12/07/2022
♦ হিজামা স্পেশালিষ্টের তত্ত্বাবধানে ৩দিন ব্যাপী হিজামা ট্রেনিং♦
তারিখ: ১৬, ১৭ ও ১৮ জুলাই ২০২২
★ সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
১৪ তারিখের মধ্যে যারা ফুল প্যামেন্ট করে রেজিস্ট্রেশন কনফার্ম করবেন, তাদের জন্য ২০% পার্সেন্ট ডিসকাউন্ট প্রযোজ্য।
★স্থান: হিজামা সেন্টার মিরপুর, ৬৩/১, বর্ধনবাড়ি, থানা: দারুস সালাম, মিরপুর ১, ঢাকা ১২১৬। (আরজাবাদ মাদরাসা সংলগ্ন)
গুগোল ম্যাপে ঃ https://maps.app.goo.gl/VmEw519gRxR4xFgM6
হিজামা সেন্টার মিরপুর-এর আয়োজক ভারতের ব্যাঙ্গালোরের বিখ্যাত হিজামা স্পেশালিস্ট ডাঃ জুনায়েদ খান স্যারের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, মিসরের ডাঃ আহমদ আবুল নাসেরের হিজামা পদ্ধতি অনুসরণ করে। তাই আমাদের ওয়ার্কশপে আমরা ডাঃ জুনায়েদ খান স্যার ও ডাঃ আহমদ আবুল নাসের-এর নিয়মে ইন্সিশনসহ হিজামার যাবতীয় প্রশিক্ষণ প্রদান করে থাকি। ফলে আগত প্রশিক্ষণার্থীরা খুব সহজেই ইন্সিশনসহ হিজামার ওপর দক্ষতা অর্জন করতে পারেন।
♦ ট্রেনিংয়ের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য:
★ দক্ষ হিজামা থেরাপিস্ট তৈরি করা ও হিজামা সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন।
★ হিজামা সম্বন্ধে অত্যাধুনিক তথ্য প্রদানসহ হাতে কলমে হিজামা প্রশিক্ষণ।
★ প্রজেক্টরে প্রদর্শনের মাধ্যমে ট্রেনিং প্রদান।
★ সচিত্র হিজামার পয়েন্ট বিষয়ক গাইড প্রদান।
★ এনাটমি, ফিজিওলজি এবং পয়েন্ট ভিত্তিক প্রশিক্ষণ।
★ ট্রেনিং চলাকালীন প্রেক্টক্যালের সমস্ত উপকরণ প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে।
★ ট্রেনিং শেষে আমাদের নিজস্ব চেম্বারে ইন্টার্নীর সুযোগ প্রদান
★ পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা।
♦ ট্রেনিংয়ে যা শেখানো হবে:
★ হিজামা ট্রেনিং
★ ফায়ার কাপিং
★ মাসাজ কাপিং
★ ড্রাই কাপিং
♦ অংশগ্রহণের যোগ্যতা:..মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন যেকেউ..এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ..উলামায়ে কেরাম
উপরের যেকোন টি থাকলেই হবে
♦ ট্রেনিং শেষে প্রদান করা হবে:
★অংশগ্রহণের সার্টিফিকেট
★হিজামা গাইড
★ সচিত্র পয়েন্ট ভিত্তিক ব্যানার
♦ সঙ্গে যা আনতে হবে (রেজি:-এর জন্য):
• ২ কপি ছবি (পাসপোর্ট সাইজ ২টি, ল্যাব প্রিন্ট হতে হবে, (লেটেস্ট ছবি প্রদান আবশ্যক)
• ভোটার আইডি কার্ডের ফটোকপি
• এসএসসি/দাখিল/মিশকাত, তাকমিলের বেতেকা/সনদের ফটোকপি (তাকমিল ফারিগদের বেতাকা অথবা নিবন্ধন কপি) জমা দিতে হবে।
★ ট্রেনিং ফি: ৫০০০ টাকা
★ দূরবর্তী নারী-পুরুষ প্রশিক্ষণার্থীদের জন্য থাকার সুব্যবস্থা আছে। (পুরুষ প্রশিক্ষনার্থী বিছানাপত্র সাথে নিয়ে আসতে হবে)
★ দুপুরে আপ্যায়নের ব্যবস্থা আছে।
♦ রেজিস্ট্রেশনের নিয়ম:
অবশ্যই অগ্রিম রেজিস্ট্রেশন করে রাখতে হবে।
সেক্ষেত্রে ১০০০ টাকা ফি, দুই কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং উল্লেখিত সার্টিফিকেটের ফটোকপিসহ আমাদের চেম্বারে সরাসরি এসে রেজিস্ট্রেশন করা যাবে।
দূরবর্তী প্রশিক্ষণার্থীরা মোবাইলে টাকা পাঠিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে অবশিষ্ট টাকা এবং অন্যান্য কাগজপত্র ক্লাস শুরুর দিন জমা দিলেই হবে।
রেজিস্টেশন কনফার্ম ও যোগাযোগ:
হিজামা সেন্টার মিরপুর: 01673603361 (বিকাশ, রকেট, নগদ)
মোবাইলে টাকা পাঠালে যে নাম্বার থেকে পাঠানো হবে তার লাস্ট চার অক্ষর এবং নাম মেসেজ করে পাঠিয়ে দিতে হবে।
যাতায়াত: (মিরপুর-১/মাজার রোড/গাবতলী হতে রিক্সায় আরজাবাদ/হরিরামপুর মাদরাসা)
Harirampur Rd, Mirpur-1, Darussalam police station, Dhaka.
জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসা সংলগ্ন