
30/06/2025
শিশুদের কানে ইনফেকশন ও ‘কান ফাঁকা রোগ’ সম্পর্কে সচেতন হোন:
👂 শিশুদের কানে ইনফেকশন একটি সাধারণ কিন্তু অবহেলা করলে গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় ইনফেকশনের ফলে কানে পানি বা পুঁজ পড়তে দেখা যায়, যেটিকে সাধারণভাবে “কান ফাঁকা রোগ” বলা হয়। সময়মতো চিকিৎসা না করলে এর ফলে স্থায়ী শ্রবণ সমস্যাও দেখা দিতে পারে।
---
🔍 এই সমস্যা কেন হয়?
✅ ঠান্ডা-কাশি বা সর্দির সংক্রমণ থেকে মধ্যকর্ণে ইনফেকশন ছড়ায়
✅ শিশুদের দুর্বল ইমিউন সিস্টেম
✅ কানে পানি ঢোকা
✅ কটন বার বা অন্য বস্তু দিয়ে কান খোঁচানো
---
🚨 লক্ষণগুলো কী কী?
কান থেকে পানি বা পুঁজ পড়া
শিশুর কান চুলকানো বা বারবার কান ধরা
কান ব্যথা, জ্বর বা অস্থিরতা
কম শোনা বা প্রতিক্রিয়ায় দেরি
---
📢 সচেতনতা ও প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ:
✅ ঠান্ডা বা কাশি হলে দ্রুত চিকিৎসা করান
✅ কানে কিছু ঢোকাবেন না, কটন বাডও নয়
✅ গোসলের সময় কানে যাতে পানি না ঢোকে, তা নিশ্চিত করুন
✅ কানে সমস্যা দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ দেখান
✅ তরল খাবার খাওয়ানোর সময় মাথা সোজা বা একটু উঁচু করে দিন
---
🩺 hearingsolutionbd.
আমাদের রয়েছে শিশুদের জন্য আধুনিক শ্রবণ পরীক্ষা ও পরামর্শ সেবা। আপনার সন্তানের শ্রবণ স্বাস্থ্য রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
📍 আসুন আমাদের যে কোনো শাখায়
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
001739-430703