Doctor's Seba

Doctor's Seba Doctor's Seba is an online Doctor Appointment platform.

11/12/2025
এন্ডোস্কপি কি?এন্ডোস্কপি (Endoscopy) হলো একটি চিকিৎসা পরীক্ষা, যেখানে একটি পাতলা, নমনীয় টিউবের মতো যন্ত্র — যেটিকে এন্ড...
17/10/2025

এন্ডোস্কপি কি?

এন্ডোস্কপি (Endoscopy) হলো একটি চিকিৎসা পরীক্ষা, যেখানে একটি পাতলা, নমনীয় টিউবের মতো যন্ত্র — যেটিকে এন্ডোস্কোপ বলা হয় — শরীরের ভেতরের অংশ দেখতে ব্যবহৃত হয়।

🔹 এন্ডোস্কোপে থাকে —

একটি ক্যামেরা,

একটি আলো, এবং

প্রয়োজনে টিস্যু সংগ্রহের (বায়োপসি) জন্য ছোট যন্ত্র।

---

🩺 এন্ডোস্কপির কাজ

এন্ডোস্কপির মাধ্যমে ডাক্তার শরীরের ভেতরের অঙ্গ যেমন—

গলা, খাদ্যনালী, পাকস্থলী, ও অন্ত্র (Upper GI endoscopy)

বৃহদান্ত্র ও মলদ্বার (Colonoscopy)

শ্বাসনালী, ফুসফুস, এমনকি

মূত্রনালী ও মূত্রাশয় পর্যন্ত দেখতে পারেন।

---

🎯 কেন এন্ডোস্কপি করা হয়

পেটব্যথা, বমি, গ্যাস বা হজমে সমস্যা থাকলে কারণ জানতে

পাকস্থলীতে আলসার, ইনফেকশন, বা টিউমার আছে কিনা পরীক্ষা করতে

টিস্যু নমুনা (বায়োপসি) নিতে

রক্তপাত বা ব্লকেজের চিকিৎসার জন্যও

---

⚙️ কীভাবে করা হয়

সাধারণত রোগীকে হালকা অ্যানেস্থেসিয়া বা সেডেশন দেওয়া হয় যাতে অস্বস্তি না হয়।
এন্ডোস্কোপ মুখ বা মলদ্বার দিয়ে প্রবেশ করানো হয়, পরীক্ষার শেষে আবার বের করে নেওয়া হয়।


12/10/2025
04/08/2025

🛑 সম্প্রতি এক ধরনের নতুন ভাইরাস জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও এটি ডেংগু বা চিকুনগুনিয়া নয়, তবুও এর উপসর্গ বেশ মারাত্মক এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে ছোট বাচ্চারা বেশি ঝুঁকিতে।

🎗 বাবা-মায়েদের জন্য জরুরি বার্তা: সন্তান অসুস্থ হলে প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনার সাহসই হবে সন্তানের জন্য সবচেয়ে বড় শক্তি। আপনি সুস্থ ও স্বাভাবিক থাকলে সন্তানের সেবা করাও সহজ হবে।

📌 ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:
🔥 হঠাৎ উচ্চ জ্বর (১০৩°–১০৪°F)
😣 সারা শরীরে ব্যথা—মাথা, চোখ, পিঠ ও জয়েন্টে
🥴 মাথা ঘোরা, দুর্বলতা
💔 রক্তচাপ কমে যাওয়া
🛌 জ্বর কমলেও দীর্ঘ সময় শরীর দুর্বল থাকা

✔মনে রাখবেন:
জ্বর চলে গেলেও শরীর দুর্বল থাকে। পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাবার এবং প্রচুর পানি পান—এই তিনটাই দ্রুত সুস্থ হওয়ার মূল চাবিকাঠি।

🫶 কাছের মানুষকে বা আশপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে সচেতন করুন সবাইকে।

সচেতনতা জরুরি-------------------------------আমরা সবাই ধীরে ধীরে বয়স্ক হচ্ছি, তাই সকলেরই সচেতন হওয়া উচিত। দয়া করে এক ম...
27/07/2025

সচেতনতা জরুরি
-------------------------------
আমরা সবাই ধীরে ধীরে বয়স্ক হচ্ছি, তাই সকলেরই সচেতন হওয়া উচিত। দয়া করে এক মিনিট সময় নিয়ে এই লেখাটি পড়ুন। এটি আপনার, আপনার পরিবার ও বন্ধুদের জন্য উপকারী হতে পারে।

পুরনো সহপাঠীদের একটি মিলনমেলা হয়েছিল। এক মহিলা সেদিন বারবিকিউ অনুষ্ঠানে হঠাৎ পা ফসকে পড়ে যান। বন্ধুরা তাঁকে ডাক্তার দেখাতে বলেন, কিন্তু তিনি বলেন, “আমি ঠিক আছি।” তিনি ভেবেছিলেন নতুন স্যান্ডেলের জন্য ইটের সাথে লেগে গিয়ে পড়ে গেছেন। সবাই তাঁকে সামলে খাওয়ার প্লেট ধরিয়ে দেয় এবং বাকিটা সময় তিনি হাসিখুশি ছিলেন।

কিন্তু পরে তাঁর স্বামী সকলকে ফোন করে জানান, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সন্ধ্যা ৬টায় তাঁর মৃত্যু হয়েছে—কারণ অনুষ্ঠানের সময়ই তাঁর স্ট্রোক হয়েছিল।

যদি সবাই স্ট্রোকের উপসর্গ চিনতে পারতেন, তাহলে হয়তো তিনি আজ বেঁচে থাকতেন।

স্ট্রোকের আগে কিছু সতর্ক সংকেত থাকে এবং সময়মতো চিকিৎসা পেলে জীবন রক্ষা করা যায়। একজন নিউরোসার্জেন জানিয়েছেন, যদি তারা স্ট্রোক রোগীর কাছে তিন ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারেন, তাহলে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব।

কীভাবে চিনবেন স্ট্রোক? মনে রাখুন তিনটি সহজ ধাপ: S, T, এবং R

এস (S: Smile): রোগীকে বলুন হাসতে
যদি মুখের একটি দিক পড়ে যায়, বুঝবেন সমস্যা হয়েছে।

টি (T: Talk): রোগীকে বলুন একটি সাধারণ বাক্য বলতে
যেমন: "আজ আকাশ পরিষ্কার।"
সঠিকভাবে বলতে না পারলে, সেটিও একটি লক্ষণ।

আর (R: Raise): বলুন দু’হাত তুলতে
যদি এক হাত পড়ে যায় বা তুলতে না পারে, তাহলে সেটিও সংকেত।

আরও একটি উপসর্গ: রোগীকে জিভ বের করতে বলুন
যদি জিভ একদিকে বেঁকে যায়, সেটিও স্ট্রোকের ইঙ্গিত।

এই উপসর্গগুলোর মধ্যে একটি পেলেই দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা কাছের হাসপাতালে ফোন করুন এবং সব উপসর্গ জানান।

একজন হৃদরোগ চিকিৎসক জোর দিয়ে বলেন:
যদি এই বার্তাটি পড়া প্রতিটি ব্যক্তি অন্তত দশজনকে পাঠায়, তাহলে অন্তত একজনের জীবন বাঁচানো সম্ভব।

আমি আমার কর্তব্য পালন করেছি।
এবার আপনার পালা!

এটি ছড়িয়ে দিন!

"অন্যকে গোলাপ দিলে তার সৌরভ আপনার হাতেও থেকে যায়!"
"এই বার্তা ছড়িয়ে দিন, পুণ্যের সুবাস আপনার হৃদয়ে থেকে যাবে!"
(সংগৃহীত)।


মেডিনোভা মিরপুর ব্রাঞ্চ এর ডক্টর লিস্ট... 😄❤️
24/07/2025

মেডিনোভা মিরপুর ব্রাঞ্চ এর ডক্টর লিস্ট... 😄❤️

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড ...
17/07/2025

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।

https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।



🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬🔹 জ্বর বা ইনফেকশন হলে:✅ CBC (Complete Bloo...
17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..


পবিত্র মাহে রমাদানের শুভেচছা... 💞💞
02/03/2025

পবিত্র মাহে রমাদানের শুভেচছা... 💞💞

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Seba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram