17/10/2025
“তোমার কলমে মানবতার ছোঁয়া, তোমার ভাবনায় সন্ধানীর আলো”
প্রিয় সুধী,
আপনাদের সকলের ভালেবাসা, অসংখ্য হৃদয়ের রক্ত, পরিশ্রম আর অনুভবেই গড়ে উঠেছে আমাদের সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট।
প্রতি বছরের মতো এবারও আমরা প্রকাশ করতে যাচ্ছি আমাদের প্রিয় বার্ষিক ম্যাগাজিন—
যেখানে থাকবে আপনাদের গল্প, কবিতা, ছবি, অনুভব আর চিকিৎসা জীবনের নানা রঙ।
আপনার সৃষ্টিই হোক এই ম্যাগাজিনের প্রাণ।
লেখার বিষয়বস্তু হতে পারে:
★ছোটগল্প
★কবিতা / ছড়া
★ প্রবন্ধ / মেডিকেল অভিজ্ঞতা
রম্যরচনা / ভ্রমণকাহিনি
★কৌতুকরস
★ গবেষণাধর্মী বা সাম্প্রতিক বিষয়ের গঠনমূলক লেখা
★ হাতে আঁকা পোস্টার / ছবি
★ফটোগ্রাফি
★কার্টুন / কমিক্স
★আমাদের ব্যাচ, আমাদের গল্প
(এই অংশে নিজের ব্যাচের কোনো বীরত্বের গল্প / স্মরণীয় ঘটনার সুন্দর বর্ণনা আসতে পারে)
ছোট নোট:
🔹 লেখাগুলো হতে হবে মৌলিক ও নিজস্ব সৃষ্টিশীলতা সম্পন্ন।
🔹 বাংলা ও ইংরেজি উভয় ইউনিকোডে (Bangla and English font) টাইপ করা লেখাই প্রাধান্য পাবে।
🔹 হাতে লেখা হলে স্ক্যান বা স্পষ্ট ছবি পাঠাতে হবে।
🔹 ফটোগ্রাফির ক্ষেত্রে নিজস্ব ক্লিক ও থিম উল্লেখ করতে হবে।
📩 লেখা পাঠানোর শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৫
যাদের কাছে পাঠাবেন:
★ সাইদ মোর্শেদ — সভাপতি
★ জিহাদ হোসেন — সাধারণ সম্পাদক
★ অমৃতা কুন্ডু বাঁধন — প্রচার ও প্রকাশনা সম্পাদক
★ আব্দুর রহমান সাকিব — যুগ্ম সম্পাদক, প্রচার ও প্রকাশনা
★দিগন্ত বিশ্বাস — কার্যকরী সদস্য -১
★মেহেদি হাসান — যুগ্ম সম্পাদক, প্রচার ও প্রকাশনা
অথবা তোমার নিজ ব্যাচের সি-আর এর মাধ্যমে জমা দিতে পারেন।
📧 ই-মেইল: sandhanishsmcu72@gmail.com