Nurture Nest

Nurture Nest Nurture Nest is the childcare unit of Bangladesh Psychiatric Care Limited.

At Nurture Nest, we offer specialized care and therapeutic services tailored to children with unique developmental and behavioral needs.

নার্চার নেস্ট! শিশুর বিকাশ নিশ্চিতকরণে বদ্ধপরিকর! বিস্তারিত জানতে ও এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুনঃ ০৯৬৭৭৬০৪৬০৪
07/08/2025

নার্চার নেস্ট! শিশুর বিকাশ নিশ্চিতকরণে বদ্ধপরিকর! বিস্তারিত জানতে ও এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুনঃ ০৯৬৭৭৬০৪৬০৪

07/08/2025

📢 বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ফিটনেস ট্রেনিং-এ বিশেষ ছাড়!

প্রিয় অভিভাবকবৃন্দ,

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আমাদের ফিটনেস ট্রেনিং প্রোগ্রামে এখন থাকছে বিশেষ ছাড়।

✅ পূর্বের ফি: ১২০০ টাকা
✅ এখন মাত্র: ৮০০ টাকা

আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য হলো আরও বেশি শিশুকে এই গুরুত্বপূর্ণ সেবার আওতায় আনা এবং অভিভাবকদের পাশে থাকা।

🧒💪 এই ফিটনেস সেশনগুলো শিশুদের বয়স, সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী সাজানো হয়। এতে উন্নয়ন ঘটে তাদের মোটর স্কিল, শরীরের ভারসাম্য, শক্তি ও আত্মবিশ্বাসের।

📅 আসন সংখ্যা সীমিত!
📞 বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01786805558

আসুন, একসাথে আমাদের সন্তানদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করি।

শুভেচ্ছান্তে,
নার্চার নেস্ট কর্তৃপক্ষ

📢 Special Discount on Fitness Training for Children with Special Needs!

Dear Parents,

We are happy to announce a special discount on our fitness training sessions designed specifically for children with special needs.

✅ Previous Fee: ৳1200
✅ Now Only: ৳800

This initiative is aimed at making our services more accessible to families, while continuing to provide a safe, supportive, and engaging environment where your child can grow stronger—physically and emotionally.

🧒💪 Our sessions are tailored to meet each child’s unique needs and abilities, focusing on improving motor skills, coordination, strength, and overall well-being.

📅 Limited slots available!
📞 For registration and details, please contact us at 01786805558.

Let’s support our children to thrive—together!

Warm regards,
Nurture Nest Authority

✍ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে লেখার অভ্যাস গড়ে তোলা – শেখার প্রতিটি ধাপে ভালোবাসা ও সহায়তা শিশুদের লেখার অভ্যাস গড...
29/07/2025

✍ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে লেখার অভ্যাস গড়ে তোলা – শেখার প্রতিটি ধাপে ভালোবাসা ও সহায়তা

শিশুদের লেখার অভ্যাস গড়ে তোলা সব বাবা-মায়ের কাছেই এক আনন্দের অধ্যায়, কিন্তু যখন শিশুদের থাকে ফাইন মোটর সমস্যার কারণে লিখতে কষ্ট হয়, অথবা শেখার ক্ষেত্রে থাকে বিশেষ চাহিদা, তখন এই সহজ কাজটাই হয়ে দাঁড়ায় এক বড় চ্যালেঞ্জ।

🖐 ফাইন মোটর স্কিল মানে হাতের ছোট ছোট মাংসপেশির ব্যবহার, যা লেখা, আঁকা, বোতাম লাগানো বা চামচ ধরার মতো কাজে লাগে। অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এই স্কিলে সমস্যা থাকায় তারা লিখতে গেলে হাত ব্যথা করে, অক্ষর আঁকাবাঁকা হয় বা খুব ধীরে লেখে।

📚 তাদেরকে সুন্দরভাবে বা ইউনিফর্ম হ্যান্ডরাইটিং শেখানোর আগে আমাদের মনে রাখতে হবে, এই শিশুরা আগে থেকেই অনেক লড়াই করছে। তাই প্রথম পদক্ষেপ হতে হবে সহানুভূতি ও ধৈর্য। কিছু সহজ ও কার্যকর পদ্ধতি হচ্ছে— বড় বড় লাইনে লেখা অনুশীলন করানো, মোটা পেনসিল বা ট্রায়াঙ্গুলার গ্রিপ ব্যবহার করা, রং দিয়ে লিখতে অনুপ্রাণিত করা যেন লেখা আনন্দদায়ক হয়, মাঝে মাঝে হাতের ব্যায়াম করানো এবং প্রতিদিন ১০-১৫ মিনিট করে ছোট ছোট অনুশীলনের সুযোগ দেওয়া। পাশাপাশি, এই শিশুর প্রয়োজন অনুযায়ী একজন ওকুপেশনাল থেরাপিস্ট বা স্পেশাল এডুকেটরের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে শিশুর সক্ষমতা অনুযায়ী উপযুক্ত কৌশল ও সহায়তা নিশ্চিত করা যায়।

👩‍🏫 মনে রাখবেন — “পরিপূর্ণতা নয়, অগ্রগতি”ই আমাদের লক্ষ্য। একটি অক্ষর সোজা না হলে কিছুই আসে যায় না, কিন্তু যদি আপনার সাপোর্টে একটি শিশু আত্মবিশ্বাস পায় — সেটাই সবচেয়ে বড় সাফল্য।

🧡 চলুন, ওদের জন্য একটু ধীর গতিতে চলি, একটু নিচু হয়ে পাশে দাঁড়াই।✨

#বিশেষচাহিদা

23/07/2025

🔥 দুর্ঘটনা বা ক্যাজুয়ালটির সময় কী করবেন, কী করবেন না — জেনে নিন সংক্ষেপে 🔥

✅ যা করা উচিত:
• শান্ত থাকুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
• ৯৯৯-এ কল করে জরুরি সহায়তা ডাকুন।
• আহত ব্যক্তিকে অযথা নাড়াচাড়া না করে প্রথমিক চিকিৎসা দিন (যদি জানেন)।
• আশপাশের মানুষকে সরে যেতে বা সাহায্য করতে উৎসাহিত করুন।

❌ যা করা উচিত না:
• মোবাইলে ছবি/ভিডিও তুলবেন না — এটি অসম্মানজনক।
• গুজব ছড়াবেন না বা যাচাইবিহীন তথ্য শেয়ার করবেন না।
• ভিড় করে উদ্ধার কাজ ব্যাহত করবেন না।
• আহত বা মৃতদের ওপর অজ্ঞতাবশত হস্তক্ষেপ করবেন না।

🧠 সচেতনতা জীবন বাঁচাতে পারে। শুধু দর্শক নয়, দায়িত্বশীল নাগরিক হোন।
#দুর্ঘটনা_প্রতিরোধ

21/07/2025
নার্চার নেস্ট-এ আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম এর স্টুডেন্টদের নিয়ে আয়োজিত "ফল উৎসব" এ সকল উপস্থিতির কিছু আনন্দঘন মুহূর্ত। ...
18/07/2025

নার্চার নেস্ট-এ আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম এর স্টুডেন্টদের নিয়ে আয়োজিত "ফল উৎসব" এ সকল উপস্থিতির কিছু আনন্দঘন মুহূর্ত। এই উৎসবের উদ্দেশ্য ছিলো স্টুডেন্টদের বিভিন্ন ধরনের ফলের সাথে পরিচিত করা, ফল চেনানো এবং একসাথে মিলে ফল খাওয়ার আনন্দ ভাগ করে নেওয়া।

We are delighted to welcome Md. Aminul Haque, our Senior Occupational Therapist, to the team at Nurture Nest, the child ...
07/07/2025

We are delighted to welcome Md. Aminul Haque, our Senior Occupational Therapist, to the team at Nurture Nest, the child care unit of Bangladesh Psychiatric Care Ltd.!
With over 14 years of experience in Occupational Therapy and Assessment, Mr. Aminul brings specialized expertise in Neuro-rehabilitation, Gross motor & fine motor Sensory integration, cognitive & perceptual retraining, ADL'S training, behavioural modification, social skill training, etc.

📍 Available for consultation at Nurture Nest, Bangladesh Psychiatric Care.
📞 Book an appointment today! Call 09677604604

📚একসাথে পথ চলার জন্য নলেজ শেয়ারিং-এর বিকল্প নেই🌱নার্চার নেস্টে আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট গতকাল যখন শ্...
21/06/2025

📚একসাথে পথ চলার জন্য নলেজ শেয়ারিং-এর বিকল্প নেই🌱

নার্চার নেস্টে আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট গতকাল যখন শ্রবণ প্রক্রিয়ার প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন বিশেষ শিক্ষক ও বিহেভিয়ার থেরাপিস্টদের সঙ্গে—তখন সেটা শুধু একটি ক্লাস নয়, বরং একটি দলগত শেখার মুহূর্ত হয়ে উঠছে।

👩‍🏫👨‍⚕️ মাল্টিডিসিপ্লিনারি টিমে কাজ করার মূল সৌন্দর্যই হল নলেজ শেয়ারিং-এর মাধ্যমে পারস্পরিক দক্ষতা ও বোঝাপড়া বাড়ানো।

🔹 একেকজনের পেশাগত দক্ষতা যখন অন্যদের সাথে শেয়ার করা হয়, তখন সমস্যাকে বহুমাত্রিকভাবে দেখা সম্ভব হয়।

🔹 বিভিন্ন দৃষ্টিভঙ্গি একত্রিত হলে সিদ্ধান্ত আরও সূক্ষ্ম, শিশুকেন্দ্রিক ও কার্যকর হয়।

🔹 শেখার এই সংস্কৃতি টিমের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বাড়ায়—যা বিশেষ শিশুদের সঙ্গে কাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি।

🤝 আমরা বিশ্বাস করি—জ্ঞান যত ছড়ায়, সহায়তা তত গভীর হয়। আর এই সম্মিলিতভাবে শেখাই আমাদের করে তোলে আরও দক্ষ, আরও মানবিক।

Meet Dr. Romana Akter Happy, Consultant, Child Neurology at Nurture NestWe warmly welcome Dr. Romana Akter Happy to Nurt...
16/06/2025

Meet Dr. Romana Akter Happy, Consultant, Child Neurology at Nurture Nest

We warmly welcome Dr. Romana Akter Happy to Nurture Nest. Dr. Romana is a highly qualified and compassionate child neurologist, dedicated to supporting children’s neurological development.

She currently serves as a Consultant in the Department of Paediatric Neurology at Sarkari Karmachari Hospital (Government Employees Hospital), bringing with her a wealth of expertise in pediatric neurology and developmental care.

With a compassionate and patient-focused approach, Dr. Romana is committed to providing specialized care for children with neurological conditions, helping each child thrive and reach their fullest potential.

🗓 Consultation Days: Sunday, Tuesday & Thursday
🕒 Time: 3:00 PM – 5:00 PM

☎️For an appointment, please call: 09604 604 604 | 09677 604 604

🌟 বাবা দিবসের শুভেচ্ছা Nurture Nest-এর পক্ষ থেকে! 🌟আমাদের Early Intervention প্রোগ্রামের ছোট্ট শিশুরা আজ তাদের ভালোবাসা ...
15/06/2025

🌟 বাবা দিবসের শুভেচ্ছা Nurture Nest-এর পক্ষ থেকে! 🌟

আমাদের Early Intervention প্রোগ্রামের ছোট্ট শিশুরা আজ তাদের ভালোবাসা জানিয়েছে কার্ড তৈরি করে। কার্ডগুলো তৈরিতে সাহায্য করেছে আমাদের দক্ষ ও সৃজনশীল স্পেশাল এডুকেটররা। তারা রঙিন হাতে “Hi-5” হ্যান্ডপ্রিন্ট দিয়ে তৈরি করেছে ট্রফি আকৃতির কাগজের কারুশিল্প — যেন এই ট্রফি প্রতিটি বাবার ভালোবাসা, ধৈর্য আর সাহসের এক চিরন্তন স্বীকৃতি!

💙 শুভ বাবা দিবস!
আমাদের সব অসাধারণ বাবাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।

10/06/2025

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর যত্নে মা-বাবার সম্পর্ক শুধু গুরুত্বপূর্ণ নয়, অত্যন্ত জরুরি।❤️যেকোনো শিশুর জন্য মা-বাবার মধ্যে ভালো বোঝাপড়া একটি নিরাপদ ও সুস্থ মানসিক পরিবেশ তৈরি করে।কিন্তু বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই সম্পর্কের প্রভাব হয় আরও গভীর ও দীর্ঘস্থায়ী।📌কেন এই সম্পর্ক এত গুরুত্বপূর্ণ❓📌কিভাবে মা-বাবার সুসম্পর্ক শিশুর বিকাশে সহায়ক হতে পারে❓এই বিষয়ে মূল্যবান বিশ্লেষণ করেছেন নার্চার নেস্ট এর ক্লিনিক্যাল লিড, ড. আইরিন বিনতে আজাদ।

Address

Shimanto Shombhar Shopping Complex, Level 6, Road No: 02, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Nurture Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nurture Nest:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram