Dr. Jahangir Kabir

Dr. Jahangir Kabir আপনাদের যে কোন পরামর্শে পাশে আছি সব সময়

জয়েন্টের যত্নে ন্যাচারাল – Karkuma Joint Guard ✨অষ্টিওআর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা থেকে মুক্তির সহায়ক!কোমর, হাঁটু, পিঠ, ...
30/04/2025

জয়েন্টের যত্নে ন্যাচারাল – Karkuma Joint Guard ✨
অষ্টিওআর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা থেকে মুক্তির সহায়ক!
কোমর, হাঁটু, পিঠ, কাঁধ (Frozen Shoulder), গোড়ালি, ঘাড়, কব্জি, কনুই – যেকোনো জয়েন্টের ব্যথায় কার্যকর।
✅ Synovial Fluid প্রাকৃতিকভাবে উৎপাদনে সাহায্য করে
✅ Cartilage ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করে
✅ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত – নিরাপদ ব্যবহারে নিশ্চয়তা
✅ USDA, FDA, GMP, BSTI Certified

ঈদ মোবারক সবাইকে, রোজা মনে হয় দৌড়ে চলে গেলো, আমাদের ডিসকাউন্ট অফার আর মাত্র কয়েক ঘন্টা পরে শেষ হয়ে যাবে, এই সুযোগ মিস্ ক...
18/04/2025

ঈদ মোবারক সবাইকে, রোজা মনে হয় দৌড়ে চলে গেলো, আমাদের ডিসকাউন্ট অফার আর মাত্র কয়েক ঘন্টা পরে শেষ হয়ে যাবে, এই সুযোগ মিস্ করবেন না দ্রুত ওয়েবসাইট থেকে order করুন ॥

ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যারকে ও জেকে লাইফস্টাইল ফলো করতে প্রয়োজনীয় সকল পণ্যের একমাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান Ultima...
18/04/2025

ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যারকে ও জেকে লাইফস্টাইল ফলো করতে প্রয়োজনীয় সকল পণ্যের একমাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান Ultimate Organic Life

বিভিন্ন অসাধু ব্যবসায়ী ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যারের নাম ও ছবি ব্যবহার করে নিম্নমানের ক্ষতিকারক পণ্য বিক্রয়ের চেষ্টা করছে, এই সকল পণ্য খেয়ে অনেকের অসুস্থ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিজেকে প্রতারণা থেকে বাঁচাতে এবং বিশ্বের সেরা মানের অর্গানিক ফুড ও সাপ্লিমেন্ট সংগ্রহ করতে আল্টিমেট অর্গানিক লাইফ এর সাথে থাকুন।

আমাদের আসল পণ্য ও সেবা গ্রহণ করতে কলকরুনঃ

▪️কল করুন হটলাইন নম্বরেঃ
০১৯৬৮৭৮৩৫২৩

▪️আল্টিমেট অর্গানিক লাইফের প্রধান বিক্রয়কেন্দ্র:
বাড়ি-২৯/৩১, নূর টাওয়ার, ব্লক-ডি, রোড-১, সেক্টর-২, আফতাবনগর, ঢাকা ১২১২।
কল করুন:০১৯৬৮৭৮৩৫২৩
(প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৯ টা)
▪️গাজীপুরে আমাদের বিক্রয়কেন্দ্র:
নিদু মিয়া কমপ্লেক্স, বটতলা রোড (ব্র্যাক ব্যাংক এর উত্তর পাশে), বোর্ডবাজার গাজীপুর।
(প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা)

See less

18/04/2025

আগামীকাল মঙ্গলবার Live Sesion সকাল ১০টায় হবে ইনশাআল্লাহ

ডায়াবেটিস এটা কি আসলেই কোনো রোগ?একজন সুস্থ মানুষের রক্তের Glucose এর মাত্রা স্বাভাবিক থাকে, রক্তে Glucose এর মাত্রা বেড়ে...
18/04/2025

ডায়াবেটিস এটা কি আসলেই কোনো রোগ?

একজন সুস্থ মানুষের রক্তের Glucose এর মাত্রা স্বাভাবিক থাকে, রক্তে Glucose এর মাত্রা বেড়ে গেলে তাকে ডায়াবেটিস এর রুগী বলা হয়, কিন্তু কি কারণে এটা বেড়েছে সেটা বুঝিয়ে বলা হয় না, এটা একটা রোগ তাই ওষুধ খেতে পরামর্শ দেয়া হয়, আর সাথে ডায়েট চার্ট দেয়া হয় মুলত ৬ বেলা খেতে বলা হয়, যার একটা মুল অংশ শর্করা যা রক্তে চিনি হিসাবে শোষিত হয় অর্থাৎ ওষুধ খাবে আর বার বার চিনি খাবে, এটাই চিকিৎসা এটা চলবে … দিন দিন ওষুধ বাড়বে, পরে INSULIN লাগবে এভাবেই আজীবন চলতে হবে এবং ওষুধ খেতে খেতে, ইন্সুলিন নিতে নিতে আপনি কবরে যাবেন, এর থেকে মুক্তি নেই এই রোগ কোনদিন ভালো হবে না তি ভয়ংকর ???!!!

কি হতাশাজন একটা পরিস্থিতি অথচ Type 2 ডায়াবেটিস এটা কোনো রোগ না, সহজ ভাবে বললে কোষে জায়গা নেই, রক্তের চিনি কোষে ঢুকতে বাধা পায়, তাই রক্তের চিনি বেড়ে যায়। যেহেতু আমরা বার বার এমন খাবার খাই, যেগুলো খেলে রক্তের চিনি বেড়ে যায়, যেমন ভাত,রুটি, ফল, দুধ ইত্যাদি ।

কোষে জায়গা নেই কেন ?

কারন আমরা বার বার খাই সত‍্যি, তবে সেটাকে ব‍্যায়াম বা কায়িক শ্রমের মাধ‍্যমে বার্ন করি না বা ব্যবহার করি না, তাই কোষে overload হয়, অতিরিক্ত চর্বি জমে যায় ।

কোষ খালি করবো কিভাবে?

আমরা যদি কোষ খালি করি তো রক্তের চিনি সহজে কোষে ডুকবে আর ডায়াবেটিস থাকবে না তাই এটা আসলেই কোনো রোগ না বরং Lifestyle, আমরা যদি কোষ খালি রাখি এটা হতেই পারে না। আমরা পরিমিত আহার করলে, রোজা রাখলে আর নিয়মিত ব্যায়াম করলে মানসিক প্রশান্তির চর্চা করলে পর্যাপ্ত ঘুমালে এই সমস্যা হবে না ।

এতো সহজ সমাধান!!!!

দেখেন কতো সহজ সমাধান অথচ আমরা কতো জটিল রোগে আক্রান্ত হচ্ছি, নিজেরাই নিজেদের ক্ষতি করছি শুধুমাত্র Lifestyle না বোঝার কারণে এটা সত্যি খুবই দুঃখজনক ॥

Dr. Md. Jahangir Kabir
MBBS ( C.U.),
Founder chairman, JKLifestyle Ltd.

আপনার কী অভিজ্ঞতা? নিচে কমেন্ট করুন।
শেয়ার করুন যেন আরও একজন মানুষ ওষুধ মুক্ত জীবনে ফিরে আসতে পারে।

Address

JKLIFESTYLE LIMITED, Noor Tower, Block-D, Home-29/31, Road No-01, Sector-02, Aftabnag Main Road, Badda , Bangladeshar
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Jahangir Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category