Dietitian & Nutritionist- Sadia Shahrin Sifa

Dietitian & Nutritionist- Sadia Shahrin Sifa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dietitian & Nutritionist- Sadia Shahrin Sifa, Nutritionist, Mirpur 1, Dhaka.

Dietitian and Nutritionist- Saic Digital Diagnostic Lab
Diet Consultant and Nutrition Specialist- Mitosis Lab LTD
B.Sc and M.Sc in Food and Nutrition (DU)
PGT (BADN)

কয়েকদিন আগে যে সেহেরির রেসিপি দিলাম অনেকেই পছন্দ করেছেন কিন্তু অনেকে আরও মজাদার কিছু চাচ্ছিলেন। তাই আজ স্বাস্থ্যকর উপায...
07/03/2025

কয়েকদিন আগে যে সেহেরির রেসিপি দিলাম অনেকেই পছন্দ করেছেন কিন্তু অনেকে আরও মজাদার কিছু চাচ্ছিলেন। তাই আজ স্বাস্থ্যকর উপায়ে একটা মজাদার রেসিপি দিচ্ছি। বানিয়ে দেখতে পারেন।
প্রথমে চিংড়ি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ভাপে সিদ্ধ করে নিন। আরেকটি প্যানে সামান্য পরিমাণ অলিভ অয়েল বা ঘি দিয়ে এরমধ্যে আদা, রসুন পেস্ট, লবণ ও গোলমরিচ দিয়ে মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে তার মধ্যে সিদ্ধ চিংড়ি ও ব্রকলি দিয়ে সটে করুন। নামানোর আগে এর মধ্যে অল্প পরিমানে কাচামরিচ কুচি, টমেটো পিউরি , মধু, সয়াসস বা সুইট চিলি সস দিয়ে নিতে পারেন এতে করে কিছুটা টক ঝাল মিষ্টি স্বাদ আসবে।
এই মজাদার রেসিপিটি যারা বাইরে না গিয়ে বাসাতেই স্বাস্থ্যকর তবে মজাদার সেহেরি খেতে চান তাদের জন্য দিলাম। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে।
চিংড়িতে থাকা ওমেগা ৩ আপনার এবং আপনার বাচ্চার ব্রেইন হেলথ ভালো রাখবে। এটি প্রোটিন এবং ভিটামিনএও ডি এর ভালো উৎস। পাশাপাশি ব্রকলি এন্টিঅক্সিডেন্ট এর খুব ভাল সোর্স। পুরো রমজানে ইমিউনিটি ঠিক রাখতে এটি কাজ করবে। পাশাপাশি ফাইবার, ভিটামিন ও মিনারেলের বেশ ভালো উৎস এটি। তাই স্বাদ ও স্বাস্থ্য একত্রে মেইনটেইন করতে বানাতে পারেন এই ডিশটি।

✍️সাদিয়া শাহরিণ শিফা
নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালটেন্ট

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খুব বেশি কঠিন নয়, দৈনন্দিন খাবারগুলোতে ছোট ছোট পরিবর্তন আনার মাধ্যমেই সম্ভব। নিচে দেয়া লিস্ট অ...
07/03/2025

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খুব বেশি কঠিন নয়, দৈনন্দিন খাবারগুলোতে ছোট ছোট পরিবর্তন আনার মাধ্যমেই সম্ভব। নিচে দেয়া লিস্ট অনুসারে খাবারে পরিবর্তন আনুন এবং সুস্থ থাকুন 🥗

✍️সাদিয়া শাহরিণ শিফা
নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালটেন্ট

07/03/2025

কথা বলেছি হৃদরোগ নিয়ে

পেয়ারা স্মুদি রেসিপি দিয়ে দিচ্ছি। ইফতারে অনেকেই মজাদার পাশাপাশি স্বাস্থ্যকর শরবত পান করতে চান তবে সহজলভ্য উপকরণ দিয়ে ...
06/03/2025

পেয়ারা স্মুদি রেসিপি দিয়ে দিচ্ছি। ইফতারে অনেকেই মজাদার পাশাপাশি স্বাস্থ্যকর শরবত পান করতে চান তবে সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি রেসিপি খুঁজে পান না। তারা অবশ্যই ট্রাই করবেন।

উপকরণ:
১। পেয়ারা: ১টি (ছোট টুকরো করে কাটা)
২। টক দই: ১/২ কাপ
৩। পিংক সল্ট স্বাদমতো (ঐচ্ছিক)
৪। পানি ১ কাপ (২৫০মিলি)

রেসিপি:
১. উপকরণগুলো ব্লেন্ডারে দিন।
২. ভালো করে ব্লেন্ড করে মসৃণ করে নিন।
৩. পরিবেশন করুন।

ইফতারে এই স্মুদিটি রাখতে পারেন। যাদের দেহে ক্রিয়েটিনিন এর পরিমাণ বেশি তারা পেয়ারার বীজগুলো ফেলে দিয়ে স্মুদিটি তৈরি করবেন।

✍️পুষ্টিবিদ সাদিয়া শাহরিণ শিফা

#ডায়েট #রেসিপি #রমজান

ফিটনেস জার্নি কোথা থেকে শুরু করবেন যারা বুঝতে পারছেন না, আমার এই কোর্সে যুক্ত হয়ে যান। রমজান এবং সামনে ইদ উপলক্ষে ডিসকা...
06/03/2025

ফিটনেস জার্নি কোথা থেকে শুরু করবেন যারা বুঝতে পারছেন না, আমার এই কোর্সে যুক্ত হয়ে যান। রমজান এবং সামনে ইদ উপলক্ষে ডিসকাউন্ট ও থাকছে।
গত ২ বছরে ৩০০+ রোগীকে ফিটনেস জার্নিতে গাইড করেছি। কমেন্টে দিয়ে দিচ্ছি রিভিউ।

✅️ ২১ দিনের ফিটনেস চ্যালেঞ্জ এ যারা যুক্ত হতে পারবেন:
১। ওজন কমাতে চান
২। ইমিউনিটি বুস্ট করতে চান
৩। ডায়াবেটিস, কিডনি রোগসহ
যেকোন ক্রনিক রোগের রোগী
৪। থাইরয়েড, PCOS সহ
যেকোন লাইফস্টাইল রোগের রোগী
৫। পোস্ট প্রেগনন্সি পেশেন্ট বা
মায়েরা যারা নিজের ফিটনেস ফিরিয়ে আনতে চান
৬। ওজন বাড়াতে চান

✅️ যা যা থাকবে:
১। ডায়েট চার্ট
২। এক্সারসাইজ চার্ট
৩। স্লিপ সিডিউল
৪। হেলদি রেসিপি গাইডলাইন
৫। ২১ দিন ডেইলি মনিটরিং এবং
প্রগ্রেস অবজারভেশন
৬। পুষ্টিবিদ কর্তৃক প্রতিদিন
লাইফস্টাইল নির্দেশনা

✅️ কেন জয়েন করবেন?
💪 আপনার ওজন, উচ্চতা, শারীরিক অবস্থা, কাজের ধরন, সময় সবকিছু বিবেচনা করে আপনার জন্য যে ধরনের ডায়েট ও এক্সারসাইজ চার্ট দরকার এবং আপনি ফলো করতে সক্ষম সেটাই দেয়া হবে। অর্থাৎ সম্পূর্ণ পার্সোনালাইজড।
💪 এই ২১ দিনে যেকোন প্রয়োজন বা সমস্যায় পুষ্টিবিদের সাথে যতবার দরকার কথা বলতে পারবেন।
💪 আপনার প্রগ্রেস প্রতিদিন মনিটর করে পুষ্টিবিদ যতবার দরকার মোডিফিকেশন দিবেন।
🌸 প্রতিদিন হেলদি ডায়েট ও এক্সারসাইজ ফলো করতে পারছেন কিনা তা পুষ্টিবিদ মনিটর করবেন ও আপনাকে মোটিভেট করবেন।

তাই ২১ দিনে একটি দৃশ্যমান পরিবর্তন আসবেই ইন শা আল্লাহ। দ্রুত রেজিস্ট্রেশন করুন ❤️

#ডায়েট #রেসিপি #রমজান

আলহামদুলিল্লাহ গত ২ বছরে ৩০০+ রোগী দেখেছি। একজন মানুষের সুস্থতার দায়িত্ব নেয়া সহজ কথা নয়। ওয়েটলস প্রোগ্রাম এর একজন ভ...
04/03/2025

আলহামদুলিল্লাহ গত ২ বছরে ৩০০+ রোগী দেখেছি। একজন মানুষের সুস্থতার দায়িত্ব নেয়া সহজ কথা নয়। ওয়েটলস প্রোগ্রাম এর একজন ভাইয়ের ইনবক্স থেকে।ডেইলি মনিটরিংয়ে প্রতিনিয়ত একটু একটু করে যখন মানুষের স্বাস্থ্যকর পরিবর্তন দেখি তখন নিজেকে সার্থক মনেহয়। 😇
রোগীদের থেকে এমন রিভিউ পেলে পরিপূর্ণ লাগে। ❤️

৭ বছর পুষ্টি নিয়ে পড়াশোনা ও ২ বছর পুষ্টিবিদ হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন করার পরে এই স্বপ্নটি পূরণ হলো ❤️আলহামদুলিল্লাহ, আম...
04/03/2025

৭ বছর পুষ্টি নিয়ে পড়াশোনা ও ২ বছর পুষ্টিবিদ হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন করার পরে এই স্বপ্নটি পূরণ হলো ❤️

আলহামদুলিল্লাহ, আমার নাম ও ডিগ্রি লেখা প্ল্যাকার্ড ✨️

দোয়া করবেন যেন নিজেকে আরো সমৃদ্ধ করে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি 🥰

সাদিয়া শাহরিণ শিফা
নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালটেন্ট ❤️

সেহেরির জন্য পারফেক্ট মিল পট। রেসিপি দিয়ে দিচ্ছি, অবশ্যই ট্রাই করবেন। পছন্দমত মাছ/মাংস নিয়ে পানিতে সামান্য লবণ বা পিংক...
03/03/2025

সেহেরির জন্য পারফেক্ট মিল পট। রেসিপি দিয়ে দিচ্ছি, অবশ্যই ট্রাই করবেন।

পছন্দমত মাছ/মাংস নিয়ে পানিতে সামান্য লবণ বা পিংক সল্ট দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ হয়ে এলে হালকা তেল/ঘি সাথে কিছুটা গোলমরিচ, কাঁচামরিচ,আদা, রসুন,হলুদ এবং ধনিয়া মিশিয়ে নিতে পারেন স্বাদমতো। ২-৩ মিনিট জ্বাল করে নিয়ে এরপরে এর মধ্যেই পছন্দ মত ২-৩ ধরনের সবজি দিয়ে দিন। অর্থাৎ এতক্ষণ জ্বাল হওয়া মাছ/মাংসের ব্রথেই সবজিটা সিদ্ধ দিবেন। সবজি শেষে দেয়ার কারণ হলো, সবজি বেশিক্ষণ সিদ্ধ করবেন না, হাফ সিদ্ধ হয়ে এলেই নামিয়ে নিন। এতে পুষ্টিগুণ খুব বেশি নষ্ট হচ্ছে না।

এই ডিশ যেমন পানিশূন্যতা পূরণ করবে একই সাথে এতে থাকা মাছ/মাংসের প্রোটিন রোজায় সারাদিন শক্তি ধরে রাখতে কাজ করবে। একই সাথে এতে থাকা সবজিগুলো সারাদিনের ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করছে। তেল বা ঘি থেকে ফ্যাটের চাহিদা পূরণ হচ্ছে। কার্বোহাইড্রেট নেই, তাই যারা ওজন কমাতে চান তাদের জন্যও এটি পারফেক্ট। তবে যারা ওজন কমাতে চান না, তারা লাল চালের ভাত বা কিনুয়ার সাথে এই রেসিপিটি রাখবেন।

এককথায়, সেহেরির পারফেক্ট সল্যুশন ✨️🤍

✍️সাদিয়া শাহরিণ শিফা
নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালটেন্ট

#ডায়েট #রেসিপি #রমজান

হেলদি মিন্ট-লেমোনেড রেসিপি: ইফতারে হোক বা গরমের যেকোনো বিকেলে, অনেকের পছন্দের পানীয় হলো মিন্ট লেমোনেড। পুদিনা ও লেবুর স...
03/03/2025

হেলদি মিন্ট-লেমোনেড রেসিপি:

ইফতারে হোক বা গরমের যেকোনো বিকেলে, অনেকের পছন্দের পানীয় হলো মিন্ট লেমোনেড। পুদিনা ও লেবুর সমন্বয়ে তৈরি এই পানীয়টি বেশ রিফ্রেশিং, যা সারাদিনের ক্লান্তি দূর করতে সক্ষম। তবে রেস্টুরেন্ট এর মিন্ট লেমোনেড এ ব্যবহার করা হয় সোডা, চিনি, অতিরিক্ত সাদা লবণ এবং ক্ষেত্র বিশেষে আর্টিফিশিয়াল কালার ও ফ্লেভার। ফলে অসাধারণ পানীয়টি হয়ে ওঠে অস্বাস্থ্যকর।💚

আজ আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি স্বাস্থ্যকর উপায়ে মিন্ট লেমোনেড বানানোর রেসিপি। 🌿

উপকরণ:
১। পুদিনা পাতা (ভালো করে ধুয়ে কুচি করে কেটে রাখা-৫০ গ্রাম প্রায়)
২। লেবুর রস (১/২ টি লেবুর রস)
৩। পিংক সল্ট (স্বাদমতো)
৪। ধনিয়া বীজ (বাধ্যতামূলক নয়, স্বাদ বাড়াতে সামান্য দিতে পারেন)
৫। আদা (বাধ্যতামূলক নয়, তবে এটি যোগ করলে পুষ্টিগুণ বৃদ্ধি পাবে, বিশেষত রোজায় যাদের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা দেখা যায় তারা যোগ করবেন)
৬। মধু (২ চা চামচ- ঐচ্ছিক, ডায়াবেটিস থাকলে ব্যবহারনা করাই ভালো)
৭। গোলমরিচ (স্বাদমতো)
৮। পানি ৩০০ মিলি

প্রস্তুত প্রণালী:
সব উপকরণ ব্লেন্ড করে ছেকে নিবেন। বরফ যোগ করতে পারেন। 🍹

স্বাস্থ্য উপকারিতা:
১। শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দিবে।
২। গ্যাস্ট্রিক, বদহজম,পেটফাপা এবং আইবিএসের সমস্যার সমাধানে কাজ করবে।
৩। ডাইজেশটিভ এনজাইম সমূহের রেগুলেশন ঠিক রাখতে সহায়তা করবে।
৪। দেহের পানিশূন্যতা দূর করবে।
৫। শুষ্ক ত্বকের সমস্যা দূর করে ত্বকের এলাস্টিসিটি বাড়াবে।
৬। এটিতে ডিটক্সিফিকেশন প্রপার্টিস রয়েছে যা আপনার দেহে জমে থাকা বিষাক্ত উপাদান দূর করতে সক্ষম।
৭। ঠান্ডা, কাশি, জ্বর সর্বোপরি সিজনাল ফ্লু এর সমস্যা দূর করবে।

তাই এই রমজানের ইফতারে একদিন হলেও এই পানীয়টি রাখুন। কথা দিচ্ছি, ভালো লাগবে, শরীর মন সতেজতা ফিরে পাবে। 🍀

✍️ সাদিয়া শাহরিণ শিফা
নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালটেন্ট

02/03/2025

ইফতার থেকে সেহেরি পর্যন্ত কমপক্ষে ২ লিটার পানি পান করতে হবে। আপনি কতটুকু পানি পান করলেন?

27/02/2025

ঘুমানোর কমপক্ষে ৩ ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলার অভ্যাস গ্যাস্ট্রিক, বদহজম, ঘুমের সমস্যা ও হরমোনাল যেকোনো সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে।

Address

Mirpur 1
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dietitian & Nutritionist- Sadia Shahrin Sifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category