Medicine Made Easy By Dr. Ayon

Medicine Made Easy By Dr. Ayon Complex topics made simple

Medicine Made Easy By Dr. Ayon is a website and android app where complex topics of medical science are made ridiculously simple through mnemonics and whiteboard animation videos.You can avail these services after payment of lifetime subscription fee.

18/06/2025

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিঃ Cancer: The Rise

রাতুল ও অর্ক মামার কথোপকথন :

রাতুল : মামা,গতকাল স্টার সিনেপ্লেক্সে গিয়ে 'তাণ্ডব' মুভিটা দেখে এলাম। দারুণ লাগল মুভিটা। টপ ক্লাস একশন ছিল মুভিতে।

অর্ক মামা : হুম। ইদানীং গ্যাংস্টার মুভিগুলো খুব জনপ্রিয় হচ্ছে। যেমন সাউথ ইন্ডিয়ার ‘KGF',’Pushpa'। তুই কি জানিস ক্যান্সারও যে অনেকটা এই মাফিয়া গ্যাং স্টাইলেই কাজ করে?

রাতুল : কী বল মামা?

অর্ক মামা: ঠিকই বলছি। তাহলে শোন,ক্যান্সারের গল্প। এটা কোন গ্যাংস্টার মুভির চেয়ে কম না।

সমাজে বিভিন্ন আর্থ-সামাজিক প্রেক্ষাপটে যেমন দারিদ্র‍্য,হতাশা এমন নানা কারণে একজন মানুষ গ্যাংস্টারে পরিণত হয়।

ঠিক তেমনি একটা Cell, Physical,chemical,microbiological,
immunological নানা কারণে Mutated হয়ে Cancer cell-এ পরিণত হয়। সে বলে ওঠে,”আমি আর অত্যাচারিত হব না। আমি হব বিদ্রোহী।“

রাতুল : ইন্টারেস্টিং।

অর্ক মামা: কিন্তু পরিবার তো কাউকে বিদ্রোহী হতে দিতে চায় না। প্রথমে বাঁধা দেন মা। মানে Cell-এর Genome maintenance systems আর DNA repair mechanisms এই Mutation-কে Correct করার চেষ্টা করে। কিন্তু বিদ্রোহী এই বাঁধা মানে না। সে এই সিস্টেমগুলোকে নষ্ট করে দেয়। এটা হল ক্যান্সারের প্রথম স্টেপঃ Genome instability and mutation।

এরপর বাঁধা দেন বাবা। মানে TP53 যাকে Guardian of the genome বলা হয়। TP53-এর কাজ হল Mutated cell-কে মেরে ফেলা মানে Apoptosis ঘটান। কিন্তু বিদ্রোহী Cell এই TP-53কেও নষ্ট করে দেয়। এটা হল ক্যান্সারের দ্বিতীয় স্টেপঃ Resisting cell death।

Apoptosis ছাড়াও আরও দুটো উপায়ে Cell death ঘটেঃ Autophagy আর Necrosis।

আবারও সেই বিদ্রোহী মানুষটার কথা চিন্তা কর। সে বাবা-মায়ের কথা না মেনে বাসা থেকে চিরদিনের মত বের হয়ে আসে। এরপর সে তার সমমনা আরও কিছু গ্যাংস্টারদের নিয়ে একটা মাফিয়া গ্যাং তৈরি করে। কিন্তু তাদের হাতে তো টাকা পয়সা নেই। এজন্য তারা তাদের অপ্রয়োজনীয় জিনিস যেমন ঘড়ি,মোবাইল বিক্রি করে কিছুদিন চলার মত টাকার ব্যবস্থা করল।

ঠিক তেমনি Cancer cell-ও নিজের survival-এর জন্য Lysosomal enzymes-এর মাধ্যমে নিজের কিছু Organelles,digest করা শুরু করল। এটাকেই বলা হয় Autophagy।

কিন্তু এই অল্প কিছু টাকা দিয়ে তারা বেশিদিন চলতে পারল না। খাদ্যের অভাবে কিছু গ্যাংস্টার মারা গেল(Necrosis) এবং স্থানীয় লোকজনের মাধ্যমে এই খবর পেয়ে ওখানে পুলিশ(Immune cells) চলে এল।

তখন গ্যাং লিডার একটা বুদ্ধি বের করল। সে এবং তার সহযোগীরা ঐ পুলিশ বাহিনীকে আক্রমণ করে তাদের অস্ত্র এবং টাকা ছিনিয়ে নিল।

ঠিক তেমনি Necrosis কিছু Immune cell-কে ডেকে আনে। এটা Cancer cell-এর জন্য শাপে বর হয়। Immune cells কিছু Growth factors রিলিজ করে যা Angiogenesis,cellular proliferation and tissue invasion ঘটায়৷

রাতুল : দারুণ তো৷ মনে হচ্ছে যেন একটা মুভি দেখছি। কল্পনায় দেখতে পাচ্ছি একটা দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে গ্যাং লিডার তার দলবল নিয়ে অস্ত্র আর টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে৷

অর্ক মামা : আরে মুভি তো মাত্র শুরু হল। এখন গ্যাং লিডারের গ্যাং মেম্বার বাড়াতে হবে। এজন্য সে এবং তার সহযোগীরা আরও সমমনা কিছু মানুষদের গ্যাং-এ অন্তর্ভুক্ত করল।

একইভাবে Cancer cells কিছু Growth factors(TGF-alpha,PDGF,EGFR,HER-2) রিলিজ করে ক্যান্সার সেলের Proliferation চালু রাখে। তার মানে ক্যান্সারের তৃতীয় স্টেপ হল Sustaining proliferative signalling।

এরপর সমাজের সুশীল ব্যক্তিবর্গ(Tumor suppressor genes such as TP53,TP21,TP16) তাদের গ্যাংয়ের এই Growth-এ বাঁধা দেয়ার চেষ্টা করেন। কিন্তু এই গ্যাং তাঁদের এই বাঁধা ছিন্ন করে মানে Tumor suppressor gene-গুলোকে Inactive করে দেয়। তার মানে ক্যান্সারের চতুর্থ স্টেপ হল Evading growth suppressors।

এরপর গ্যাং লিডার তার গ্যাং মেম্বারদের থেকে প্রতিজ্ঞা করিয়ে নিল যে তারা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত নতুন গ্যাং মেম্বার রিক্রুট করতে থাকবে।

একইভাবে,ক্যান্সার সেল Replicative immortality লাভ করে। তার মানে ক্যান্সারের পঞ্চম স্টেপ হল Enabling replicative immortality। ক্রোমোসোমের ২ প্রান্তে থাকে Telomere যা ক্রোমোসোমের ২ প্রান্তকে Protected আর Stabilised রাখে। প্রতি Cell division-এর পরে এই Telomere ছোট হতে থাকে এবং একটা নির্দিষ্ট সংখ্যক Cell division-এর পরে Telomere এতটা ছোট হয়ে যায় যে আর Cell division সম্ভব হয় না। ক্যান্সার সেল এটা চায় না। ক্যান্সার সেল চায় Cell division চলতেই থাকুক। তাই সে Telomerase এনজাইমের মাধ্যমে Telomere-এ nucleotide যুক্ত করে দেয় যাতে Cell division চলতেই থাকে।

রাতুল : দারুণ তো।

অর্ক মামা : এখন গ্যাং তো গঠন হল। কিন্তু গ্যাংয়ের একটা পার্মানেন্ট ইনকাম সোর্স তো লাগবে। এজন্য তারা ড্রাগস চোরাচালান শুরু করল যা থেকে তারা নিরবচ্ছিন্নভাবে টাকা ইনকাম করতে থাকল৷

ঠিক তেমনি ক্যান্সার সেলও Angiogenesis-এর মাধ্যমে তার নিরবচ্ছিন্ন পুষ্টির ব্যবস্থা করে। তার মানে ক্যান্সারের ষষ্ঠ স্টেপ হল Inducing angiogenesis। কিছু Angiogenic growth factors(VEGF,PDGF)-এর মাধ্যমে এই Angiogenesis সম্পন্ন হয়। কিছু Angiogenesis inhibitors যেমন Thrombospondin-1(TSP-1) এই প্রক্রিয়ায় বাঁধা প্রদানের চেষ্টা করে।

এখন গ্যাং গঠন হল। ইনকামের ব্যবস্থাও হল। এবার গ্যাং লিডার চিন্তা করল তাদের এই মাফিয়া গ্যাংয়ের পরিধি বিভাগীয় পর্যায়ে(Invasion) এবং দেশের সব জায়গা(Metastasis) পর্যন্ত বিস্তৃত করতে হবে। তার মানে ক্যান্সারের সপ্তম স্টেপ হল Activating invasion and metastasis।

এবার গ্যাং লিডার গ্যাং মেম্বারদের জন্য একটা নতুন নিয়ম তৈরি করল। সেটা হল গ্যাং মেম্বারদের সবাইকে বাধ্যতামূলকভাবে ভেজেটেরিয়ান হতে হবে। মানে তারা কোন প্রকার মাছ-মাংস খেতে পারবে না৷ এতে গ্যাং মেম্বারদের শক্তি হয়ত একটু কম উৎপাদন হবে,কিন্তু মাছ-মাংস না কেনার কারণে যে টাকাটা বেঁচে যাবে সেই টাকা দিয়ে তারা আরও বেশি গ্যাং মেম্বার এড করতে পারবে।

একইভাবে,ক্যান্সার সেল ATP উৎপাদনের জন্য Oxidative phosphorylation-এর বদলে শুধু Glycolysis প্রক্রিয়া ইউজ করে(GLUT-1 receptor upregulation-এর মাধ্যমে)। Oxidative phosphorylation প্রক্রিয়ায় ৩৮টি ATP উৎপাদিত হয়। কিন্তু Glycolysis প্রক্রিয়ায় মাত্র ২টি ATP উৎপাদিত হয়। এতে ক্যান্সার সেল কম ATP পেলেও তার একটা লাভ আছে। সেটা হল বেশি বেশি Glycolysis-এর মাধ্যমে উৎপাদিত বেশি বেশি Glycolytic intermediates-এর মাধ্যমে বেশি বেশি Nucleosides এবং Amino acids তৈরি করে যা Cell division-এ কাজে লাগে। তার মানে ক্যান্সারের অষ্টম স্টেপ হল Deregulating cellular energatics।

এত বড় গ্যাং-এর কার্যক্রম বন্ধ করার জন্য পুলিশ(Immune system) প্রায়ই তাদের আস্তানায় হামলা করে। কিন্তু সেই Necrosis-এর ঘটনার মত ক্যান্সার গ্যাং সেই পুলিশ বাহিনীকে কাউন্টার এটাক করে তাদের অস্ত্র আর টাকা নিয়ে নেয়। মানে Immune cells কিছু Growth factors রিলিজ করে যার মাধ্যমে Angiogenesis,cellular proliferation and tissue invasion ঘটে। তার মানে ক্যান্সারের নবম স্টেপ হল Tumor-promoting inflammation।

মাফিয়া গ্যাং রাস্তায় চলাচলের সময় পুলিশ চেকপোস্টের(Immune checkpoint) সামনে পড়ে। কিন্তু পুলিশ বাহিনী তাদের চিনতে পারে না। কারণ তারা নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করে নিজেদের আইডেন্টিটি গোপন রাখে।

একইভাবে ক্যান্সার সেল Immune checkpoint-এর মাধ্যমে Immune system-এর দ্বারা Destruction থেকে বেঁচে যায়। যেমন ক্যান্সার সেলের PD-L1,T-cell-এর PD-1-এর সাথে Bind করে। ফলে T-cell,ক্যান্সার সেলকে Destroy করে না। তার মানে ক্যান্সারের দশম এবং সর্বশেষ স্টেপ হল Evading immune destruction।

রাতুল : দারুণ। মনে হল একটা মুভি দেখা শেষ করলাম।

অর্ক মামা : এবার তুই Hallmarks of cancer-এর ১০টা Points বল।

রাতুল : এটা আমার জন্য এখন একদমই সহজ হয়ে গেছে। মুভির সিকোয়েন্সগুলো মনে করলেই সহজে বলা যায়ঃ

1. Genome instability and mutation

2. Resisting cell death

3. Sustaining proliferative signalling

4. Evading growth suppressors

5. Enabling replicative immortality

6. Inducing angiogenesis

7. Activating invasion and metastasis

8. Deregulating cellular energatics

9. Tumor-promoting inflammation

10. Evading immune destruction

অর্ক মামাঃ দারুণ। তুই কিন্তু Oncology-র খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক খুব সহজে শিখে ফেললি।

Medicine Made Easy By Dr. Ayon পেজের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সর্বোচ্চ চেষ্টা করার পরেও Appটা ঈদ...
07/06/2025

Medicine Made Easy By Dr. Ayon পেজের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।

সর্বোচ্চ চেষ্টা করার পরেও Appটা ঈদের আগে রিলিজ না হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। Google Play Store কোন App রিলিজ দেয়ার আগে রিভিউ করার জন্য ২ সপ্তাহ সময় নেয় এটা আমার জানা ছিল না। আরও ১ সপ্তাহ লাগবে Appটা প্লে স্টোরে রিলিজ পেতে।

তবে App রিলিজ হওয়ার পরে ঈদের ৪০% ডিসকাউন্টের অফারটা ১৫ দিন থাকবে ইনশা আল্লাহ। সাথে সবার জন্য ঈদ সালামির ব্যবস্থাও থাকছে। ৩৬ ডলার টাকায় কনভার্ট করার পরে ৪,০০০ টাকার চেয়ে অতিরিক্ত যে টাকাটা থাকবে,ঈদ সালামি হিসেবে সেই এমাউন্টটা সবাইকে রিফান্ড করা হবে ইনশা আল্লাহ।

এছাড়া আরও একটা সুখবর আছে। প্যাকেজের সাথে ফ্রি কনটেন্ট হিসেবে Medstudentnotes আর Cambridge Medical Notes-এর সাথে আরও ১০০USD সমমূল্যের Fun Series by Dr. Gohari যুক্ত হয়েছে। মানে ৩৬ ডলার খরচ করে আপনি পাচ্ছেন সব মিলিয়ে ৪০০ ডলার সমমূল্যের Content।

তবে iOS ব্যবহারকারীদের জন্য একটা দুঃসংবাদ হল Apple বাংলাদেশী App ডেভেলপারদের মাধ্যমে App Store-এ App রিলিজ দেয়া আপাতত বন্ধ রেখেছে৷ এজন্য Appটা আপাতত শুধু Google Play Store-এ এভেইলেবল হবে ইনশা আল্লাহ।

আর যাঁরা ৪৮তম(বিশেষ) বিসিএস পরীক্ষার্থী,তাদের জন্যেও App-এ একটা বিরাট সারপ্রাইজ থাকছে। আপনাদের জন্য App-এ একটা কোর্সের ব্যবস্থা করা হয়েছে যেখানে লিখিত পরীক্ষা পাশের জন্য সব টপিক সংবলিত পিডিএফ নোট থাকবে এবং রেকর্ডেড লেকচার ভিডিও থাকবে। কারও কোন প্রশ্ন বা কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার করার জন্য জুমে লাইভ ক্লাস নেয়া হবে ইনশা আল্লাহ।

এই ক্যাম্পেইনটার নাম দিয়েছি "48th(SPECIAL) BCS SURE SUCCESS CAMPAIGN"। এই নাম দেয়ার কারণ হল যাঁরা কোর্সের রুটিন অনুযায়ী পড়া কম্পলিট করে নিয়মিত আমার তৈরি করা প্রশ্নে পরীক্ষা দেবেন,তাদের ৪৮তম(বিশেষ) বিসিএস-এর লিখিত পরীক্ষা পাশের গ্যারান্টি আমি দিচ্ছি ইনশা আল্লাহ।

