Medical Solution BD

Medical Solution BD Our Products Is 100% Organic & Pure.

আলহামদুলিল্লাহ!!আল্লাহর রহমতে অসংখ্য মানুষ সুস্থ হয়েছেন...❤️🌸🌸আমাদের সাপ্লি/মেন্ট ব্যবহারে আপনি পাবেন:দ্রুত ফলাফল এবং দী...
25/04/2025

আলহামদুলিল্লাহ!!
আল্লাহর রহমতে অসংখ্য মানুষ সুস্থ হয়েছেন...❤️
🌸🌸আমাদের সাপ্লি/মেন্ট ব্যবহারে আপনি পাবেন:
দ্রুত ফলাফল এবং দী/র্ঘস্থা-য়ী সমাধান
মানসিক শান্তি এবং আ/ত্মবি-শ্বাসের গ্যারান্টি..
🚚 সারাদেশের মধ্যে হোম ডেলিভারি!

✅অর্ডার করার জন্য ইনবক্সে মেসেজ দিন।✅

A, B1 এবং C এর মত প্রয়োজনীয় ভিটামিনে ভরপুর কলা স্বাস্থ্যকর শুক্রাণুর উৎপাদন বাড়ায় এবং শুক্রাণুর উৎপাদনশীলতা বাড়াতে ...
19/01/2025

A, B1 এবং C এর মত প্রয়োজনীয় ভিটামিনে ভরপুর কলা স্বাস্থ্যকর শুক্রাণুর উৎপাদন বাড়ায় এবং শুক্রাণুর উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। আরও, এতে ব্রোমেলাইন রয়েছে, একটি এনজাইম যা শুক্রাণুর স্বাস্থ্য বাড়ায়।





স্বামী সৎ দ্বীনদার কিন্তু স্ত্রী অসৎ হলে কি কি সমস্যা হতে পারে ??১.স্বামী না পারবে ছাড়তে না পারবে সুখে শান্তিতে সংসার কর...
19/01/2025

স্বামী সৎ দ্বীনদার কিন্তু স্ত্রী অসৎ হলে কি কি সমস্যা হতে পারে ??

১.স্বামী না পারবে ছাড়তে না পারবে সুখে শান্তিতে সংসার করতে।সন্তানের মুখের দিকে চেয়ে মেনে নিতে হবে কিন্তু আজীবন বিপদ ও দুঃখে পতিত হবে।

২.যদি সঠিক সময়ে স্ত্রীকে শাসন করতে না পারে তবে তার নিজের দ্বীনদারিতা ও ইজ্জত কলংকিত হবে।

৩.স্ত্রী অসতী হওয়ার সাথে যদি অতি সুন্দরী হয় তাহলে তো ঘোর বিপদ।সৌন্দর্যে মোহিত হয়ে স্বামী তাকে না পারে ছেড়ে দিতে আর না পারে অপকর্ম গুলো সইতে।

বিবেচক তো সেই পুরুষ যে তার অধিনস্থকে সঠিকভাবে পরিচালনা করতে পারে,শাসন করতে পারে এবং সঠিক মর্যাদা দিয়ে আগলে রাখে।






19/01/2025

যারা ড্রাগ আসক্ত, তাদের বেশীরভাগই ধীরে ধীরে যৌন ক্ষমতা হারিয়ে ফেলেন। এছাড়াও কিছু ঔষধ আছে (ব্যথানাশক, গর্ভরোধী) যার পার্শ্বপ্রতিক্রিয়া আপনার যৌনক্ষমতা কমিয়ে আনে।
#জটিলরোগেরসমাধান
#দ্রুত_বীর্যপাত
#অবিবাহিত
#বিবাহিত
#স্বপ্নদোষ

ডেলিভারি খরচ এডভান্স কেনো নেওয়া হয়?ডেলিভারি চার্জ এডভান্স না নেওয়ার ফলে কাস্টমার দের যেসব অসুবিধা হয়ঃ ▪️ কাস্টমার এর আত্...
19/01/2025

ডেলিভারি খরচ এডভান্স কেনো নেওয়া হয়?

