Pusti Tv Bd

Pusti Tv Bd পুষ্টি টিভি

পুষ্টিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমার পুষ্টি টিভির ভিডিও ভাইরাল হয়েছে — এটা সম্ভব...
06/10/2025

পুষ্টিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

আমার পুষ্টি টিভির ভিডিও ভাইরাল হয়েছে — এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা, সাপোর্ট আর উৎসাহে।

আপনাদের প্রত্যেকে বন্ধুকে ও ফলোয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসীম ধন্যবাদ।
আপনাদের এই ভালোবাসাই আমার অনুপ্রেরণা, সামনে আরও সুন্দর কনটেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ ।



ভিডিওটি দেখতে চাইলে নিচে লিংক

চানাচুর বা বিস্কুট কিভাবে হৃদরোগ বৃদ্ধি ?

https://business.facebook.com/latest/posts/published_posts?asset_id=505976105942437

05/10/2025
05/10/2025

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ । পুষ্টি টিভি বিডি । Pusti Tv Bd

ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (ইএইচএ) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হেমাটোলজি টিউটোরিয়াল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। ৩ ও ৪ অক্টোবর রাজধানীর স্থানীয় একটি হোটেলে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ বৈজ্ঞানিক সম্মেলনে ১৫ জন আন্তর্জাতিক ও ২১৩ জন স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি......


এই সম্মেলনে হেমাটোলজিক্যাল নানা রোগ, বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়ার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞরা এসব জটিল রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা ও রোগীর জীবনমান উন্নয়নে কার্যকর কৌশল তুলে ধরেন।

বৈজ্ঞানিক সেশনগুলো পরিচালনা করেন ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা। স্থানীয় বিশেষজ্ঞরা জটিল ক্লিনিক্যাল কয়েকটি কেস উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য শিক্ষামূলক ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শেষে দেশীয় গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বাংলাদেশে রক্তের ক্যানসার ও অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা প্রোটোকল প্রয়োগ করলে রোগীদের বেঁচে থাকার হার বাড়বে। আন্তর্জাতিক মানের রক্তরোগ বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর এই ধরনের টিউটোরিয়াল তরুণ চিকিৎসক ও বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায়, বাংলাদেশেও সেসব সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় দক্ষতার সমন্বয় হেমাটোলজিক্যাল রোগীদের জন্য উন্মোচিত হবে নতুন দিগন্ত।

#রক্তরোগ #প্রথমবারেরমতো #বৈজ্ঞানিকসম্মেলন #চিকিৎসাবিজ্ঞান #স্বাস্থ্যখবর #পুষ্টিটিভি #চিকিৎসকপ্রশিক্ষণ #ঢাকা #রক্তরোগ

04/10/2025

ডেঙ্গু ও চিকনগুনিয়ার আতঙ্কে আর নয়! এ থেকে মা ও শিশুকে রক্ষায় যা জরুরী । ইমেরিটাস অধ্যাপক ডা. এ. বি. এম. আব্দুল্লাহ। পুষ্টি টিভি বিডি । Pusti Tv Bd

ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রকোপ থেকে মা ও শিশুকে সুরক্ষিত রাখা এই সময়ে সবচেয়ে জরুরি। ডেঙ্গু ও চিকনগুনিয়ার আতঙ্কে আর নয়! এই রোগ থেকে মা ও শিশুকে রক্ষা করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া জরুরি? বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এ. বি. এম. আব্দুল্লাহ পুষ্টিটিভির জন্য নিয়ে এসেছেন বিশেষ গাইডলাইন। এই ভিডিওতে তিনি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মায়েদের জন্য বিশেষ টিপস এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার উপায়গুলি সহজ ভাষায় আলোচনা করেছেন।

এই ভিডিওতে আপনি জানতে পারবে:
• মা ও শিশুর উপর ডেঙ্গু-চিকনগুনিয়ার প্রভাব।
• মশা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সুরক্ষার সহজ কিন্তু কার্যকর উপায়।
• রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত কী করা উচিত।
• গর্ভবতী মা ও ছোট শিশুর যত্নে বিশেষ সতর্কতা।
পুষ্টিটিভির এই বিশেষ কনটেন্টটি দেখেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করবেন প্লিজ । পুষ্টিটিভি বিডি-এর অন্যান্য স্বাস্থ্য কনটেন্ট দেখতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ।

#পুষ্টিটিভিবিডি #স্বাস্থ্যসচেতনতা #ডাএবিএমআব্দুল্লাহ

#ডেঙ্গু_চিকনগুনিয়া #মা_শিশুর_সুরক্ষা #ডা_এবিএম_আব্দুল্লাহ #পুষ্টিটিভি_স্বাস্থ্য #ডেঙ্গু_প্রতিরোধ #স্বাস্থ্য_সচেতনতা #মশাবাহিত_রোগ #গর্ভবতী_মা_ও_শিশু #শিশুর_যত্ন #ডেঙ্গু_পরামর্শ #চিকনগুনিয়া_প্রতিরোধ #স্বাস্থ্য_টিপস

অক্টোবর : স্তন ক্যানসার সচেতনতা মাসব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কিছু করনীয় ?১) মেদ দূর করা   ২) মদ-সিগারেট না খাওয়া৩) নিয়...
04/10/2025

অক্টোবর : স্তন ক্যানসার সচেতনতা মাস

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কিছু করনীয় ?

১) মেদ দূর করা ২) মদ-সিগারেট না খাওয়া
৩) নিয়মিত পরিশ্রম করা, সপ্তাহে নিদেনপক্ষে এক-দুই ঘণ্টা নিয়মিত দৌড়-ঝাঁপ-সাঁতার করা
৪) স্বাস্থ্যকর জীবন যাপন করা, পরিমিত খাবার খাওয়া ও ঘুমানো
৫) নিয়মিত সুস্থ যৌন মিলন নারী-পুরুষ দুজনকেই অনেক অসুখ থেকে সুরক্ষা দেয় ।
৬) বাচ্চা হবার পর নিয়মিত ব্রেস্ট ফিডিং করানো ।
৭) ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা। যা শরীরের সুস্থতা ও হাজারো রোগ প্রতিরোধ করে ।
৮) রেডিয়েশন থেকে দূরে থাকা, অল্প বয়সে সিটি স্ক্যান না করানো ও এক্সরে কম করানো ।
৯) প্রতি বছর সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্যাপ-স্মিয়ার টেস্ট করানো ।
১০) প্রতি মাসে খুব সাবধানে সময় নিয়ে স্তনের সেলফ এক্সাম করা এবং সামান্যতম পরিবর্তন হলেই ডাক্তারের কাছে যাওয়া।
১১) ৪৫ এর পর প্রতি দুই বছরে অন্তত একবার ম্যামোগ্রাম করানো

স্তন ক্যান্সারের বিরুদ্ধে মূল ব্যাপার হচ্ছে, যত দ্রুত সম্ভব ধরা পড়া, সেজন্য সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত পরীক্ষা করানোটা জরুরি। যত তাড়াতাড়ি ধরা যাবে বাঁচার সম্ভাবনা তত বাড়বে। এজন্য সচেতনতার বিকল্প নেই। সেই সচেতনতা নারীপুরুষ-সমাজ-সরকার সবার জন্য জরুরি।

#স্তনক্যান্সার

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত্ব ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল চলছে রূপসী বাংলার গ্র্যান্ড বল রুমে। উদ্বোধনী অনুষ্ঠা...
04/10/2025

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত্ব ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল চলছে রূপসী বাংলার গ্র্যান্ড বল রুমে।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দন।



এই সম্মেলনে হেমাটোলজিক্যাল নানা রোগ, বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়ার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞরা এসব জটিল রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা ও রোগীর জীবনমান উন্নয়নে কার্যকর কৌশল তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশে রক্তের ক্যানসার ও অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা প্রোটোকল প্রয়োগ করলে রোগীকে বাঁচানো যায়। আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় দক্ষতার সমন্বয় হেমাটোলজিক্যাল রোগীদের জন্য উন্মোচিত হবে নতুন দিগন্ত।

03/10/2025

দাঁতের সমস্যা মানেই কি ফেলে দেওয়া? 😥 মোটেই নয়! 🙅♂️? চিকিৎসা নিন সংরক্ষণ করুণ ? প্রফেসর ডা: মো: রকিবুল ইসলাম ,প্রফেসর এন্ড হেড, অর্থোডনটিকস্ ডিপার্টমেন্ট, সিটি ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা। পুষ্টি টিভি বিডি । Pusti Tv Bd

🦷 দাঁত শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এটিকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার আধুনিক চিকিৎসা এখন হাতের নাগালে। কিন্তু কেন দাঁত সংরক্ষণ করা জরুরি? আর কীভাবে বা কোন পদ্ধতিতে দাঁত ফেলে না দিয়ে সুস্থ রাখা যায়?

পুষ্টিটিভির বিশেষ আয়োজনে, ঐশী ডেন্টাল সার্জারী এন্ড অর্থোডনটিকস্ বনশ্রী-এর চীফ কনসালটেন্ট, প্রখ্যাত ডেন্টিস্ট প্রফেসর ডা: মো: রকিবুল ইসলাম (Professor Dr. Md. Rokibul Islam) দিয়েছেন এই বিষয়ে বিস্তারিত তথ্য।

জেনে নিন 👇

দাঁত না ফেলার গুরুত্ব

দাঁত সংরক্ষণের আধুনিক পদ্ধতি (যেমন: রুট ক্যানেল ট্রিটমেন্ট বা RCT, ক্যাপ, ফিলিং)

কখন এবং কেন এই চিকিৎসাগুলো করানো দরকার

সুস্থ দাঁত ধরে রাখার কার্যকরী টিপস

ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান দাঁতকে বাঁচিয়ে রাখার সঠিক উপায় জেনে নিন! সুস্থ থাকুন, সুন্দর হাসুন! 😊

#দাঁতসংরক্ষণ #দাঁতফেলেদেবেননা #রুটক্যানেল #ডেন্টালকেয়ার #ঐশীডেন্টাল #ডাঃরকিবুলইসলাম #পুষ্টিটিভিবিডি #সুস্থদাঁত #স্বাস্থ্যটিপস,

হ্যালো দর্শক! এটি একটি পুষ্টি টিভির youtube Channel ও page । এখানে খাদ্য-পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে তথ্য ও পরামর্শ পেতে পুষ্টি টিভির youtube Channel সাবক্রাইব ও page এর ফলোয়ার্স হয়ে আমাদের সঙ্গেই থাকুন।

অক্টোবর : স্তন ক্যানসার সচেতনতা মাসস্তন ক্যান্সার হয়েছে কিনা বুঝবেন কিভাবে ? যে বিষয়গুলো খেয়াল করা অতিবী  জরুরী। ১)  স্ত...
03/10/2025

অক্টোবর : স্তন ক্যানসার সচেতনতা মাস

স্তন ক্যান্সার হয়েছে কিনা বুঝবেন কিভাবে ?

যে বিষয়গুলো খেয়াল করা অতিবী জরুরী।

১) স্তনের আকার, আকৃতি, রঙ, গড়ন আগের মতই একই আছে কি না ?
২) স্তন কোন রকম ফোলা, লাল, র‌্যাশ, গরম অনুভূতি, আকৃতির ভিন্নতা দেখা যাচ্ছে কি না।
৩) দুই স্তন তুলনামূলক একই রকম কি না ?
৪) স্তনে কোন রকম টোল, চামড়া কুঁচকানো বা চামড়ার কোন পরিবর্তন দেখা যাচ্ছে কি না ?
৫) নিপল স্তনের ভিতরে ঢুকে গেছে কি না ? নিপলের অবস্থান, আকার, আকৃতি পরিবর্তিত মনে হচ্ছে কি না ?
৬) চাপ দিলে বা আয়নার সামনে দাঁড়িয়ে হাত উঁচু করলে কোন রকম ফ্লুইড, জল, বা রক্ত বের হয় কি না ?
৭) শুয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে বা ভেজা শরীরে স্নান করার সময় নানা রকমভাবে উপর-নিচে, বৃত্তাকারে, ডানে-বামে ইত্যাদি ডিরেকশনে সম্পূর্ণ স্তন পরীক্ষা করে নতুন কিছু পাওয়া যায় কি না বা অনুভব করা যায় কি না?

স্তন ক্যান্সারের প্রায় ২০-২৫ রকমের গ্রুপ-সাবগ্রুপ আছে। স্টেজিং, বয়স, রোগীর অবস্থা, কোন ধরনের চিকিৎসা কার্যকরী হতে পারে, মেটাস্টাসিস, এবং কোন গ্রুপের ক্যান্সার বা টিউমার তার উপর ভিত্তি করে রোগীর চিকিৎসা উচিত।

#স্তনক্যান্সার

02/10/2025

ক্যান্সার রোগীদের জন্য হাই প্রোটিন ডায়েট: সুস্থ থাকার গোপন রহস্য । ডা. জুলফিয়া জিনাত চৌধুরী। সহকারি অধ্যাপক ও রক্তরোগ বিশেষজ্ঞ, হেমাটোলজি বিভাগ, বিএমইউ । পুষ্টি টিভি বিডি । Pusti Tv Bd

ক্যান্সার রোগীদের জন্য হাই-প্রোটিন ডায়েট: সুস্থ থাকার গোপন রহস্য” বিষয়ক ভিডিওটিতে বিএমইউ এর সহকারী অধ্যাপক ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. জুলফিয়া জিনাত চৌধুরী ক্যান্সার রোগীদের সুস্থতা ও জীবনমান উন্নয়নে সহায়ক একটি বাস্তব ও প্রয়োজনীয় হাই-প্রোটিন ডায়েট পরিকল্পনা দিয়েছেন।

ভিডিওটি দেখলে আপনি যা জানতে পাবেন:
- কেন ক্যান্সার রোগীদের প্রোটিন খুব গুরুত্বপূর্ণ (টিস্যু মেরামত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ইত্যাদি)
- প্রতিদিন কত পরিমাণ প্রোটিন দরকার হতে পারে ‒ ক্যান্সারের ধরণ, বয়স ও চিকিৎসার ধাপ অনুযায়ী
- প্রোটিনের ভালো উৎস: প্রাণিজ ও উদ্ভিজ্জ উভয় ক্ষেত্রেই
- প্রাকৃতিক খাবার ও আপনার রুটিনে প্রোটিন বাড়াতে সহজ কিছু টিপস
- চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মুখে ক্ষত, বমিভাব, ক্ষুধামন্দা থাকলে কিভাবে ডায়েট সামঞ্জস্য করবেন
- কখন ডায়েটিশিয়ান বা বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত

অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন — আমরা চেষ্টা করব উত্তর দিতে। ধন্যবাদ।

#ক্যান্সারপুষ্টি #প্রোটিনডায়েট #স্বাস্থ্যকরখাবার #ডায়েটটিপস #ডা_জুলফিয়া_জিনাত_চৌধুরী #পুষ্টি_টিভি_বিডি
#সুস্থথাকুন #জীবনমানউন্নয়ন

01/10/2025

হাসির সৌন্দর্য ফিরিয়ে আনুন: আঁকা-বাঁকা দাঁত সোজা করুন” । ডা. জুবাইদা জাহিদ ।ডেন্টাল সার্জন । সাব্বির ডেন্টাল কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টার । মিরপুর, ঢাকা । পুষ্টি টিভি বিডি | Pusti Tv Bd

আপনার হাসির সৌন্দর্য কি আঁকাবাঁকা দাঁতের কারণে ম্লান হয়ে যাচ্ছে? একটি সুন্দর, পরিপাটি হাসি আপনার আত্মবিশ্বাসকে শতগুণ বাড়িয়ে দেয়।

এই গুরুত্বপূর্ণ ভিডিওতে, সাব্বির ডেন্টাল কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টারের ডেন্টাল সার্জন ডা. জুবাইদা জাহিদ আমাদের জানাচ্ছেন কীভাবে আধুনিক চিকিৎসার মাধ্যমে খুব সহজেই আঁকাবাঁকা দাঁত সোজা করা সম্ভব। এবং দাঁতের যত্নের মাধ্যমে সুন্দর ও সুস্থ্য থাকা যায় তিনি আলোচনা করেছেন:
• আঁকাবাঁকা দাঁত সোজা করার প্রয়োজনীয়তা ও উপকারিতা।
• দাঁত সোজা করার জন্য উপলব্ধ বিভিন্ন পদ্ধতি (যেমন: ব্রেসেস, অ্যালাইনার)।
• চিকিৎসা চলাকালীন ও পরবর্তী সময়ে যত্নের উপায়।

আপনার দাঁতের সমস্যা নিয়ে আর নয় দুশ্চিন্তা। এই ভিডিওটি দেখুন এবং আপনার সুন্দর হাসি ফিরে পাওয়ার প্রথম ধাপটি নিন!

ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সবার সাথে শেয়ার করে দিন। ডেন্টাল স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। #পুষ্টিটিভিবিডি

#আঁকাবাঁকাদাঁত #দাঁতসোজা #ব্রেসেস #অ্যালাইনার #অর্থোডন্টিকট্রিটমেন্ট #ডেন্টালকেয়ার #দাঁতেরযত্ন #সুন্দরহাসি #ডাজুবাইদাজাহিদ #ডেন্টালসার্জন #স্বাস্থ্যটিপস, #শিশুদাঁত #দাঁতক্ষয় #চিপসচকলেট #স্বাস্থ্যকরখাদ্য #পুষ্টিসচেতনতা #শিশুসুস্থতা #দাঁতসুরক্ষা #শিশুস্বাস্থ্য #পুষ্টিটিভিবিডি

30/09/2025

বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটি'র ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন-২৫ অনুষ্ঠিত হলো । অধ্যাপক ডা: মো: রকিবুল ইসলাম । সভাপতি। বাংলাদেশ অর্থোডনটিকস্ সোসাইটি । পুষ্টি টিভি বিডি, Pusti Tv Bd

বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটি’র ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন (BESCON 2025) ২৬-২৭ সেপ্টেম্বর, ঢাকা মেডিক্যাল ইউনিভার্সিটির শহীদ আবু সায়েদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

এই বিশেষ ইন্টারভিউতে, সিটি ডেন্টাল কলেজ এন্ড হসপিটালের অধ্যাপক ও বাংলাদেশ অর্থোডনটিকস্ সোসাইটির সভাপতি ডা: মো: রকিবুল ইসলাম তাঁর দৃষ্টিভঙ্গি, সম্মেলনের বৈজ্ঞানিক গুরুত্ব এবং এন্ডোডন্টিক ক্ষেত্রে উদীয়মান প্রবণতা ও অভিজ্ঞতা শেয়ার করেন।

ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও শেয়ার করুন, এবং মন্তব্যে জানিয়ে দিন আপনার কোন বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে!

#ডেন্টালকনফারেন্স #দাঁতেরচিকিৎসা #ডেন্টালরিসার্চ #বাংলাদেশএন্ডোডন্টিকসোসাইটি #ডামোরকিবুলইসলাম #সভাপতি #বাংলাদেশঅর্থোডনটিকস্সোসাইটি

29/09/2025

হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে কেন খাদ্যাভ্যাস জরুরী ? পুষ্টিবিদ মায়িশা মাহমুদ নাতাশা । ইন্টার্ন ডায়েটিশিয়ান, এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। পুষ্টি টিভি বিডি । Pusti Tv Bd

বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো হৃদরোগ। কিন্তু আপনি কি জানেন, আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসই আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ?

SIBL ফাউন্ডেশন হাসপাতালের ইন্টার্ন ডায়েটিশিয়ান মায়িশা মাহমুদ নাতাশা "পুষ্টিটিভি বিডি"-এর দর্শকদের জন্য নিয়ে এসেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই ভিডিওতে আপনি জানতে পারবেন :

কেন হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারের প্রথম ধাপ হিসেবে স্বাস্থ্যকর খাদ্যভ্যাস বেছে নেওয়া জরুরি।

কোন ধরনের খাবার ধমনীতে ব্লক সৃষ্টি করে এবং কোন খাবারগুলো হার্টকে সুস্থ রাখে।

অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিসের মতো হৃদরোগের ঝুঁকিগুলো কীভাবে সঠিক ডায়েটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।

দৈনন্দিন জীবনে সহজে অনুসরণ করার মতো কিছু কার্যকরী পুষ্টি টিপস যা তোমার হার্টকে রাখবে শক্তিশালী ও সতেজ।

হৃদরোগের ঝুঁকি কমাতে এবং একটি সুস্থ জীবন পেতে আজই পুষ্টিবিদের এই পরামর্শগুলো জেনে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন । কারণ সুস্থ হার্ট মানেই সুস্থ জীবন!

#পুষ্টিটিভিবিডি #হৃদরোগপ্রতিরোধ #হার্টহেলথ #পুষ্টিবিদমায়িশামাহমুদনাতাশা #খাদ্যাভ্যাসেরগুরুত্ব #স্বাস্থ্যকরডায়েট
#কার্ডিওভাসকুলারস্বাস্থ্য
#পুষ্টিতথ্য

Address

465/14, Bondu Nibus Ulon, Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pusti Tv Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram