25/03/2025
***শিশুদের জন্মগত ত্রুটি***
শিশুদের জন্মগত ত্রুটি শিশু স্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। শিশু মৃত্যু হারের বড় নিয়ামক এটি।
//// কি কি জন্মগত ত্রুটি হতে পারে ?
* হার্টের জন্মগত ত্রুটি
* ঠোঁট ও তালু কাটা
* নাক, কানের ত্রুটি
* হাতের, পায়ের আঙুলের কম বেশি হওয়া
* থ্যলাসেমিয়া
* অটিজম
* মাথায় পানি জমে থাকা ( Hydrocephalus )
* জন্মগত চোখের ছানি
* জন্মগত খাদ্যনালী চিকন থাকা
* জন্মগত প্রশ্রাব ও পায়খানার রাস্তার ত্রুটি
* জন্মগত হার্নিয়া
ইত্যাদি
//// কেন হয়ে থাকে জন্মগত ত্রুটি..??
বিভিন্ন জন্মগত ত্রুটি বিভিন্ন কারনে হয়ে থাকে। কিছু ত্রুটির কারন নির্নয় সম্ভব হলেও অধিকাংশই অজানা। সাধারণত.....
* বেশি বয়সে প্রথম মা হলে
* মায়ের অপুষ্টি থাকলে
* নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে হলে
* মায়ের শারীরিক জটিলতা থাকলে। যেমন অনিয়ন্ত্রিত প্রেশার, ডায়াবেটিস।
* গর্ভকালীন সময়ে অনুমান নির্ভর ও অপ্রয়োজনীয় ঔষধ খেলে
* পরিবারে পূর্বে জন্মগত ত্রুটির ইতিহাস থাকলে
* জরায়ুতে টিউমার থাকলে
* গর্ভকালীন সময়ে মায়ের সংক্রমন রোগ হলে
( TORCH ইনফেকশন )
* গর্ভকালীন প্রথম কয়েকমাস অপ্রয়োজনীয় X Ray
করালে
* বাচ্চা নষ্ট করার ঔষধ গাইনি চিকিৎসকের পরামর্শ ব্যতিত খেলে
* চিকিৎসকের তত্বাবধান ছাড়া অনভিজ্ঞদের মাধ্যমে ডেলিভারি করালে জন্মগত ত্রুটির সম্ভাবনা বেশি থাকে।
//// করনীয় বিষয় সমূহ
* গর্ভকালীন সময়ের পূর্বে ও গর্ভকালীন সময়ে মায়ের যথাযথ যত্ন নেওয়া
* গর্ভকালীন সময়ে নিয়মিত গাইনী চিকিৎসকের তত্বাবধানে থাকা
* গর্ভবতী মায়ের প্রেশার, ডায়াবেটিস , থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে রাখা
* সময়মতো প্রথম বাচ্চা নেওয়া ( ২০ থেকে ৩০ বছর )
* গর্ভ পূর্ববর্তী চেক-আপ করা
* মায়ের যথাযথ পুষ্টি নিশ্চিত করা
* সময়মতো ও যথাযথ স্থানে নিরাপদ ডেলিভারি করা
অধিকাংশ জন্মগত ত্রুটির প্রভাব শিশুকে আজীবন বয়ে বেড়াতে হয়। শিশুর শারিরীক ও মানুষিক বিকাশের বড় বাধা এটি। জন্মগত ত্রুটি ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যু।
অভিভাবক হিসেবে আপনি সচেতন হোক।
হাসি ফোটুক সকল শিশুর মুখে
সেই প্রত্যাশায়.....