বিসিএস-এর এমসিকিউ পরীক্ষার ব্যাপারে আমার এতটা Confidence-এর কারণ হল আমি নিজে ৩৭,৩৮,৩৯,৪০তম মোট ৪টা বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছি আলহামদুলিল্লাহ এবং যদি ৪১ থেকে ৪৬-ত বিসিএস-এ অংশগ্রহণ করতাম,তাহলে সেগুলোর প্রিলিমিনারি পরীক্ষাও পাশ করতাম। কারণ,বিসিএস-এর এমসিকিউ টাইপ পরীক্ষার রহস্য আমি উদঘাটন করে ফেলেছি আলহামদুলিল্লাহ।

এখন প্রশ্ন হল কোর্স ফি কত হবে? আপনারা অনেকেই বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে গেছেন। তাই আমি চাই না আপনাদের ফিন্যান্সিয়াল বার্ডেন বাড়ুক। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৩,০০০ টাকা। ঈদ সালামি হিসেবে ৩০% ডিসকাউন্টের পরে কোর্স ফি মাত্র ২,১০০ টাকা।

সবার ঈদ সুন্দর হোক। ঈদের দিনেও পড়ালেখার কথা বলতে বাধ্য হলাম কারণ FCPS(Medicine) Part-1 পরীক্ষার বাকি আছে আর মাত্র ২৩ দিন আর ৪৮তম(বিশেষ) বিসিএস-এর MCQ টাইপ লিখিত পরীক্ষার বাকি আছে আর মাত্র ৪০ দিন।

যাঁরা এই দুটো পরীক্ষায়ই অংশগ্রহণ করবেন,তাঁরা Medicine Made Easy By Dr. Ayon এপের দুটো প্যাকেজই কিনতে পারেন। কারণ,পরীক্ষার আগে FCPS Part-1 এর জন্য ১০টা ক্লাস আর BCS-এর জন্য ১২টা ক্লাস নেয়া হবে ইনশা আল্লাহ।

পরীক্ষার আগে এই মূল্যবান সময়ে আপনাদের টাইম লস প্রিভেন্ট করার জন্য ক্লাসগুলো এমনভাবে নেয়া হবে যাতে ক্লাসেই আপনার পড়া মুখস্থ হয়ে যায়। এরপর শুধু রিভিশন আর পরীক্ষা দেবেন। প্রতিটি ক্লাসের ডিউরেশনও মাত্র ৩ ঘণ্টার মধ্যে রাখা হবে ইনশা আল্লাহ।

মাত্র দেড় মাসে ৪৮-তম বিসিএস-এর এই বিশাল সিলেবাস শেষ করার জন্য দরকার Speed reading skill। এই স্কিল আয়ত্ত্বে আনার জন্য বৈজ...
31/05/2025

মাত্র দেড় মাসে ৪৮-তম বিসিএস-এর এই বিশাল সিলেবাস শেষ করার জন্য দরকার Speed reading skill। এই স্কিল আয়ত্ত্বে আনার জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু টেকনিক আছে৷ এই পদ্ধতিগুলো রপ্ত করে আমি নিজের আমার পড়ার স্পিড দ্বিগুণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং এখনও নিয়মিত প্র‍্যাক্টিসের মাধ্যমে ইম্প্রুভমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ।

তবে Speed reading মানে যদি কনসেপ্ট না বুঝে শুধু দ্রুত পড়ে যাওয়া বুঝেন,তাহলে Speed reading সম্পর্কে আপনার ধারণা ভুল। বৈজ্ঞানিকভাবে Speed reading মানে হল দ্রুত পড়ার সাথে সাথে লেখার অন্তর্নিহিত অর্থের অনুধাবন মানে Comprehension।

আসলে ছোটবেলা থেকে আমাদের স্কুল কলেজে সম্মানিত টিচারগণ শুধু বিভিন্ন টপিক পড়িয়ে গেছেন। কিন্তু কীভাবে পড়াশোনা করতে হয় বা কীভাবে কিছু শিখতে হয়,এই বিষয়ে কেউ পড়ান নি। আমি নিজে অনেক বই পড়ে বিষয়গুলো শিখেছি৷

যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল করার একটা পূর্বশর্ত হলঃ Don't study hard,study smart।

এখন এই Speed Reading আর Smart studying-এর উপর ঈদের আগেই যদি একটা অনলাইন সেশন নেই,কেমন হয়? নামমাত্র একটা রেজিস্ট্রেশন ফি(২০০ টাকা) নেয়া হবে। আগ্রহী হলে কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখুন। পর্যাপ্ত সংখ্যক ইন্টারেস্টেড ক্যান্ডিডেট পাওয়া গেলে সেশনটি আগামী ৩রা জুন,২০২৫ইং তারিখে নেয়া হবে ইনশা আল্লাহ।

আজ পিএসসির ওয়েবসাইটে ৪৮তম(বিশেষ) বিসিএস-এর সিলেবাস প্রকাশিত হয়েছে। MBBS-এর ১১টা সাব্জেক্টের প্রতিটিই ইনক্লুড করা হয়েছে। ...
21/05/2025

আজ পিএসসির ওয়েবসাইটে ৪৮তম(বিশেষ) বিসিএস-এর সিলেবাস প্রকাশিত হয়েছে। MBBS-এর ১১টা সাব্জেক্টের প্রতিটিই ইনক্লুড করা হয়েছে। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। কারণ একজন বিসিএস ক্যাডার হিসেবে যখন উপজেলায় কাজ করতে যাবেন,তখন দেখবেন সবগুলো সাব্জেক্টের নলেজেরই প্রয়োজন আছে। এমনকি এমবিবিএস লাইফের যে দুটো সাব্জেক্ট সবচেয়ে বেশি অবহেলিত(Forensic Medicine and Community Medicine),উপজেলায় গিয়ে দেখবেন এই দুটো বিষয়ের নলেজ অনেক বেশি দরকার হচ্ছে।

