Dr. Nurunnahar Lata

Dr. Nurunnahar Lata Plastic and Hand Surgery by
Dr. Nurunnahar lata
MBBS(DMC),MS(Plastic Surgery), FACS(USA). Plastic, Reconstructive,Hand and Burn Surgeon.

Assistant Professor of Plastic Surgery,NIBPS, Dhaka. Trained in Hand Surgery and Burn in UK, Singapore and China.

She is happy, she can wear sandal!
29/07/2025

She is happy, she can wear sandal!


Earlobe keloid
26/07/2025

Earlobe keloid

26/07/2025

কবে যে আমরা মানুষ হিসেবে সামান্যতম হলেও দ্বায়িত্বশীল আচরন করতে শিখব?
আজকে ইনস্টিটিউট এ ঢোকার সময় মনে হলো আমি এ কোথায় আসছি! উৎসুক জনগনকে নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে হচ্ছে।
কোথাও কোন দুর্ঘটনা হলে সাহায্য করার লোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয়, অথচ তামাশা দেখার লোকজনের অভাব হয় না।হালের যা ট্রেন্ড, জনগনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আর পকেট থেকে ফোন বের করে ভিডিও নিতে হবে,কারন ভিউ তো বাড়াতে হবে!

অথচ একজন পুড়ে যাওয়া রোগীর জন্য সবচেয়ে জরুরী হলো কোলাহলমুক্ত, ভীড় থেকে দূরে, সংক্রমনমুক্ত আইসোলেটেড একটা পরিবেশ। পুড়ে যাওয়া রোগীর সবথেকে বড় শত্রু হলো Infection. আমাদের রোগীদের বলতে গেলে প্রায় 99% রোগী শেষ পর্যন্ত মারা যায় ইনফেকশন হয়ে Septicemia হয়ে। কারন নানা কারনে পুড়ে যাওয়া রোগীর জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি কম থাকে। একজন সাধারণ সুস্থ মানুষের শরীর তার শরীরে ঢুকে যাওয়া জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে জীবাণু মেরে ফেলে। পুড়ে যাওয়া রোগীর পক্ষে এটা প্রায় অসম্ভব থাকে অনেক ক্ষেত্রে। তারউপর যত্রতত্র antibiotics ব্যবহারের কারনে প্রায় সব জীবাণু multidrug resistance. সাধারণ এন্টিবায়োটিক এখানে কাজ করে না বললেই চলে। সব মিলিয়ে পুড়ে যাওয়া রোগীর অবস্থা থাকে ভয়াবহ। এর ভেতরে যদি জনগন কারনে অকারনে এভাবে হাসপাতালে ভিড় জমাতে থাকে তাহলে এর consequences কি হবে বলার অপেক্ষা রাখে না। আমি জানি না পৃথিবীর কোন হাসপাতালে মানুষ এভাবে ইচ্ছেমত ঢুকতে পারে। উন্নত পৃথিবীর যে কয়টি দেশের হাসপাতালে clinical attachment এ কিছুটা দেখার সৌভাগ্য হয়েছে, ওগুলো এতটাই শান্ত আর আইসোলেটেড, মনে হয়েছে পৃথিবীর কোলাহল এর একদম বাইরে কোথাও এদের অবস্থান।

এরপর দেখলাম সারাদিন ধরে পুড়ে যাওয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহের জন্য যত আয়োজন। কি একটা অবস্হা। যেন সব রোগীকে এখনই ব্যাগের পর ব্যাগ রক্ত দিতে হবে। এমনিতেই তো হৈচৈ করে সবাই কে জানান দেয়া ছাড়া আমরা কোন কাজ ই করতে পারি না। রক্তদান অবশ্যই খুব ভাল কাজের মধ্যে একটি। কত রোগী অপারেশন আগে রক্ত জোগাড় করতে হিমশিম খায়। কিন্তু আগুনে পোড়া রোগীর প্রথমদিন রক্তের কোন প্রয়োজন নেই। প্রথম 24 ঘন্টা তো কখনোই না। পুড়ে যাওয়া রোগী প্রথম ২৪ ঘন্টা শুধুমাত্র হিসেব করে স্যালাইন পাবে। এরপর আমরা রোগীকে এসেস করব, Baseline investigations গুলো দেখব, তারপর প্রয়োজন অনুয়ায়ী add করব অন্যান্য কিছু। নানা কারনে পুড়ে যাওয়া রোগীর Albumin লেভেল কমে যায়, তাদেরকে আমরা দেই Fresh Frozen Plasma(FFP), কিন্তু সেটা প্রথম 24 ঘন্টায় কখোনই না। এরপর আরও পরে যখন আমরা তাদের definitive operation করব, কমবেশি রক্ত লাগবে তখন। তাই অগ্নিদূর্ঘটনা হলে সাথে সাথেই রক্ত দেবার জন্য হাসপাতালের ভিড় করার কোন প্রয়োজন নেই।

তাই, সবার প্রতি অনুরোধ, আসুন আমরা সবাই দ্বায়িত্বশীল আচরণ করতে শিখি। কোথাও কোন দূর্ঘটনা হলে সেটা শুধুমাত্র কৌতুহল থেকে দেখতে কিংবা ভিডিও না করে দ্বায়িত্ব প্রাপ্ত মানুষদের জন্য তাদের কাজ নির্বিঘ্নে করতে পারার পরিবেশ নিশ্চিত করি। কারনে অকারনে হাসপাতালের ভিড় না করি। ডাক্তার, নার্স সহ হাসপাতালের সকল কর্মীদের তাদের কাজ ঠিকঠাক করতে দেই। সর্বোপরি রোগীদের প্রাইভেসীকে সম্মান করি এবং তাদের জন্য জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করি।

সবাই বাচ্চাগুলির জন্য দোয়া করবেন। পরম করুনাময় তাদের কষ্ট কমিয়ে দিন, তাদেরকে খুবই তাড়াতাড়ি সুস্থ করে তুলবেন এটাই প্রার্থনা।

আর হ্যাঁ, পুড়ে যাওয়া রোগীর জন্য প্রথম কাজ হলো প্রচুর পানি ঢালা, সাধারণ তাপমাত্রার ট্যাপের পানি, কমপক্ষে 20 মিনিট। এটি বার্ন এর ভয়াবহতা অনেক কমিয়ে দেবে।
ধন্যবাদ।

ডা. নূরুন্নাহার লতা
প্লাস্টিক,রিকন্সট্রাক্টিভ ও হ্যান্ড সার্জন।


ঘটনা যাই ঘটুক, ফোন কিছুতেই ছাড়া যাবে না।এই কিউটি ছিল দাদির কোলে, মাত্র ৮ মাস বয়স। ঝপাৎ করে মেঝেতে রাখা গরম চায়ের পাতিলের...
19/07/2025

ঘটনা যাই ঘটুক, ফোন কিছুতেই ছাড়া যাবে না।

এই কিউটি ছিল দাদির কোলে, মাত্র ৮ মাস বয়স। ঝপাৎ করে মেঝেতে রাখা গরম চায়ের পাতিলের ভেতর পড়ে গিয়েছিলেন। Scald নিয়ে সোজা ইনস্টিটিউট এ।



মাত্র সাড়ে তিন মাস তার বয়স। এর মাঝে তিন মাসই তিনি কাটিয়েছেন হাসপাতালে। সেই মে মাসের এক তারিখে এসেছিলেন, দুদিন আগে আলহ...
18/07/2025

মাত্র সাড়ে তিন মাস তার বয়স। এর মাঝে তিন মাসই তিনি কাটিয়েছেন হাসপাতালে। সেই মে মাসের এক তারিখে এসেছিলেন, দুদিন আগে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।
তার জন্মের মাত্র ৮\১০ দিনের মাথায় তার মা খেয়াল করে তার পিঠের দিকটায় ছোট একটি লাল স্পট, খুব দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে চারপাশ ইনফেকটেড হয়ে যায় এবং শেষ পর্যন্ত Necrotizing Fascitis এ রুপ নেয়। প্রথম দুই সপ্তাহ সে ময়মনসিংহে ভর্তি ছিল, এরপর সে আমাদের ইনস্টিটিউট এ রেফারড হয়ে আসে।
মাত্র এক মাসের ছোট্ট একটু পুচকুন, সাথে পেট এবং পিঠের বিশাল অংশ জুড়ে একখানি একটা ইনফেকটেড এরিয়া, প্রথমে ICU, তারপর Pediatric ward; আমাদের plastic surgery residents, pediatrician, এবং medical officer দের কঠিন প্রচেষ্টায় বাচ্চাটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। আমরা তাকে অপারেশন এর জন্য রেডি করতে থাকি। আমাদের দুশ্চিন্তা ছিল এতবড় জায়গা আমরা কিভাবে কাভার করব? এতটুকুন বাচ্চার skin harvest করা বিশাল চ্যালেঞ্জ, তার উপর লাগবে তো অনেক। প্রথমদিন ওটি ক্যানসেল করতে হলো, কারন অনেক চেষ্টার পরেও IV access করা গেল না। তার উপর দেখা গেল পায়ের পাতার উপর বিশাল একটা abscess. এই অবস্থায় অপারেশন করলে রেজাল্ট খারাপ হবার চান্স ই বেশি। সেদিনের মত ওটি স্হগিত করা হলো। পরবর্তীতে আগে CV line করে তারপর ওটি করব। এর মাঝে আমাদের জুনিয়র ডাক্তার রা ওর এত ভাল কেয়ার নিল, বাচ্চাটা অপারেশন এর জন্য বেশ ভাল ভাবেই প্রস্তুত হলো।

আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল Graft donor site নিয়ে, আলহামদুলিল্লাহ, সেটি খুব ভালভাবেই শুকিয়ে গেল। ইনফেকশন এর কারনে skin graft খানিক টা লস হয়েছিল, কিন্ত আল্লাহর অশেষ রহমতে সে মোটামুটি ভাল ভাবেই সেরে উঠছে।
অবশেষে এল তার বাড়ি ফেরার দিন। এক সপ্তাহ পর আবার সে ফলো আপে আসবে। পরবর্তী তে কি করতে হবে তার মাকে বলে দিয়েছি। আশা করছি খুব দ্রুতই তার জীবন স্বাভাবিক হবে।
সবাই ছোট্ট এই গুবলুটার জন্য দোয়া করবেন।
ডা. নূরুন্নাহার লতা



অনেক সময় বার্ন কিংবা ট্রমার কারণে স্ক্যাল্পের (মাথার ত্বক) hair-bearing অংশ হারিয়ে যায়। এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত স্ক...
08/07/2025

অনেক সময় বার্ন কিংবা ট্রমার কারণে স্ক্যাল্পের (মাথার ত্বক) hair-bearing অংশ হারিয়ে যায়। এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত স্কিন গ্রাফট বা ফ্ল্যাপ সার্জারি করে প্রাথমিক পুনঃনির্মাণ করি। তবে, এই grafted জায়গাগুলোতে নতুন করে চুল জন্মায় না।
এই রোগীদের জন্য টিস্যু এক্সপ্যান্ডার (Tissue Expander) একটি কার্যকর বিকল্প হতে পারে। প্রথমে স্ক্যাল্পের hair-bearing অংশের নীচে টিস্যু এক্সপ্যান্ডার বসানো হয় এবং ধীরে ধীরে এটি ফোলা হয়, ফলে ত্বকের পরিমাণ বাড়ে। পরবর্তীতে সেই expanded hair-bearing ত্বক ব্যবহার করে চুল ছাড়া জায়গাটি ঢেকে দেওয়া যায়, যেটি কসমেটিক ভাবে অনেক গ্রহণ যোগ্য।



Royal Australian College of Surgeons Annual Scientific Congress 2024.Christchurch, New Zealand
04/07/2025

Royal Australian College of Surgeons Annual Scientific Congress 2024.
Christchurch, New Zealand

03/07/2025

ছোট্ট শিশুটি আমাদের কাছে প্রথম এসেছিল ২০২১ সালের এপ্রিলে। Post burn scar contracture of the hand নিয়ে। তার বয়স ছিল তখন এক বছর দুই মাস। তারও দুমাস আগে মাত্র এক বছর বয়সে দূর্ঘটনাবশত উঠোনে জ্বলতে থাকা প্লাস্টিক বস্তা ধরে ফেলেছিল। বাড়িতেই তার চিকিৎসা করা হয়। পরবর্তীতে আঙ্গুল গুলো নিজেরা জোড়া লেগে যায় এবং তারা ভাঁজ হয় হাতের তালুর সাথে লেগে যায়। আমরা তখন contracture release করে full thickness graft দিয়ে দিয়েছিলাম। সে নিয়মিত ফলোআপ এ ছিল এবং
পরবর্তীতে সে 2nd এবং 3rd webspce এ creeping নিয়ে আসে। 2023 সালের প্রথম দিকে তার webspace creeping correction করা হয়।
আজ সে তার মায়ের সাথে ফলোআপ এ এসেছিল।

আমি সাধারণত Congenital Hand এবং Post burn scar contracture of the hand এর বাচ্চাগুলোকে ফলোআপ করি অপারেশন পর থেকে
১, ৩,৬,১২ এবং ২৪ মাসের সময়। কারন এত ছোট ছোট বাচ্চা, গ্রো করার সাথে সাথে Hand function এ কোন সমস্যা হচ্ছে কিনা, contracture কিংবা webspace creeping সহ কোন কম্প্লিকেশন হচ্ছে কিনা সেটা দেখা জরুরি।

এই বাচ্চা প্রথম এসেছিল মাত্র এক বছর বয়সে , এখন তার বয়স প্রায় সাড়ে পাঁচ। এই পুরোটা সময় তার মা তাকে নিয়ম করে নিয়ে এসেছে, প্রতিটি উপদেশ ঠিকঠাক ফলো করেছে। এজন্য ওর মা কে অনেক অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, বাচ্চাটা অনেক ভাল আছে। সবাই ওর জন্য দোয়া করবেন।
ডা. নূরুন্নাহার লতা
( Consent was taken from her mother for presentation on social media).



Memories... 💛
03/07/2025

Memories... 💛

Token of love from one of my patients
03/07/2025

Token of love from one of my patients

মেয়েটির এর আগে দুইবার  Earlobe Keloid এর অপারেশন হয়েছে। তৃতীয়বার আবার হওয়াতে এবার সে এসেছে আমাদের কাছে, টাঙ্গাইল থেকে...
29/06/2025

মেয়েটির এর আগে দুইবার Earlobe Keloid এর অপারেশন হয়েছে। তৃতীয়বার আবার হওয়াতে এবার সে এসেছে আমাদের কাছে, টাঙ্গাইল থেকে। ওর Keloid থেকে ear lobe আলাদা করা যাচ্ছিল না,পুরো earlobe টাই keloid হয়ে আছে। Excision এর পর তাই keloid এর কিছুটা অংশ দিয়েই earlobe বানানো হয়েছে। এই ছবিটি প্রথম ফলোআপ এর।
এখন আমরা keloid এর অন্যান্য ম্যানেজমেন্ট গুলো দিব।

Reconstruction of traumatic amputation of ear lobule. অতটা মনে নেই,  তবে খুব সম্ভবত ছিনতাইকারী কানের দুল টেনে ছিঁড়ে নিয়ে...
27/06/2025

Reconstruction of traumatic amputation of ear lobule.
অতটা মনে নেই, তবে খুব সম্ভবত ছিনতাইকারী কানের দুল টেনে ছিঁড়ে নিয়ে গিয়েছিল।


Address

South Badda
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nurunnahar Lata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nurunnahar Lata:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram