01/05/2025
বারবার মিসক্যারেজ কেন হয় এবং এর প্রতিকার কি?
বারবার মিসক্যারেজ (Repeated Miscarriage) বা Recurrent Pregnancy Loss (RPL) বলতে সাধারণত টানা দুই বা তার বেশি গর্ভপাত হওয়াকে বোঝানো হয়। এর অনেক কারণ থাকতে পারে। কিছু প্রধান কারণ হলো:
সম্ভাব্য কারণসমূহ:
জেনেটিক সমস্যা: বাবা বা মায়ের ক্রোমোজোমের কোন অস্বাভাবিকতা।
হরমোনাল সমস্যা: যেমন পিসিওএস (PCOS), থাইরয়েডের সমস্যা, বা প্রোজেস্টেরন হরমোনের ঘাটতি।
ইউটেরাসের গঠনগত সমস্যা: জরায়ুর ভেতর কোনো বিভাজন, ফাইব্রয়েড, বা পলিপ।
রক্ত জমাট বাঁধার সমস্যা (Thrombophilia): যেমন এন্টিফসফোলিপিড সিনড্রোম।
সংক্রমণ: কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে।
ইমিউন সিস্টেমের সমস্যা: শরীর ভ্রূণকে "বিদেশি বস্তু" হিসেবে শনাক্ত করে আক্রমণ করতে পারে।
জীবনধারার কারণ: ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন, ওজন বেশি বা কম হওয়া, স্ট্রেস ইত্যাদি।
প্রতিকার ও চিকিৎসা:
সম্পূর্ণ মেডিকেল চেকআপ: প্রথম ধাপ হলো কারণ খুঁজে বের করা। বিশেষ করে রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, হরমোন পরীক্ষা এবং জেনেটিক টেস্ট করা হয়।
হরমোনাল চিকিৎসা: প্রয়োজনে প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট দেওয়া হয়।
রক্ত পাতলা করার ওষুধ: যদি থ্রমবোফিলিয়ার সমস্যা থাকে, তবে হেপারিন বা অ্যাসপিরিন দেওয়া হতে পারে।
সার্জিক্যাল চিকিৎসা: জরায়ুর গঠনগত সমস্যা থাকলে সার্জারির মাধ্যমে ঠিক করা যেতে পারে।
জীবনধারার পরিবর্তন: স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও মদ্যপান বন্ধ করা, স্ট্রেস ম্যানেজমেন্ট।
বিশেষজ্ঞের পরামর্শ: গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।