MediHelp Diagnostic & Hospital

  • Home
  • MediHelp Diagnostic & Hospital

MediHelp Diagnostic & Hospital মেডিহেল্প ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল
Just Click to Cure
বিশ্বস্ত চিকিৎসক, আধুনিক ল্যাব, সুলভ সেবা — all in one place.

Reliable healthcare made easy, just a click away. তাই দেরি না করে চলে আসুন ঢাকা ও নারায়ণগঞ্জ যেকোনো শাখাতে। প্রয়োজনে: 01329478676

বারবার মিসক্যারেজ কেন হয় এবং এর প্রতিকার কি?বারবার মিসক্যারেজ (Repeated Miscarriage) বা Recurrent Pregnancy Loss (RPL) ...
01/05/2025

বারবার মিসক্যারেজ কেন হয় এবং এর প্রতিকার কি?

বারবার মিসক্যারেজ (Repeated Miscarriage) বা Recurrent Pregnancy Loss (RPL) বলতে সাধারণত টানা দুই বা তার বেশি গর্ভপাত হওয়াকে বোঝানো হয়। এর অনেক কারণ থাকতে পারে। কিছু প্রধান কারণ হলো:

সম্ভাব্য কারণসমূহ:

জেনেটিক সমস্যা: বাবা বা মায়ের ক্রোমোজোমের কোন অস্বাভাবিকতা।

হরমোনাল সমস্যা: যেমন পিসিওএস (PCOS), থাইরয়েডের সমস্যা, বা প্রোজেস্টেরন হরমোনের ঘাটতি।

ইউটেরাসের গঠনগত সমস্যা: জরায়ুর ভেতর কোনো বিভাজন, ফাইব্রয়েড, বা পলিপ।

রক্ত জমাট বাঁধার সমস্যা (Thrombophilia): যেমন এন্টিফসফোলিপিড সিনড্রোম।

সংক্রমণ: কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে।

ইমিউন সিস্টেমের সমস্যা: শরীর ভ্রূণকে "বিদেশি বস্তু" হিসেবে শনাক্ত করে আক্রমণ করতে পারে।

জীবনধারার কারণ: ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন, ওজন বেশি বা কম হওয়া, স্ট্রেস ইত্যাদি।

প্রতিকার ও চিকিৎসা:

সম্পূর্ণ মেডিকেল চেকআপ: প্রথম ধাপ হলো কারণ খুঁজে বের করা। বিশেষ করে রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, হরমোন পরীক্ষা এবং জেনেটিক টেস্ট করা হয়।

হরমোনাল চিকিৎসা: প্রয়োজনে প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট দেওয়া হয়।

রক্ত পাতলা করার ওষুধ: যদি থ্রমবোফিলিয়ার সমস্যা থাকে, তবে হেপারিন বা অ্যাসপিরিন দেওয়া হতে পারে।

সার্জিক্যাল চিকিৎসা: জরায়ুর গঠনগত সমস্যা থাকলে সার্জারির মাধ্যমে ঠিক করা যেতে পারে।

জীবনধারার পরিবর্তন: স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও মদ্যপান বন্ধ করা, স্ট্রেস ম্যানেজমেন্ট।

বিশেষজ্ঞের পরামর্শ: গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।

২-৪ মাসের মধ্যে ভ্রুনের/বাচ্চার হার্টবিট এসে আবার চলে যাওয়ার কারণ কি হতে পারে? কারো সাথে কি এরকম ঘটনা একের অধিক বার হয়েছ...
30/04/2025

২-৪ মাসের মধ্যে ভ্রুনের/বাচ্চার হার্টবিট এসে আবার চলে যাওয়ার কারণ কি হতে পারে? কারো সাথে কি এরকম ঘটনা একের অধিক বার হয়েছে? একজনের প্রশ্নের উত্তরটি আসন জেনে নেই:
২-৪ মাসের মধ্যে গর্ভস্থ ভ্রূণের হার্টবিট আসা এবং পরে হারিয়ে যাওয়া—অর্থাৎ গর্ভপাত হয়ে যাওয়া—একটি কষ্টদায়ক কিন্তু তুলনামূলকভাবে সাধারণ ঘটনা। এই ধরনের ঘটনার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন:
জিনগত ত্রুটি (Genetic abnormalities): সবচেয়ে সাধারণ কারণ। ভ্রূণের কোষ বিভাজনের সময় যদি কোনো ক্রোমোজোমাল সমস্যা হয়, তাহলে ভ্রূণ বেঁচে থাকতে পারে না।

হরমোনের সমস্যা: বিশেষ করে প্রোজেস্টেরনের অভাব গর্ভপাতের কারণ হতে পারে।

ইনফেকশন: যেমন টক্সোপ্লাজমোসিস, লিস্টেরিওসিস, বা ভাইরাল সংক্রমণ।

ইমিউন সিস্টেমের অসামঞ্জস্য: শরীর যদি ভ্রূণকে 'বহিরাগত' হিসেবে চিহ্নিত করে, তাহলে গর্ভপাত ঘটতে পারে।

থাইরয়েড সমস্যা বা ডায়াবেটিস: নিয়ন্ত্রণে না থাকলে গর্ভাবস্থায় জটিলতা তৈরি করতে পারে।

জীবনযাত্রা বা পরিবেশগত কারণ: ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন, মদ্যপান, বা বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে আসা।

গর্ভাশয়ের গঠনগত সমস্যা: যেমন ইউটেরাইন সেপটাম, বা ফাইব্রয়েড।

একাধিকবার এমন হলে তাকে 'Recurrent Pregnancy Loss' (RPL) বলা হয়।
এই ক্ষেত্রে অবশ্যই একজন গাইনোকলজিস্ট বা প্রজনন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত, কারণ বেশ কিছু পরীক্ষার মাধ্যমে সঠিক কারণ জানা যায় এবং অনেক ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে ভবিষ্যতে সুস্থ গর্ভধারণ সম্ভব হয়

Worried about PCOS, infertility, and gynecological treatment?Stop worrying and visit MediHelp Fertility.A Free Medical C...
23/04/2025

Worried about PCOS, infertility, and gynecological treatment?
Stop worrying and visit MediHelp Fertility.

A Free Medical Camp for PCOS patients is going to be held at MediHelp Fertility Center on Friday, May 2, 2025, under the supervision of Dr. Hasna Hossain Akhi, during the special event “CURE PCOS”.

You’ll receive:
_ Free medical consultation
_ Free diet advice
_ Free infertility counseling
_ Free psychological counseling
_ Special discounts on TVS and hormonal tests

Dr. Hasna Hossain Akhee
MBBS, MS (Obs & Gyn), MMed
Fellowship in Infertility (India)
Diploma in ART & IVF (New Delhi)
Infertility Specialist
Uttara Fertility Center & MediHelp Fertility Center, Dhaka

Limited slots available for pre-registered patients only.

Registration fee only 100 BDT for the first 20 patients
(Valid till April 25, 2025)

For registration, contact:
MediHelp Fertility Center
4th floor of Dhanmondi Clinic (Lift -3),
Opposite Comfort Hospital
61, Green Road, Dhanmondi, Dhaka
01329-478676
01955-772788

Register now! One small step from you could turn your dream into reality.

“CURE PCOS: The right guide to making your dream come true”

PCOS ,বন্ধ্যাত্ব এবং গাইনী চিকিৎসা নিয়ে চিন্তিত?আর চিন্তা না করে চলে আসুন মেডিহেল্প ফার্টিলিটিতে।ফ্রি মেডিকেল ক্যাম্প আগ...
20/04/2025

PCOS ,বন্ধ্যাত্ব এবং গাইনী চিকিৎসা নিয়ে চিন্তিত?
আর চিন্তা না করে চলে আসুন মেডিহেল্প ফার্টিলিটিতে।

ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ২মে ২০২৫ রোজ শুক্রবার, PCOS ভুক্তভোগীদের জন্য মেডিহেল্প ফার্টিলিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডা: হাসনা হোসেন আখী ম্যামের অধিনে "CURE PCOS ইভেন্টে"।

এখানে পাবেন:
_ ফ্রি ডাক্তারি পরামর্শ
_ ফ্রি ডায়েট পরামর্শ
_ ফ্রি বান্ধ্যাত্ব কাউন্সিলিং
_ ফ্রী সাইকোলজিক্যাল কাউন্সিলিং
_ টিভিএস ও হরমোনাল টেস্টের উপর বিশেষ ছাড়

🩺ডা. হাসনা হোসেন আখি
এমবিবিএস, এমএস (অবস অ্যান্ড গাইনী), এমএমএড
বন্ধ্যাত্ব বিষয়ে ফেলোশিপ (ইন্ডিয়া)
ডিপ্লোমা ইন এআরটি, আইভিএফ (নিউ দিল্লি)
বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ
উত্তরা ফার্টিলিটি সেন্টার এবং মেডিহেল্প ফার্টিলিটি সেন্টার ঢাকা

🌿 পূর্ব আপয়েন্টমেন্টকৃত অতি সীমিত সংখ্যক পেশেন্ট এই সুবিধা পাবেন।

প্রথম ২০ জনের জন্য রেজিস্ট্রেশন ফি ১০০টাকা(২৫/০৪/২০২৫ তারিখ পর্যন্ত)

✍️ রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগঃ
মেডিহেল্প ফার্টিলিটি সেন্টার
ধানমন্ডি ক্লিনিকের ৪র্থ তলায় (লিফটের -৩), কমফোর্ট হাসপাতালে বিপরীতে
৬১, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা।
01329-478676
01955-772788

এখনই রেজিস্ট্রেশন করুন! আপনার এক ধাপ উদ্যোগই পারে ভবিষ্যতের স্বপ্নকে বাস্তব করতে।

ল্যাপারোস্কপি: গর্ভধারণে একটি ‘গেম চেঞ্জার’?অনেকেই বছর বছর চেষ্টার পরও মা হতে পারছেন না। চিকিৎসা করাচ্ছেন, পরীক্ষা করাচ্...
14/04/2025

ল্যাপারোস্কপি: গর্ভধারণে একটি ‘গেম চেঞ্জার’?

অনেকেই বছর বছর চেষ্টার পরও মা হতে পারছেন না। চিকিৎসা করাচ্ছেন, পরীক্ষা করাচ্ছেন, তারপরও গর্ভধারণ হচ্ছে না—এমন পরিস্থিতিতে ল্যাপারোস্কপি (Laparoscopy) হতে পারে একটি কার্যকর ও নিরাপদ সমাধান।

* ল্যাপারোস্কপি কী?

ল্যাপারোস্কপি হলো আধুনিক একধরনের মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেখানে ছোট কাটের মাধ্যমে ক্যামেরা ও সরঞ্জাম প্রবেশ করিয়ে ভেতরের সমস্যা চিহ্নিত ও সমাধান করা যায়।

* কখন ল্যাপারোস্কপি করার পরামর্শ দেওয়া হয়?

_ পলিসিস্টিক ওভারি (PCOS) থাকলে
_ এন্ডোমেট্রিওসিস বা ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে
_ অনির্ধারিত পেলভিক পেইন বা ইনফার্টিলিটির কারণ খুঁজে না পেলে
_ আগে থেকে কোনো গাইনোকলজিক্যাল অপারেশনের ইতিহাস থাকলে

* ল্যাপারোস্কি করে গর্ভধারণ সম্ভব হয় কীভাবে?

_ ব্লক টিউব খুলে ফেলা
_ এন্ডোমেট্রিওসিস ক্লিয়ার করা
_ PCOS রোগীর ক্ষেত্রে ওভারি ড্রিলিং পেলে ভিতরের অঙ্গের যে সমস্যা গর্ভধারণে বাধা দিচ্ছে, তা সরাসরি দেখে সমাধান করা যায়

* গেম চেঞ্জার কেন?

ল্যাপারোস্কপির মাধ্যমে অনেক নারীর গর্ভধারণে সাফল্যের হার বেড়েছে। বিশেষ করে যাদের কারণ জানা যাচ্ছিল না, তাদের ক্ষেত্রে এই পদ্ধতি সমস্যার মূল কারণ খুঁজে বের করতে সহায়ক হয়েছে।

* আপনিও কি বহুদিন ধরে চেষ্টা করেও মা হতে পারছেন না?

ল্যাপারোস্কপি নিয়ে জানতে বা পরামর্শ নিতে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। সময় থাকতেই পদক্ষেপ নিন—মাতৃত্বের স্বপ্ন আর দূরে নয়!

কমেন্ট করুন বা ইনবক্সে "YES" লিখুন—আমাদের কনসালটেশন টিম আপনাকে বিস্তারিত জানাবে

গাইনী (গাইনোকলজি) এবং বন্ধ্যাত্ব (ইনফার্টিলিটি) চিকিৎসা একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্...
11/04/2025

গাইনী (গাইনোকলজি) এবং বন্ধ্যাত্ব (ইনফার্টিলিটি) চিকিৎসা একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নিচে আলাদা করে ব্যাখ্যা করছি:

গাইনী চিকিৎসা (Gynecology):

গাইনোকলজি মূলত নারীদের প্রজনন স্বাস্থ্য ও সংশ্লিষ্ট অঙ্গসমূহের চিকিৎসা নিয়ে কাজ করে।

যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়:
• ঋতুস্রাবের সমস্যা (অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত রক্তপাত ইত্যাদি)
• জরায়ুর সমস্যা (ফাইব্রয়েড, পলিপ, অ্যানোমালি)
• ওভারির রোগ (সিস্ট, PCOS)
• সংক্রমণ (ইউটিআই, যোনি সংক্রমণ ইত্যাদি)
• গর্ভনিরোধক পরামর্শ (Birth control)
• গর্ভপাত এবং এর জটিলতা
• রজোনিবৃত্তি (Menopause) ও হরমোন সংক্রান্ত সমস্যা

বন্ধ্যাত্ব চিকিৎসা (Infertility Treatment):

বন্ধ্যাত্ব চিকিৎসা হলো যখন একজন দম্পতি স্বাভাবিকভাবে সন্তান ধারণে ব্যর্থ হয়, তখন এর কারণ নির্ণয় ও চিকিৎসা করা।

যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়:
• ডিম্বাণু বা শুক্রাণুর ঘাটতি বা মান সমস্যার চিকিৎসা
• ওভ্যুলেশন ট্র্যাকিং ও হরমোন থেরাপি
• ইনসেমিনেশন (IUI)
• IVF (In Vitro Fertilization)
• ICSI (Intracytoplasmic S***m Injection)
• বন্ধ্যাত্বের কারণ খুঁজে বের করতে বিশেষ টেস্ট (HSG, Semen Analysis, Hormonal profile)
• পুরুষ ও নারী উভয়ের প্রজনন স্বাস্থ্য বিশ্লেষণ

Address

Multiplan Green Villa 61, Green Road, Dhaka/

1205

Alerts

Be the first to know and let us send you an email when MediHelp Diagnostic & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram