Hakeem MD Maksudur Rahman Afuz

Hakeem MD Maksudur Rahman Afuz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hakeem MD Maksudur Rahman Afuz, Doctor, Damudya, Dhaka.

আমি নিজেকে একজন মহান ডাক্তার হিসেবে গড়ে তুলতে চাই।
🩺 হাকীম মোঃ মাকসুদুর রহমান আফুজ
(ডি ইউ এম এস )
সাময়িক রেজি নংঃ৬২৬
হিজামা থেরাপিস্ট এবং খৎনা সুন্নাত।
অভিজ্ঞ।
চেম্বারঃআস-সুন্নাহ দাওয়াখানাও হিজামা সেন্টার ।
ডামুড্যা কামারপর্টি শরীয়তপুর
#01781347251

প্রথমবার স্বামী বা স্ত্রীর সাথে সেক্স করা যে কারো জন্য একটি ভীতিকর বিষয় হতে পারে, তবে যে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ তা...
11/12/2025

প্রথমবার স্বামী বা স্ত্রীর সাথে সেক্স করা যে কারো জন্য একটি ভীতিকর বিষয় হতে পারে, তবে যে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ তা হল আপনি যদি আগে অন্য কারো সাথে সেক্স করে থাকেন তবে আপনাকে অবশ্যই বিষয়টি সম্পর্কে সৎ হতে হবে। আপনি যদি আগে অন্য কারো সাথে সেক্স করে থাকেন, তাহলে অনুগ্রহ করে যৌনবাহিত রোগের পরীক্ষা করান।

এই নিয়ে আমি আপনাদের একটি ঘটনা শেয়ার করতে চাই। আমার এক বন্ধু আমেরিকার নিউইয়র্ক সিটিতে ডাক্তার। তার একজন রোগী ছিলেন যিনি সম্প্রতি বাংলাদেশ থেকে আমেরিকা এসেছেন। তিনি তার স্বামীকে বিয়ে করার পর যোনি স্রাব, ব্যথা এবং অন্যান্য উপসর্গে ভুগছিলেন। তার বাংলাদেশের ডাক্তার তাকে ওষুধ দিয়েছিলেন, কিন্তু কিছু অসঙ্গত কারণে, সম্ভবত লজ্জার কারণে, তাকে বলেননি যে তার যৌন সংক্রামিত রোগ রয়েছে।

আমেরিকান ডাক্তার যখন তাকে বলেছিলেন যে তার যৌন সংক্রমিত রোগ হয়েছে এবং নতুন ওষুধের প্রয়োজন, তখন তার কষ্টের কথা কল্পনা করুন। তাই আপনি যখন নতুন কারো সাথে সেক্স করবেন, আপনাকে অবশ্যই আগে যৌন রোগের পরীক্ষা করাতে হবে। কারণ এই রোগগুলি যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমিত হয়। দয়া করে আপনার স্বামী বা স্ত্রীর সাথে সৎ থাকুন।

হাকীম এম আর আফুজ
ডি ইউ এম এস
01781347251

অবিবাহিত অবস্থায় স্তন টাইট থাকে কেন? অবিবাহিত অবস্থায় স্তনের টিস্যু এবং চামড়া প্রায় স্বাভাবিক অবস্থায় থাকে। হরমোনের ভারস...
11/12/2025

অবিবাহিত অবস্থায় স্তন টাইট থাকে কেন?

অবিবাহিত অবস্থায় স্তনের টিস্যু এবং চামড়া প্রায় স্বাভাবিক অবস্থায় থাকে। হরমোনের ভারসাম্য ঠিক থাকে এবং স্তনের পেশি শক্ত থাকে। ফলে স্তন টাইট দেখায়। গর্ভধারণ, স্তন্যদান বা বয়সের সাথে পেশি ও চামড়ার ইলাস্টিসিটি পরিবর্তিত হওয়ার কারণে পরে ঝুলতে পারে।

হাকীম এম আর আফুজ
ডি ইউ এম স
01781-347251

দীর্ঘদিন সহবাস করা থেকে বিরত থাকা ঠিক নয়। কেননা এর কারণে অনেক রোগ সৃষ্টি হতে পারে। যেমন- #ছেলেদের_যে_সমস্যা_হতে_পারে 👇১...
10/12/2025

দীর্ঘদিন সহবাস করা থেকে বিরত থাকা ঠিক নয়। কেননা এর কারণে অনেক রোগ সৃষ্টি হতে পারে।
যেমন-

#ছেলেদের_যে_সমস্যা_হতে_পারে 👇

১) মাথা ভারি ভারি অনুভব হয়, মাথা ঝিম ধরে ।
২) মাথা চক্কর দেয়।
৩) ঘাড় ও মাথা ব্যাথা করে।
৪) মাতলামি ভাব দেখা দিতে পারে।
৫) সময়ে সময়ে অস্তির হয়ে যায়।
৬) মন-মেজাজ থাকে উগ্র।
৭) শরীরে এক প্রকার অসহ্য জ্বালা অনুভব হয়।

#মেয়েদের_মূল_যে_সমস্যা_গুলো_হয়?

১) যোনাঙ্গ ছত্রাকের আক্রান্ত করে
২) জরায়ু ইনফেকশন
৩) যোনি শিতিল হয়ে যায় এবং চামড়া কুচকে যায়
৪) সাদাস্রাব ও পিরিয়ড অনিয়মিত হতে পারে
৫) মানসিক ভাবে যোনতা হারিয়ে যায় এবং শরীরের অবনতি দেখা দেয়।

সহবাস করার দ্বারা উপরোক্ত সাময়িক রোগ বাদ হয়ে যায়।
অর্থাৎ সহবাস ছেড়ে দেওয়াতেও অনেক ক্ষতি রয়েছে। জনৈক ব্যক্তি সহবাস ত্যাগ করলে ক্ষুদামন্দা রোগে এমনভাবে আক্রান্ত হয় যে, খাবারের প্রতি তার কোনো রুচিই নেই। জীবন ধারণের জন্য কিছু খাবার গ্রহণ করলেও তা পেটে হজম হয় না। সুস্বাদু ও মজাদার খাবার খেলে এবং মাত্রায় কিছুটা বেশি হলে,পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকে না। কিছুক্ষণের মধ্যেই বমি হয়। এভাবে সে দীর্ঘদিন এ রোগে আক্রান্ত থেকে এক সময় বড় সমস্যা ইঙ্গিত দেয়।
সুতরাং সহবাস দ্বারা কেবল আনন্দ উপভোগ করাই উদ্দেশ্য নয়, স্ত্রীর সুস্থতাও উদ্দেশ্য। এবং নিজে সুস্থতাও উদ্দেশ্য।

⭕ এটি শেয়ার করতে লজ্জা করবেন না। ধন্যবাদ

বিঃদ্রঃ যারা গোপন রোগে ভুগছেন তাদের বলছি। অনেক চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি? আপনাদের জন্য আমরা দীর্ঘদিন ধরে বনাজি গাছগাছালির মাধ্যমে গবেষণা ভিত্তিক যৌন রোগের ওষধ তৈরি করে আসছি। আমরা একই ওষধ সবাইকে দেইনা। প্রতিটা রোগীর রোগ ও বয়স অনুপাতে ওষধ তৈরি করে দেই। তাই রোগ ও বয়স অনুপাতে দামের ভিন্নতা থাকে তাই আপনার সমস্যার কথা ফোন করে খুলে বলুন তারপর আমি সমাধান ও দাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ হোয়াইটআ্যাপ রয়েছে। এছাড়া আইডি ভিজিট করুন সেখানে যৌন রোগের ওষধ সম্পর্কে জানতে পারবেন।
বাংলাদেশের যেকোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ন হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।

বিঃদ্রঃ মেসেঞ্জারে নক দিবেন না

হাকীম এম আর আফুজ
01781-347251
01957038923

শুভ রাত্রি।
10/12/2025

শুভ রাত্রি।

 #স্ত্রীকে_পাগল_করতে_হলে_জোর_নয়_বুদ্ধি_লাগে  ( #শুধুমাত্র_বিবাহিত দম্পতিদের ১৮+ ঘনিষ্ঠ শিক্ষামূলক পোস্ট) এজন্য বেশি রাতে...
10/12/2025

#স্ত্রীকে_পাগল_করতে_হলে_জোর_নয়_বুদ্ধি_লাগে

( #শুধুমাত্র_বিবাহিত দম্পতিদের ১৮+ ঘনিষ্ঠ শিক্ষামূলক পোস্ট) এজন্য বেশি রাতে পোষ্টটি করলাম। বাজে কমেন্ট করবেন না। ভালো না লাগলে এড়িয়ে যাবেন।

অনেকে ভাবে স্ত্রীকে উত্তেজিত করতে হলে
জোর, শক্তি, দ্রুততা এই তিনটাই দরকার।
কিন্তু যে পুরুষ বুদ্ধি দিয়ে খেলে,
সেই পুরুষের হাতেই স্ত্রী গলে যায়… ভেঙে পড়ে… পাগল হয়ে ওঠে।
নারীর শরীরের দরজা কখনো জোরে খোলে না।
তার দরজা খোলে
✔ সঠিক স্পর্শে
✔ সঠিক কথায়
✔ সঠিক সময়ে
✔ আর সবচেয়ে বেশি… বুদ্ধিমত্তায়।
চলুন এবার জেনে নিই
স্বামী কীভাবে বুদ্ধি দিয়ে স্ত্রীকে পাগল করতে পারে 🔥💋

❤️‍🔥 ১️⃣ তার মস্তিষ্ক গরম করুন তারপর শরীর
নারী মস্তিষ্ক দিয়ে আগুন জ্বালায়।
আপনি যদি তার মন গরম করতে পারেন
তার শরীর নিজে থেকেই খুলে যাবে।
✔ সারাদিনে ছোট্ট মেসেজ “আজ তোমাকে অন্যভাবে দেখতে চাই…”
✔ তার গালের প্রশংসা
✔ একটা দুষ্টু চোখের ইশারা
এগুলোই নারীর মস্তিষ্কে ডোপামিন বাড়ায়।
তারপর রাতে সে নিজে থেকেই আপনাকে চাইবে।

❤️‍🔥 ২️⃣ স্পর্শে বুদ্ধি জোরে নয়, ধীরে, লম্বা নিশ্বাসে
নারীর সেরা ট্রিগার হলো
✔ ঘাড়
✔ পিঠ
✔ কানের নিচে
✔ কোমর
এগুলোতে ধীরে স্পর্শ দিলে
সে শ্বাস আটকে ফেলে।
জোরে ধরলে ব্যথা হয়,
ধীরে ধরলে আগুন লাগে।

❤️‍🔥 ৩️⃣ “বলার চেয়ে শোনার” সেন্স এটাই নারীর নরম জায়গা
আপনি যদি ৫ মিনিট তার কথা মন দিয়ে শোনেন,
নারী আপনার প্রতি ১০০% খুলে যায়।
পুরুষ ভাবে সেক্সে শরীর জরুরি
নারী ভাবে মন জরুরি।
এই মন জয় করতে পারলে
শরীর তো নিজেই এসে পড়ে।

❤️‍🔥 ৪️⃣ প্রি-প্লে’তে বুদ্ধিমান পুরুষ শ্রেষ্ঠ
নারীর শরীর ১ মিনিটের ছোঁয়ায় গরম হয় না।
সে গরম হয়…
✔ ৫–৭ মিনিটের চুমুতে
✔ ধীর হাতের ছোঁয়ায়
✔ কোমরে চাপ
✔ চুলে আঙুল বুলানোতে
যে স্বামী শরীরের মানচিত্র বুঝে,
স্ত্রী তার কাছে চাদর ছিঁড়েও পড়ে থাকবে।

❤️‍🔥 ৫️⃣ নিজের গতি নয় তার গতি ফলো করুন
বড় ভুল:
পুরুষ নিজের ইচ্ছামতো চালায়।
বুদ্ধিমান স্বামী শেখে:
“স্ত্রীর শরীর যেভাবে বিট দিচ্ছে, সেভাবেই চলতে হয়।”
সে শ্বাস দ্রুত করলে
আপনি গতি বাড়ান,
সে শ্বাস দীর্ঘ করলে
আপনি ধীর হন।
এটাই নারীকে পাগল করার আসল কৌশল।

❤️‍🔥 ৬️⃣ অর্গাজমের ঠিক আগে তাকে চোখের দিকে তাকান
এই এক কাজেই নারী ভেঙে পড়ে।
তার চোখে আপনার চোখ
আপনার নিশ্বাসে তার নিশ্বাস
এসময় নারী যা অনুভব করে:
✔ গভীর ভালোবাসা
✔ নিরাপত্তা
✔ আত্মিক সংযোগ
✔ শিরদাঁড়া গরম করা উত্তেজনা
নারীরা এই মুহূর্তেই স্বামীকে মনে-প্রাণে গ্রহণ করে।

🌙 শেষ অনুভূতি
স্ত্রীকে পাগল করা “মাসলের খেলা” না
এটা “মন + স্পর্শ + ধৈর্য + বুদ্ধি”র খেলা।
যে স্বামী এই ৪ জিনিস শিখে ফেলেছে
তার কাছে স্ত্রী প্রতিবারই নতুন হয়ে আসে,
আর প্রতিবারই বলে
“আজ আমাকে ছাড়বে না…”

শেষ কথা
আপনার যদি শারীরিক অক্ষমতা থাকে তাহলে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরীহ মানুষ। আপনার না আছে স্ত্রীর কাছে সম্মান আর না আছে আপনার মনে শান্তি। পৃথিবীর সবাই আপনাকে ভয় আর শ্রদ্ধা করলেও সবই বেকার। মনে রাখবেন যে পুরুষ নারী মহলে বাহাদুরি করতে পারে সেই আসল পুরুষ।
তাই রোগ চেপে রাখবেন না বনাজি বা ভেষজ চিকিৎসা গ্রহন করুন স্থায়ীভাবে সুস্থ হউন। আপনার ভিতর জিদ তৈরি করুন যে আমি পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না। হ্যা এমন মানুষিতার মানুষ গুলোই সুস্থতা নিশ্চিত করতে পারে। তাই বলবো আমরা দীর্ঘদিন ধরে গোপন রোগের স্থায়ী চিকিৎসা করে আসছি আপনি চাইলে আমাদের সেবাটা শেষ চিকিৎসা মনে করে গ্রহন করতে পারেন।

হাকীম এম আর আফুজ
ডি ইউ এম এস
01781-347251 ফোন অথবা হোয়াটসঅ্যাপ।
তবে দয়া করে মেসেঞ্জারে নক দিবেন না।

04/12/2025

হাকীম মাকসুদুর রহমান আফুজ

যে সকল নারীদের স্তন ঝুলে গেছে অনেক কারনেই স্তন ঝুলে যেতে পারে,আবার কয়েকটা বাচ্চা হওয়ার পর অনেক নারীদের স্তন ঝুলে যায়, ঝু...
04/12/2025

যে সকল নারীদের স্তন ঝুলে গেছে অনেক কারনেই স্তন ঝুলে যেতে পারে,আবার কয়েকটা বাচ্চা হওয়ার পর অনেক নারীদের স্তন ঝুলে যায়, ঝুলে যাওয়া স্তন টাইট করবে,এই Bobcare cream টি খুবই কার্ষকর একটি প্রাকৃতিক cream, দিনে ২ বার পুরো স্তনে ব্যবহার করবেন,,মিনিমাম ১/ ৩ মাস ব্যবহার করবেন,সাথে তালমুলী একটি ভেষজ বানিয়াতি দোকানে পাবেন, তা পাউডার করে ১ চামচ করে দিনে ২ বার গরুর দুধের সাথে মিশিয়ে খাবেন ১ মাস,প্রয়োজনে আরও কয়েক মাস খাওয়া যাবে
বিস্তারিত জানতেঃ
হাকীম মাকসুদুর রহমান আফুজ
01781-347251

রাস্তায় দেখলাম বড় একটা পোস্টারে লেখা " আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন ?"ঠিক ধরেছেন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব।তর...
29/11/2025

রাস্তায় দেখলাম বড় একটা পোস্টারে লেখা
" আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন ?"
ঠিক ধরেছেন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব।
তরুণদের মধ্যে এই বিষয়টি দেখা যায় " বিয়ে করতে ভয় পাওয়া" ।

আমার কাছে যে সকল পেশেন্ট আসে , তাদের মধ্যে সেক্সুয়াল প্রবলেমের রোগী বেশি ।

এর মধ্যে অনেক তরুণরা প্রশ্ন করে
- ডাক্তার আমি কি বিয়ে করার পর আমার স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারব ?
- আমার দ্বারা স্ত্রী সুখী হবে ? ইত্যাদি।
বলা যায় এগুলো বেশিরভাগ তরুণদের কমন প্রশ্ন।
আপনাদের একটা অদ্ভুত তথ্য জানাই, আমাদের কাছে যে সকল তরুণরা রোগী হিসেবে আসেন তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ তরুণ দের আসলে কোন যৌন সমস্যা নেই। যদিও এরা তাদের যৌন সমস্যা নিয়েই আমাদের কাছে আসে। এরা আসলে সাইকোসেক্সুয়াল ডিসফাংশনে ভোগে ।
স্বাভাবিকভাবে দেখা যাবে তার যদি কোন পরীক্ষা করা হয় তাহলে সকল রিপোর্ট ভাল আসবে। তবুও তারা তাদের শারীরিক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে।

যতদিন ওষুধ খাওয়ানো হয় ততদিন তারা বলে যে আমি এখন ভালই আছি কিন্তু ওষুধ শেষ তো আগের অবস্থা শুরু হয় । তার মানে হচ্ছে এখানে রোগীর আত্মবিশ্বাসের অভাব।

অনেক সময় রোগী সাইকোলজিক্যালি ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

আপনি যদি একটা ভিটামিন ক্যাপসুল দিয়ে থাকে বলেন এটা বিদেশ থেকে আমদানি করা একটা সেক্সের অনেক পাওয়ারফুল ওষুধ, রাতে খাবারের পর খাবেন খুব ভালো রেজাল্ট আসবে।দেখবেন পরেরদিন তারা এসে আপনাকে ধন্যবাদ জানাবে । হ্যাঁ খুব ভাল ওষুধ ছিল খুব ভালো কাজ করেছে, অথচ সে খেয়েছে কি সিম্পল একটা ভিটামিন ক্যাপসুল।এর অর্থ হচ্ছে, ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে যাওয়া , এটা মানসিক।

রোগীর কাছে ওষুধ থাকলে সে মনে করে আর টেনশন নাই আমার কাছে এখন ওষুধ আছে , আর ওষুধ না থাকলে তার মধ্যে টেনশন কাজ করে , আজকে ওষুধ নাই আজকে আমি আর পারব না।
যাহোক , এই যে বিয়ে করতে ভয় পাওয়া এটা কিন্তু এই ধরনের একটা ভীতি থেকে আসে।

নিজেকে মনে করে অক্ষম, স্ত্রীকে সুখী রাখতে পারব কিনা, পরিতৃপ্ত করতে পারব কিনা এসব প্রশ্ন মাথার মধ্যে সারাদিন ঘুরতে থাকে। কারণ সে রাস্তার পাশে অথবা বন্ধুদের কাছ থেকে জেনেছে বিভিন্ন ধরনের ভুল যৌনশিক্ষা'। স্ত্রীদের যৌন বিষয় নিয়ে তার মধ্যে আছে ভুল জ্ঞান ।যদিও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করলে এসব রোগীদের কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় না।
দেখবেন অনেকে উপরে উঠতে ভয় পায়, কেউ আছে রাতে ভয় পায়, কেউ আছে কুকুর দেখলে ভয় পায়, কেউ একা রুমে বা কক্ষে থাকতে ভয় পায় এগুলো কিন্তু সব মানসিক সমস্যা , বিয়ে করতে ভয় পাওয়া এমন এক ধরনের ফোবিয়া।

তরুণদের মধ্যে বিয়ে করতে ভয় পাওয়ার প্রধান কারণ হচ্ছে তারা নিজেকে অক্ষম মনে করে। অক্ষম মনে করার কারণ সঠিক যৌন জ্ঞানের অভাব। অর্থাৎ সুস্থ মানুষগুলো শুধুমাত্র সঠিক যৌন শিক্ষার অভাবে নিজেকে অসুস্থ মনে করে।
তরুণদের মধ্যে নিজেকে অক্ষম ভাবার জন্য কয়েকটি কারণ আছে , এগুলো হচ্ছে
★ হস্তমৈথুন সম্পর্কে মেডিকেল বিষয়ক তথ্য ভুল জানা ।
★ উত্তেজক কোনো কিছু মনে করলে লিঙ্গের মাথায় লালার মত চলে আসে , এ বিষয়ে ভুল তথ্য জানা।
★ স্বপ্নদোষ সম্পর্কে ভুল তথ্য জানা ।
★ পায়খানার সময় কোথ দিয়ে পায়খানা করলে লিঙ্গ দিয়ে বীর্য এর মত বের হওয়া , এ বিষয়ে ভুল তথ্য জানান।
★ যৌনতা ও যৌনশিক্ষা বিষয়ক ভুল তথ্য জানা।
★ লিংগের আকার আকৃতি সম্পর্কে ভুল তথ্য জানা ।
★ বীর্য সম্পর্কে ভুল তথ্য জানা।
★ পুরুষ ও মহিলাদের যৌন অঙ্গ বিষয়ক ভুল তথ্য এবং যৌনতা বিষয়ক ভুল তথ্য।

এমন প্রচুর ভুল তথ্য সে জানে এবং নিজেকে রোগী মনে করে। কিছু ডাক্তার রোগীদের সঠিক তথ্য না দিয়ে রোগীকে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে ওষুধ বিক্রি করে। বর্তমানে অনলাইনে এমন প্রতারক অনেক।

তাই যৌন সুস্থতার জন্য সঠিক যৌন শিক্ষার বিকল্প নেই।
এ বিষয়ে বিস্তারিত জানতে পড়তে পারেন আমার লেখা যৌন শিক্ষা বিষয়ক দুটি বই।

আলো যেমন অন্ধকার কে দূর করে দেয় তেমনি যৌন বিষয়ক জ্ঞান আপনার যৌনতার অজ্ঞতাকে দূর করে দেবে।

যৌন রোগ ও যৌন সমস্যা কেন হয়, প্রতিরোধের উপায়, যৌন সমস্যার ঘরোয়া টিপস , বিয়ের আগে ও বিয়ের পরে পুরুষ ও নারীর করণীয় , যৌনস্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি খেতে হবে ও কি কি করতে হবে , লিঙ্গের সঠিক সাইজ , স্বপ্নদোষ, উত্তেজনা হলে লিঙ্গের মাথায় পানি আসা, প্রসাবের সাথে কোথ দিলে বীর্যের মত তরল আঠালো পদার্থ বের হওয়া, বীর্যের গুণগত বাড়ানোর উপায় .....

এমন যৌন রিলেটেড অনেকগুলো বিষয় ও প্রশ্নের উত্তর সহ যৌনতার বিস্তারিত জানার জন্য আমার লেখা দুইটি বই পড়তে পারেন।
হাকীম এম আর আফুজ
ডি ইউ এম এস (ঢাকা)
01781347251

নারীর অর্গাজম ধীর হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেগুলোর উপর সচেতনতা বাড়ালে এবং সঠিক পদক্ষেপ নেওয়া গেলে সমস্যা সমাধান ...
23/11/2025

নারীর অর্গাজম ধীর হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেগুলোর উপর সচেতনতা বাড়ালে এবং সঠিক পদক্ষেপ নেওয়া গেলে সমস্যা সমাধান হতে পারে। অধিকাংশ পুরুষই এই সমস্যাটির সঠিক কারণ বুঝতে পারেন না এবং অনেক সময় তারা নারীর শরীরের পরিবর্তে নিজের পদ্ধতি বা নিজের শরীরের দিকে বেশি মনোযোগ দেন। আসলে, সমস্যাটা নারী নয়, বরং সঠিক পদ্ধতির অভাব।

এখানে পাঁচটি প্রধান কারণ এবং কীভাবে সেগুলি সমাধান করা যেতে পারে, তার বিস্তারিত আলোচনা করা হল:

1. ক্লিটোরাল স্টিমুলেশন যথেষ্ট না পাওয়া

নারীর অর্গাজম অর্জনে ক্লিটোরিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত নারীর অর্গাজম ট্রিগার পয়েন্ট, তাই যদি যথেষ্ট ক্লিটোরাল স্টিমুলেশন না দেওয়া হয়, তাহলে উত্তেজনা মাঝপথে থেমে যায় এবং অর্গাজম আসতে দেরি হয়।

যা করবেন:

ক্লিটোরাল ফোকাস: সোজা ক্লিটোরাল ফোকাস রাখুন এবং এর আশপাশের এলাকা যত্ন সহকারে স্টিমুলেট করুন।

স্থির রিদম: একটানা এবং নির্দিষ্ট রিদমে উত্তেজনা দেওয়ার চেষ্টা করুন।

নরম থেকে মাঝারি চাপ: খুব বেশি চাপ না দিয়ে, ক্লিটোরিসের উপর নরম থেকে মাঝারি চাপ প্রয়োগ করুন।

বিরতিহীন উত্তেজনা: ৩০-৯০ সেকেন্ডের মধ্যে বিরতি না দিয়ে অব্যাহত উত্তেজনা দিন, যাতে মস্তিষ্ক অর্গাজম ট্রিগার করতে পারে।

2. ফোরপ্লের সময় কম

অনেক পুরুষই মনে করেন যে সোজা মিলনে যাওয়াই ভালো, কিন্তু তারা জানেন না যে, নারীকে উত্তেজিত করার জন্য ফোরপ্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ফোরপ্লের সময় কম হয়, তবে নারীর শরীর এবং মন যথেষ্ট উত্তেজিত হয় না, ফলে অর্গাজম অর্জন কঠিন হয়ে যায়।

যা করবেন:

ফোরপ্লে বাড়ান: কমপক্ষে ১৫-২৫ মিনিট ফোরপ্লে করুন, যাতে নারীর শরীর পুরোপুরি প্রস্তুত হতে পারে।

ধাপে ধাপে স্পর্শ করুন: তার ঘাড়, কাঁধ, পিঠ, কোমর এগুলো ধীরে ধীরে স্পর্শ করুন। এটি নারীর উত্তেজনা বাড়িয়ে দিতে সহায়তা করবে।

স্পর্শের গতি কমিয়ে দিন: প্রতিটি স্পর্শের গতি কমিয়ে দিন, যাতে সঙ্গিনী পুরোপুরি উত্তেজিত হতে পারে এবং অর্গাজমের জন্য প্রস্তুত হয়।

3. মনের চাপ

নারী যখন মানসিক চাপের মধ্যে থাকে, তখন তার শরীর শারীরিকভাবে উত্তেজিত হলেও, মস্তিষ্কে সেই উত্তেজনা ঠিকমতো পৌঁছায় না। স্ট্রেস, লজ্জা, পারফরম্যান্সের ভয় এসব সব কিছু নারীর অর্গাজমে বাধা সৃষ্টি করতে পারে।

যা করবেন:

ধীরে শুরু করুন: ধীর গতিতে শুরু করুন এবং সঙ্গীনিকে আরামদায়ক পরিস্থিতিতে রাখুন।

নিরাপদ এবং আরামদায়ক স্পর্শ: নিশ্চিত করুন যে, স্পর্শটি তাকে নিরাপদ এবং আরামদায়ক মনে হচ্ছে।

তার নেতৃত্ব গ্রহণ করুন: সঙ্গিনীকে সীমানা বা পছন্দ অনুযায়ী নেতৃত্ব দিতে দিন। তাকে জানাতে দিন কোথায় এবং কীভাবে তাকে ভালো লাগছে।

4. শুষ্কতা বা ব্যথা

অনেক সময় নারীরা শুষ্কতার কারণে ব্যথা অনুভব করেন, এবং এটি তাদের শারীরিকভাবে বন্ধ হয়ে যেতে পারে, ফলে অর্গাজম আসতে সময় নেয়। শুষ্কতা বা যন্ত্রণা কখনোই উপেক্ষা করা উচিত নয়, কারণ এটি অর্গাজমে প্রধান বাধা হতে পারে।

যা করবেন:

জলভিত্তিক লুব ব্যবহার করুন: শুষ্কতা কমানোর জন্য জলভিত্তিক লুব্রিক্যান্ট ব্যবহার করুন।

ঘর্ষণ মসৃণ রাখুন: ঘর্ষণ যেন খুব বেশি না হয়, সেইজন্য ভালো লুব ব্যবহার করুন এবং গতির প্রতি মনোযোগ দিন।

ধীরে প্রবেশ করুন: সঙ্গিনীর শরীরে প্রবেশ করার সময় খুব ধীরে এবং সাবধানে প্রবেশ করুন, যাতে যন্ত্রণা বা অস্বস্তি না হয়।

গতি কমিয়ে দিন: যদি নারীর কাছে অস্বস্তি বা ব্যথার অনুভুতি হয়, তখন সঙ্গে সঙ্গে গতি কমিয়ে দিন।

5. স্পর্শে ধারাবাহিকতা নেই

অনেক সময়, এলোমেলো বা অস্থির স্পর্শ নারীর উত্তেজনাকে বিভ্রান্ত করে দেয় এবং অর্গাজমের পথে বাধা সৃষ্টি করে। নারীর মস্তিষ্ক ধারাবাহিক উত্তেজনা পেলে সবচেয়ে ভালো প্রতিক্রিয়া দেয়, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ।

যা করবেন:

এক পজিশন বা এক রিদম ধরে রাখুন: একে অপরকে ধারাবাহিকভাবে উত্তেজিত করতে, এক পজিশনে বা এক রিদমে উত্তেজনা ধরে রাখুন।

হঠাৎ পরিবর্তন করবেন না: আপনার হাত বা কোমর হঠাৎ করে সরিয়ে ফেলবেন না, যেহেতু এর ফলে উত্তেজনা নষ্ট হয়ে যেতে পারে।

যা কাজ করছে, সেটা বদলাবেন না: যদি কোনো পদ্ধতি বা স্পর্শ বিশেষভাবে কার্যকরী হয়, তবে সেটি বদলাবেন না।

এই সব কারণ এবং পদক্ষেপ অনুসরণ করে, আপনি সঙ্গিনীকে আরো ভালোভাবে সন্তুষ্ট করতে পারেন এবং তার অর্গাজমের ক্ষেত্রে গতি আনতে সহায়ক হতে পারেন। প্রধান বিষয় হল ধৈর্য, বুঝে-শুনে মনোযোগ দেওয়া এবং সঠিক পদ্ধতিতে চলা।

বিঃদ্রঃ যারা গোপন রোগে ভুগছেন তাদের বলছি। অনেক চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি? আপনাদের জন্য আমরা দীর্ঘদিন ধরে বনাজি গাছগাছালির মাধ্যমে গবেষণা ভিত্তিক যৌন রোগের ওষধ তৈরি করে আসছি। আমরা একই ওষধ সবাইকে দেইনা। প্রতিটা রোগীর রোগ ও বয়স অনুপাতে ওষধ তৈরি করে দেই। তাই রোগ ও বয়স অনুপাতে দামের ভিন্নতা থাকে তাই আপনার সমস্যার কথা ফোন করে খুলে বলুন তারপর আমি সমাধান ও দাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ 01781-347251 ইমু ও হোয়াইটআ্যাপ রয়েছে। এছাড়া আইডি ভিজিট করুন সেখানে যৌন রোগের ওষধ সম্পর্কে জানতে পারবেন।
বাংলাদেশের যেকোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ন হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।

বিঃদ্রঃ মেসেঞ্জারে নক দিবেন না

13/11/2025

মিলনের সময় বেশি আনন্দ পাওয়ার ৯টি কার্যকর উপায়:
✅ ১. মন ও শরীর—দুটোই প্রস্তুত করুন
যৌনতা শুধু শরীর নয়, মন থেকেও শুরু হয়।
• সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটান
• ওর চোখে চোখ রাখুন, ভালোবাসার কথা বলুন
• দুইজনের মধ্যে মানসিক সংযোগ তৈরি হলে শারীরিক আনন্দ অনেক গুণ বাড়ে

✅ ২. ভালো ফোরপ্লে করুন (Foreplay = মজা শুরু হওয়ার আগের খেলা)
মেয়েদের জন্য ফোরপ্লে অনেক গুরুত্বপূর্ণ।
• হালকা চুমু, আদর, গলা ও ঘাড়ে স্পর্শ
• স্তন, পেট, উরুতে ধীরে ধীরে হাত বুলিয়ে নিন
• ক্লিটোরিস (cl****is) এর প্রতি যত্ন দিন – ওদের সবচেয়ে সেনসিটিভ জায়গা

📌 ১৫-২০ মিনিট সময় দিন ফোরপ্লেতে। এতে উভয়ের উত্তেজনা ও আনন্দ বাড়বে।

✅ ৩. পজিশন পরিবর্তন করুন (একটাতে না আটকে)
ভিন্ন ভিন্ন পজিশনে মিলন করলে আনন্দের ধরন বদলায়।
এসবের মধ্যে পরিবর্তন আনলে উভয়েই বেশি অনুভব করে।

✅ ৪. সহবাস থেমে থেমে করুন (Start–Stop technique)
যখন মনে হবে আপনি বীর্যপাতের কাছাকাছি চলে গেছেন,
• একটু থেমে যান
• হাত বা মুখ দিয়ে তাকে আনন্দ দিন
• তারপর আবার শুরু করুন
👉 এতে সময় বাড়বে + আনন্দ গভীর হবে

✅ ৫. মেয়েকে আগে অর্গাজমে পৌঁছাতে দিন
অনেক পুরুষের ভুল – নিজের অর্গাজমের পর মেয়ের কথা ভুলে যায়।
• মেয়েকে প্রথমে তৃপ্ত করলে সে আপনার সাথে পুরো হৃদয় দিয়ে মিলবে
• এরপর আপনার আনন্দও অনেক গভীর ও পরিপূর্ণ হবে
✅ ৬. কথা বলুন, প্রশংসা করুন
• “তোমাকে আজ দারুণ লাগছে”
• “তোমার গায়ের গন্ধ পাগল করে দিচ্ছে”
• এই ছোট কথাগুলো মেয়েদের মন খুশি করে, শরীর আরও সাড়া দেয়
👉 আর আনন্দ দ্বিগুণ হয়!

✅ ৭. আলো হালকা করে, পরিবেশ রোমান্টিক করুন
• হালকা লাল আলো
• সুগন্ধি মোমবাতি
• বিছানা পরিষ্কার ও নরম হলে মেজাজ ভালো থাকে
👉 এতে একঘেয়েমি যায় + অনুভব গভীর হয়

✅ ৮. অন্তরঙ্গতা বজায় রাখুন
• ওর হাত ধরুন
• কপালে চুমু দিন
• চোখে চোখ রাখুন
👉 এই ছোট জিনিসগুলো মেয়েদের মনে নিরাপত্তা দেয়, যা আনন্দ বাড়ায় অনেক বেশি।

✅ ৯. শরীর ফিট রাখুন (ব্যায়াম, খাবার, ঘুম)

#বিঃদ্রঃ
যারা গোপন রোগে ভুগছেন তাদের বলছি। অনেক চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি? আপনাদের জন্য আমরা দীর্ঘদিন ধরে বনাজি গাছগাছালির মাধ্যমে গবেষণা ভিত্তিক যৌন রোগের ওষধ তৈরি করে আসছি। আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ হাকিম। আমরা একই ওষধ সবাইকে দেইনা। প্রতিটা রোগীর রোগ ও বয়স অনুপাতে ঔষধ তৈরি করে দেই। তাই রোগ ও বয়স অনুপাতে দামের ভিন্নতা থাকে তাই আপনার সমস্যার কথা ফোন করে খুলে বলুন।

তারপর আমি সমাধান ও দাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করুন 01781-347251 ফোন অথবা
হোয়াটসঅ্যাপ

27/10/2025

Address

Damudya
Dhaka
DAMUDYA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hakeem MD Maksudur Rahman Afuz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category