GNCian Crush and Confession.

GNCian Crush and Confession. শুধুই আনন্দের একটি পেজ,সিরিয়াস হওয়ার কিছু নেই।

01/12/2024
২০২৪-২০২৫ সনের একাদশ দ্বাদশ শ্রেনীর নবীন বরন অনুষ্ঠান।তোমার অনাগত ভবিষ্যতের জন্য শুভ কামনা প্রিয় জুনিয়র  বোন এবং ভাইয়েরা...
11/11/2024

২০২৪-২০২৫ সনের একাদশ দ্বাদশ শ্রেনীর নবীন বরন অনুষ্ঠান।

তোমার অনাগত ভবিষ্যতের জন্য শুভ কামনা প্রিয় জুনিয়র বোন এবং ভাইয়েরা।

Confession_4প্রত্যাশা প্রিয়া,কিভাবে মনের কথা প্রকাশ করব তা ঠিক বুঝে উঠতে পারছি না। আগে কখনও লিখিনি কাউকে।ভালোবাসার মানে ...
05/11/2024

Confession_4

প্রত্যাশা

প্রিয়া,
কিভাবে মনের কথা প্রকাশ করব তা ঠিক বুঝে উঠতে পারছি না। আগে কখনও লিখিনি কাউকে।ভালোবাসার মানে আসলে কি? যাকে বেসেছি ভালো তাকে পাবার জন্য পাগল হওয়া? নাকি সবুর করা? নাকি চলে যেতে দেয়া? তোমায় হয়তবা কখনই পাবো না জেনেও ভালোবেসেছি আমি।
কিন্তু, আমার নাছরবাধাঁ মন! দূর থেকে ভালোবাসা যায় না কে বলেছে তোমায়? আগে যখন এত কিছু ছিল না, তখন কি মানুষ দূর থেকে ভালোবেসে সফল হয়নি? আমি করি না কল্পনায় বাস, এটা বাস্তবে সম্ভব....বেশ ভালোভাবেই সম্ভব। কিন্তু, তুমি বুঝলে না আমাকে।
ভালোবাসায় স্মৃতির কোনোই তুলনা হয় না, তা সকলকে মানতেই হবে। কিন্তু, একটুও কি অপেক্ষা খুব দোষের কিছু? দেখো, আমরা অনেক বড়ই তো হয়ে গেছি।

থাক! আর বলব না।
আর করব না মিনতি। তুমি খুঁজে নিও তাকে, যে তোমায় অনেক ভালোবাসবে...অনেক ছোট ছোট স্মৃতি দিবে উপহার, ধরবে তোমার হাত...........আমি যা পারিনি।
তবুও শেষ পর্যন্ত অপেক্ষায় রইব। আমায় চেনো নি তুমি।

বলা যায় না শেষে কি হয়! আমরা তো কিছুই জানি না, বলো?
-কোনো এক হতভাগা

Confession_3To :  প্রিয় শাওন From : তোমার হাইট এর কেউ প্রিয়,শাওন।জীবনের একমাত্র ক্রাশ মানুষ সবচেয়ে বেশি কিসের প্রেমে প...
05/11/2024

Confession_3

To : প্রিয় শাওন
From : তোমার হাইট এর কেউ

প্রিয়,শাওন।জীবনের একমাত্র ক্রাশ
মানুষ সবচেয়ে বেশি কিসের প্রেমে পড়ে জানো,?"কথার" কথা বলার ধরন,অভিব্যক্তি, মননশীলতা, গলার স্বর,রুচিবোধ আর শব্দ চয়ন।আমি তোমার কথার প্রেমে পড়েছি। তোমার চুলের বিস্তৃতি আমাকে পেঁচিয়ে ফেলে।তোমার রুচিবোধ আর গলার স্বরে আটকে গেছি। আমি ভালোবেসে ফেলেছি তোমায়। ..তোমার ওই বাচ্চাদের মত কথা বলা পাগল করেছে আমায়, তোমার ওই নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে আমি হারিয়ে যেতে চেয়েছিলাম, আসো না একটু দেখা করি। এক আকাশের নিচে থাকি,চলনা আকাশকে সাক্ষী রেখে চোখে চোখে কিছু কথা আদান- প্রদান করি! করবে? রাতের আকাশের দিকে তাকিয়ে আমাকে অনুভব করবে ?,একটু অনুভব করলে কি বেশি ক্ষতি হবে,?? যদি কখনো পারো একটু কথা বলো 🥰 আমাদের বিন্দু সম্পর্কটা কি সিন্ধু জয় করতে পারবে

ইতি, তুমি ভালো করেই জানো

Confession_2আমার প্রিয় রোহিত বেলা শেষে লিখতে বসা... রুপচাদা মাছ এর মতই সুস্বাদু তুমি,ফ্রেশ ওয়াটার এর মতই ফ্রেশ তুমি,শাওম...
05/11/2024

Confession_2

আমার প্রিয় রোহিত

বেলা শেষে লিখতে বসা...
রুপচাদা মাছ এর মতই সুস্বাদু তুমি,
ফ্রেশ ওয়াটার এর মতই ফ্রেশ তুমি,
শাওমি ফোন এর মতই তোমার ব্যাটারির চার্জ,
মাহতিম সাকিব এর মতই তোমার গলা,
সাকিব-আল-হাসানের মতই তুমি অলরাউন্ডার,
শাকিব খান এর মতই তুমি নাম্বার ওয়ান,
হানিফ সংকেত এর মতই তোমার উপস্থাপনা,
ডোনাল্ড ট্রাম্প এর মতই তোমার নেতৃত্ব,
রনবীর কাপুরের মতই তোমার চেহারা,
মোহাম্মদ শেহজাদ এর মতই তোমার ঝড়!

অসম্ভব জ্ঞানী তুমি, সত্যিই তুমি সক্রেটিস বা বলতে চাইলে তাও বেশী।
আমার জীবনে ফ্রেশ মিহি লবণের মতন...

একটা লাইন না বললেই নয়,সেন্টি খেও না..(তুমি আমার হিরো-আলম আর আমি তোমার ময়ুরী)
উপরের কথা গুলোয় খারাপ লাগলে সরি, সবগুলোই আমার ফেভারিট তাই মিলিয়ে বললাম..
****** তোমায় ই ভালবাসি
ইতি,
সবসময় তোমার পোস্ট এ হাহা/ওয়াও/লাভ দেওয়া এক আমি..

Confession_1From: RadianTo: Someone We are good friends. But nowadays I feel something different about you. I don’t know...
05/11/2024

Confession_1

From: Radian
To: Someone

We are good friends. But nowadays I feel something different about you. I don’t know what this is ! I feel jealous when any girl talks to you, even when I saw you with another girl I also feel jealous. May be I am falling in love with you. But I don’t want to express this to you, cz I feel insecure if you don’t accept it. I love your caring, when you make me laugh, I like it very much. But we fight every time 😅.. One request, if you feel the same as me, you will not destroy one minute, please express your feelings. I like your personality.

If you want, you can find out me. I am waiting for your response.

Address

Madaripur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when GNCian Crush and Confession. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category