Ghoroya Organic

  • Home
  • Ghoroya Organic

Ghoroya Organic সুস্থ জীবন শুরু হোক প্রাকৃতিক উপায়ে 🌾
অর্গানিক খাবার, তেল, ও সৌন্দর্য পণ্য — সব এক জায়গায়! 🌸

11/11/2025

✨ চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনুন প্রকৃতির ছোঁয়ায়! ✨
এখন আর কেমিক্যালে নয় — প্রকৃতির উপহারেই হোক চুলের যত্ন।
Ghoroya Organic Hair Growth Oil–এর প্রতিটি ফোঁটায় আছে বিশুদ্ধ প্রাকৃতিক উপাদানের জাদু! 🌿💚

🌱 ১০০% প্রাকৃতিক ও অর্গানিক ফর্মুলায় তৈরি
🌱 চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে
🌱 চুলকে করে গোড়া থেকে মজবুত, উজ্জ্বল ও নরম

প্রতিদিন মাত্র কয়েক ফোঁটায় দেখুন পার্থক্য!
আজই প্রকৃতির এই যত্ন নিতে ইনবক্স করুন এখনই 💌

আজ সুন্দর না বলে🙂
07/11/2025

আজ সুন্দর না বলে🙂

ঢাকার মানুষদের “ডেলিভারি চার্জ না দেওয়ার যুদ্ধ” একেবারে আলাদা লেভেলের!৮০ টাকা বাঁচাতে গিয়ে—👉 ১২০ টাকা ভাড়া,👉 ১ ঘন্টার জ...
06/11/2025

ঢাকার মানুষদের “ডেলিভারি চার্জ না দেওয়ার যুদ্ধ” একেবারে আলাদা লেভেলের!

৮০ টাকা বাঁচাতে গিয়ে—
👉 ১২০ টাকা ভাড়া,
👉 ১ ঘন্টার জ্যাম,
👉 আর “৪০টা ফ্রি ধাক্কা” — সব প্যাকেজে পেয়ে যায়!

শেষে ফিরে এসে বলে, “আর না! পরের বার অনলাইনেই অর্ডার দেবো।” 😅
এক কথায়, ঢাকা সিটি লজিক = priceless!

05/11/2025

৬০টা পার্সেলের মধ্যে ৫৯জন কাস্টমারের আর্জেন্ট ডেলিভারি লাগবে।
বাকি ১ জনের আর্জেন্ট না হলেও আজকের মধ্যে ডেলিভারি লাগবে 🙄

04/11/2025

১.আপনার চুল কি বৃষ্টির মতো ঝড়ে ঝড়ে পরতেছে?
২.মাথায় চুল ঝাড়া দিলে স্নো ফল এর মতো খুসকি পরছে?
৩.বন্ধুবান্ধব রা আপনার রিয়েল নাম এর জায়গায় টাকলা বলে ডাকছে? তার জন্য আপনার মাথা হয়ে যাচ্ছে হট?
৪. হাজার হাজার টাকা খরচ করার পর ও কোনো উন্নতি পাচ্ছেন না, পরেছেন বিপদে!
5. তাহলে আজকের ভিডিও টি আপনার ই জন্য।
6. আমরা নিয়ে এসেছি (ঘরোয়া অর্গানিক) এর হেয়ার গ্রোথ অয়েল।
7. এই অয়েল টি ব্যাবহার এর ফলে আপনার চুল দুই থেকে ৭ দিনের ভিতর কমিয়ে দিবে, ১৪ থেকে ৪৫ দিন এর মধ্যে নতুন চুল গজাবে ও চুলকে করবে ঘন কালো এবং মজবুত।
8. খুসকি কমিয়ে করবে মাথা কে ঠান্ডা।
9. থাকবেন চিন্তামুক্ত, জীবন চলবে পাংখা।
10. তাই দেরি না করে আজ ই করে ফেলুন অর্ডার।
11. মাথায় হবে চুল, জীবন চলবে ফুর ফুর।

03/11/2025
অর্ডার  করুন  এখনি
03/11/2025

অর্ডার করুন এখনি

অর্ডার  করুন  এখনিসয়াবিন তেল বাজারে আসার পর থেকে আমরা অনেকেই সরিষার তেলের উপকারিতা ভুলে গেছি। অথচ সরিষার তেল একসময় আমা...
03/11/2025

অর্ডার করুন এখনি

সয়াবিন তেল বাজারে আসার পর থেকে আমরা অনেকেই সরিষার তেলের উপকারিতা ভুলে গেছি। অথচ সরিষার তেল একসময় আমাদের রান্নাঘরের প্রধান উপাদান ছিল। সরিষা বা সরিষার তেল এখনও প্রতিটি বাড়ির রান্নাঘরেই রয়েছে এবং এটি রান্না ছাড়া মালিশের জন্যও ব্যবহৃত করা হয়। এই উপমহাদেশে এই তেলের ব্যবহার অনেক পুরনো। 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে চিকিৎসা শাস্রেও সরিষার তেল ব্যবহৃত হয়ে আসছে। এটি ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। সরিষার দানা গুঁড়ো করে সরিষার তেল তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত ৩ ধরনের সরিষা রয়েছে। রাই সরিষা, শ্বেতী সরিষা এবং মাঘি সরিষা। এর মধ্যে মাঘি সরিষা থেকে তৈরি ঘানি ভাঙ্গা প্রথম চাপের তেল স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারি ও খেতে সুস্বাদু ।

মাঘী সরিষার তেল সরিষা থেকে হলেও এই তেলের রং এমন কি ব্যবহারের সুবিধা ও পুষ্টিগুণ ভিন্ন হয়। কেন জানেন? কারণ হলো- সরিষার প্রকারভেদ আর তেল তৈরি পদ্ধতির কারণে। মাঘি সরিষা লালচে রঙের হয়। এ থেকে পাওয়া তেল কালচে সোনালী রঙের হয়। কোন ধরনের রাসায়নিক ব্যবহার না করলে এটা সাধারন সরিষার তেলের চেয়ে গাঢ় বর্ণের হয়। দাম অন্য দুই ধরনের সরিষার তেলের চাইতে চেয়ে বেশি। এই তেল খাবারের রঙ স্বাদ বাড়িয়ে দেয়। ভাজাপোড়ার এ তেলের ব্যবহার স্বাদকে করে তোলে অতুলনীয়।

ঘানি ভাঙা তেল আর মিলে তৈরি তেল এর মাঝে পার্থক্য পরিমাণের, পুষ্টিগুণের আর মূল্যের। ঘানিতে ভাঙ্গা তেলে সরিষার পরিমাণ বেশি লাগে, পুষ্টিগুণ কিছুটা বেশি, ঘ্রাণ ও বর্ন প্রাকৃতিক এবং মূল্য বেশি।

Ghoroya Organicএর কাঠের ঘানি ভাঙ্গা প্রথম চাপের দেশি সরিষার তেল।উৎপাদন হয় শতভাগ নিরাপদ ভাবে। রান্নায় Ghoroya Organicএর মাঘি সরিষার তেলের ব্যবহার আপনার রান্নাকে করবে আরো বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। এখন অনেকের মনে প্রশ্ন আসতে Ghoroya Organicএর দেশি সরিষার তেল কেনো ভালো? তেঁতুল কাঠের ঘানিতে কাঠের সাথে কাঠের ঘর্ষনের মাধ্যেমে সরিষা ভাঙ্গানো হয় যা চাপ কমিয়ে থাকে। এবং এই কম চাপের কারণে তাপও কম উত্পন্ন হয়। এই প্রকারে বের হওয়া তেলটি উত্কৃষ্ট মানের হয়।

দেশি সরিষার তেল এর উপকারিতা:

হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এবং খাবার দ্রুত হজম হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।

এটিতে থাকে ওমেগা-৩ ও ওমেগা-৬ স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, যা শুধুমাত্র খাবারের স্বাদই বাড়ায় না, রক্তে চর্বির মাত্রা ও হ্রাস করতেও সহায়তা করে।

এই তেল রান্না ছাড়াও অনেক উপায়ে ব্যবহার করা যায়। যেমন, গরম তেল দিয়ে জয়েন্টগুলোতে ম্যাসাজ করলে অস্বস্থতা বা অসাড়তা কমে যায়।

Address

Uttar Badda, Khaja Manjil, Matbor Road, Gulshan

1212

Alerts

Be the first to know and let us send you an email when Ghoroya Organic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram