
03/07/2025
পেট না কেটে ছোট ছিদ্র করে মেশিনের সাহায্যে পিত্তথলীর পাথর অপারেশন!
পেটের উপরিভাগের ডান দিকে ছোট নাশপাতিসদৃশ একটি অঙ্গ পিত্তথলি। হজমে সহায়তা দেওয়াই অঙ্গটির কাজ। পিত্তথলিতে পাথর সাধারণত ৩০ থেকে ৪০ বছর বয়সে হয়ে থাকে, তবে যেকোনো বয়সেই হতে পারে। এটা খুবই পরিচিত একটি সমস্যা। পুরুষদের তুলনায় নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন।
ল্যাপারোস্কোপিক সার্জারি বা পেট ফুটো করে অস্ত্রোপচার সার্জারি জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও এ সার্জারি পদ্ধতি বর্তমানে নানা ক্ষেত্রে বিস্তার লাভ করেছে। এ পদ্ধতিতে সাধারণত পিত্ত পাথর, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, কোলন, রেকটাল ক্যানসার ও টিউমার সার্জারি করা হয়ে থাকে। ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা সমূহঃ
১. ব্যথা কম হয়। ছিদ্র করে অস্ত্রোপচার করা হয় দেখে খুব অল্প কাটা হয়। এ জন্য অস্ত্রোপচার–পরবর্তী রিকভারি সহজ হয়।
২. দ্রুত ক্ষত সেরে যায়।
৩. রক্তপাত কম হয়। মেশিনের ক্যামেরায় সবকিছু অনেক গুণ বড় দেখা যায়। তাই ছোটখাটো রক্তপাতও বন্ধ করা সহজ হয়।
৪. দাগ কম হয়।
৫. রোগী দ্রুত কাজে যোগ দিতে পারেন।
পিত্তথলির পাথরের সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে যোগাযোগ করুন আজই।
ডাঃ এ কে এম নিজাম উদ্দিন
জেনারেল, ল্যাপারস্কপিক ও কোলোরেক্টাল সার্জারী বিশেষজ্ঞ
এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য), এফ.সি.পি.এস (সার্জারী)
কনসালটেন্ট (সার্জারী)
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া
মোবাইলঃ ০১৭৩০-১৭৯৭৪৩
চেম্বার-১ঃ
সুপার ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতাল
রেড ক্রিসেন্ট ভবন, সদর হাসপাতাল রোড, ব্রাহ্মণবাড়িয়া
মোবাইল: ০১৭১৭৮৩৩০১১, ০১৭০১৮০৫০৩০, ০১৭০১৮০৫০৯০
রোগীর দেখার সময়ঃ প্রতিদিন ২.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত
#পিত্তথলির_পাথর #ল্যাপারোস্কোপিক_সার্জারি #ডাএকেএমনিজামউদ্দিন #জেনালের_সার্জারী_বিশেষজ্ঞ