Dr.Bodrul Islam plabon

Dr.Bodrul Islam plabon 01742129112 Ak Azad u can go there this guy is really good

আমাদের শরীরে রক্ত ​​সঞ্চালন সঠিকভাবে না করলে আমাদের শিরাগুলিতে প্রভাব ফেলে, যার কারণে আমাদের দেহের বিভিন্ন অংশে অক্সিজেন...
17/06/2025

আমাদের শরীরে রক্ত ​​সঞ্চালন সঠিকভাবে না করলে আমাদের শিরাগুলিতে প্রভাব ফেলে, যার কারণে আমাদের দেহের বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না তখন আমাদের শরীরের ওই অংশ ঝিমঝিম বা অবশ অবস্থায় পড়তে পারে। কখনও কখনও দীর্ঘক্ষণ হাতের উপর ভর দিয়ে শোয়া বা পায়ের উপর পা তুলে রাখলে অবশ হয়ে যায়।

এর সমাধান হিজামা।
হিজামার মাধ্যমে পায়ের মধ্যে রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবারাহের প্রবাহ বাড়িয়ে দেয় এবং দূষিত রক্ত বের করে দেয়। যার ফলে আপনি স্বাভাবিক ভাবে হাটা চলা করতে পারবেন।

কোন কোন রোগের জন্য হিজামা করা হয়ঃ
চুল পড়া,মাইগ্রেন, মাথা ব্যাথা, মাথার বিভিন্ন রোগ,হাটু ব্যাথা,কোমর ব্যাথা, ঘাড় ব্যাথা, হাইপ্রেসার, এলার্জি ইত্যাদি সমস্যা, সাহায্যে সহজেই দূর করতে সাহায্য করে হিজামা চিকিৎসা ব্যবস্থা।

★★হিজামা বা কাপিংথেরাপি ঢাকার মধ্যে হোম সার্ভিস দেওয়া হয়। চিকিৎসক দ্বারা হিজামা থেরাপি দেওয়া হয়।

🟥সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ-
❇️Mobile: 01742 129112

কোন সমস্যার জন্য হিজামা করাবেন মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা★ রক্তদূষণ★ উচ্চরক্তচাপ★আম বাত★ ঘুমের ব্যাঘাত (insomn...
13/06/2025

কোন সমস্যার জন্য হিজামা করাবেন
মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
★ রক্তদূষণ
★ উচ্চরক্তচাপ
★আম বাত
★ ঘুমের ব্যাঘাত (insomnia)
★ স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
★ অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
★ ব্যাক পেইন
★ হাঁটু ব্যাথা
★ দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
★ ঘাড়ে ব্যাথা
★ কোমর ব্যাথা
★ পায়ে ব্যাথা
★ মাংসপেশীর ব্যাথা (muscle strain)
★ দীর্ঘমেয়াদী পেট ব্যথা
★ হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
★ থাইরয়েড গ্রন্থির সমস্যা
★ সাইনোসাইটিস
★ হাঁপানি (asthma)
★ হৃদরোগ (Cardiac Disease)
★ রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
★ মুটিয়ে যাওয়া (obesity)
★ দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
★ ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
★ ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
★ চুল পড়া (Hair fall)
★ মানসিক
★ যৌন সমস্যার জন্য আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়।

আয়ুর্বেদিক চিকিৎসক মোহাম্মদ বদরুল ইসলাম।

যোগাযোগ : ০১৭৪২১২৯১১২

🥰বডি ম্যাসেজ🥰 বডি ম্যাসেজ কেনো করাবেন?১। মাইগ্রেন২। হাত পা জ্বালাপোড়া ৩। কোমরে ব্যথা৪। ঘাড়ে ব্যথা৫। রক্ত চলাচল বন্ধ হয়ে...
01/03/2025

🥰বডি ম্যাসেজ🥰
বডি ম্যাসেজ কেনো করাবেন?
১। মাইগ্রেন
২। হাত পা জ্বালাপোড়া
৩। কোমরে ব্যথা
৪। ঘাড়ে ব্যথা
৫। রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে এই সমস্যার কারনে বডি ম্যাসেজ করতে পারেন। অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা থেরাপি দেওয়ানো হয়।

লাইফ স্টাইলবডি ম্যাসাজের যত উপকারিতাব্যথা কমাতে বডি ম্যাসাজের জুড়ি নেই। বডি ম্যাসাজের মাধ্যমে শরীরে রক্তচলাচল বৃদ্ধি পায়...
03/12/2024

লাইফ স্টাইল

বডি ম্যাসাজের যত উপকারিতা
ব্যথা কমাতে বডি ম্যাসাজের জুড়ি নেই। বডি ম্যাসাজের মাধ্যমে শরীরে রক্তচলাচল বৃদ্ধি পায় এবং ব্যথায় আক্রান্ত স্থানের টিস্যু গুলো স্বাভাবিক হয়ে আসে ধীরে ধীরে। ফলে ব্যথাও কমতে থাকে বেশ দ্রুত। আর তাই পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, পা ব্যথা কমানোর ক্ষেত্রে বডি ম্যাসাজ বেশ কার্যকরী একটি উপায়।বডি ম্যাসাজ শরীরের রক্তচলাচল বৃদ্ধি করে। বিভিন্ন রকমের বডি ম্যাসাজ শরীরের বিভিন্ন স্থানের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং নিয়মিত বডি ম্যাসেজের মাধ্যমে ধীরে ধীরে শরীরের নানান স্থানের জয়েন্ট পেইন ও মাসল পেইন কমে যায়। এছাড়াও রক্ত সঞ্চালন বৃদ্ধি মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।প্রচন্ড মানসিক চাপে অতিষ্ট হয়ে গেলে বডি ম্যাসাজ করিয়ে নিন কোনো এক্সপার্টকে দিয়ে। বডি ম্যাসাজের মাধ্যমে মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে আনা যায়। প্রচন্ড চাপের পড়ে কিছুক্ষণ আরামদায়ক ম্যাসাজ আপনাকে করে তুলবে ঝরঝরে। বডি ম্যাসাজ করালে শরীরের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে মানসিক চাপ অনেকটাই দূর হয়ে যায়।সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন ভালো ঘুম। কিন্তু অনেকেরই ঘুমে সমস্যা হয়। এপাশ ওপাশ করেও রাতে ভালো ঘুম হতে চায় না অধিকাংশ মানুষেরই। যাদের এধরণের সমস্যা আছে তাঁরা বডি ম্যাসাজ করিয়ে নিন মাঝে মাঝেই। বডি ম্যাসাজ করালে গভীর ঘুম হয়। ম্যাসাজ শরীরের ডেলটা ওয়েভস বাড়িয়ে দেয় যা ঘুমে সহায়তা করে থাকে।

08/08/2024
27/06/2024

নিজের শারীরে হিজামা নিয়েছি।

আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো।

স্বাস্থ্য সুরক্ষা কাকে বলে স্বাস্থ্য সুরক্ষা জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে বিস্তৃত ক্রিয়াকলাপকে অন্তর্ভুক্ত করে। এতে সংক্র...
03/06/2024

স্বাস্থ্য সুরক্ষা কাকে বলে স্বাস্থ্য সুরক্ষা জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে বিস্তৃত ক্রিয়াকলাপকে অন্তর্ভুক্ত করে। এতে সংক্রামক রোগ, পরিবেশগত বিপদ এবং মানব স্বাস্থ্যের জন্য

অন্যান্য হুমকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জড়িত। বিভিন্ন কৌশল বাস্তবায়নের মাধ্যমে, স্বাস্থ্য সুরক্ষা ব্যক্তি এবং সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে, সামগ্রিক সুস্থতায় অবদান রাখে।
01902432040/01742129112

একজনের যে খাবারে অ্যালার্জি হয়ে, অন্যজনের সেই খাবারে না ও হতে পারে। জেনে নিন যে দশ খাবারে বিশ্বের সবচেয়ে বেশী মানুষ অ্...
28/05/2024

একজনের যে খাবারে অ্যালার্জি হয়ে, অন্যজনের সেই খাবারে না ও হতে পারে। জেনে নিন যে দশ খাবারে বিশ্বের সবচেয়ে বেশী মানুষ অ্যালার্জিতে ভুগে:

০১. দুধ: তিন বছরের কম বয়সী শিশুদের মধ্যে আড়াই শতাংশ শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকে। তবে দুধে অ্যালার্জি থাকা আর ল্যাক্টোজ ইনটলারেন্স, কখনই এক নয়।

০২. গম: গমের আটা, পাঁউরুটি খেলে অ্যালার্জির সম্ভাবনা অনেকের মধ্যেই দেখা যায়। শিশুদের যদি গমে অ্যালার্জি থাকে, তাহলে বার্লি বা অন্যান্য দানাশস্যের ক্ষেত্রেও সেই অ্যালার্জি দেখা যেতে পারে।

০৩. সয়া: সাধারণত শিশুদের ক্ষেত্রেই সয়া থেকে অ্যালার্জি দেখা যায়। সয় বিনস, সয়া মিল্কে অ্যালার্জি অধিকাংশ ক্ষেত্রেই ১০ বছর বয়সের পর থেকে কমে আসে।

০৪. ডিম: অধিকাংশ শিশুই দুধের মতোই ডিমের অ্যালার্জিতে ভোগে। বেশির ভাগ ক্ষেত্রেই ডিমের সাদা অংশে থাকা প্রোটিন থেকে এই অ্যালার্জি হয়। তবে অ্যালার্জি থাকলে ডিম পুরোপুরি্ এড়িয়ে চলাই ভাল।

০৫. ফল ও সবজি: বেশ কিছু ফল ও সবজি থেকে অনেকেরই অ্যালার্জি হয়। বেগুন, গাজর, টোম্যাটো, পিচ, কলা থেকে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন।

০৬. ট্রি নাটস: কাজু, পেস্তা, আমন্ড, আখরোট, ব্রাজিল নাটে অনেকেরই অ্যালার্জি থাকে। তবে কোনও এক ধরনের বাদামে অ্যালার্জি থাকা মানেই অন্য বাদামেও অ্যালার্জি হবে এমনটা নাও হতে পারে।

০৭. শেল ফিশ: এই অ্যালার্জি খুবই কমন। চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার, শামুক জাতীয় খাবার যার শক্ত খোল রয়েছে তার থেকেই অ্যালার্জি হয় বিশ্বের প্রায় ৬০% মানুষের।

০৮. চিনা বাদাম: শিশুদের মধ্যে প্রায়ই চিনা বাদামে অ্যালার্জি দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল ক্যাম্পাসগুলোতে ১৯৯৭-২০০৮ সাল পর্যন্ত চিনা বাদাম নিষিদ্ধ করা হয়েছিল।

০৯. মাছ: অনেকের কোনও এক বিশেষ প্রকার মাছে অ্যালার্জি থাকে, আবার অনেকের স্যালমন, টুনা, ম্যাকরলে জাতীয় সামুদ্রিক মাছ খেলে অ্যালার্জি হয়।

১০. ফালফাইট: খাবারের রং নষ্ট হয়ে যাওয়া, বা বাদামি রং ধরাতে অনেক খাবারে সালফাইট ব্যবহার করা হয়। এই সালফাইট থেকে অনেকের অ্যালার্জি হয়।

সবচেয়ে ভালো হবে শারীর থেকে দূষিত রক্ত বাহির করে এলার্জি থেকে মুক্তি পেতে পারেন।

যোগাযোগ ০১৭৪২১২৯১১২

কোন সমস্যার জন্য হিজামা করাবেন মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা★ রক্তদূষণ★ উচ্চরক্তচাপ★আম বাত★পাইলস★ ঘুমের ব্যাঘাত (...
15/05/2024

কোন সমস্যার জন্য হিজামা করাবেন
মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
★ রক্তদূষণ
★ উচ্চরক্তচাপ
★আম বাত
★পাইলস
★ ঘুমের ব্যাঘাত (insomnia)
★ স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
★ অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
★ ব্যাক পেইন
★ হাঁটু ব্যাথা
★ দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
★ ঘাড়ে ব্যাথা
★ কোমর ব্যাথা
★ পায়ে ব্যাথা
★ মাংসপেশীর ব্যাথা (muscle strain)
★ দীর্ঘমেয়াদী পেট ব্যথা
★ হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
★ থাইরয়েড গ্রন্থির সমস্যা
★ সাইনোসাইটিস
★ হাঁপানি (asthma)
★ হৃদরোগ (Cardiac Disease)
★ রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
★ টনসিল
★ দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
★ গ্যাস্ট্রিক পেইন
★ মুটিয়ে যাওয়া (obesity)
★ দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
★ ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
★ ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
★ ডায়াবেটিস (Diabetes)
★ ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
★ চুল পড়া (Hair fall)
★ মানসিক
★ যৌন সমস্যার জন্য আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়।

আয়ুর্বেদিক চিকিৎসক মোহাম্মদ বদরুল ইসলাম।

যোগাযোগ : ০১৭৪২১২৯১১২/01902432040

Address

House No_9. Block-F. Rampura. Bonosree
Dhaka
1219

Telephone

+8801742129112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Bodrul Islam plabon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Bodrul Islam plabon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram