Rabbani Dawa Center Bangladesh 02

  • Home
  • Rabbani Dawa Center Bangladesh 02

Rabbani Dawa Center Bangladesh 02 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rabbani Dawa Center Bangladesh 02, Medical and health, .

পাইলস, এনাল ফিসার এবং ফিস্টুলায় আক্রান্ত হয়ে যারা ধুকে ধুকে কষ্ট সহ্য করছেন!! আল্লাহর উপর ভরসা করে আমাদের চিকিৎসা গ্রহণ করুন, ইনশাআল্লাহ আমাদের তৈরিকৃত ঔষধ সেবনের মাধ্যমে স্থায়ীভাবে সমাধান পাবেন। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন-
📞 ০১৯২৫-২৪১৬৮৩

25/05/2025

পায়ুপথের কোন রোগ নিয়ে অবহেলা করবেন না। আলাহর অশেষ মেহেরবানিতে তিনি আমাদের ঔষধ খেয়ে সুস্থতা লাভ করেছেন আলহামদুলিল্লাহ।

24/05/2025

আমাদের ঔষধ খেয়ে তিনি ১ মাসের ভেতরেই ফিস্টুলা থেকে অনেকাংশে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ।

আজকে জুম্মাহর দিনের উছিলায় আলাহ সবাই ক্ষমা করে দিন,  আমীন 🤲
23/05/2025

আজকে জুম্মাহর দিনের উছিলায় আলাহ সবাই ক্ষমা করে দিন, আমীন 🤲

আমাদের মাদরাসার ত্বলিবুল ইলমদের সাথে........
22/05/2025

আমাদের মাদরাসার ত্বলিবুল ইলমদের সাথে........

22/01/2025

পাইলস'র যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চান? কোন ধরণের অপারেশন এর প্রয়োজন নেই, গাছান্ত ঔষধ দ্বারা খুবই অল্প সময়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।

21/01/2025

ম,লদ্বারে মাংস বৃদ্ধি পাওয়াকে পা,ইলস বলে।সঠিক সময়ে এই রোগ শনাক্ত করে চিকিৎসা না নিতে পারলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়।অনেক সময় ক্যা ন্সারও হতে পারে।

এ নাল ফিসার একটি সাধারণ পায়ুপথের রোগ।এ নাল ফিসারের লক্ষণ হল পায়ু পথে ব্যথা,মল ত্যাগের পর পায়ুপথের ব্যথা শুরু হয়।এটি কখনও তীব্র ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা,কখনও কেটে যাওয়ার মতো,কখনও পিন দিয়ে খোঁচার মতো,কখনও বা ভারি ভোতা ধরনের ব্যথা হয়।এছাড়া পায়ু পথে জ্বালা-পোড়া করে।
এটিকে একটি বিষচক্রও বলা যায়। ব্যথার সঙ্গে রক্ত যাওয়া,চুলকানি, পায়খানার রাস্তা ভেজা ভেজা থাকে ইত্যাদি নানা সমস্যা হতে পারে।

মলদ্বারের ভেতরে অনেক গ্রন্থি রয়েছে, এগুলোর সংক্র মণের কারণে ফোড়া হয়।
মলদ্বারে পার্শ্বস্থিত কোনো স্থানে এক বা একাধিক মুখ দিয়ে মাঝেমধ্যে পুঁজ বের হয়ে আসাকে আমরা ফি স্টুলা বা ভগ ন্দর বলে থাকি।এ সংক্রমণের কারণে মলদ্বারে প্রচুর ব্যথা হয়।

উক্ত সমস্যাগুলো থেকে স্থায়ী সমাধান পেতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন অথবা কল করুন 📞 ০১৯২৫২৪১৬৮৩

21/01/2025

পাইলস থেকে চিরতরে মুক্তির উপায়:

ফাইবার সমৃদ্ধ খাবার: প্রতিদিনি শাক সবজি, ফলমূল, মটরশুটি ও ডাল ইত্যাদি খাবার খাওয়া। ফাইবারযুক্ত খাবার খেলে পায়খানা স্বাভাবিক থাকে এবং পাইলস থেকে মুক্তি পাওয়া যায়।

পানি পান বৃদ্ধি: প্রতিদিন প্রয়োজনমত পানি পান করতে হবে। পাইলসের চিকিৎসায় অন্যতম জরুরী বিষয় হলো প্রচুর পানি পান করা। চা-কফি ও কোমল পানীয় পান করা থেকে বিরত থাকা।

ইসবগুলে ভুসি: প্রতিদিন সকালে নিয়মিত ইসবগুলের ভুসি পানিতে মিশিয়ে পান করলে পায়খানা স্বাভাবিক থাকে। ফলে কোষ্ঠকাঠিন্য ও পাইলস থেকে মুক্ত থাকা যায়। বেশি পরিমাণে ইসবগুলের ভুসি খেলে পেটে গ্যাসের সমস্যা ও ব্যাথা হতে পারে। তাই প্রয়োজনমত খাওয়া।

খাঁটি ঘি: অনেকের ধারণা প্রতিদিন পরিমাণমত ঘি খেলে পাইলস থেকে মুক্তি পাওয়া যায়। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নাই।

টয়লেটে কম সময় ব্যয়: টয়লেটে গিয়ে অনেকে প্রচুর সময় ব্যয় করে, এটা উচিৎ নয়। স্বস্তি মেলে এ পরিমাণ পায়খানা হয়ে গেলে টয়লেট থেকে বের হয়ে যাওয়া উচিত।

পাইলস (অর্শরোগ) কী?পাইলস (Hemorrhoids) হল এমন রোগ যে রোগে মলদ্বারের ভিতর থেকে রক্তনালীর একটি পিন্ড ফুলে যায় এবং কখনো কখন...
21/01/2025

পাইলস (অর্শরোগ) কী?
পাইলস (Hemorrhoids) হল এমন রোগ যে রোগে মলদ্বারের ভিতর থেকে রক্তনালীর একটি পিন্ড ফুলে যায় এবং কখনো কখনো এটি বাইরে বের হয়ে আসে। পাইলসের সমস্যায় সাধারণত ব্যাথা হয় না। তবে জটিলতা দেখা দিলে ব্যাথা হতে পারে। গ্রাম বাংলায় এ রোগটি অর্শরোগ নামে পরিচিত। মেডিকেলের পরিভাষায় রোগটিকে Hemorrhoids বলা হয়।

সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে, গাছ-গাছরা দ্বারা পাইল'সকে চিরতরে নির্মূল করতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ০১৯২৫-২৪১৬৮৩

20/01/2025

পাইলস'কে পোষে রাখবেন না, সময় ক্ষেপণ না করে আজ থেকেই চিকিৎসা গ্রহণ শুরু করুন। দীর্ঘ ৬০ বছরের পুরণো স্বপ্নে পাওয়া গাছান্ত ঔষধ দ্বারা আমরা চিকিৎসা করি, ইনশাআল্লাহ ৩ মাসের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। পাইলস, ফিস্টুলা, এনাল ফিসারের রোগীগণ ইনবক্সে যোগাযোগ করুন।

20/01/2025

বিনা অপারেশনে চিরস্থায়ীভাবে পাইল'স থেকে মুক্তি পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন- ০১৯২৫-২৪১৬৮৩

পাইলসের কোনো সঠিক সংজ্ঞা এখনো পর্যন্ত চিকিৎসকদের জানা নেই। কারণ এ রোগটির আসল প্রকৃতি এখনো পর্যন্ত পুরোপুরি বোধগম্য নয়। প...
20/01/2025

পাইলসের কোনো সঠিক সংজ্ঞা এখনো পর্যন্ত চিকিৎসকদের জানা নেই। কারণ এ রোগটির আসল প্রকৃতি এখনো পর্যন্ত পুরোপুরি বোধগম্য নয়। পাইলস বলতে আমরা বুঝি মলদ্বারের ভেতরে ফুলে ওঠা রক্তের শিরার একটি মাংসপিণ্ড। এরূপ রক্তের শিরার মাংসপিণ্ড বা ‘কুশন’ সব মানুষেরই রয়েছে। তাই প্রকৃত অর্থে পাইলস বা ‘হেমোরয়েড’ আমরা তখনই বলি যখন এটি কোনোরূপ উপসর্গ সৃষ্টি করছে। যেমন মলদ্বারের বাইরে ঝুলে পড়া মাংসপিণ্ড অথবা রক্ত যাওয়া। প্রতিটি মানুষের তিনটি পাইলস বা ‘কুশন’ আছে। বড় পাইলসের মাঝখানে ছোট ছোট পাইলসও থাকতে পারে। মলত্যাগ করার সময় শিরাগুলো কিছুটা ঝুলে পড়ে এবং রক্ত ভর্তি হয়ে ফুলে ওঠে তারপর ফেটে গিয়ে রক্ত বের হয়।

পাইলস কখন হয় : ৩০ থেকে ৬০ বৎসর বয়সের ভেতর এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি। ২০ বছর বয়সের নিচে পাইলস খুব একটা দেখা যায় না। এ রোগ মহিলাদের চেয়ে পুরুষের কিছুটা বেশি হয়।

কারণ : কয়েক শতাব্দীর গবেষণা সত্ত্বেও পাইলসের প্রকৃত কারণ উদঘাটিত হয়নি। তবে কিছু কিছু রোগ পাইলস হওয়াকে ত্বরান্বিত করে, যেমন- মলত্যাগে অতিরিক্ত কোঁত দেওয়া, অনিয়মিত মলত্যাগের অভ্যাস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি। অন্য কিছু কিছু কারণ আছে যার জন্য পাইলস হতে পারে, যেমন- বংশগত, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, অনেকক্ষণ গরমে থাকা, ভারী ওজন তোলা, গর্ভাবস্থা, আঁটসাঁট পোশাক পরা, হরমোনের প্রভাব, আঁশজাতীয় খাবারের অভাব ইত্যাদি।

উপসর্গ : বহিঃস্থিত পাইলসের ক্ষেত্রে মলদ্বারের বাইরে ফোলা থাকে এবং কিছুটা ব্যথা বা অস্বস্তি হতে পারে। অভ্যন্তরীণ পাইলসের ক্ষেত্রে টয়লেটে টাটকা লাল রক্ত দেখা যায়। কোনোরূপ ব্যথা থাকে না। মলত্যাগের শেষে রক্ত যায়। রক্ত ফোঁটায় ফোঁটায় যায় আবার কখনো তীরের বেগে যায়। রক্ত যাওয়ার পর যদি বেশি ব্যথা ও জ্বালাপোড়া হয় তাহলে এনাল ফিশার বা ক্যানসার হতে পারে। রক্ত যেতে যেতে রোগী গভীর রক্তশূন্যতায় ভুগতে পারেন। মলদ্বারের বাইরে পাইলসটি ঝুলে পড়তে পারে। সেক্ষেত্রে মলত্যাগ শেষে পাইলসটি আপনা আপনি ভেতরে ঢুকে যেতে পারে। পাইলসে সাধারণত ব্যথা হয় না। থ্রম্বোসিস হলে বা পাইলস বাইরে অতিরিক্ত ঝুলে থাকলে ব্যথা হতে পারে। মলদ্বারে শুধু পাইলস রোগই হয় না আরও অনেক রোগ হয় যার শতকরা বিশ ভাগ রোগী পাইলসে আক্রান্ত।

প্রতিরোধের উপায় : পাইলস'র স্থায়ী চিকিৎসা অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে কেমন হয়! তা আমাদের সকলের'ই জানা, অপারেশন করার পরেও আবার ফিরে আসে পাইল'স, ভুগতে হয় সারা জীবন। আমি আপনাদের কাছে এমন এক চিকিৎসা সেবা নিয়ে এসেছি- যা গ্রহণ করলে ৩ মাসের মধ্যে আল্লাহর রহমতে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। স্বপ্নে পাওয়া গাছান্ত ঔষধ দ্বারা চিকিৎসা গ্রহণ করে আপনিও পাইলস'র সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন।

যোগাযোগ- ০১৯২৫-২৪১৬৮৩

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabbani Dawa Center Bangladesh 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram