22/07/2025
আগুনে পুড়া রোগীর সবচেয়ে বেশি ঝুঁকি থাকে প্রথম ৩-৫ দিন এবং যদি Inhalation injury, Infection, বা Fluid imbalance দেখা দেয়। এই সময় দ্রুত চিকিৎসা না পেলে জীবন ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে।
👇👇ঝুঁকি 👇👇
🔥 ১. পুড়ার পরপরই (Acute Phase):
Fluid loss: শরীর থেকে প্রচুর পানি ও ইলেকট্রোলাইট বেরিয়ে যায় → শক (burn shock) হতে পারে।
Hypovolemia: রক্তচাপ কমে যায়, কিডনি বিকল হতে পারে।
Respiratory compromise: যদি মুখ, গলা বা ফুসফুসে ধোঁয়ার কারণে ইনহেলেশন ইনজুরি হয়, তবে তৎক্ষণাৎ শ্বাসকষ্ট হতে পারে।
⚠️ ২. প্রথম ২৪–৭২ ঘণ্টার মধ্যে:
Infection/sepsis: পুড়ার স্থান থেকে ইনফেকশন ছড়িয়ে পড়লে সেপটিক শক হতে পারে।
Multiple organ failure: সংক্রমণ না থামলে বিভিন্ন অঙ্গ বিকল হতে পারে।
Electrolyte imbalance: সঠিক ফ্লুইড ম্যানেজমেন্ট না করলে হার্ট অ্যারিথমিয়া, খিঁচুনি ইত্যাদি হতে পারে।
📊 ৩. নিচের যেকোনো বিষয় থাকলে রিস্ক আরও বেড়ে যায়:
🔸 পুড়ার পরিমাণ বেশি (TBSA > 20-30%)
🔸 বয়স বেশি বা খুব ছোট শিশু (প্রতিকার ক্ষমতা কম)
🔸 Inhalation injury
🔸 Pre-existing diseases (ডায়াবেটিস, হার্ট, কিডনি রোগ)
🔸 পুড়া জায়গা যদি মুখ, গলা, হাত, যৌনাঙ্গ, বা জয়েন্টে হয়।
Dr. Md Rayhan Uddin
Dr.Rayhan Uddin