ডেলিভারি চার্জ এডভান্স না নেওয়ার ফলে কাস্টমার দের যেসব অসুবিধা হয়ঃ

▪️ কাস্টমার এর আত্বীয়স্বজন মারা যেতে থাকে। (মিথ্যে)
▪️ কাস্টমার বেতন পায় না ঠিক মতো।
▪️ হঠাৎ করে জটিল সমস্যার সৃষ্টি হয়, কাস্টমারকে লোকেশনের বাইরে চলে যেতে হয়। অথচ সে লোকশনেই বিদ্যমান।
▪️ কাস্টমারের মোবাইল নষ্ট/চুরি/হারিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হয়।
▪️ এক জায়গায় অর্ডার করার পরে অন্য জায়গার প্রডাক্ট পছন্দ হয়ে যায়, যার ফলে সেখানে অর্ডার দিয়ে দেয়।
▪️ অর্ডার দেওয়ার পর থেকে কাস্টমারের কাছে আর ফোন থাকে না, তার ফোন অন্য কেও ব্যবহার করে।
▪️ কাস্টমার গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়।
▪️ হঠাত ঝড়ে সকল টাকা শেষ হয়ে যায়।
▪️ রাইডার কল করলে সে বিভিন্ন অনুষ্ঠানে বা জরুরী মিটিংয়ে থাকে
▪️ অনেকের কানে সমস্যা দেখা দেয়, কলে যখন শুনে “স্যার রাইডার বলছি- আপনার একটা অর্ডার ছিলো“ কল কেটে দিয়ে অফ করে রাখে।
▪️ অনেকে অনিচ্ছা সত্ত্বেও শয়তানের চাপে পরে অর্ডার করে। রাইডারকেও কাছে আনে,
পরে সব ঠিক থাকা সত্ত্বেও বলে“ সে যা চেয়েছে তা পায়নি। রিটার্ণ করেন।
▪️ অনেকের নানান বাহানা পছন্দ হয়নি। তাই বলে চার্যও দেয় না। (ছোটলোক)
( কেন ভাই! শপিংমলে গেলে পছন্দ না হলে রিক্সা ভাড়া কি দোকানদার থেকে নেন )
বাসা পর্যন্ত একটা পণ্য দেখার সার্ভিস নিচ্ছেন, ভাড়া কি সেলার দিবে? সে কি আপনার মেয়ের জামাই? তার খরচে দূর থেকে একটা প্রোডাক্ট এনে দেখবেন?
▪️ অনেকে ফোনে কথা বলে কনফার্ম করার পরও পরের দিন সকালে গায়েব হয়ে যান।
সে দীর্ঘ 3-4 দিন।
▪️ আবার অনেকে 10 টাকা দিয়ে 1হাজার টাকার কোয়ালিটি খুঁজেন।

এরকম হাজার হাজার অসভ্য-অশিক্ষিত মা নুষের কারণে, প্রতিনিয়ত অনলাইন সেলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেক অর্ডারে ভরে যাচ্ছে তাদের ইনবক্স। একটা প্রোডাক্ট পাঠাতে ধাপে ধাপে আমাদের ৬-৭ জন লোক কাজ করেন। অনেক কষ্ট।

মনে রাখা উচিত, প্রতিটি পার্সেল কুরিয়ার করা মাত্রই কুরিয়ার কর্তৃক ডেলিভারী চার্য কাটা হয়।

আপনি যে একটা পণ্য অযথা কেন্সেল করে একজন সেলারের ক্ষতি করছেন, এর হিসেব কিন্তু আপনাকে দিতে হবে। বিন্দুমাত্র জিনিসের হিসেবের কারণে কিয়ামতের দিন আপনার জান্নাহ হারাম হয়ে যেতে পারে। সবকিছু মাফ হয়, তবে বান্দার হক মারাত্মক।

কখনো বান্দার হক নষ্ট করে জান্নাতকে বিনষ্ট করবেন না। এর শাস্তি দুনিয়াতেও পাওয়া যায়।

পরিশেষে, আমরা কখনোও চাই না আমাদের জন্য কাস্টমারের কোনো ক্ষতি হোক।তাই কাস্টমার কে এসব ক্ষতির হাত থেকে রক্ষা করতে আমরা ডেলিভারি খরচ এডভান্স নিয়ে থাকি।

বি.দ্র : আলহামদুলিল্লাহ সকলে এক না।

বিষয় : কাকে বিয়ে করবেন?ইমাম গাযালী রহ লেখেন :অভিজ্ঞজন বলেছেন, ধনী মেয়েকে বিয়ে করলে ৫ টি বিষয় অনিবার্য :১ : মোহরানার ...
19/01/2025

বিষয় : কাকে বিয়ে করবেন?

ইমাম গাযালী রহ লেখেন :

অভিজ্ঞজন বলেছেন, ধনী মেয়েকে বিয়ে করলে ৫ টি বিষয় অনিবার্য :

১ : মোহরানার উচ্চহার।

২ : বাসরঘরে গড়িমসি।

৩ : খেদম‌ত না পাওয়া।

৪ : ব্যয়ভারের আধিক্য।

৫ : তালাকদানে অক্ষমতা।

(এখানে বিবি খাদিজা (রাঃ) বিবেচ্য নয়। কারন তার মত মেয়ে পাওয়া যায়নি কখনো, যাবেও না)

তিনি আরো বলেন,

৪ টি ক্ষেত্রে স্ত্রী স্বামীর নিচে (কম) থাকা চাই। ন‌ইলে ব‌উয়ের অবজ্ঞার পাত্র হতে হবে।

১ : বয়স।

২ : উচ্চতা।

৩ : সম্পদ।

৪ : বংশমর্যাদা।

আর ৪ ক্ষেত্রে হতে হবে স্ত্রী- স্বামীর উপরে :

১ : সৌন্দর্য।

২ : শিষ্টাচার।

৩ : তাক‌ওয়া-পরহেযগারি।

৪ : স্বভাব-চরিত্র।

সুত্রঃ ইহ‌্ইয়াউ উলূমিদ্দীন। খণ্ড : ৩, পৃষ্ঠা : ৯৩। ফাজায়েলে সাদাকাত।






18/01/2025

যৌন দূর্বলতা যৌনাঙ্গ মোটাতাজা করার উপায়?
যৌন দুর্বলতা বা যৌনাঙ্গ মোটাতাজা করার বিষয়ে অনেক প্রচারণা রয়েছে, তবে এই বিষয়গুলিতে সতর্ক থাকা জরুরি কারণ অনেক ক্ষেত্রে অপ্রমাণিত বা ভ্রান্ত ধারণা ছড়ানো হয়। সঠিক সমাধানের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া সর্বোত্তম। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো:

১. যৌন দুর্বলতার কারণ বিশ্লেষণ

যৌন দুর্বলতার পেছনে থাকতে পারে:

মানসিক চাপ বা উদ্বেগ

শারীরিক অসুস্থতা (যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ)

হরমোনের ভারসাম্যহীনতা

ধূমপান বা অ্যালকোহল সেবন

অপর্যাপ্ত পুষ্টি বা ঘুমের অভাব

করনীয়:

সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন (যেমন বাদাম, ডিম, দুধ, কলা, মধু ইত্যাদি)।

নিয়মিত ব্যায়াম করুন (বিশেষ করে পেলভিক ফ্লোর ব্যায়াম)।

ধূমপান বা অ্যালকোহল থেকে বিরত থাকুন।

মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

২. যৌনাঙ্গের স্বাস্থ্য উন্নত করার উপায়

যৌনাঙ্গ বড় করার জন্য কোনো মেডিক্যালি প্রমাণিত ও নিরাপদ পদ্ধতি নেই। তবে যৌন স্বাস্থ্য উন্নত রাখতে:

রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য নিয়মিত ব্যায়াম করুন।

পর্যাপ্ত পানি পান করুন।

প্রাকৃতিক তেল (যেমন নারকেল তেল বা অলিভ অয়েল) দিয়ে হালকা ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন উন্নত হতে পারে।

৩. চিকিৎসকের পরামর্শ নিন

যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা মানসিক চাপ তৈরি করে, তবে একজন ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্টের পরামর্শ নিন। প্রয়োজন হলে তারা পরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা প্রদান করবেন।

সতর্কতা:

বাজারে থাকা অপ্রমাণিত ওষুধ বা ক্রিম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। এগুলো বিপদজনক হতে পারে এবং আপনার সমস্যাকে আরও জটিল করতে পারে।

প্রচলিত গুজবে বা বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না।

আপনার যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে বা সাহায্য দরকার হয়, জানাতে পারেন।





ছেলেদের লিঙ্গ বাকা হলে করণীয় কী? --------------------------------------🤔 অনেক ছেলেদের লিঙ্গ বাকা হওয়ার কারণে তাদের সহবাস...
18/01/2025

ছেলেদের লিঙ্গ বাকা হলে করণীয় কী?
--------------------------------------
🤔 অনেক ছেলেদের লিঙ্গ বাকা হওয়ার কারণে তাদের সহবাসের সময় সমস্যা হয়। 😟 বাকা লিঙ্গ নিয়ে বাসর রাতে ছেলেরা ভীত থাকে। 😨 বাঁকা লিঙ্গ যোনীতে ঢুকানোও ঝামেলার। 😬 কিছু সময় পরে, ছেলেরা এই বাঁকা লিঙ্গ নিয়ে নানা সমস্যায় পড়তে পারে। যেমন: সেনাবাহিনীর চাকরিতে বাকা লিঙ্গ গ্রহণযোগ্য নয়। 🚫

অধিক হস্তমৈথুনের কারণে লিঙ্গ ডান বা বামদিকে বেকে যায়। 👉👈 যদি ডান হাতে বেশি হস্তমৈথুন করা হয়, তাহলে লিঙ্গ ডান দিকে বেকে যাবে; আর বাম হাতে করলে বাম দিকে বেকে যাবে।

বাঁকা লিঙ্গ সোজা করার জন্য অনেক হারবাল চিকিৎসার আবিষ্কার হয়েছে। 🌿 সব হারবাল চিকিৎসা ভুয়া নয়। অনেক হারবাল চিকিৎসা কার্যকরী হলেও বিজ্ঞান ও মেডিকেল সম্মত কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। ⚗️

লিঙ্গে কোনো হাড় নেই। 🦴 এটি কোষ ও রক্তনালী দ্বারা গঠিত। যখন উত্তেজিত হই, তখন কোষ লিঙ্গে সুখানুভূতি সৃষ্টি করে এবং লিঙ্গে রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায়। ❤️‍🔥 লিঙ্গ লৌহদন্ড রূপ ধারণ করে। যে হাত দিয়ে বেশি হস্তমৈথুন করা হয়, নরম কোষগুলি সেদিকেই বেঁকে যায়। ⚡️ বিপরীত হাতে হস্তমৈথুন শুরু করতে হবে।

যখন সোজা করতে সফল হবেন, তখন থেকে এটি বাদ দেওয়া উচিত। ✋

#সদগুরু #সদগুরুবানী #সদগুরুবাংলা # #সদগুরু #সদগুরুবানী #সদগুরুবাংলা

বিষয় : কাকে বিয়ে করবেন?ইমাম গাযালী রহ লেখেন :অভিজ্ঞজন বলেছেন, ধনী মেয়েকে বিয়ে করলে ৫ টি বিষয় অনিবার্য :১ : মোহরানার ...
18/01/2025

বিষয় : কাকে বিয়ে করবেন?

ইমাম গাযালী রহ লেখেন :

অভিজ্ঞজন বলেছেন, ধনী মেয়েকে বিয়ে করলে ৫ টি বিষয় অনিবার্য :

১ : মোহরানার উচ্চহার।

২ : বাসরঘরে গড়িমসি।

৩ : খেদম‌ত না পাওয়া।

৪ : ব্যয়ভারের আধিক্য।

৫ : তালাকদানে অক্ষমতা।

(এখানে বিবি খাদিজা (রাঃ) বিবেচ্য নয়। কারন তার মত মেয়ে পাওয়া যায়নি কখনো, যাবেও না)

তিনি আরো বলেন,

৪ টি ক্ষেত্রে স্ত্রী স্বামীর নিচে (কম) থাকা চাই। ন‌ইলে ব‌উয়ের অবজ্ঞার পাত্র হতে হবে।

১ : বয়স।

২ : উচ্চতা।

৩ : সম্পদ।

৪ : বংশমর্যাদা।

আর ৪ ক্ষেত্রে হতে হবে স্ত্রী- স্বামীর উপরে :

১ : সৌন্দর্য।

২ : শিষ্টাচার।

৩ : তাক‌ওয়া-পরহেযগারি।

৪ : স্বভাব-চরিত্র।

সুত্রঃ ইহ‌্ইয়াউ উলূমিদ্দীন। খণ্ড : ৩, পৃষ্ঠা : ৯৩। ফাজায়েলে সাদাকাত






গর্ভধারণ সক্ষমতা বাড়ানোর ১০ কৌশলগর্ভধারণ সব নারীর জীবনেই একটা বিশেষ সময়। তবে অনেক সময় দম্পতিরা চেষ্টা করেও গর্ভধারণ করতে...
18/01/2025

গর্ভধারণ সক্ষমতা বাড়ানোর ১০ কৌশল

গর্ভধারণ সব নারীর জীবনেই একটা বিশেষ সময়। তবে অনেক সময় দম্পতিরা চেষ্টা করেও গর্ভধারণ করতে পারেন না। খাওয়া দাওয়া, অস্বাস্থ্যকর লাইফস্টাইল, বয়স, শারীরিক অবস্থা - এরকম নানা কারণ রয়েছে এর পেছনে। কিন্তু বাবা-মা হতে চাইলেও সন্তান লাভ করতে না পারা ব্যর্থতার কষ্ট নিয়ে আসে অনেক দম্পতির জীবনে।

সন্তান ধারণের সক্ষমতা বাড়াতে রয়েছে বিভিন্ন ধরনের চিকিৎসাপদ্ধতি। তবে খাদ্যাভ্যাসসহ কিছু শারীরিক কৌশল অনুসরণেও বাড়তে পারে গর্ভধারণের সম্ভাবনা। এ ধরনের ১০টি সহায়ক কৌশল জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিনস রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের কৃত্রিম প্রজনন শাখার পরিচালক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ড. ম্যারি অ্যালেন পাভোনের মতে, গর্ভধারণে আগ্রহী নারীর জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের শরীর, বিশেষত ঋতুচক্রকে জানা।

পাভোন বলেন, ‘ঋতুচক্রের বিরতি কত দিনের সেটা সবার আগে জানা দরকার। এতে করে নারী তার যৌন মিলনের সময় নির্দিষ্ট করতে পারবেন ও গর্ভধারণের চেষ্টা চালাতে পারবেন।’

গর্ভধারণ সক্ষমতা বাড়ানোর ১০ কৌশল

১. ঋতুচক্রের পুনরাবৃত্তির তথ্য সংরক্ষণ

সন্তান গ্রহণে ইচ্ছুক নারীর প্রতি মাসে তার পিরিয়ডের প্রথম দিনটির তারিখ লক্ষ রাখা উচিত। প্রতি মাসেই সমান দিনে পিরিয়ড শুরু হলে তা নিয়মিত বলে ধরে নেয়া হয়। তবে এর হেরফের হলে অনিয়মিত পিরিয়ড হিসেবে গণ্য হয়। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ক্যালেন্ডারে এ তথ্যের ভিত্তিতে নারীর ওভুলেশন কখন হচ্ছে, তা অনেকটা সঠিকভাবে অনুমান করা যায়। ওভুলেশন হচ্ছে নারীর ডিম্বাশয় থেকে একটি ডিম নিঃসরণ। ডিম্বাণু নির্গত হওয়ার পর সেটি ফেলোপিয়ান টিউবের নিচের দিকে চলে যায়, আর সেখানেই শুক্রাণু কোষ এই ডিম্বাণুকে নিষিক্ত করে।

ঋতুচক্রের পুরো বিষয়টি হিসাবে রাখতে গ্লোওভুলেশনের মতো বেশ কিছু পিরিয়ড ট্র্যাকার অ্যাপ অনলাইনে পাওয়া যায়। আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশনের মতে, নারীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে। অন্যদিকে নারী দেহে প্রবেশের পর পুরুষের শুক্রাণু পাঁচ দিন পর্যন্ত কার্যক্ষম থাকতে পারে।

২. ওভুলেশনের দিকে দৃষ্টি রাখা

ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ড. ম্যারি অ্যালেন পাভোন বলছেন, ‘সাধারণত পিরিয়ডের দুই সপ্তাহ আগে একজন নারীর ওভুলেশন প্রক্রিয়া শুরু হয়। অবশ্য যাদের ক্ষেত্রে ঋতুচক্র ব্যাহত হয়, তাদের ওভুলেশনের সময় নির্ণয় করা বেশ কঠিন। তবে সাধারণত পরবর্তী পিরিয়ডের আগের ১২ থেকে ১৬ দিন আগে এটি ঘটতে পারে।’

নেচার জার্নালে ২০১৯ সালে প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা যায়, ঋতুচক্রের দৈর্ঘ্য নারীভেদে আলাদা হতে পারে। সেই সঙ্গে নারীর রজঃশীল থাকার বছরগুলোর বিভিন্ন সময়ে ওভুলেশনের সময় ও দৈর্ঘ্যও বদলে যেতে পারে। এ কারণে ওভুলেশনের সময়কে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারলে নারীর গর্ভধারণ সহজ হয়। মাসের কোন সময়টি গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত, সেটি বের করার অনেক উপায় আছে।

ওভুলেশন প্রেডিকশন কিটের সাহায্যে নারীর কখন ওভুলেশন হচ্ছে, সেটা অনুমান করার ঝামেলা কমে যায়। ওষুধের দোকানে বিক্রি হওয়া এ কিটগুলো মূত্রে লিউটেনাইজিং হরমোনের মাত্রা পরীক্ষা করে। প্রতি মাসে ওভুলেশনের সময় এর মাত্রা বৃদ্ধি পায় ও ডিম্বাশয়কে ডিম্বাণু নির্গত করতে প্রস্তুত করে। আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশনের মতে, পজিটিভ ফল আসার পরের তিন দিন কোনো দম্পতির যৌন মিলনের মাধ্যমে গর্ভধারণের জন্য সেরা সময়।

ওভুলেশন কখন হবে সেটা বের করার আরেকটি উপায় হচ্ছে সার্ভিক্যাল শ্লেষ্মার দিকে খেয়াল রাখা। এই প্রক্রিয়ায় নারীর যৌনাঙ্গে শ্লেষ্মার পরিমাণ ও ধরন নিয়মিত পরীক্ষা করতে হয়।

মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা এনজিও মার্চ অফ ডাইমসের মতে, ওভুলেশনের ঠিক আগে যখন একজন নারী সবচেয়ে সক্রিয় অবস্থায় থাকেন, তখন শ্লেষ্মার পরিমাণ বৃদ্ধি পায় এবং পাতলা, স্বচ্ছ ও পিচ্ছিল হয়ে যায়। সার্ভিক্যাল শ্লেষ্মা এভাবে পিচ্ছিল হয়ে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছাতে সহায়তা করে। ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি জার্নালে ২০১৩ সালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়েছে, যেসব নারী ছয় মাসে নিয়মিত নিজেদের সার্ভিক্যাল শ্লেষ্মা পরখ করেন তাদের গর্ভধারণের সম্ভাবনা ২.৩ ভাগ বেশি।

ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি জার্নালের মতে, শরীরের তাপমাত্রা নিরীক্ষণও ওভুলেশন পর্যবেক্ষণের অন্যতম পদ্ধতি। এ ক্ষেত্রে প্রতিদিন সকালে বিছানা ছাড়ার আগে নির্দিষ্ট সময়ে দেহের তাপমাত্রা মাপতে হবে এবং প্রতিদিনের তাপমাত্রার চার্ট করতে হবে। ইউনিভার্সিটি অফ মিশিগানের হেলথ সিস্টেমের মতে, নারীর ডিম্বাশয় ডিম্বাণু ছাড়ার প্রস্তুতির সময় দেহের তাপমাত্রা হালকা কমে যায়। এ সময় দেহের গড় তাপমাত্রা থাকে ৯৭ থেকে ৯৭.৫ ডিগ্রি ফারেনহাইটের (৩৬.১ থেকে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস) মধ্যে। ডিম্বাণু ছেড়ে দেয়ার ২৪ ঘণ্টা পর দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় ও বেশ কয়েক দিন সে অবস্থায় থাকে।

ইউনিভার্সিটি অফ মিশিগানের হেলথ সিস্টেমের তথ্য অনুযায়ী, ওভুলেশনের পরপর একজন নারীর দেহের সাধারণ তাপমাত্রা ৯৭.৬ থেকে ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট (৩৬.৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। তারা বলছে, ওভুলেশনের পর ডিম্বাণু ১২ থেকে ২৪ ঘণ্টা সক্রিয় থাকে।

ওভুলেশনের সময় দেহের মূল তাপমাত্রা খুব কম মাত্রায় পরিবর্তিত হয় বলে ডিজিটাল থার্মোমিটার বা বিশেষ বেজাল থার্মোমিটার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৩. ফার্টাইল উইন্ডোর সময় বিকল্প দিনে যৌন মিলন

আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিনের বিশেষজ্ঞরা বলছেন, ফার্টিলিটি উইন্ডো (ডিম্বাণু নিগর্ত হওয়ার প্রস্তুতি ও নির্গত হওয়ার পরে কার্যকর থাকার সময়) সাধারণত ছয় দিনের। ওভুলেশনের দিন এবং এর আগের পাঁচ দিন। প্রতি মাসে একজন নারী এই সময়টাতেই জন্মদানে সবচেয়ে বেশি সক্ষম বা উর্বর থাকেন।

অনেক নারী গর্ভধারণের সঠিক সময় জানতে ফার্টিলিটি-ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করেন। তবে বিএমজে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথে ২০২০ সালে প্রকাশিত এক রিভিউ অনুযায়ী, এই অ্যাপ বা ওয়েবসাইট কতটুকু নিখুঁত সেটা নিয়ে খুব বেশি গবেষণা হয়নি।

অবস্টেট্রিকস অ্যান্ড গায়নোকলজি জার্নালে ২০১৬ সালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা ৫০টি প্রচলিত ফার্টিলিটি ট্র্যাকিং ওয়েবসাইট ও অ্যাপ পরখ করে দেখেছেন। লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুযায়ী, ওই অ্যাপ ও সাইটগুলো প্রায়ই উদ্ভট ফল দিচ্ছিল। অনেক ফার্টিলিটি উইন্ডোর দিন-তারিখ একেবারে ভুলভাবে জানাচ্ছিল।

গবেষকরা অ্যাপল অ্যাপ স্টোরের শত শত গর্ভধারণ ক্ষমতাসংক্রান্ত অ্যাপ ঘেঁটে দেখেছেন। এসব অ্যাপের তথ্য ২০১৯ সালে প্রকাশিত হয় কানাডার জার্নাল অফ অবস্টেট্রিকস অ্যান্ড গায়নোকলজিতে। অ্যাপগুলোর ৩১টিতে ভুলভ্রান্তির ছড়াছড়ি ছিল। তবে কয়েকটি বেশ কার্যকর। এর মধ্যে সেরা তিনটি অ্যাপ হচ্ছে:

গ্লো.ওভুলেশন অ্যান্ড পিরিয়ড ট্র্যাকার (Glow.Ovulation & Period Tracker)

ফার্টিলিটি ফ্রেন্ড এফএফ অ্যাপ (Fertility Friend FF App)

ক্লু: হেলথ অ্যান্ড পিরিয়ড ট্র্যাকার (Clue: Health & Period Tracker)

গর্ভধারণ নিয়ে প্রচলিত অনেক মিথ রয়েছে। তবে এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া বেশ কঠিন। যেমন- অনেকে মনে করেন যৌন মিলনের সময় বিশেষ কোনো পজিশন সন্তান ধারণের সম্ভাবনাকে ব্যাহত করে। তবে এর কোনো প্রমাণ নেই। পাভোন বলেন, যৌন মিলনের পর একজন নারীর নির্দিষ্ট সময় চিৎ হয়ে শুয়ে থাকার সঙ্গে তার গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধিরও কোনো সংযোগ নেই।

৪. দেহের ওজন নিয়ন্ত্রণে রাখা

একজন নারীর ওজন তার গর্ভধারণের সামর্থ্যকে প্রভাবিত করতে পারে। অতিরিক্ত ওজন বা অনেক কম ওজন গর্ভধারণের সম্ভাবনাকে কমিয়ে দেয়। পাভোন বলছেন, সাধারণ বডি মাস ইনডেক্সের (বিএমআই) একজন নারীর চেয়ে অতিরিক্ত ওজনের নারীর গর্ভধারণে দ্বিগুণের বেশি সময় লাগতে পারে। আর যেসব নারীর ওজন অনেক কম তাদের ক্ষেত্রে চার গুণ সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞরা বলছেন, শরীরে চর্বির পরিমাণ বেশি থাকলে তা অতিরিক্ত এস্ট্রোজেন তৈরি করে। এটি ওভুলেশন প্রক্রিয়া ব্যাহত করে। হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত এক নিবন্ধে গবেষকদের দাবি, যেসব দম্পতির দুজনই অতিরিক্ত ওজনের এবং যাদের বিএমআই অন্তত ৩৫ (বিএমআই অনুযায়ী ২৫-২৯.৯ পর্যন্ত অতিরিক্ত ওজন ও ৩০ এর বেশি স্থূলকায় বা ওবিস ধরা হয়) তাদের গর্ভধারণের ক্ষেত্রে সাধারণ দম্পতির চেয়ে ৫৫ থেকে ৫৯ শতাংশ পর্যন্ত সময় বেশি লেগেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ উইসকনসিন হসপিটালস অ্যান্ড ক্লিনিকস অথরিটি জানিয়েছে, যেসব নারীর ওজন অনেক কম (বিএমআই ১৮ এর নিচে) তাদের পিরিয়ড অনিয়মিত হতে পারে বা ওভুলেশন বন্ধ হয়ে যেতে পারে। এতে করে গর্ভধারণের প্রক্রিয়া ব্যাহত হয়।

৫. গর্ভাবস্থার আগে ভিটামিন খাওয়া

যেসব নারী গর্ভধারণের চেষ্টায় আছেন তাদের ভিটামিন খাওয়ার পরামর্শ দিচ্ছেন পাভোন। এতে করে গর্ভাবস্থায় দেহের উপযোগী ভিটামিন তিনি আগে থেকেই চিহ্নিত করতে পারবেন।

পাভোন প্রতিদিন মাল্টিভিটামিন খেতে বলেন। তবে তাতে ন্যূনতম ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকতে হবে। এটি এক ধরনের বি-ভিটামিন, যা শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড মজবুত করতে সহায়তা করে।

জন্মের সময় শিশুর কোনো ধরনের ত্রুটি এড়াতে গর্ভধারণের অন্তত এক মাস আগে থেকে নারীদের প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করতে বলে দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করাটা ভালো। এর কারণ, নিউরাল টিউব যা গর্ভধারণের তিন থেকে চার সপ্তাহের মধ্যে শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডে পরিণত হয়। ওই সময়ে অধিকাংশ নারী বুঝতেও পারেন না যে তিনি গর্ভবতী।

৬. স্বাস্থ্যকর খাবার খাওয়া

আমেরিকার দাতব্য স্বাস্থ্য সংস্থা মেয়ো ক্লিনিকের বিশেষজ্ঞদের মতে, গর্ভধারণের জন্য নির্দিষ্ট কোনো খাদ্যতালিকা না থাকলেও, স্বাস্থ্যকর খাবার একজন নারীর দেহে ক্যালসিয়াম, প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানে সুষম অবস্থা বজায় রেখে গর্ভধারণে সহায়তা করে। এর অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের ফল, সবজি, সুষম প্রোটিন, বার্লি-ওটমিল জাতীয় হোল গ্রেইন, দুগ্ধজাত পণ্য ও চর্বিযুক্ত স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

ফলিক এসিডযুক্ত সাপ্লিমেন্ট খাওয়ার পাশাপাশি একজন নারী সবুজ শাক-সবজি, ব্রকোলি, ভিটামিন ও মিনারেল যুক্ত রুটি ও সিরিয়াল, বিনস, লেবু জাতীয় ফল ও কমলার রস খেতে পারেন।

মেয়ো ক্লিনিকের মতে, গর্ভধারণের প্রক্রিয়া শুরুর সময় পারদের উচ্চ মাত্রা সমৃদ্ধ মাছ কম খাওয়া উচিত। এর কারণ পারদ গর্ভবতী নারীর রক্ত প্রবাহে মিশে যেতে পারে, যা শিশুর বেড়ে ওঠায় ক্ষতিকর প্রভাব ফেলে। ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে, বেশি পারদযুক্ত খাদ্য গ্রহণ নারী ও পুরুষ উভয়ের বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে।

৭. কঠিন বা ভারী ব্যায়াম কমানো

২০২০ সালের মার্চে হিউম্যান রিপ্রোডাকশন জার্নালের প্রকাশিত এক নিবন্ধে বিজ্ঞানীরা জানান, প্রতিদিনের শারীরিক সক্রিয়তা একজন নারীর দেহকে গর্ভধারণ ও সন্তান জন্মদানের জন্য প্রস্তুত করে। এতে করে তাদের জন্মদান ক্ষমতা সংক্রান্ত সমস্যাও কমিয়ে দেয়।

তবে লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুসারে, যে সব নারী অতিরিক্ত ব্যায়াম করেন বা নিয়মিত ভারী কাজ করেন তাদের ওভুলেশন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

যে সব নারী ভারী ব্যায়াম করেন তাদের রজঃচক্রে ব্যাঘাত ঘটতে দেখেছেন চিকিৎসকেরা। লাইভসায়েন্সকে পাভোন বলেন, নারী গর্ভধারণ করতে চাইলে ব্যায়ামের পরিমাণ কমাতে হবে।

৮. বয়স বাড়লে কমে উর্বরতা

বয়সের সঙ্গে সঙ্গে নারীর সন্তান জন্মদান ক্ষমতা বা উর্বরতা কমতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে বদলাতে থাকা ডিম্বাণু ও মান কমে যাওয়াই এর মূল কারণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইউটেরিন ফাইব্রয়েডস, ফেলোপিয়ান টিউবে ব্লক ও এন্ডোমেট্রিওসিসের মতো অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পায়। যে কারণে উর্বরতা কমে যেতে পারে।

পাভোন বলেন, ‘৩০ বছরের পর নারীদের জন্মদান ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। ৩৭ বছরের পর তা আরও কমে যায় এবং ৪০ এর পর তা অনেকখানি হ্রাস পায়।’ হ্রাস পাওয়ার অর্থ গর্ভধারণে বেশি সময় লাগতে পারে।

৯. ধূমপান ও মদ্যপানে ক্ষতি

ধূমপানের কারণে নারী ও পুরুষ উভয়েরই বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাকটিভ মেডিসিনের মতে, সিগারেটের নিকোটিন ও কার্বন মনোক্সাইডের মতো রাসায়নিক নারীর ডিম্বাণু নষ্ট হওয়ার হারকে ত্বরান্বিত করে।

মেয়ো ক্লিনিকের বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান নারীর ডিম্বাশয়ের জীর্ণতা তৈরি করে এবং দ্রুত এর ডিম্বাণুকে নিঃশেষ করে দেয়। ২০২০ সালে রিপ্রোডাকটিভ বায়োলজি অ্যান্ড এন্ডক্রাইনোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, জন্মদান ক্ষমতা হ্রাসের সঙ্গে ধূমপানের যোগাযোগ রয়েছে।

১০. কখন সাহায্য লাগবে সেটা জানুন

পাভোন বলেন, ‘নারীর বয়স ৩৫ বছরের ওপরে হলে এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া নিয়মিত যৌন সম্পর্কের পর ছয় মাসের মধ্যে সন্তানসম্ভবা না হলে নারী ও পুরুষ উভয়েরই বন্ধ্যাত্বের পরীক্ষা করানো উচিত।’

পাভোনের মতে, যে সব নারীর বয়স ৩৫ বছরের নিচে, তারা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে এক বছর নিয়মিত যৌন সম্পর্কের পরেও গর্ভধারণ করতে না পারলে তার সঙ্গীর বন্ধ্যাত্বের পরীক্ষা করানো উচিত।






বিশ্রাম: দ্রুত টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বিশ্রাম বা ঘুমের কোনো বিকল্প নেই।
17/01/2025

বিশ্রাম: দ্রুত টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বিশ্রাম বা ঘুমের কোনো বিকল্প নেই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Medical Solution BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram