CEAB- Cancer Education and Awareness in Bangladesh

CEAB- Cancer Education and Awareness in Bangladesh CEAB project is run by the Department of Genetic Engineeing and Biotechnology, University of Dhaka with the help of the UNESCO Participation Program- 2024.

The project is supported by other institutions and organisations in Bangladesh.

Next stop at the Jessore University of Science and Technology.July 15, 2025.
14/07/2025

Next stop at the Jessore University of Science and Technology.
July 15, 2025.

A great event at Pabna University of Science and Technology. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (৭ জুলা...
14/07/2025

A great event at Pabna University of Science and Technology.
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (৭ জুলাই) “আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্যাপস্ ইন ক্যান্সার অ্যাডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ অ্যান্ড ফাইন্ডিং প্রসপেকটিভ সলিউশনস: এ স্পেশাল এম্ফাসিস অন স্টিগমাস অ্যান্ড চ্যালেঞ্জেস অ্যামং ওমেন” বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে পাবিপ্রবি’র ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে দুপুরে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

কীনোট স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোাগী অধ্যাপক এবং ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ-এর পরিচালক ড. মুস্তাক ইবনে আইয়ুব। স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও অধ্যাপক ড. এসএম মাহবুবুর রশিদ। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, “একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সাথে তার পরিবারকেও অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। আমাদের সচেতনতা বাড়াতে হবে। খাবারের কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে। আমাদের পূর্বপুরুষরা ভেজালমুক্ত খাবার খেতেন, সেজন্য তাদের রোগও কম ছিল। কিন্তু বর্তমানে মানুষের ভেজাল খাবারের কারণে রোগও বেশি হচ্ছে। সচেতনতা অবলম্বন করে রোগ প্রতিরোধ করতে হবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “রোগকে প্রতিরোধ করা এবং আমাদের সকলের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। দৈনন্দিন লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, অ্যান্সার হলো সচেতনতা বাড়াতে হবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “ক্যান্সার আক্রান্ত রোগীদের অসহনীয় জীবন অতিবাহিত করতে হয়। লাইফ স্টাইল চ্যাঞ্জ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।”

কীনোট স্পিকার ড. মুস্তাক ইবনে আইয়ুব বলেন, “পৃথিবীতে ২ কোটি মানুষ প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে এবং এর মধ্যে ১ কোটি মানুষ মারা যায়। আরলি রোগ নির্ণয় করতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে হবে। অনেক অসুখের মতো ক্যান্সারকেও একটি অসুখ হিসেবে বিবেচনা করতে হবে। এ রোগ ব্যক্তি, পরিবার ও সমাজের উপর প্রভাব ফেলে। এই রোগের ব্যবস্থাপনার ধরন আগে জানতে হবে। শিশুদের ৯০ শতাংশ ক্যান্সার নিরাময়যোগ্য। একজন ব্যক্তি প্রতিদিন টানা ৪০ মিনিট হাঁটলে ক্যান্সারসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।”

অনুষ্ঠানে ক্যান্সার কেয়ার এন্ড রিসার্স ট্রাস্ট বাংলাদেশ পাবিপ্রবি ক্যাম্পাসের কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম ও তার দল, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সেমিনারে অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন আইসিই বিভাগের সহকারী অধ্যাপক তরুন দেবনাথ।
(source in the first comment)

Next event on cancer awareness  will be held at Pabna University of Science  and Technology (PUST). July 7, 2025
06/07/2025

Next event on cancer awareness will be held at Pabna University of Science and Technology (PUST).
July 7, 2025

দেশব্যাপী ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল গিয়েছিলাম নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে। ইউনেস্ক...
06/07/2025

দেশব্যাপী ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল গিয়েছিলাম নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে। ইউনেস্কো (UNESCO)-র অর্থায়নে বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফল ইউনেস্কো (BNCU)-র সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ থেকে একটি প্রজেক্টের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অঞ্চলে আমরা যাচ্ছি গত প্রায় ৭ মাস ধরে। বান্দরবানের চিম্বুক পাহাড়ের কোলে একটি গ্রামে যেমন আমরা গিয়েছি, তেমনি গিয়েছি সুন্দরবনের কাছে সাতক্ষিরার খড়িতলা গ্রামেও। মাঝে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ঘুরে গতকাল গেলাম নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে। প্রায় ৩৫০ এর বেশি শিক্ষার্থী- শিক্ষকের সম্মেলনে আমরা কথা বললাম ক্যান্সারের নানান ঝুঁকি নিয়ে, আমাদের জীবনাচরণ কীভাবে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে, প্রতিদিন টানা ৪০ মিনিটের হাটার অভ্যাস করা, কার্বহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত-রুটি খাবারের মেনুতে কেন কমানো দরকার এমন নানান প্রসঙ্গে। সাথে আলাপ হলো আমাদের মেয়েদের-মায়েদের স্তন ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সারসহ নানান ক্যান্সার লক্ষণ ও ব্যবস্থাপনা প্রসঙ্গে।

প্রায় দুই ঘণ্টার টানা সেশনে সবাই বেশ আগ্রহ নিয়ে অংশ নিয়েছেন। তবে আমাদের গুরুত্ব কেবল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে উপস্থিত মানুষগুলোকেই কেন্দ্র করে ছিলো না, বরং আমরা বলেছি, দেশের বিভিন্ন অঞ্চলে আমরা এক একটা ইউনিট স্থাপন করবো যারা ওই অঞ্চলে প্রতিনিয়ত কাজ করবে। ওই সব অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো এই কাজের কেন্দ্র হিসেবে সহযোগিতা করবে।

We are happy to resume our nationwide awareness campaign  again. Next stop, Noakhali Science and Technology University (...
02/07/2025

We are happy to resume our nationwide awareness campaign again.
Next stop, Noakhali Science and Technology University (NSTU)

ক্যানসারের বিপক্ষে দাঁড়ানোর প্রথম অস্ত্র সচেতনতা।আজ সচেতন হলে কাল নিশ্চিত নিরাপত্তা। দ্রুত সনাক্তকরণ এবং ফলপ্রসূ নিরাময়...
12/12/2024

ক্যানসারের বিপক্ষে দাঁড়ানোর প্রথম অস্ত্র সচেতনতা।
আজ সচেতন হলে কাল নিশ্চিত নিরাপত্তা।
দ্রুত সনাক্তকরণ এবং ফলপ্রসূ নিরাময়ের জন্য আসুন ক্যান্সার এর প্রাথমিক লক্ষণ গুলো জেনে নেই ।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খড়িতোলা গ্রামে CEAB- Cancer Education and Awareness in Bangladesh  আয়োজিত ক্যান্সার সচেতনতা ...
24/11/2024

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খড়িতোলা গ্রামে CEAB- Cancer Education and Awareness in Bangladesh আয়োজিত ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মসূচিটি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। নানা বয়সের প্রায় ষাটজন স্থানীয় নারীর অংশগ্রহণে আমরা ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছি। আলোচনায় নারীদের প্রধান তিনটি ক্যান্সার—ওভারিয়ান (ডিম্বাশয়), ব্রেস্ট (স্তন) এবং ইউটেরাইন (জরায়ু)—এর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

কর্মসূচিটির অন্যতম লক্ষ্য ছিল নারীদেহে (প্রধানত) হওয়া এই ক্যান্সারগুলো সম্পর্কে সামাজিক ট্যাবু ভেঙে উন্মুক্ত আলোচনার একটি ক্ষেত্র তৈরি করা। অংশগ্রহণকারীদের এই তিনটি ক্যান্সার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি যেমন—প্রাথমিক লক্ষণ, উপসর্গ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সচেতন করা হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্ব-পরীক্ষণ এবং স্বাস্থ্যসম্মত জীবনধারার গুরুত্ব তাদের সামনে তুলে ধরা হয়।

প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলতে তাদের যে দ্বিধা ও সংকোচ ছিল, তা অনেকখানি দূর করে তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। তাদের অনেকেই এসব বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে আগের তুলনায় বেশি আগ্রহ দেখিয়েছেন। আমাদের লক্ষ্য পূরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Address

Level 5, Science Complex Building, Department Of Genetic Engineering And Biotechnology, University Of Dhaka
Dhaka
1000

Telephone

+8801726932272

Website

Alerts

Be the first to know and let us send you an email when CEAB- Cancer Education and Awareness in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CEAB- Cancer Education and Awareness in Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram