Find Your ICU CCU hospital BD

Find Your ICU CCU hospital BD আপনার রোগীর প্রয়োজনমত যে কোনো হাসপাতালে আই সি ইউ সি সি ইউ এর ব্যবস্থা করে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
(1)

আপনার রোগীর জরুরী প্রয়োজনের সময় হাসপাতাল বা আইসিইউ, সিসিইউ খোঁজাখুঁজি করে রোগীর সময় নষ্ট না করে, সরাসরি নক করুন আমাদের। ...
25/05/2025

আপনার রোগীর জরুরী প্রয়োজনের সময় হাসপাতাল বা আইসিইউ, সিসিইউ খোঁজাখুঁজি করে রোগীর সময় নষ্ট না করে, সরাসরি নক করুন আমাদের। আমরা আপনার রোগীর জন্য অগ্রিম সীট বুক করে দিই অগ্রিম পেমেন্ট ছাড়াই।
নক করুন আমাদের হটলাইন নাম্বারে।

আপনার কোগীর যে কোনো রকম সমস্যায় , সঠিক হাসপাতালের পরামর্শ পেতে আমরা আছি আপনার পাশে। আমাদের অভিজ্ঞ চিকিৎসক প্যানেল আপনার ...
23/05/2025

আপনার কোগীর যে কোনো রকম সমস্যায় , সঠিক হাসপাতালের পরামর্শ পেতে আমরা আছি আপনার পাশে। আমাদের অভিজ্ঞ চিকিৎসক প্যানেল আপনার রোগীর জন্য উপযুক্ত হাসপাতাল যাচাই করে দিবে যে কোনো সময়।
যে কোনো সময় ফোন করবেন আমাদের হটলাইন নাম্বারে।

হঠাৎ করেই রোগীর শরীর খারাপ? ডাক্তার বলেছেন আইসিইউ লাগবে। কিন্তু অনেক হিসেব নিকেশ করে যে আগাতে হবে! চিকিৎসা ভাল হবে কিনা ...
20/05/2025

হঠাৎ করেই রোগীর শরীর খারাপ?
ডাক্তার বলেছেন আইসিইউ লাগবে।
কিন্তু অনেক হিসেব নিকেশ করে যে আগাতে হবে!
চিকিৎসা ভাল হবে কিনা ? আবার খরচে কুলানো যাবে কিনা?
আমার খরচ কমালে চিকৎসার মান ঠিক থাকবে কিনা?!

সবচেয়ে বড় কথা আপনজনের অসুস্থতার সময় এতকিছু মাথায় কাজ করে না।

এই সমস্যা নিরসনে আমাদের অভিজ্ঞ প্যানেল, যেখানে দেশ সেরা কিছু চিকিৎসকও আছেন; তাদের পরামর্শ মোতাবেক রোগীর জন্য খরচের হিসাবে বেস্ট আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ বা এনআইসিইউ সহ , যে কোনোরকম হাসপাতাল সাপোর্ট এর ক্ষেত্রে আমরা আছি আপনার পাশে।
২৪/৭ কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে।

রোগীর শারিরীক অবস্থার হঠাৎ অবনতি হলে হতবিহ্বল হয়ে দিকবিদিক ছোটাছুটি করে রোগীর মূল্যবান সময়(গোল্ডেন টাইম) নষ্ট হয়ে যায়; র...
26/04/2025

রোগীর শারিরীক অবস্থার হঠাৎ অবনতি হলে হতবিহ্বল হয়ে দিকবিদিক ছোটাছুটি করে রোগীর মূল্যবান সময়(গোল্ডেন টাইম) নষ্ট হয়ে যায়; রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে হয়তো প্রাণে বেঁচে যেতো মুমূর্ষু রোগীটি। এমতাবস্থায় করণীয় ঠিক করতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন; আমরা আপনাকে সঠিক দিকনির্দেশনা দিতে বদ্ধপরিকর। ঢাকার মধ্যে বেশিরভাগ হাসপাতালে আইসিইউ সীট খালি সাপেক্ষে সরাসরি রোগী ভর্তির ব্যবস্থা করে দেয়া আমাদের দায়িত্ব।

আমাদের হটলাইন নম্বর: +8801339761800

রাতের ১১ টা। রোগীর বুক ব্যথা। সকাল থেকেই বুক ব্যথা। গ্যাসের সমস্যা ভেবে গেছে সারাদিন। হঠাৎ ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে গেল...
26/04/2025

রাতের ১১ টা। রোগীর বুক ব্যথা। সকাল থেকেই বুক ব্যথা। গ্যাসের সমস্যা ভেবে গেছে সারাদিন। হঠাৎ ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে গেল। একটা স্বনামধন্য হাসপাতালে নেয়া হয়। ইসিজি তে ধরা পড়ল ম্যাসিভ হার্ট অ্যাটাক।
রোগীকে বাচাতে হলে স্টেন্টিং( রিং পড়ানো) করাতে হবে। কিন্তু এত বড় হাসপাতালে সিসিইউ থাকলেও ক্যাথল্যাব নাই। তাই রিং পড়াতে হলে অন্য কোথাও নিতে হবে। নিয়ে গেল আরেক বড় হাসপাতালে। সেখানেও ক্যাথল্যাব নাই। আবারও নিয়ে যাওয়া হল অন্য হাসপাতালে। সেখানে ক্যাথল্যাবের মেশিন নষ্ট।
এদিতে এত টানা হ্যাচড়ায় রোগীর অবস্থা যায় যায়। তার উপর মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে।
রোগীর লোকজন পাগলপ্রায়। তাদের একজন ফেসবুকে পেয়ে যায় আমাদের পেজের সন্ধান। সব শুনে সাজেশন দেয়া হয়। ইমিডিয়েটলি সেখানে নিয়ে রিং পড়ানো হয়। রোগী এ যাত্রায় বেচে যায়।

যে কোনো রোগ থেকে মুক্তির সবচেয়ে বড় শর্ত হল সঠিক হাসপাতালে সঠিক সময়ে পৌছে সঠিক ডাক্তারের মূল্যবান পরামর্শ পাওয়া। সেই কাজটিই আমরা করে দিচ্ছি আপনার জন্য।
আমাদের হটলাইনে যে কোনো সময় ফোন করে নিতে পারবেন আপনার রোগীর জন্য সঠিক হাসপাতালের পরামর্শ।
হটলাইন নাম্বারঃ +880 13 3976 1800

হাসপাতালে ভর্তি আপনার রোগী/ রোগীণী। হঠাৎ করেই তার অবস্থার অবনতি। ডিউটি ডক্টর আসল, দেখল। রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। তার...
24/04/2025

হাসপাতালে ভর্তি আপনার রোগী/ রোগীণী। হঠাৎ করেই তার অবস্থার অবনতি। ডিউটি ডক্টর আসল, দেখল। রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। তার এই মুহূর্তে আইসিইউ দরকার। কিন্তু হায়! হাসপাতালে যে আইসিইউ নেই। আর থাকলেও সেখানে সীট ফাঁকা নেই। উপায় এখন? কোথায় খুঁজবেন আপনার রোগীর জন্য আইসিইউ? অথবা কোন ধরনের বা কোন হাসপাতালের আইসিইউ আপনার রোগীর জন্য বেস্ট? এই দোটানায় পড়ে সময় অতিবাহিত হচ্ছে আর আপনার রোগী ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে একটি নক / ফোন যেন আপনাকে বাঁচাবে হাজারো কনফিউশন থেকে আর আপনার রোগীকে তার মহামূল্যবান সময় অপচয় হয়ে যাওয়া থেকে বাঁচাবে। আমাদের পেজ খুঁজে দিবে আপনার জন্য বিভিন্ন হসপিটালের প্রি বুকট সীট, যেখানে আপনাকে কোনো বুকিং ফি দিতে হবে না। আর আমাদের ডক্টর আপনার রোগীর জন্য বেস্ট হাসপাতাল। আপনার রোগীকে তার বেস্ট হাসপাতালে পৌছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের হটলাইন নাম্বার +880 13 3976 1800

রোগী ভর্তি ছিল সিরাজগঞ্জে। সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত। রোগীকে পর্যাপ্ত চিকিৎসা দেবার ব্যবস্থা সেখানে নেই। এদিকে রোগীর অ...
22/04/2025

রোগী ভর্তি ছিল সিরাজগঞ্জে। সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত। রোগীকে পর্যাপ্ত চিকিৎসা দেবার ব্যবস্থা সেখানে নেই। এদিকে রোগীর অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। ডাক্তার বলেছেন আইসিইউ লাগবে। মস্তিস্কে অপারেশন করাতে হবে। সেটা নাকি ভাল নিউরোসার্জন দিয়ে করাতে হবে এবং সেটা দ্রুততম সময়ে।

কিন্তু এখানে সমস্যা দাড়িয়েছে দুটো। ঢাকায় গিয়ে কোন হাসপাতালে বেস্ট চিকিৎসা আর ফ্যাসালিটিস আছে সেটা রোগীর লোকজন জানে না।
আর তখন ঈদ পরবর্তী সময়। রাস্তায় প্রচন্ড জ্যাম। এত জ্যাম ঠেলে ঢাকায় পৌছাতে নাকি গড়ে ৬-৭ ঘন্টা সময় লাগছে। এতক্ষণ রোগী এম্বুলেন্সে টিকবে কি!

তাহলে উপায় একটাই। এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিতে হবে।
কিন্তু এখানেও বিপত্তি। এরকম আর্জেন্ট বেসিসে এয়ার অ্যাম্বুলেন্স পাবে কোথায় ? ঈদের সময় সবাই এয়ার এম্বুলেন্সকে প্যাসেঞ্জার হিসেবে ব্যবহার করে।
হাসপাতালেরই কেউ একজন আমাদের পেজের (আগের পেজ, যেটা ফি*লিস্তি* এর পক্ষে আর ই*স* য়েসের বিপক্ষে বলায় ফেসবুক ব্যান করে দিছে) কথা বলল।

আমাদেরকে নক করার সাথে সাথে আমাদের পুরো টিম তিন ভাগে কাজ করা শুরু করল।
একদল এয়ার অ্যাম্বুলেন্স রেডী করতে। কারণ ঈদ থাকায় সব কাস্টোমাইজ করে প্যাসেঞ্জার হেলিকপ্টার বানানো হয়েছিল। আর এক দল ডাক্তার আর টেকনিশিয়ান নিয়ে এয়ার এম্বুলেন্সের সব মেশিন রেডী করতে কাজে লেগে গেল।
আর একদল কোথায় নিউরোসার্জন অ্যাভেইলএবল আছেন সেটা খবর নিতে লাগল। রোগীর কি কি সাপোর্ট সাগতে পারে সেটা নিয়ে টিম ডাক্তারের সাথে কথা বলে হাসপাতলএ ফিক্স হল। সব মিলিয়ে সময় লাগল ২৫ মিনিট। তারপর হেলিকপ্টার চলে গেল সিরাজগঞ্জ। মাত্র ১ঃ১০ ঘন্টা পরে রোগী সহ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার এক স্নামধন্য হাসপাতালের পাশে ল্যান্ড করল। সেখানে পুরো টিম রেডী ছিল। রোগী ১৫ মিনিটের মাথায় অপারেশন থিয়েটারে ঢুকল। এরপর আইসিইউ। ৮ দিন পর রোগীকে কেবিনে দেয়া হয়। ১৯ তম দিনে
রোগীর ছুটি হয়। হাতে কিছু ডিফর্মিটি ছিল। এর বাহিরে সে একদম সুস্থ। হাতের সমস্যাও ফিজিওথেরাপী নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
ঘটনাটা ২০২৪ এর কুরবানীর ঈদের ৩ য় দিনের। এক মাস পর রোগীর বড় বোন এভাবেই কৃতজ্ঞতা জানায়।

আপনাদের যে কোন স্বাস্থ বিষয়ক সহায়তা, রোগীর আইসি ইউ বা সিসিইউ এর প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমাদের নক করুন বা আমাদের প্রোফাইলে দেয়া নাম্বারে নির্দিধায় ফোন করুন।

পূর্বের পেজটি ফি*লিস্তি* এর পক্ষে আর ই*স* য়েসের বিপক্ষে বলায় ফেসবুক ডিজেবল করে দিছে। এই পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটি টিকিয়ে রাখতে সহায়তা করুন।

22/02/2025
হাসপাতালে ভর্তি আপনার রোগী/ রোগীণী। হঠাৎ করেই তার অবস্থার অবনতি। ডিউটি ডক্টর আসল, দেখল। রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। তার...
22/02/2025

হাসপাতালে ভর্তি আপনার রোগী/ রোগীণী। হঠাৎ করেই তার অবস্থার অবনতি। ডিউটি ডক্টর আসল, দেখল। রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। তার এই মুহূর্তে আইসিইউ দরকার। কিন্তু হায়! হাসপাতালে যে আইসিইউ নেই। আর থাকলেও সেখানে সীট ফাঁকা নেই। উপায় এখন? কোথায় খুঁজবেন আপনার রোগীর জন্য আইসিইউ? অথবা কোন ধরনের বা কোন হাসপাতালের আইসিইউ আপনার রোগীর জন্য বেস্ট? এই দোটানায় পড়ে সময় অতিবাহিত হচ্ছে আর আপনার রোগী ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে একটি নক / ফোন যেন আপনাকে বাঁচাবে হাজারো কনফিউশন থেকে আর আপনার রোগীকে তার মহামূল্যবান সময় অপচয় হয়ে যাওয়া থেকে বাঁচাবে। আমাদের পেজ খুঁজে দিবে আপনার জন্য বিভিন্ন হসপিটালের প্রি বুকট সীট, যেখানে আপনাকে কোনো বুকিং ফি দিতে হবে না। আর আমাদের ডক্টর আপনার রোগীর জন্য বেস্ট হাসপাতাল। আপনার রোগীকে তার বেস্ট হাসপাতালে পৌছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

22/02/2025

0 Followers, 5 Following, 0 Posts - See Instagram photos and videos from Find Your ICU CCU NICU PICU hopitals BD ()

01/02/2025

Welcome to the newest systematic page where you can find your ICU CCU NICU PICU and also hospitals.
আপনার রোগীকে তার রোগ অনুযায়ী প্রয়োজনমত হাসপাতালে পৌছে দেয়া আমাদের দায়িত্ব।
সারা বাংলাদেশের সকল হাসপাতালে আই সি ইউ, সি সি ইউ, পি আই সি ইউ, এন আই সি ইউ এর সীট প্রি বুক করে আপনাকে নিশ্চিন্ত রাখব আমরা।
আমাদের হটলাইন +880 13 3976 1800

Address

Dhaka
Dhaka
1205

Telephone

+8801339761800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Find Your ICU CCU hospital BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram