16/05/2023
আসেন একটু বুঝি
কেন হিজামা নিবেন, সেই কারণটাই খুঁজি 🧐🧐🧐
দেহের ক্ষুদ্রতম হচ্ছে কোষ, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের মাধ্যমে আমাদের দেহ গঠিত হয়।
প্রতিটি কোষ সুস্থ মানে আপনি সুস্থ
কোষের সুস্থতার জন্য পুষ্টি (ভিটামিন ও মিনারেলস) দরকার।
বিশুদ্ধ রক্তের মাধ্যমে এই পুষ্টি কোষে সরবরাহিত হয়।
কোষের রক্ত প্রবাহের জন্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী থাকে।
আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাস, চলাফেরা, টেনশন, আঘাত লাগা, ভাইরাসের আক্রমণ, অসুস্থতা ইত্যাদি বিভিন্ন কারণে কোষ ও ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী গুলোর মধ্যে রক্ত ব্লক হয়ে যায়, যেগুলো স্থবির (stagnant blood) ব্লাড বলে।
যার ফলে ওই সমস্ত রক্তনালীর মধ্যে দিয়ে ভাল রক্ত প্রবাহিত হতে পারে না, এবং কোষে পুষ্টি প্রবাহিত বাধাগ্রস্ত হয়,
ফলে ধীরে ধীরে কোষ সমূহ মারা যেতে থাকে, এইভাবে যখন একটা নির্দিষ্ট পরিমাণ কোষ মারা যায় তখন আমরা অনুভব করি যে আমাদের দেহে কোন রোগ বাসা বেঁধেছে।
তখন আমরা যাই ডাক্তারের কাছে, এবং বিভিন্ন ঔষধ সেবন করি। অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত ঔষধের নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো অনেক ধরনের রোগ তৈরি হয়।
পক্ষান্তরে আমরা যদি নিয়মিত হিজামা গ্রহণের মাধ্যমে ঐ সমস্ত দূষিত রক্ত বের করে ফেলতে পারি তাহলে, কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অনায়াসেই আমাদের কোষসমূহ সুস্থ থাকবে ফলে আমরাও সুস্থ থাকবো, ইনশাআল্লাহ ♥️♥️
এবং এজন্যই হিজামা সকল রোগের জন্যই শ্রেষ্ঠ চিকিৎসা, যদি সঠিক লাইফ স্টাইল মেইনটেইন করে নিয়মিত হিজামা নেওয়া হয়।
এখানে খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি। যাতে সকল ধরনের মানুষ বুঝতে পারেন।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন আমীন 🤲🤲