Dr. Nurunnahar Lata

Dr. Nurunnahar Lata Plastic and Hand Surgery by
Dr. Nurunnahar lata
MBBS(DMC),MS(Plastic Surgery), FACS(USA). Plastic, Reconstructive,Hand and Burn Surgeon.

Assistant Professor of Plastic Surgery,NIBPS, Dhaka. Trained in Hand Surgery and Burn in UK, Singapore and China.

Royal Australian College of Surgeons Annual Scientific Congress 2024.Christchurch, New Zealand
04/07/2025

Royal Australian College of Surgeons Annual Scientific Congress 2024.
Christchurch, New Zealand

03/07/2025

ছোট্ট শিশুটি আমাদের কাছে প্রথম এসেছিল ২০২১ সালের এপ্রিলে। Post burn scar contracture of the hand নিয়ে। তার বয়স ছিল তখন এক বছর দুই মাস। তারও দুমাস আগে মাত্র এক বছর বয়সে দূর্ঘটনাবশত উঠোনে জ্বলতে থাকা প্লাস্টিক বস্তা ধরে ফেলেছিল। বাড়িতেই তার চিকিৎসা করা হয়। পরবর্তীতে আঙ্গুল গুলো নিজেরা জোড়া লেগে যায় এবং তারা ভাঁজ হয় হাতের তালুর সাথে লেগে যায়। আমরা তখন contracture release করে full thickness graft দিয়ে দিয়েছিলাম। সে নিয়মিত ফলোআপ এ ছিল এবং
পরবর্তীতে সে 2nd এবং 3rd webspce এ creeping নিয়ে আসে। 2023 সালের প্রথম দিকে তার webspace creeping correction করা হয়।
আজ সে তার মায়ের সাথে ফলোআপ এ এসেছিল।

আমি সাধারণত Congenital Hand এবং Post burn scar contracture of the hand এর বাচ্চাগুলোকে ফলোআপ করি অপারেশন পর থেকে
১, ৩,৬,১২ এবং ২৪ মাসের সময়। কারন এত ছোট ছোট বাচ্চা, গ্রো করার সাথে সাথে Hand function এ কোন সমস্যা হচ্ছে কিনা, contracture কিংবা webspace creeping সহ কোন কম্প্লিকেশন হচ্ছে কিনা সেটা দেখা জরুরি।

এই বাচ্চা প্রথম এসেছিল মাত্র এক বছর বয়সে , এখন তার বয়স প্রায় সাড়ে পাঁচ। এই পুরোটা সময় তার মা তাকে নিয়ম করে নিয়ে এসেছে, প্রতিটি উপদেশ ঠিকঠাক ফলো করেছে। এজন্য ওর মা কে অনেক অনেক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, বাচ্চাটা অনেক ভাল আছে। সবাই ওর জন্য দোয়া করবেন।
ডা. নূরুন্নাহার লতা
( Consent was taken from her mother for presentation on social media).



Memories... 💛
03/07/2025

Memories... 💛

Token of love from one of my patients
03/07/2025

Token of love from one of my patients

মেয়েটির এর আগে দুইবার  Earlobe Keloid এর অপারেশন হয়েছে। তৃতীয়বার আবার হওয়াতে এবার সে এসেছে আমাদের কাছে, টাঙ্গাইল থেকে...
29/06/2025

মেয়েটির এর আগে দুইবার Earlobe Keloid এর অপারেশন হয়েছে। তৃতীয়বার আবার হওয়াতে এবার সে এসেছে আমাদের কাছে, টাঙ্গাইল থেকে। ওর Keloid থেকে ear lobe আলাদা করা যাচ্ছিল না,পুরো earlobe টাই keloid হয়ে আছে। Excision এর পর তাই keloid এর কিছুটা অংশ দিয়েই earlobe বানানো হয়েছে। এই ছবিটি প্রথম ফলোআপ এর।
এখন আমরা keloid এর অন্যান্য ম্যানেজমেন্ট গুলো দিব।

Reconstruction of traumatic amputation of ear lobule. অতটা মনে নেই,  তবে খুব সম্ভবত ছিনতাইকারী কানের দুল টেনে ছিঁড়ে নিয়ে...
27/06/2025

Reconstruction of traumatic amputation of ear lobule.
অতটা মনে নেই, তবে খুব সম্ভবত ছিনতাইকারী কানের দুল টেনে ছিঁড়ে নিয়ে গিয়েছিল।


Memories.... 💛
26/06/2025

Memories.... 💛

High Voltage Electric Burn Injury সেদিন রাউন্ড এ দুজন High Voltage Electric Burn  এর রোগী পেলাম।  50 প্লাস বয়স, দুজনেই ...
24/06/2025

High Voltage Electric Burn Injury

সেদিন রাউন্ড এ দুজন High Voltage Electric Burn এর রোগী পেলাম। 50 প্লাস বয়স, দুজনেই ই এক হাত কনুই এর উপর থেকে কেটে ফেলতে হয়েছে। এছাড়াও আরও কিছু অপারেশন লাগবে। মোটামুটি দেড় দুইমাস হাসপাতালে থাকার ধাক্কা।

আপনারা কিভাবে high voltage electric burn এ আক্রান্ত হলেন, জিজ্ঞেস করতে প্রথম জন জানালেন তার বাসায় কনস্ট্রাকশন এর কাজ চলছে। তিনি বৃষ্টির ভিতর দুইতলার ছাদের কোনায় গিয়েছিলেন ছাতা মাথায় দিয়ে একটা পানির পাইপ ঠিকঠাক কাজ করছে কিনা দেখতে। ছাদের খুব কাছ দিয়ে চলে গেছে হাই ভোল্টেজ ইলেকট্রিক তার। খুব সম্ভবত ছাতার উপরের মেটালের সাথে তার লেগে গিয়েছিল, সেখান থেকে এই দুর্ঘটনা।

দ্বিতীয় জনের দুর্ঘটনাও ছাদেই হয়েছে। শুকাতে দেয়া কাপড় ছাদ থেকে বাতাসে উড়ে গিয়ে পড়েছিল পাশ দিয়ে হাই ভোল্টেজ ইলেকট্রিক তার এ। তিনি পর্দা লাগানোর স্টিলের পাইপ দিয়ে সেটি আনতে গিয়েছিলেন। সেখান থেকে ভয়াবহ এই দুর্ঘটনা।

শুধুমাত্র এই দুজন না। আমরা এরকম অনেক রোগী পাই যারা এই রকম নিজ বাড়িতে ছাদে কিংবা বেলকনিতে কাপড় শুকাতে গিয়ে, বাচ্চারা খেলতে গিয়ে, পাশের তারে উড়ে যাওয়া কাপড় লাঠি দিয়ে আনতে গিয়ে high voltage electric burn এ আক্রান্ত হন। বাড়ির মহিলা এবং শিশুরা সবচেয়ে বেশি।

High Voltage Electric Burn সবচেয়ে ভয়াবহ। প্রায় সকল ক্ষেত্রেই জীবন বাঁচাতে হাত কেটে ফেলতে হয়। তাই এই ব্যাপারে সচেতনতা অত্যন্ত জরুরী। বাড়ি তৈরির সময় নিরাপত্তা নিয়ে আমরা খুবই কম ভাবি। আমাদের প্রধান চিন্তা থাকে আমি কিভাবে সবটুকু জায়গা কাজে লাগিয়ে বাড়িটা বড় করতে পারে। একারনে বৈদ্যুতিক পিলার কিংবা হাই ভোল্টেজ ইলেকট্রিক তার ছাদ কিংবা বেলকনির খুবই কাছ দিয়ে চলে যায়, কোথাও কোথাও তো বাচ্চারা হাত দিয়েই এই তার ছুঁয়ে ফেলে। নিজের বাড়িই বাচ্চাদের জন্য হয়ে যায় সবচেয়ে বিপজ্জনক স্হান। তিনতলা এবং চারতলাতে যারা থাকেন তারা সবচেয়ে বিপদে থাকেন, কারন তার খুব কাছ দিয়ে যায়।

তাই নিজেকে নিরাপদ রাখতে সবাই কে সচেতন হতে হবে। ছাদ কিংবা বেলকনির গ্রীলের ফাঁক দিয়ে যদি কোন কাপড়, খেলনা কিংবা চাবি উড়ে দিয়ে হাই ভোল্টেজ ইলেকট্রিক তার এ পড়ে, কোনভাবেই কোন লাঠি দিয়ে বিশেষ করে পর্দা লাগানোর পাইপ দিয়ে সেটি আনার চেষ্টা করা যাবে না। এটি ভয়াবহ। বাচ্চাদের এই ব্যাপারে সচেতন করতে হবে। তারা যেন লাঠি দিয়ে এই তারে খোঁচাখুচি না করে সেদিকে খেয়াল রাখতে হবে বড়দের কে।
আর সবচেয়ে ভাল হয় যদি বারান্দা কিংবা ছাদের এই দিকটা বোর্ড দিয়ে বন্ধ করে দেয়া যায়। তাহলে বাচ্চারা আর কোনভাবেই এই তারের সংস্পর্শে আসতে পারবে না।
সবাই খুব সচেতন থাকবেন, নিজেদের নিরাপদ রাখবেন।
ধন্যবাদ।

ডা. নুরুন্নাহার লতা
এমবিবিএস (ডিএমসি) এমএস(প্লাস্টিক সার্জারি) এফএসিএস (ইউএসএ)
এসিস্ট্যান্ট প্রফেসর (প্লাস্টিক সার্জারি)
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা, বাংলাদেশ।

চেম্বার
কনসালটেন্ট, প্লাস্টিক, রিকন্সট্রাক্টিভ, হ্যান্ড এন্ড বার্ন সার্জন
এমএইচ সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, তেজগাঁও, ঢাকা।
রুম নং ২১০
রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার
বিকাল ৪টা থেকে ৬টা
সিরিয়াল:০১৮৭৬২৮৮১১৬

শিশু ওয়ার্ডে রাউন্ড এ গেলে মনে হয় ছোট বাচ্চা আছে এমন সব বাড়িতে ডাল রান্না বন্ধ করে দেয়া উচিত।  বিশেষ করে ৬ মাস থেকে দ...
24/06/2025

শিশু ওয়ার্ডে রাউন্ড এ গেলে মনে হয় ছোট বাচ্চা আছে এমন সব বাড়িতে ডাল রান্না বন্ধ করে দেয়া উচিত। বিশেষ করে ৬ মাস থেকে দেড় কিংবা দুই বছর বয়সের বাচ্চা গুলি। এত কিউট সব বাচ্চা, এত বাজেভাবে আসে Scald নিয়ে।হয় তারা নিজেরা ডালের পাতিলে পড়ে, নয়ত ডালের পাতিল গিয়ে পড়ে তাদের উপরে। আর একবার বার্ন মানে সারাজীবনের জন্য ভোগান্তি। কবে যে মানুষ সচেতন হবে? অবশ্য মায়েদের ই বা কি বলব। বেশিরভাগ ক্ষেত্রে মা নিজেই বাচ্চা, তার নিজের টেক কেয়ার এর জন্যই এসিস্ট্যান্স দরকার, সে আর বাচ্চার কি টেককেয়ার করবে।
ডা. নূরুন্নাহার লতা





Pic: with one of my cute patient

ছোট্ট মেয়েটি এসেছিল Earlobe Keloid নিয়ে। কান ফুটো করেছিল সেখান থেকে এই অবস্থা।Earlobe Keloid আমরা কিভাবে ম্যানেজ করে থ...
23/06/2025

ছোট্ট মেয়েটি এসেছিল Earlobe Keloid নিয়ে। কান ফুটো করেছিল সেখান থেকে এই অবস্থা।

Earlobe Keloid আমরা কিভাবে ম্যানেজ করে থাকি?

এগুলো ম্যানেজ করা একটু টাফ, কারন যত কিছুই করি না বার বার ফিরে আসে। Multi-modal approach সবসময়ই গুরুত্বপূর্ণ এবং কোন চিকিৎসাটা সবচেয়ে ভাল, এটি person to person আলাদা। সাধারণত নির্ভর করে Keloid এর সাইজ, লোকেশন, আগে কি ধরনের চিকিৎসা পেয়েছে তার উপর এবং অবশ্যই রোগী কি চাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ।

সাধারণত ছোট Keloid গুলোর ক্ষেত্রে আমরা Non surgical treatment প্রেফার করি। Intralesional corticosteroid injection দেই। ৪ সপ্তাহ পর পর; সাধারণত ৫/৬ পর্যন্ত ইনজেকশন দেই। এর সাথে নিয়মিত silicone based cream এবং ভ্যাসলিন দিয়ে ম্যাসাজ করবে। অনেক সময় pressure earrings ও দেয়া হয়।

অপেক্ষাকৃত বড় Keloid এর ক্ষেত্রে আমরা প্রথমে Surgery করে Keloid টাকে রিমুভ করি, এরপর recurrence prevent করার জন্য Intralesional corticosteroid injection দেই। এবং সেই সাথে ম্যাসাজ,pressure earring প্রভৃতি সমান তালে চলতে থাকে।

এর বাইরেও Laser, cryotherapy এমনকি radiation therapy র ও রোল আছে, যদিও এই তিনটার ক্ষেত্রে আমার নিজের প্র্যাকটিকাল এক্সপেরিয়েন্স নেই।
সর্বোপরি Keloid Management এ patient compliance অত্যন্ত গুরুত্বপূর্ণ। High recurrence rate, long term treatment; ধৈর্য ধরে লেগে থাকাটা আসলেই গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ

ডা. নুরুন্নাহার লতা
এমবিবিএস (ডিএমসি) এমএস(প্লাস্টিক সার্জারি) এফএসিএস (ইউএসএ)
এসিস্ট্যান্ট প্রফেসর (প্লাস্টিক সার্জারি)
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা, বাংলাদেশ।

চেম্বার
কনসালটেন্ট, প্লাস্টিক, রিকন্সট্রাক্টিভ, হ্যান্ড এন্ড বার্ন সার্জন
এমএইচ সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, তেজগাঁও, ঢাকা।
রুম নং ২১০
রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার
বিকাল ৪টা থেকে ৬টা
সিরিয়াল:০১৮৭৬২৮৮১১৬

এই বাচ্চাটার কথা বলেছিলাম সেদিন।  নিজ বাড়িতে প্লাগ পয়েন্টে আঙুল ঢুকিয়ে দিয়েছিল।  ফলাফল electric burn.  পুরো দুই সপ্ত...
22/06/2025

এই বাচ্চাটার কথা বলেছিলাম সেদিন। নিজ বাড়িতে প্লাগ পয়েন্টে আঙুল ঢুকিয়ে দিয়েছিল। ফলাফল electric burn. পুরো দুই সপ্তাহ তার পরিবার বাসায় চিকিৎসা দিয়েছে কবিরাজ দিয়ে। কবিরাজ আঙুল বাঁচাতে তাবিজ বেঁধে দিয়েছিল তার হাতে।
আজ তার অপারেশন করলাম আমরা। Ring finger এর অনেকখানি ফেলে দিতে হলো, সাথে হাড়ের কিছু অংশ। এরপর flap coverage মানে আঙুল টিকে পেটের সাথে লাগিয়ে দেয়া হলো ২১ দিনের জন্য। ২১ দিন পর আঙুল আলাদা করে দেয়া হবে।



21/06/2025

মাঝে মাঝে কিছু কিছু রোগীর আগমনে মন ভাল হয়ে যায়।
Follow up after release and reconstruction of post burn scar contracture of the hand.


Address

South Badda
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nurunnahar Lata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nurunnahar Lata:

Share