পেশেন্ট জাহাঙ্গীর হোসেন, রূপনগর আবাসিক এলাকা থেকে এসেছেন। ডিপ্রেশন, শরীর জ্বালাপোড়া ইত্যাদি সমস্যার জন্য হিজামা নিচ্ছেন।
পেশেন্ট সোলায়মান টিটু, কাউন্দিয়া থেকে এসেছেন। ডিপ্রেশন, মাথা গরম ও খিট খিট মেজাজের জন্য হিজামা নিচ্ছেন।
পেশেন্ট স্বামী-স্ত্রী দু'জন
শেখ গোলাম রাসূল সেলিম, শাহআলী থানার কৃষকলীগের সাধারণ সম্পাদক। ঘাড়, কোমর ও পিঠ ব্যথার জন্য হিজামা নিচ্ছেন।
মৌসুমী, সেলিম সাহেবের স্ত্রী, সিজারের সময় এনেস্তেসিয়া ইঞ্জেকশন পুশের কারণে ব্যাক পেইনের জন্য হিজামা নিচ্ছেন।
মাওলানা আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী। ঘাড়, কোমর এবং ইউরিক অ্যাসিড জনিত সমস্যার জন্য হিজামা নিচ্ছেন।
হিজামা একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি। তাই হিজামা নিন, সুস্থ থাকুন, হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হুজুর সা. নিজে হিজামা করেছেন এবং উম্মতকে হিজামার নির্দেশ প্রদান করেছেন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
হিজামা কী?
হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
এইটা বিশ্বব্যাপী জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা যা বিভিন্ন রোগের জন্য কার্যকরী এবং যেকোন সুস্থ রোগীর জন্য রোগ প্রতিরোধ হিসেবে ইফেক্টিভ চিকিৎসা ব্যবস্থা। উন্নত বিশ্বে এর ব্যাপক প্রচলন থাকলেও আমাদের দেশে এখন জনপ্রিয় হচ্ছে দিন দিন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
পেশেন্ট অবসরপ্রাপ্ত আর্মি কর্মকর্তা রেজাউল করিম, কিডনি সমস্যাসহ বিভিন্ন সমস্যার জন্য হিজামা নিচ্ছেন। আগেও তিনি আমার এখান থেকে হিজামা নিয়েছেন। হিজামার মাধ্যমে তার সাথে আমার পরিচয়। আমার কাছ থেকে হিজামা নিতে বেশি ভালো লাগে।
সুন্নাহ তারিখের দ্বিতীয় দিন স্বামী স্ত্রী একসাথে হিজামা নিলেন। মাইগ্রেন ইউরিন সারভাইকেল ডিস্ক সমস্যা সহ আরো কিছু সমস্যার জন্য হিজামা নিয়েছেন।
পেশেন্ট দুজন, জিয়াউদ্দিন ও তার শাশুড়ি রানী খান। এসেছেন লালবাগ থেকে। আমার এক পুরাতন পেশেন্ট তাকে পাঠিয়েছেন।
রানি খান বাম হাতের সমস্যার জন্য হিজামা নিচ্ছেন। জিয়াউদ্দিন সাহেব হাঁটুর ব্যথাসহ বিভিন্ন সমস্যার জন্য হিজামা নিচ্ছেন।
পেশেন্ট এসেছেন মিরপুর ২ নম্বর থেকে। টেস্টিস সমস্যার জন্য। হিজামা চিকিৎসার উপর ভরসা করে এসেছেন, আল্লাহ তার এই ভরসাকে বিশ্বাসে পরিণত করুন এবং সুস্থ করে দিক এই দোয়া করি।
আজ সন্ধ্যার পর থেকে সুন্নাহ তারিখের শেষ দিন শুরু হল। রবিবার সূর্যাস্ত পর্যন্ত সুন্নাহ তারিখ থাকবে। আগ্রহীগণ যোগাযোগ করে হিজামা নিন।
পেশেন্ট শাহাদাত। মিরপুর কল্যাণপুর হাউসিং স্টেট থেকে এসেছেন। বিভিন্ন সমস্যার জন্য হিজামা নিচ্ছেন।
পেশেন্ট মিজান। বেক্সিমকো ফার্মাতে কর্মরত আছেন। পিএলআইডি সমস্যার জন্য হিজামা নিতে এসেছেন।