12/11/2025
✅ গল্প: “দাদুর অর্ধেক আজান”
দাদু প্রতিদিন ভোরে আজান শুনে ঘুম থেকে উঠতেন।
কিন্তু কয়েক মাস ধরে তিনি শুধু “আল্লাহু…” পর্যন্ত শুনতে পেতেন,
তারপরের অংশ যেন কোথাও মিলিয়ে যেত।
একদিন নাতি এসে বলল,
“দাদু, আজান কি বদলে গেছে নাকি?”
দাদু দীর্ঘশ্বাস ফেললেন,
“আজান বদলায় না রে…
বদলে গেছে আমার কান।”
নাতি কিছু না বলে দাদুকে নিয়ে গেল
একটা হিয়ারিং সেন্টারে।
দাদু নতুন হিয়ারিং সাপোর্ট পেলেন —
সেটা পরেই দাঁড়িয়ে গেলেন চুপচাপ।
হঠাৎ তাঁর চোখে পানি এসে গেল।
“অনেক বছর পর…
আজানটা পুরোটা শুনলাম।
মনে হচ্ছে বয়সটা উল্টো কমে গেছে!”
নাতি হাসল,
“দাদু, শব্দ তো কখনো হারায় না…
শুধু খুঁজে নিতে হয়।”
কানের সকল চিকিৎসার জন্য আপনার পাশে রয়েছে,
হেয়ারিং সলিউশন বিডি.
বিস্তারিত জানতে ও মেশিন কিনতে আজই যোগাযোগ করুন-
01739-430703