05/03/2025
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী, মাঠ পর্যায়ে ঔষধ প্রতিরোধী যক্ষ্মারোগীদের সেবার মান উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ ২০২৫ Programmatic Management of Drug Registrant- TB patient সংক্রান্ত একটি ওয়েবিনার আয়োজন করে। উক্ত ওয়েবিনারে অংশগ্রহন করেন সি ডি সি কন্সাল্ট্যান্ট, ডিভিশনাল টিবি এক্সপার্ট, ডি এস এম ও, এন জি ও মেডিকেল অফিসার সহ এন টি পি প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। ওয়েবিনারে স্পিকার হিসাবে ছিলেন ঊম্মে তাসনিম মালিহা, টিবি ল্যাব ও ইনফেকশান এক্সপার্ট, ডাঃ নাজিস আরেফিন, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং সঞ্চালনায় ছিলেন ডাঃ সিনথিয়া তারিন, ট্রেনিং কোঅরডিনেটর। তিন ঘন্টার এই ওয়েবিনারে ঔষধ প্রতিরোধী যক্ষ্মারোগী নির্ণয় ও চিকিৎসা ব্যাবস্থাপনা নিয়ে আলোচনা হয় এবং প্রশ্নত্তর পর্বে সকলের প্রানবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর সম্মানিত লাইন ডিরেক্টর মহোদয় ও এই ওয়েবিনারে যোগদান করেন এবং অংশগ্রহণকারী দের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে একটি অনলাইন ফিডব্যাক ফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী দের থেকে ফিডব্যাক নেওয়া হয়, যেখানে ৬৫% অংশগ্রহণকারী ভবিয্যতে এই ধরনের ওয়েবিনার আয়োজন করার পক্ষ্যে মত প্রদান করেন এবং আরও কোন বিষয়ে জানতে ইচ্ছুক তা প্রকাশ করেন।