ত যে কোন সমস্যা দূর করে।
৩২. ঋাইরাস সংক্রমণ প্রতিহত করে।
৩৩. প্লাজমা ইনসুলিন বৃদ্ধি করে।
৩৪. যকৃতের কোলেস্টেরল বিপাকে পরিবর্তন করে।
৩৫. B - Glucuronidase নিঃস্বরণ করে।
৩৬. কোষের অস্বাভাবিক বৃদ্ধি হ্রাস করে।
৩৭. কোষের সুরক্ষা বৃদ্ধি করে।
৩৮. জিনগত DNA স্থিতিশীল করে।

সেবন বিধি :
১/ সকালে ২ টি ক্যাপসুল, রাতে ২ টি ক্যাপসুল খালি পেটে সেবন করতে হবে। (খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। ক্যাপসুল খাওয়ার ন্যুনতম আধা ঘন্টা পরে আধা লিটার পানি খেতে হবে।
২/ যাদের লিভার ও কিডনীতে বেশি সমস্যা তারা সকালে ১টা ও রাতে ১টা করে অবশ্যই খালি পেটে খেতে হবে।
৩/ খালি পেটে ক্যাপসুল খেতে ভুলে গেলে অন্তত খাবার খাওয়ার ৩৮ মিনিট পরে খেতে হবে।

সম্ভাবনাঃ
১/ক্যাপসুল সেবনের পরে কারো কারো বমি ভাব হতে পারে। গ্যাসট্রিক বাড়তে পারে।
২/শরীরে ব্যথা বাড়তে পারে। কোষ্ঠকাঠিন্য হতে পারে। তবে বিচলিত হওয়ার কিছু নেই।
৩/তখন বুঝতে হবে আপনার শরীরে প্রোডাক্ট কাজ শুরু করে দিয়েছে।
৪/এরা ১৮দিন পর্যন্ত হতে পারে বা নাও হতে পারে। তারতম্য কম বা বেশি হতে পারে
৫/ আপনার দেহ থেকে বিষাক্ত টক্সিন বা বিষ বের হয়ে যাচ্ছে।

সু-স্বাস্থ্য, রোগমুক্তি ও সৌন্দয্য বর্ধনের জন্য নিয়মিত Fruit & Pad's সেবন করুন। গবেষণায় প্রমাণিত Fruit & Pad's এর কার্যক...
22/07/2025

সু-স্বাস্থ্য, রোগমুক্তি ও সৌন্দয্য বর্ধনের জন্য নিয়মিত
Fruit & Pad's সেবন করুন।

গবেষণায় প্রমাণিত Fruit & Pad's এর কার্যকারিতা:

০১. এসিডিটি (গ্যাষ্টিক ও আলসার) নিরাময় করে।
০২. মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখে।
০৩. বাত জনিত সহ যে কোন ধরনের ব্যাথা নিরাময় করে।
০৪. রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিন কমায়।
০৫. উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ (প্রেসার) ব্যালেন্স করে।
০৬. কোষ্ঠকাঠিন্য, অশ্ব, গেজ ও পাইলস নিরাময়ে সহায়তা করে।
০৭. রক্তে গ্লুকোজের (ডায়াবেটিস) মাত্রা কমিয়ে স্বাভাবিক রাখে।
০৮. মুত্রথলীর (কিডনী) সমস্যা সমাধান সহায়তা করে।
০৯. পাকস্থলির প্রদাহ ঘা কমাতে সহায়তা করে।
১০. পক্ষাঘাত (প্যারালাইসিস) নিরাময়ে সহায়তা করে।
১১. শারীরিক শক্তি বৃদ্ধি করে।
১২. পুরুষ ও মহিলাদের যৌন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ১৩. শরীরের দাগ কমায় ও অকাল বার্ধক্য রোধ করে।
১৪. মেয়েদের সাদা স্রাব বন্ধ করে ও ঋতুস্রাব স্বাভাবিক করে। ১৫. যে কোন ধরণের ক্যান্সার নিরাময়ে সহায়তা করে।

NOPAL Cactus থেকে প্রস্তুত পণ্যসমূহ যেভাবে কাজ করে: বয়স বৃদ্ধির সাথে সাথে বিশেষ করে ৩০ বছর বয়সের পরে মানব দেহের কোষগুলো টক্সিন ও দৈহিক বর্জ্য (Free Radicals) এর কারনে ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকে। ফলে অনেক অঙ্গ সঠিক ভাবে কাজ করার ক্ষমতাও হারিয়ে ফেলে। তখন মানবদেহে নানাবিধ রোগব্যাধি বাসা বাঁধতে শুরু করে। নোপাল থেকে প্রস্তুত পণ্যসমূহ সেবনে দেহের প্রতিটি কোষ থেকে টক্সিন ও ফ্রি র‍্যাডিকাল অপসারিত হয়। কোষগুলো পুনঃজীবন লাভ করে এবং দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলো পুনরায় কাজ করতে শুরু করে। ফলশ্রুতিতে মানব দেহের জটিল ও কঠিন রোগসমূহ নিরাময় হয়।

#সেবন_বিধি:
#প্রথমত: দৈনিক সকালে ১টি করে ক্যাপসুল ১০ দিন সেবন করবেন খাবার ৩০ মিনিট আগে।

#দ্বিতীয়ত: ১০ দিন পর থেকে দৈনিক সকালে ১টি ক্যাপসুল এবং রাতে ১টি ক্যাপসুল সেবন করবেন খাবার ৩০ মিনিট আগে।

#তৃতীয়ত: ২০ দিন পর থেকে দৈনিক সকালে ২টি ক্যাপসুল এবং রাতে ২টি ক্যাপসুল সেবন করবেন খাবার ৩০ মিনিট আগে।

এভাবে মোট ১২০ দিন ০৬ পট ধারাবাহিকভাবে খেতে হবে। তবে, অবস্থাভেদে এর চেয়েও বেশি সেবন করা লাগতে পারে। দৈনিক ৩ থেকে ৪ লিটার পানি পান করবেন। খালি পেটে ক্যাপসুল খেতে ভুলে গেলে খাবার খাওয়ার ৪০ মিনিট পর সেবন করবেন। যাদের লিভার ও কিডনিতে বেশি পরিমানে সমস্যা আছে, তারা শুধুমাত্র ১টি ক্যাপসুল খালি পেটে খাবেন এবং সতর্কতার সহিত পানি পান করবেন।

#সম্ভাবনা:
ক্যাপসুল সেবনের পরে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ও পাতলা পায়খানা হতে পারে। গ্যাসট্রিক, শরীরে ব্যাথা, এলার্জি, চুলকানী, কোষ্টকাঠিন্য পরিমানে একটু বাড়তে পারে। তবে বিচলিত হওয়ার কিছু নেই, বুঝতে হবে আপনার শরীরে প্রোডাক্ট কাজ শুরু করেছে। এটা ২০ দিন পর্যন্ত হতে পারে, তারতম্যে কম/বেশি। তারমানে আপনার দেহ থেকে টক্সিন বা বিষ বের হয়ে যাচ্ছে।

#বিঃদ্র: ৭ বছর বয়সের নিচে ও গর্ভবর্তী মায়েদের সতর্কতার সহিত এই ক্যাপসুল সেবন করতে হবে। যে সকল রোগী অন্য কোন মেডিসিন সেবন করছেন, এই ক্যাপসুল সেবন অবস্থায় ঐ মেডিসিন বন্ধ করা যাবে না। কেননা এটা মেডিসিনের বিকল্প নয়। এটা একটা ঔষধি গুনাগুন সম্পন্ন খাবার।

Address

Arambagh, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Medicine Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram