Cupping therapy Hijama

Cupping therapy Hijama THE PROPHETIC MEDICINE "HIJAMA"

হিজামা কি?
---------------
হিজামা হলো আল্লাহর রাসূল (সাঃ) এর একটি বলে যাওয়া চিকিৎসা পদ্ধতি। এটি এমন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে শরীরের সব টক্সিন, ইউরিক এসিড, বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লোইড বের করে নিয়ে আসা হয়।
হিজামা এর মাধ্যমে বর্তমানে সংক্রামক সকল রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগ ও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্

ত সঞ্চালন বৃদ্ধি করে ও রক্ত পরিষ্কার রাখে, শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে।
হিজামা এমন একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিক্যাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবহানআল্লহ ) । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।
হিজামা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ,
রসুল (সা:)বলেছেন-
"জিবরীল (আঃ) আমাকে জানিয়েছেন, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্ব উত্তম।"
আল-হাকিম, হাদিস নম্বরঃ ৭৪৭০.
হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

16/05/2023

আসেন একটু বুঝি
কেন হিজামা নিবেন, সেই কারণটাই খুঁজি 🧐🧐🧐

দেহের ক্ষুদ্রতম হচ্ছে কোষ, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের মাধ্যমে আমাদের দেহ গঠিত হয়।

প্রতিটি কোষ সুস্থ মানে আপনি সুস্থ

কোষের সুস্থতার জন্য পুষ্টি (ভিটামিন ও মিনারেলস) দরকার।
বিশুদ্ধ রক্তের মাধ্যমে এই পুষ্টি কোষে সরবরাহিত হয়।
কোষের রক্ত প্রবাহের জন্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী থাকে।

আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাস, চলাফেরা, টেনশন, আঘাত লাগা, ভাইরাসের আক্রমণ, অসুস্থতা ইত্যাদি বিভিন্ন কারণে কোষ ও ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী গুলোর মধ্যে রক্ত ব্লক হয়ে যায়, যেগুলো স্থবির (stagnant blood) ব্লাড বলে।

যার ফলে ওই সমস্ত রক্তনালীর মধ্যে দিয়ে ভাল রক্ত প্রবাহিত হতে পারে না, এবং কোষে পুষ্টি প্রবাহিত বাধাগ্রস্ত হয়,
ফলে ধীরে ধীরে কোষ সমূহ মারা যেতে থাকে, এইভাবে যখন একটা নির্দিষ্ট পরিমাণ কোষ মারা যায় তখন আমরা অনুভব করি যে আমাদের দেহে কোন রোগ বাসা বেঁধেছে।

তখন আমরা যাই ডাক্তারের কাছে, এবং বিভিন্ন ঔষধ সেবন করি। অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত ঔষধের নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো অনেক ধরনের রোগ তৈরি হয়।

পক্ষান্তরে আমরা যদি নিয়মিত হিজামা গ্রহণের মাধ্যমে ঐ সমস্ত দূষিত রক্ত বের করে ফেলতে পারি তাহলে, কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অনায়াসেই আমাদের কোষসমূহ সুস্থ থাকবে ফলে আমরাও সুস্থ থাকবো, ইনশাআল্লাহ ♥️♥️

এবং এজন্যই হিজামা সকল রোগের জন্যই শ্রেষ্ঠ চিকিৎসা, যদি সঠিক লাইফ স্টাইল মেইনটেইন করে নিয়মিত হিজামা নেওয়া হয়।

এখানে খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি। যাতে সকল ধরনের মানুষ বুঝতে পারেন।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন আমীন 🤲🤲

22/03/2023

Address

House# 712/19 A, Road# 10, Adabor, Mohammodpur
Dhaka
DHAKA-1212

Telephone

+8801674889533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cupping therapy Hijama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Cupping therapy Hijama:

Share