Dr Joynal Abedin

Dr Joynal Abedin রোগ সম্পর্কে জানতে চাই, এবং জানাতে চাই

লাকসাম❤️কুমিল্লা❤️
21/01/2025

লাকসাম❤️কুমিল্লা❤️

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গৌরীপুর বাসি ❤️
21/01/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গৌরীপুর বাসি ❤️

21/01/2025

যে নদীতে ছোটবেলা থেকে মাছ ধরে আমি বড় হয়েছি 🥰

21/01/2025

ক্যালসিয়ামের অভাবে কি কি লক্ষণ......

21/01/2025

দ্রুত বীর্যপাতের সমাধান নিন....

24/11/2024

রসুনের উপকারিতা-

সাইন্স ল্যাব অনুমোদিত প্রোডাক্ট। সাইন্স ল্যাব কি??  সাইন্সল্যাব এমন একটি প্রতিষ্ঠান, যারা কিনা সাপ্লিমেন্ট নিয়ে গবেষনা ক...
23/11/2024

সাইন্স ল্যাব অনুমোদিত প্রোডাক্ট। সাইন্স ল্যাব কি?? সাইন্সল্যাব এমন একটি প্রতিষ্ঠান, যারা কিনা সাপ্লিমেন্ট নিয়ে গবেষনা করে এবং সেটার যদি কোনো সাইড ইফেক্ট থাকে তাহলে সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করার নিষেদাজ্ঞা জারি করে,, আর যদি ঠিক ঠাক থাকে তাহলে সেটার অনুমোদন দেয়। আমাদের সব গুলো প্রোডাক্ট বাংলাদেশ সাইন্সল্যাব অনুমোদিত এবং পরীক্ষিত তাই আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন।

পাইলস রোগটির সঙ্গে আমরা হাজার বছর ধরে পরিচিত। তবে এখনও এ রোগের বিষয়টি আমাদের কাছে অস্বচ্ছ, ভ্রান্ত ধারণায় পূর্ণ এবং কুসং...
23/11/2024

পাইলস রোগটির সঙ্গে আমরা হাজার বছর ধরে পরিচিত। তবে এখনও এ রোগের বিষয়টি আমাদের কাছে অস্বচ্ছ, ভ্রান্ত ধারণায় পূর্ণ এবং কুসংস্কারের ঘেরাটোপে বন্দি।

পাইলস বলতে আমরা বুঝি মলদ্বারের ভেতরে ফুলে ওঠা রক্তের শিরার একটি মাংসপিণ্ড। রক্তের শিরার মাংসপিণ্ড বা ‘কুশন’ সব মানুষেরই রয়েছে। পাইলস বা ‘হেমোরয়েড’ আমরা তখনই বলি যখন এটি কোনো উপসর্গ সৃষ্টি করছে। যেমন মলদ্বারের বাইরে ঝুলে পড়া মাংসপিণ্ড অথবা রক্ত যাওয়া।

বয়স : ৩০-৬০ বছর বয়সের ভেতর এ রোগের প্রকোপ বেশি। ২০ বছর বয়সের নিচে পাইলস খুব একটা দেখা যায় না। পাইলস শনাক্ত করা সহজ কাজ নয়। অভিজ্ঞ চিকিৎসক কেবল যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে পাইলস শনাক্ত করতে পারেন। কখনও কখনও টয়লেটে বসিয়ে কোঁত দিয়ে দেখতে হয়।

কারণ : পাইলসের প্রকৃত কারণ উদঘাটিত হয়নি। কিছু কিছু রোগ পাইলস হওয়াকে ত্বরান্বিত করে যেমন, মলত্যাগে অতিরিক্ত কোঁত দেয়া, অনিয়মিত পায়খানার অভ্যাস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি। অন্য কিছু কারণ আছে যার জন্য পাইলস হতে পারে যেমন : বংশগত, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, অনেকক্ষণ গরমে থাকা, ভারী ওজন তোলা, গর্ভাবস্থা, আঁটসাঁট পোশাক পরা, হরমোনের প্রভাব, আঁশ জাতীয় খাবারের অভাব ইত্যাদি।

▶️পাইলস নিম্নলিখিত বিভিন্ন কারণে হতে পারে;১। দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্যে ভোগা পাইলস হবার অন্যতম কারণ।২।দীর্ঘমেয়াদি ডায়র...
23/11/2024

▶️পাইলস নিম্নলিখিত বিভিন্ন কারণে হতে পারে;

১। দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্যে ভোগা পাইলস হবার অন্যতম কারণ।
২।দীর্ঘমেয়াদি ডায়রিয়া।
৩। আশযুক্ত খাবার ,শাক-সবজি কম খাওয়া। ভাজা-পোড়া ও লাল মাংস বেশী খাওয়া।
৪। মলত্যাগের সময় দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা ও মলত্যাগের সময় অধিক চাপ প্রয়োগ করা।
৫। গর্ভাবস্থায় অনেকের পাইলস হয়।
৬। স্থুলতা বা শরীরের ওজন বেশী হওয়া।
৭। নিয়মিত ভারি জিনিস উত্তোলন করা.....

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Joynal Abedin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram