AudiTalk

AudiTalk Explore Speech & Hearing Matters

বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জ...
16/12/2025

বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদযাপিত হচ্ছে ৫৫তম বিজয় দিবস।

আমাদের আশেপাশে যারা কথা বলতে বা শুনতে পারেন না, তাদের মনের খবর আমরা খুব কমই রাখি। অথচ গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে হত...
05/12/2025

আমাদের আশেপাশে যারা কথা বলতে বা শুনতে পারেন না, তাদের মনের খবর আমরা খুব কমই রাখি। অথচ গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে হতাশা ও একাকীত্ব অনেক বেশি। এতদিন মনের এই গভীর অনুভূতিগুলো বোঝানোর মতো কোনো সঠিক ‘ইশারা’ বা ভাষা তাদের জানা ছিল না। এই সমস্যার সমাধানেই বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকায় চালু হয়েছে ‘মেন্টাল হেলথ সাইন ল্যাঙ্গুয়েজ ব্যাংক’। এটি এমন একটি ডিজিটাল উদ্যোগ, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য ৬০টিরও বেশি নতুন ইশারা তৈরি করে যুক্ত করা হয়েছে। এখন এই নতুন ইশারাগুলোর মাধ্যমে তারা ‘প্যানিক’, ‘মানসিক চাপ’ কিংবা ‘মানসিক যত্ন’-এর মতো জরুরি বিষয়গুলোও সহজে প্রকাশ করতে পারবেন।

ঢাকায় দেশের প্রথম 'মেন্টাল হেলথ সাইন ল্যাঙ্গুয়েজ ব্যাংক' চালু হয়েছে অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি এবং টিম ইনক্লুশন বাংলাদেশের যৌথ উদ্যোগে।

© Khairul Alom Fardush

স্টেম সেল থেরাপি নিয়ে যারা ভাবছেন বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন, তাদের কাছে আমার অনুরোধ—👉 আগে ভালোভাবে জানুন👉 নিজস্...
02/12/2025

স্টেম সেল থেরাপি নিয়ে যারা ভাবছেন বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন, তাদের কাছে আমার অনুরোধ—
👉 আগে ভালোভাবে জানুন
👉 নিজস্ব চিকিৎসকের সঙ্গে বসে আলোচনা করুন
👉 তারপর নিজের বোঝাপড়া অনুযায়ী সিদ্ধান্ত নিন

কারও কথায়—হোক সে আত্মীয়, ডাক্তার, ইউটিউবার বা এমনকি ChatGPT—অন্ধভাবে সিদ্ধান্ত নেবেন না।

দিনশেষে সবাই বলবে “থেরাপি দিন, নিলে ভালো”—কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা নেবেন আপনিই।

সাথে এটাও মনে রাখবেন—
বাইরের থেরাপির পাশাপাশি ঘরের ভিতরের থেরাপিই আসল।
আপনার নিয়মিত সময়, ধৈর্য, প্র্যাকটিস—এগুলোই সবচেয়ে বড় ভূমিকা রাখে।

২০১০ সালে ক্যান্সার এর কারণে নিজের কান হারান শেরি ওয়াল্টার। তবে অন্যদের মতো নকল কান ব্যবহার করতে তিনি মোটেও চাননি। প্রতি...
07/11/2025

২০১০ সালে ক্যান্সার এর কারণে নিজের কান হারান শেরি ওয়াল্টার। তবে অন্যদের মতো নকল কান ব্যবহার করতে তিনি মোটেও চাননি। প্রতিদিন আঠা দিয়ে কান লাগানো ও খোলার বিষয়টি তার কাছে একেবারেই অস্বস্তিকর মনে হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকেরা তাকে দিলেন এক অভিনব সমাধান। নিজের শরীরের টিস্যু দিয়েই তৈরি হবে একটি নতুন কান।

মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে জটিল কানের পুনর্গঠন প্রক্রিয়াগুলোর একটি হিসেবে বর্ণিত এই অস্ত্রোপচারে শেরির পাঁজরের হাড় থেকে কার্টিলেজ নিয়ে কানের আকার গড়ে তোলা হয়। এরপর সেটি তার হাতের ত্বকের নিচে স্থাপন করা হয়, যাতে সেটি রক্তনালী ও ত্বকের সংস্পর্শে বেড়ে উঠতে পারে।

প্রায় চার মাস ধরে সেই নতুন কান তার হাতে ছিল। এই সময়টাতে নিজেকে সায়েন্স ফিকশন সিনেমার চরিত্র মনে করতেন শেরি। অবশেষে ডাক্তাররা সার্জারির মাধ্যমে সেই কানটি তার মূল কানের জায়গায় স্থাপন করেন।

CNN, Daily Mail, Huffington Post

DID YOU KNOW?Autistic brains process information differently — often more deeply and intensely.When we say we see more, ...
06/11/2025

DID YOU KNOW?
Autistic brains process information differently — often more deeply and intensely.

When we say we see more, hear more, smell more, and feel more, it’s not an exaggeration. It’s how our brains experience the world.

That’s why everyday places, like a grocery store, can sometimes feel overwhelming:

Visual overload – thousands of items and colors all at once.
Sound overload – people talking, carts rolling, scanners beeping — all blending together.
Smell overload – food, perfume, detergent, and more, all at once.
Light sensitivity – bright fluorescent lights that feel harsh and painful.
Decision overload – too many choices, too many thoughts at the same time.

To others, it’s just a store.
To an autistic person, it’s a storm of senses happening all at once.

This is why we get overloaded.
This is why we have meltdowns.
Not because we’re being difficult, but because our brains are doing so much, all the time.

All we need is understanding, patience, and acceptance.🧩🌈

Today, October 10th, we celebrate World Audiologist Day and honor the incredible professionals dedicated to our sense of...
09/10/2025

Today, October 10th, we celebrate World Audiologist Day and honor the incredible professionals dedicated to our sense of hearing and balance.

Audiologists are our guides to the world of sound. They help us hear the laughter of our loved ones, the beauty of music, and the important conversations that connect us all. From fitting a child with their very first hearing aid to helping an adult manage dizziness or ringing in the ears, their work touches lives in profound ways.

Hearing is a vital part of our well-being. On this day, let's thank the audiologists who protect this precious gift and empower people to communicate and engage with the world around them. Let's also take a moment to value our own hearing and encourage those who might be struggling to seek their expert care.

Happy World Audiologist Day!





আমি তোমাদের সবাইকে হৃদয় দিয়ে ভালোবাসি। ধৈর্য ধরো। আমি শীঘ্রই বাংলাদেশ সফরে আসবো। ঈশ্বরের ইচ্ছায়, আমি তোমাদের বিনামূল্...
27/09/2025

আমি তোমাদের সবাইকে হৃদয় দিয়ে ভালোবাসি। ধৈর্য ধরো। আমি শীঘ্রই বাংলাদেশ সফরে আসবো। ঈশ্বরের ইচ্ছায়, আমি তোমাদের বিনামূল্যে চিকিৎসা করবো। আরোগ্য আল্লাহর পক্ষ থেকে। 🇧🇩
أحبكم جميعًا من كل قلبي. اصبروا. سأزور بنغلاديش قريبًا.باذن الله سأعالجكم مجانًا. الشفاء من الله.

I love you all with all my heart. Be patient. I will visit Bangladesh soon. God willing, I will treat you free of charge. Recovery is from Allah.

Dr.Mala Ali Kurdistani

22/09/2025
🧠 স্ট্যানফোর্ডের নতুন আবিষ্কারমাউসের উপর গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মস্তিষ্কের একটি ছোট অংশ— Reticular Thalamic Nucleus ...
06/09/2025

🧠 স্ট্যানফোর্ডের নতুন আবিষ্কার
মাউসের উপর গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মস্তিষ্কের একটি ছোট অংশ— Reticular Thalamic Nucleus (RT) অতিসক্রিয় হলে অটিজমের মতো আচরণ তৈরি হয়।

👉 গবেষকরা যখন এই অংশের কার্যকলাপ কমান (ওষুধ Z944 ও বিশেষ নিউরোমডুলেশন পদ্ধতি ব্যবহার করে), তখন মাউস আবার স্বাভাবিক আচরণে ফিরে আসে।
👉 বিপরীতে, সুস্থ মাউসের এই অংশ কৃত্রিমভাবে বেশি সক্রিয় করলে, তারাও অটিজম-সদৃশ আচরণ দেখাতে শুরু করে।

🔗 এভাবে প্রমাণিত হলো, RT অংশের কার্যকলাপই অটিজমের মূল নিয়ামক হতে পারে।
📌 গবেষণাটি প্রকাশিত হয়েছে Science Advances জার্নালে (২০ আগস্ট ২০২৫)।

💡 ভবিষ্যতে মানুষের উপর এ পরীক্ষা সফল হলে অটিজম চিকিৎসায় এটি হতে পারে এক যুগান্তকারী আবিষ্কার।

©Shunjida Islam Shimu

🌻 সানফ্লাওয়ার ব্যাজ (Sunflower Badge) কী?সানফ্লাওয়ার ব্যাজ হলো একটি বিশেষ প্রতীক (সাধারণত সূর্যমুখীর ছবি বা চিহ্নযুক্ত...
03/09/2025

🌻 সানফ্লাওয়ার ব্যাজ (Sunflower Badge) কী?

সানফ্লাওয়ার ব্যাজ হলো একটি বিশেষ প্রতীক (সাধারণত সূর্যমুখীর ছবি বা চিহ্নযুক্ত ল্যানইয়ার্ড/কার্ড/ব্যাজ), যা বিশ্বজুড়ে ব্যবহার করা হয়। এটি মূলত অদৃশ্য প্রতিবন্ধকতা বা নিউরোডাইভারসিটি (যেমন: অটিজম, ADHD, Dyslexia, মানসিক স্বাস্থ্য সমস্যা, দীর্ঘস্থায়ী অসুস্থতা ইত্যাদি) বোঝাতে ব্যবহৃত হয়।
অদৃশ্য প্রতিবন্ধকতা মানে হলো – যেগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু একজন ব্যক্তির জীবনে অনেক প্রভাব ফেলে।

🌻 কে এই ব্যাজ ব্যবহার করে?
• নিউরোডাইভার্জেন্ট ব্যক্তি – যেমন অটিজম, ADHD, Dyslexia ইত্যাদি যাদের আছে।
• অদৃশ্য প্রতিবন্ধকতায় ভোগা মানুষ – যেমন দীর্ঘস্থায়ী ব্যথা, মানসিক স্বাস্থ্য সমস্যা, শ্রবণ/দৃষ্টি সমস্যার প্রাথমিক পর্যায়।
• তাদের অভিভাবক বা সহায়করা – যাতে অন্যরা সহজে চিনতে পারে যে ওই ব্যক্তি অতিরিক্ত সহায়তা বা সময় প্রয়োজন হতে পারে।

🌻 কেন এই ব্যাজ ব্যবহার করবেন?
• অন্যদের জানানোর জন্য যে আপনার অতিরিক্ত সহায়তা, ধৈর্য বা বোঝাপড়া দরকার।
• ভিড়, হাসপাতাল, বিমানবন্দর, সুপারশপ বা যেকোনো পাবলিক স্থানে কর্মীরা চিনে ফেলবে এবং বিশেষভাবে সহযোগিতা করবে।
• নিজেকে ব্যাখ্যা না করেও বোঝানো যায় যে আপনার কোনো অদৃশ্য চাহিদা আছে।

🌻 এর গুরুত্ব কী?
1. সচেতনতা তৈরি করে – মানুষ বুঝতে শেখে যে সব প্রতিবন্ধকতা চোখে দেখা যায় না।
2. সহানুভূতি বাড়ায় – অন্যরা ধৈর্য ধরবে এবং বোঝার চেষ্টা করবে।
3. সহজ সহায়তা পাওয়া যায় – হাসপাতাল, বিমানবন্দর, স্কুল, অফিসসহ নানা জায়গায় বাড়তি সহায়তা দেওয়া হয়।
4. আত্মবিশ্বাস বাড়ায় – ব্যবহারকারী জানেন যে তিনি একা নন এবং সমাজ তাঁকে বোঝার চেষ্টা করছে।

👉 সংক্ষেপে, সানফ্লাওয়ার ব্যাজ হলো একটি অদৃশ্য প্রতিবন্ধকতা চেনার প্রতীক, যা নিউরোডাইভার্জেন্ট বা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য সমাজে সহায়তা, সহানুভূতি ও সমান সুযোগ নিশ্চিত করে।

👉যে কোন বাবা মার জন্য তার বাচ্চার বিশেষ চাহিদা সম্পন্ন এ বিষয়টা এক্সপ্লেইন করা খুবই কষ্টজনক। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষই এ বাচ্চাদেরকে দেখে বুঝতে পারে না তাই বাবা-মাকে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করে এবং নানা ধরনের পরিস্থিতিতে মধ্যে এ পরিবারকে প্রতিনিয়ত যেতে হয়। কিন্তু এই ব্যাচটি দূর থেকে দেখে যে কোন মানুষ ধারণা করতে পারবে এই বাচ্চাকে বিশেষ চাহিদা রয়েছে।

👉আমি আমার সন্তানকে পাবলিক প্লেসে এর রেগুলার এটি পড়াই এবং এর সুফল বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। মানুষের দৃষ্টিভঙ্গি কতটা পরিবর্তন হয় আমার সন্তানের প্রতি এটা আমি প্রতিদিন দেখে আসছি। এই ব্যাচটি আমার বাচ্চাকে পাবলিক প্লেসে স্বাধীনতা দেয় যে, সে একজন অটিস্টিক তার কিছু নিড আছে।

👉আমাদের দেশের মানুষ একদিনই পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তনের সূচনা করাটা খুবই প্রয়োজন।

👉আমাদের সন্তানদের একটি সুন্দর পরিবেশ দিতে হলে মানুষগুলোর চিন্তা পরিবর্তন করা খুবই জরুরী এবং আমার বিশ্বাস একদিন আস্তে আস্তে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশর পরিবেশ পরিবর্তন হবে। ইনসাআল্লাহ।
©

Every failure is a rehearsal for success.🤍
25/08/2025

Every failure is a rehearsal for success.🤍

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when AudiTalk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram