বকুল

বকুল This page is create to work for providing Education to Women free. Our goal to en-light the underprivileged women's life from core by make them educated.

🌟 আপনার লক্ষ্য অর্জনের জন্য সেরা অনলাইন কোচিং খুঁজছেন? আমাদের বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন কোচিং প্রোগ্রামে ভর্তি এখন উন্মুক্ত! ...
12/04/2025

🌟 আপনার লক্ষ্য অর্জনের জন্য সেরা অনলাইন কোচিং খুঁজছেন? আমাদের বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন কোচিং প্রোগ্রামে ভর্তি এখন উন্মুক্ত! আপনার ঘরে বসেই উচ্চমানের শিক্ষার সুযোগ পান ,মাত্র ৪৯৯ টাকায়। 🏡💻
✅ ৬ষ্ঠ - ১০ম শ্রেণির অনলাইন লাইভ ক্লাস
✅ সেরা শিক্ষকদের গাইডলাইনে পড়াশোনা
✅ স্বল্প খরচে মানসম্মত শিক্ষা
✅ পূর্বের সকল রেকর্ডেড ক্লাস এক্সেস
✅ ঘরে বসেই পড়াশোনার সুবিধা
🌐 ভিজিট করুন: www.eduporibar.com
📞 কল করুন: 019 01 37 81 66 | 019 01 37 81 67

Class 9 & 10 | উচ্চতর গণিত | অধ্যায় : বীজগানিতিক রাশি | সমাধান: (১০ ,ঘ) | Edu পরিবার 🌟 আপনার লক্ষ্য অর্জনের জন্য সেরা অনলাইন কোচিং .....

07/06/2021

যে ফল পোকা ছুঁয়েছে তা নির্ধিতায় খান। পোকা কখনও বিষাক্ত ফল খায় না।
-"ঘোড়া যেখান থেকে পানি পান করে, সেখানে পানি পান করুন। ঘোড়া কখনও খারাপ পানি পান করে না। বিড়াল যেখানে ঘুমায়, সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনও অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না।
পোকাপ্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে, সেখানে গাছ লাগান। ভাল গাছ পাবেন।
পাখির সাথে একই সময়ে ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্নের শস‍্যে কাটবে।
মাছের মতো পানীতে প্রায়শই সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফূরে এবং সজীবতা অনুভব করবেন।
যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে।
যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে ইনশাআল্লাহ"!

06/06/2021

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাগুলো হলো-

১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।

২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।

৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।

৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।

৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।

৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।

৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।

৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।

৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।

১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।

১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।

১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।

১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।

১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।

১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।

১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।

১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।
...সংগৃহীত

22/09/2020



ইন্ডিয়ান মেডিক্যাল ভিসা আপডেটঃ

ইমার্জেন্সি মেডিক্যাল ভারতীয় ভিসা নিয়ে কিছু তথ্য দেই:

১)মেডিক্যাল ভিসা নিতে চাইলে আগে সেখানকার ডাক্তার এর একটি এপয়েন্টমেন্ট নিন, সেটার প্রিন্ট আউট নিয়ে নিন।

২) আপনার মেডিক্যাল রিলেটেড পেপার্স ও ডাক্তার এর এপয়েন্টমেন্ট স্ক্যান করুন, এর সাথে নরমাল ভিসা রিলেটেড কাগজগুলো স্ক্যান করে : visahelp.dhaka@mea.gov.in এ ইমেইল করুন।

৩) ইমেইল এর একটি উত্তর কয়েকদিন এর মধ্যে পাবেন, হাই কমিশন থেকে। সেটার প্রিন্ট আউট নিন।

৪) কেবল মাত্র ইমারজেন্সি মেডিক্যাল ভিসার জন্য যমুনা আইভেক (সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত) খোলা থাকে।

৫) কোনো টোকেন বা সিরিয়াল নেই , সরাসরি হাতে হাতে পাসপোর্ট আবেদনপত্র সহ আনুসাঙ্গিক কাগজ পত্র জমা দিন, একটি ডেলিভারী স্লিপ দিবে সেটা নিয়ে যথাসময়ে পাসপোর্ট সংগ্রহ করুন।

জীবনকে টায়ারের মত আটকাবেন না !ছবিটা ভালো করে দেখলে এখানে অনেক বড় একটা শিক্ষা লুকায়িত পাবেন ! টায়ারটা আর চাইলেও স্বাভাবিক...
01/09/2020

জীবনকে টায়ারের মত আটকাবেন না !

ছবিটা ভালো করে দেখলে এখানে অনেক বড় একটা শিক্ষা লুকায়িত পাবেন ! টায়ারটা আর চাইলেও স্বাভাবিক হয়ে বের হতে পারবেনা।সে অক্ষত থাকতে হলে গাছ ধ্বংস করতে হবে।আর গাছ অক্ষত রাখতে হলে টায়ার ধ্বংস করতে হবে।এখানে তার জীবনটা থমকে গেছে।কেও এই টায়ারের মায়ায় গাছ ধ্বংস করবে না।কারন এখন টায়ার থেকে গাছ অধিক মূল্যবান।এখন হয় টায়ারকে ধ্বংস হতে হবে না হয় তাকে আজীবন এই বন্দী জীবন লীড করতে হবে।ঠিক তেমনিই আমাদের মানব জীবন।তরুন বয়সের দু একটা ভুল সিদ্ধান্ত সারাজীবনকে একটি চক্রের মধ্যে আবদ্ধ করে ফেলে।যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে।তাই যারা তরুন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে আছেন।হুট করে একটি সিদ্ধান্ত নেয়া আপনার জন্য ভয়াবহ হতে পরে।আপনারা এমন কোনো কাজ করবেননা যাতে এর কারনে জীবনের শেষ সময়ে আপনাকে আফসোস করতে হয়।

আপনার জন্য রইলো শুভকামনা।

নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি,সুযোগের আপব্যবহার না করে ভুক্তভূগীদের সাহায্য করি,নিরাপদ জীবন গড়ি।
01/09/2020

নিজে সচেতন হই,
অন্যকে সচেতন করি,
সুযোগের আপব্যবহার না করে ভুক্তভূগীদের সাহায্য করি,
নিরাপদ জীবন গড়ি।

বৌকে সংসার চালানোর টাকা দিতো স্বামী।বৌও খুব হিসেব করে টাকা খরচ করতো এবং একটা খাতায় লিখে রাখতো। একদিন স্বামীর হাতে সেই খা...
29/08/2020

বৌকে সংসার চালানোর টাকা দিতো স্বামী।
বৌও খুব হিসেব করে টাকা খরচ করতো এবং একটা খাতায় লিখে রাখতো। একদিন স্বামীর হাতে সেই খাতাটা পরলো। প্রথম পিষ্ঠাটা উল্টেই দেখে হিসেব লেখা।
১। আজাকোখহ - ২০০০
২। কাঁচাবাজার - ৮৭৬
৩। মেয়ের টিফিন - ৮০
৪। আজাকোখহ - ৩০০০
৫। আজাকোখহ - ৮০০
৬। শাড়ী - ২৫০০
৭। বুয়ার বেতন ২৫০০
৮। ইন্টারনেট বিল - ৫০০
৯। আজাকোখহ - ১১০০
১০। ছেলের স্কুলের বেতন - ৩৫৫০
১১। আজাকোখহ - ৯০০
তালিকটা পড়ে স্বামী বেচারা বৌকে ডেকে জিজ্ঞেস করলো,,
"এই আজাকোখহ কি? "
স্ত্রীর ডাইরেক্ট উত্তর,,,,
" আল্লাহ জানে কোথায় খরচ হয়েছে "
আজাকোখহ।
Collected 🤣

22/08/2020

সম্মানের সাথে সদ্য স্মাতক হওয়া মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা মেয়েকে নিয়ে গ্যেরেজে গেলেন। বললেন,“এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা তোমাকে কত অফার করে।”

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′ তারা আমাকে এক হাজার ডলার অফার করেছে কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”

মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে এখানে মাত্র ১০০ ডলার অফার করেছে।′′

বাবা তখণ একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহল ভাবে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ্ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুনের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার মূল্য কেউ দেখে না!!!!

Collected

যারা যারা কলকাতায় এবং চেন্নাইয়ে আটকে পড়েছেন তাদের জন্য দেশে আসার সুযোগ ।ফোন করুন: 01914199814
17/04/2020

যারা যারা কলকাতায় এবং চেন্নাইয়ে আটকে পড়েছেন তাদের জন্য দেশে আসার সুযোগ ।

ফোন করুন: 01914199814

16/09/2019
একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি?"বিল গেটস...
15/09/2019

একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি?"

বিল গেটস জবাব দিয়েছিল, "হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী”।

তারপর তিনি একটি গল্প বললেন।

“এই সময়টি ছিল যখন আমি ধনাঢ্য বা বিখ্যাত ছিলাম না।

“একবার নিউইয়র্ক বিমান বন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সাথে আমার সাক্ষাত হলো।’’

“আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই। তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম।

“আমি তাকে আমার অবস্থার কথা বলেছি। বিক্রেতা বললেন, ‘আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি।’ আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“দুই থেকে তিন মাস পরে, আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছি এবং কাকতালীয়ভাবে আবারও সেই পত্রিকা বিক্রেতার সাথে দেখা হলো। বিক্রেতা আমাকে আজও একটি পত্রিকা অফার করলেন। আমি অপারগতা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারি না কারণ এখনও আমার পরিবর্তন আসেনি। তিনি বললেন, ‘আপনি এটি নিতে পারেন, আমি এটি আমার লাভাংশ থেকে আপনাকে দিচ্ছি, আমার ক্ষতি হবে না’। বিক্রেতার আগ্রহে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“ঐ ঘটনার ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ একদিন মনে পড়ে গেল সেই পত্রিকা বিক্রেতার কথা। আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেলাম।

“আমি তাকে জিজ্ঞাসা করলাম,‘ আপনি কি আমাকে চেনেন? ’তিনি বলেছিলেন,‘ হ্যাঁ, আপনি বিল গেটস। ’

“আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম,‘ আপনার কি মনে আছে একবার আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? ’

“বিক্রেতা বললেন,‘ হ্যাঁ, মনে আছে। আপনাকে দু’বার দিয়েছি। ’

“আমি বললাম,‘ আপনি যে আমাকে বিনামূল্যে পত্রিকা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার নিজের জন্য যা চান বলুন? আমি এটি পূরণ করব। ’'

“বিক্রেতা বললেন,‘ স্যার, আপনি এমন কিছু দিতে পারবেন না, যা আমার সাহায্যের সমান হবে। ’

“আমি জিজ্ঞাসা করলাম,‘ কেন? ’

“তিনি বলেছিলেন,‘ আমি আপনাকে সংবাদপত্র দিয়েছিলাম আমার দরিদ্র অবস্থান থেকে । আর আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন। আপনার সাহায্য কীভাবে আমার সাহায্যের সমান হবে? ’

"সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।"

মানুষের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তাঁরাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে।

সত্যিকারের ধনী হওয়া খুব গুরুত্বপূর্ণ।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বকুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram