20/08/2025
🥀 Robot hand exerciser Recharging:
***********************************
ব্রেইন স্ট্রোক হবার পর আমরা প্রায় সময়ই লক্ষ করে থাকি যে স্ট্রোক করার পর শরীরের এক পাশ বিশেষ করে হাত-পা অচল বা প্যারালাইজ্ড হয়ে যায়। এমতবস্থায় স্ট্রোকে আক্রান্ত ব্যাক্তি স্বাভাবিক ভাবে তার হাত পা নড়াতে পাড়ে না, এর ফলে তার দৈনন্দিন কাজ কর্ম দারুনভাবে বাধাগ্রস্থ হয়।
আমাদের এই রোবটিক হ্যান্ড এক্সারসাইজ ডিভাইসটির মাধ্যমে এ ধরণের রোগীরা বাসায় নিজে নিজে হাতের এক্সারসাইজগুলো করতে পারবে, যা স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশনের জন্য অপরিহার্য।
এই রোবটিক হ্যান্ড এক্সারসাইজ ডিভাইসটি একটি উন্নত মানের ইলেক্ট্রিক ডিভাইজ যা মূলত স্ট্রোকে আক্রান্ত রোগিদের হাতের সমস্যাগুলো সমাধানের জন্য ব্যবহার করা হয়।
ভিডিওতে প্যারালাইসিস রোগীর হাতের সমস্যা সমাধানের জন্য কয়েকটি ব্যায়াম দেখানো হয়েছে যা রোবটিক হ্যান্ড এক্সারসাইজ ডিজাসটির মাধ্যমে বাসায় বসে সঠিকভাবে করলে আশাকরি হাতের সমস্যা অনেকাংশে ঠিক হয়ে যাবে এবং স্ট্রোকে আক্রান্ত প্যারালাইজড ব্যক্তি স্থায়ী পঙ্গুত্ব থেকে মুক্তি লাভ করতে পারবে।
প্যারালাইসিস হলে করনীয়ঃ
স্ট্রোকের হবার সাথে সাথেই রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে, হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও যদি রোগীর হাত বা পা অবশ হবার সমস্যাটি থেকে যায় তবে রোগীর রিহ্যাবিলিটেশনের জন্য একজন আভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর তত্বোবধ্বানে ফিজিওথেরাপি নিতে হবে।
এছাড়া আপনি আমাদের এই মেশিনটিকে স্ট্রোক বা প্যারালাইসিস রোগীর হাতের থেরাপি মেশিন হিসেবে বিবেচনা করতে পারেন কারণ ব্রেইন স্ট্রোক এর পর রোগীর ব্যায়াম করানোর দরকার হয়।
স্ট্রোক /প্যারালাইসিস রুগীর হাতের এক্সারসাইজঃ
প্যারালাইসিস রুগীর হাতের নড়াচড়া স্বাভাবিক হবার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম করানোর দরকার আমাদের এই Robotic hand Exerciser Device টি দিয়ে আপনি এ সংক্রান্ত সব ধরণের হাতের ব্যায়ামগুলো করতে পারবেন। প্যারালাইসিস রোগীর ডাক্তার দেখানোর পাশাপাশি বাসায় মেশিনের মাধ্যমে দেখানো এক্সারসাইজ গুলা রোগীকে দ্রুত আরোগ্য লাভ করতে সহায়তা করবে।
রোবট হাতের দামসহ বিস্তারিত জানতে 01304-356164
゚