এছাড়াও আপনাকে Medicine,Surgery,Obstetrics and Gynaecology সব সাব্জেক্টের রোগীই আউটডোর এবং ইমার্জেন্সিতে দেখতে হবে। তাই আমি মনে করি এই অন্তর্ভুক্তিমূলক সিলেবাস প্রশংসনীয়।

এখন পরীক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা একটু কঠিন হয়ে গেল। পরীক্ষার প্রস্তুতি নেয়াটা আরেকটু কঠিন হল। কিন্তু এভাবে ভেবে দেখুন : আপনাকে প্রফের প্রিপারেশন নিতে হচ্ছে না। এই ১১টা সাব্জেক্টের যে টপিকগুলো পিএসসির সিলেবাসে আছে শুধু সেগুলো পড়লেই চলবে।

সবশেষে একটা কথা বলতে চাই : যাঁরা বিভিন্ন সাব্জেক্টের রেসিডেন্সি কোর্সে আছেন বা রেসিডেন্সির প্রস্তুতি নিচ্ছেন,তাঁরা একটা বড় এডভান্টেজ পাবেন ইনশা আল্লাহ। কারণ রেসিডেন্সি এডমিশন টেস্টে Forensic Medicine আর Community Medicine বাদে বাকি সবগুলো বেসিক সাব্জেক্টের নলেজই লাগে।

আপনারা যাঁরা ৪৮তম(বিশেষ) বিসিএস-এ অংশগ্রহণ করবেন,তাঁদের উদ্দেশ্যে বলতে চাই : ডেভিডসনের এপ লঞ্চ করার পরে আপনাদের বিসিএস প্রস্তুতিতে হেল্প করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমি নিজে ৩৭তম,৩৮তম,৩৯তম এবং ৪০তম বিসিএস-এর প্রিলিমিনারি পাশ করেছি আলহামদুলিল্লাহ। ৩৯তম বিসিএস-এ নিয়োগ পেয়ে যাওয়ায় ৩৮তম বিসিএস-এর ভাইভা দিতে যাই নি। এছাড়া এখন NIDCH-এ MD(Pulmonology) কোর্সে আছি এবং গত জুলাই-২০২৩-এ FCPS(Medicine) Part-1 পাশ করেছি আলহামদুলিল্লাহ। তাই, পিএসসির এই সিলেবাস দেখার পর আমার বিশ্বাস আমি আপনাদের বিসিএস প্রস্তুতিতে হেল্প করতে পারব ইনশা আল্লাহ।

তবে এ ব্যাপারে আপনাদের আগ্রহ জানতে চাচ্ছি। যাঁরা ৪৮তম(বিশেষ) বিসিএস-এর প্রস্তুতিতে হেল্প নিতে ইচ্ছুক,তাঁরা এই পোস্টের কমেন্টে Interested লিখবেন প্লিজ। আপনাদের একটা Private Facebook Group-এ এড করে নেয়া হবে ইনশা আল্লাহ।

গ্রুপ লিংক :

https://www.facebook.com/groups/689071347322665/?ref=share&mibextid=NSMWBT

বিসিএস-এর সব ম্যাটেরিয়াল এই গ্রুপেই শেয়ার করা হবে ইনশা আল্লাহ।

বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?বিশ্বাস করুন আপনার মত অব...
19/05/2025

বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?

বিশ্বাস করুন আপনার মত অবস্থায় আমিও অনেকবার পড়েছি। এরপর এই সমস্যা সমাধানের চেষ্টা শুরু করলাম এবং আল্লাহর রহমতে যে সমাধান বের করতে সক্ষম হলাম তা দিয়ে খুব সহজেই ডেভিডসন আয়ত্ত্ব করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

ডেভিডসনের টপিকগুলো ২ ক্যাটেগরির। ১টা ক্যাটেগরি হল মুখস্থ করার টপিক। এগুলো নেমোনিক দিয়েই মনে রাখা লাগে। আর বারবার রিভিশন দেয়া লাগে। আরেকটা ক্যাটেগরি হল কন্সেপচুয়াল। এগুলো একবার কন্সেপশন ক্লিয়ার করতে পারলে সারাজীবনে আর না পড়লেও চলে।

গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব টপিক অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয় সেগুলো দীর্ঘস্থায়ী মেমোরিতে পরিণত হয়। তাই,নেমোনিকগুলো মনে রাখার জন্য তৈরি করলাম Whiteboard animation ভিডিও যেখানে নেমোনিকগুলো হোয়াইটবোর্ডে ছবি এঁকে আর লিখে বুঝানোর পাশাপাশি রানিং কমেন্টারির মাধ্যমে অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয়।

আর কন্সেপচুয়াল টপিকগুলোর জন্য তৈরি করলাম 3D animation ভিডিও যেখানে দুজন ক্যারেক্টারের কথোপকথনের মাধ্যমে টপিকগুলো সহজে উপস্থাপন করা হয়েছে।

এখন এই ভিডিও কালেকশন আর নেমোনিকের পিডিএফগুলো একটা এপের মাধ্যমে পাবলিশ করার কাজ শুরু করেছি। এই এপটা এন্ড্রয়েড এবং ios উভয় প্ল্যাটফর্মে কাজ করবে ইনশা আল্লাহ।
সাথে ফ্রি হিসেবে থাকবে অনেক পেইড পিডিএফ যেগুলো কিনতে গেলে অনেক ডলার গুণতে হয়। যেমন : Medstudentnotes(এটা কিনতে ৪৩USD খরচ পড়ে), Cambridge notes(এটা কিনতে ৯৮USD খরচ পড়ে),A vast collection of textbooks and guidelines, FCPS Part-1-এর জন্য হাইলাইটেড ডেভিডসন পিডিএফ।

আপনারা যাতে সহজে বিকাশ/নগদ/রকেট/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ডে সাবস্ক্রিপশন ফি পে করতে পারেন,এজন্য আমাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আগামী ২৮শে মে ২০২৫ইং,বুধবার ট্রেড লাইসেন্স হাতে পাব ইনশা আল্লাহ। সেক্ষেত্রে আগামী ২৯শে মে,২০২৫ইং,বৃহস্পতিবার এপটি এই পেজে পাবলিশ করতে পারব ইনশা আল্লাহ।

এপে অনেক ফ্রি রিসোর্স থাকবে যাতে সাবস্ক্রিপশন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়।
এপ সাবস্ক্রাইব করলে কী কী পাবেন সেই তালিকা আবারও দিচ্ছিঃ

১। ডেভিডসনের প্রতিটা চ্যাপ্টারের সামারাইজড ভার্সন। যেসব টপিক মুখস্থভিত্তিক,সেগুলো সহজে মনে রাখার জন্য নেমোনিক দেয়া হয়েছে আর যেসব টপিক কনসেপ্টভিত্তিক সেগুলো সহজে মনে রাখার জন্য গল্পের ছলে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। ডেভিডসনের এই সামারাইজড ভার্সন পড়লে আপনি মেডিসিনের পৃথিবীর যে কোন পোস্টগ্রাজুয়েশন পরীক্ষায়(FCPS Part-1,FCPS Midterm,MD Phase-A Final,MRCP Part-1 and Part-2) ভাল করতে পারবেন ইনশা আল্লাহ। এছাড়াও আপনার জেনারেল প্র‍্যাক্টিসের জন্য কোন কোচিং করতে হবে না। কনফিডেন্টলি জেনারেল প্র‍্যাক্টিস করতে পারবেন ইনশা আল্লাহ।

২। এনিমেশন ভিডিও।

৩। জুলাই-২০২৫-এর FCPS Part-1 এবং MD Phase-A Final-এর পরীক্ষার্থীদের জন্য ফ্রি কোর্স(এক্সামসহ)।

৪। ফ্রি রিসোর্স হিসেবে এক বিশাল অনলাইন লাইব্রেরি যেখানে ২০০USD+ সমমূল্যের রিসোর্স আছে যেমন Medstudentnotes,Cambridge Medical Notes,A vast collection of textbooks and guidelines,Highlighted Davidson for FCPS Part-1।

৫। প্রতি সাবস্ক্রাইবারকে একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে এড করা হবে ইনশা আল্লাহ। এই গ্রুপে নিয়মিত একাডেমিক ডিসকাশন হবে এবং আপমাদের লার্নিং যাচাই করার জন্য পরীক্ষা নেয়া হবে যাতে আপনাদের পোস্টগ্রাজুয়েশন পরীক্ষাগুলোর(FCPS,MD,MRCP) প্রিপারেশন নেয়া সহজ হয়।

৬। এপ নিয়মিত আপডেট হতে থাকবে ইনশা আল্লাহ। যেমন খুব শীঘ্রই Mcleod-এর সামারাইজড ভার্সন এপে আপলোড করা হবে ইনশা আল্লাহ। এছাড়াও বিভিন্ন ডিজিজের গাইডলাইন সহজে মনে রাখার পদ্ধতিও এপে আপলোড হবে ইনশা আল্লাহ। যাঁরা একবার সাবস্ক্রিপশন নিবেন,তাঁদের পরবর্তীতে আপডেটের জন্য কোন এক্সট্রা ফি দিতে হবে না। তবে যাঁরা সাবস্ক্রিপশন নিবেন না,তাঁদের জন্য প্রতিবার এপ আপডেটের জন্য সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। যেমন McLeod এপে আপলোড হলে সাবস্ক্রিপশন ফি ৮০USD হয়ে যাবে। তাই যত দ্রুত সাবস্ক্রিপশন নিবেন,তত কম খরচে সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

৭। ভবিষ্যতে Passmedicine,Pastest-এর মত ওয়েবসাইট তৈরি করার প্ল্যান আছে আমার যেখানে BMU,DMC,NIDCH,NICVD,NINS-এর রিয়েল পেশেন্ট থেকে কালেক্ট করা ইনফরমেশন দিয়ে প্রশ্ন তৈরি করা থাকবে ইনশা আল্লাহ। যাঁরা আমার এপের সাবস্ক্রিপশন নেবেন,তাঁরা এই ওয়েবসাইটটিতে সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ। মানে আমার Motto হল "Payment one-time, service lifetime" ইনশা আল্লাহ।

ডেভিডসনকে সহজ করে নিয়ে আসার এমন প্রচেষ্টা পুরো বিশ্বেই এখন পর্যন্ত কেউ করেন নি।

কেউ ফুল ডেডিকেশন দিয়ে ১ মাস পড়লে এই এপের কন্টেন্ট পড়ে শেষ করা সম্ভব ইনশা আল্লাহ। তাই,জুলাই-২০২৫-এর FCPS Part-1 এবং MD Phase-A Final-এর পরীক্ষার্থীগণও এই এপ সাবস্ক্রাইব করে উপকৃত হবেন ইনশা আল্লাহ।

এপের সাবস্ক্রিপশন ফি নির্ধারিত হয়েছে ৬০USD(লাইফটাইম সাবস্ক্রিপশন)। তবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৫ই জুন,২০২৫ইং,রবিবার পর্যন্ত ৪০% ডিসকাউন্টে মাত্র ৩৬USD-তে লাইফটাইম সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

আশা করি খুব শীঘ্রই আপনারা এই এপটা ব্যবহার করে একেকজন চলমান ডেভিডসনে পরিণত হবেন ইনশা আল্লাহ।

বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?বিশ্বাস করুন আপনার মত অব...
14/05/2025

বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?

বিশ্বাস করুন আপনার মত অবস্থায় আমিও অনেকবার পড়েছি। এরপর এই সমস্যা সমাধানের চেষ্টা শুরু করলাম এবং আল্লাহর রহমতে যে সমাধান বের করতে সক্ষম হলাম তা দিয়ে খুব সহজেই ডেভিডসন আয়ত্ত্ব করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

ডেভিডসনের টপিকগুলো ২ ক্যাটেগরির। ১টা ক্যাটেগরি হল মুখস্থ করার টপিক। এগুলো নেমোনিক দিয়েই মনে রাখা লাগে। আর বারবার রিভিশন দেয়া লাগে। আরেকটা ক্যাটেগরি হল কন্সেপচুয়াল। এগুলো একবার কন্সেপশন ক্লিয়ার করতে পারলে সারাজীবনে আর না পড়লেও চলে।

গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব টপিক অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয় সেগুলো দীর্ঘস্থায়ী মেমোরিতে পরিণত হয়। তাই,নেমোনিকগুলো মনে রাখার জন্য তৈরি করলাম Whiteboard animation ভিডিও যেখানে নেমোনিকগুলো হোয়াইটবোর্ডে ছবি এঁকে আর লিখে বুঝানোর পাশাপাশি রানিং কমেন্টারির মাধ্যমে অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয়।

আর কন্সেপচুয়াল টপিকগুলোর জন্য তৈরি করলাম 3D animation ভিডিও যেখানে দুজন ক্যারেক্টারের কথোপকথনের মাধ্যমে টপিকগুলো সহজে উপস্থাপন করা হয়েছে।

এখন এই ভিডিও কালেকশন আর নেমোনিকের পিডিএফগুলো একটা এপের মাধ্যমে পাবলিশ করার কাজ শুরু করেছি। এই এপটা এন্ড্রয়েড এবং ios উভয় প্ল্যাটফর্মে কাজ করবে ইনশা আল্লাহ।

সাথে ফ্রি হিসেবে থাকবে অনেক পেইড পিডিএফ যেগুলো কিনতে গেলে অনেক ডলার গুণতে হয়। যেমন : Medstudentnotes(এটা কিনতে ৪৩USD খরচ পড়ে), Cambridge notes(এটা কিনতে ৯৮USD খরচ পড়ে),A vast collection of textbooks and guidelines, FCPS Part-1-এর জন্য হাইলাইটেড ডেভিডসন পিডিএফ।

আপনারা যাতে সহজে বিকাশ/নগদ/রকেট/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ডে সাবস্ক্রিপশন ফি পে করতে পারেন,এজন্য আমাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আগামী ১৮ই মে ২০২৫ইং,রবিবার ট্রেড লাইসেন্স হাতে পাব ইনশা আল্লাহ। সেক্ষেত্রে আগামী ১৯শে মে,২০২৫ইং এপটি এই পেজে পাবলিশ করতে পারব ইনশা আল্লাহ।

এপে অনেক ফ্রি রিসোর্স থাকবে যাতে সাবস্ক্রিপশন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়।

এপ সাবস্ক্রাইব করলে কী কী পাবেন সেই তালিকা আবারও দিচ্ছিঃ

১। ডেভিডসনের প্রতিটা চ্যাপ্টারের সামারাইজড ভার্সন। যেসব টপিক মুখস্থভিত্তিক,সেগুলো সহজে মনে রাখার জন্য নেমোনিক দেয়া হয়েছে আর যেসব টপিক কনসেপ্টভিত্তিক সেগুলো সহজে মনে রাখার জন্য গল্পের ছলে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। ডেভিডসনের এই সামারাইজড ভার্সন পড়লে আপনি মেডিসিনের পৃথিবীর যে কোন পোস্টগ্রাজুয়েশন পরীক্ষায়(FCPS Part-1,FCPS Midterm,MD Phase-A Final,MRCP Part-1 and Part-2) ভাল করতে পারবেন ইনশা আল্লাহ। এছাড়াও আপনার জেনারেল প্র‍্যাক্টিসের জন্য কোন কোচিং করতে হবে না। কনফিডেন্টলি জেনারেল প্র‍্যাক্টিস করতে পারবেন ইনশা আল্লাহ।

২। এনিমেশন ভিডিও

৩। ফ্রি রিসোর্স হিসেবে এক বিশাল অনলাইন লাইব্রেরি যেখানে ২০০USD+ সমমূল্যের রিসোর্স আছে যেমন Medstudentnotes,Cambridge Medical Notes,A vast collection of textbooks and guidelines,Highlighted Davidson for FCPS Part-1।

৪। প্রতি সাবস্ক্রাইবারকে একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে এড করা হবে ইনশা আল্লাহ। এই গ্রুপে নিয়মিত একাডেমিক ডিসকাশন হবে এবং আপমাদের লার্নিং যাচাই করার জন্য পরীক্ষা নেয়া হবে যাতে আপনাদের পোস্টগ্রাজুয়েশন পরীক্ষাগুলোর(FCPS,MD,MRCP) প্রিপারেশন নেয়া সহজ হয়।

৫। এপ নিয়মিত আপডেট হতে থাকবে ইনশা আল্লাহ। যেমন খুব শীঘ্রই Mcleod-এর সামারাইজড ভার্সন এপে আপলোড করা হবে ইনশা আল্লাহ। এছাড়াও বিভিন্ন ডিজিজের গাইডলাইন সহজে মনে রাখার পদ্ধতিও এপে আপলোড হবে ইনশা আল্লাহ। যাঁরা একবার সাবস্ক্রিপশন নিবেন,তাঁদের পরবর্তীতে আপডেটের জন্য কোন এক্সট্রা ফি দিতে হবে না। তবে যাঁরা সাবস্ক্রিপশন নিবেন না,তাঁদের জন্য প্রতিবার এপ আপডেটের জন্য সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। যেমন McLeod এপে আপলোড হলে সাবস্ক্রিপশন ফি ৮০USD হয়ে যাবে। তাই যত দ্রুত সাবস্ক্রিপশন নিবেন,তত কম খরচে সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

৬। ভবিষ্যতে Passmedicine,Pastest-এর মত ওয়েবসাইট তৈরি করার প্ল্যান আছে আমার যেখানে BMU,DMC,NIDCH,NICVD,NINS-এর রিয়েল পেশেন্ট থেকে কালেক্ট করা ইনফরমেশন দিয়ে প্রশ্ন তৈরি করা থাকবে ইনশা আল্লাহ। যাঁরা আমার এপের সাবস্ক্রিপশন নেবেন,তাঁরা এই ওয়েবসাইটটিতে সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ। মানে আমার Motto হল "Payment one-time, service lifetime" ইনশা আল্লাহ।

কেউ ফুল ডেডিকেশন দিয়ে ১ মাস পড়লে এই এপের কন্টেন্ট পড়ে শেষ করা সম্ভব ইনশা আল্লাহ। তাই,জুলাই-২০২৫-এর FCPS Part-1 এবং MD Phase-A Final-এর পরীক্ষার্থীগণও এই এপ সাবস্ক্রাইব করে উপকৃত হবেন ইনশা আল্লাহ।

এপের সাবস্ক্রিপশন ফি নির্ধারিত হয়েছে ৬০USD(লাইফটাইম সাবস্ক্রিপশন)। তবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ই জুন পর্যন্ত ৪০% ডিসকাউন্টে মাত্র ৩৬USD-তে লাইফটাইম সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

আশা করি খুব শীঘ্রই আপনারা এই এপটা ব্যবহার করে একেকজন চলমান ডেভিডসনে পরিণত হবেন ইনশা আল্লাহ।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে পিএসসি। বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর বাংলাদেশের ইতিহাস অংশের ক...
13/05/2025

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে পিএসসি। বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর বাংলাদেশের ইতিহাস অংশের কিছু টপিক সিলেবাস থেকে বাদ দেয়া হয়েছে। বাদ দেয়া টপিকগুলো হল :

ছয় দফা আন্দোলন(১৯৬৬),
১৯৭০ সালের সাধারণ নির্বাচন,
অসহযোগ আন্দোলন ১৯৭১,
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,
স্বাধীনতা ঘোষণা,
মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি।

আপনাকে যদি বলা হয় ৫০০ টাকা দিয়ে কোন জিনিস ক্রয় করলে তার সাথে আরও ২০০০ টাকার জিনিস ফ্রি পাবেন,তাহলে সেটা কিনলে কি আপনার ল...
11/05/2025

আপনাকে যদি বলা হয় ৫০০ টাকা দিয়ে কোন জিনিস ক্রয় করলে তার সাথে আরও ২০০০ টাকার জিনিস ফ্রি পাবেন,তাহলে সেটা কিনলে কি আপনার লাভ হবে নাকি লস হবে?

Medstudentnotes-এর সাবস্ক্রিপশন ফি এখন ৮০% ডিসকাউন্টে ৪৩ USD(67 অস্ট্রেলিয়ান ডলার US ডলারে কনভার্ট করলে ৪৩ USD আসে)। আবার Cambridge medical notes-এর সাবস্ক্রিপশন ফি ২৬২ USD ডিসকাউন্টের পরেও ৯৮USD(৪৯ USD + ৪৯ USD)। এই পোস্টের সাথে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আবার আপনারা নিজেরা ওয়েবসাইটেও গিয়েও চেক করতে পারেন।

আগামী ১৫ই মে,২০২৫ Medicine Made Easy By Dr. Ayon এপ এই পেজে রিলিজ করা হবে ইনশা আল্লাহ। এখানে ডেভিডসনকে সামারাইজ করার পাশাপাশি প্রতিটি টপিক মনে রাখার জন্য পর্যাপ্ত নেমোনিক এবং এনিমেশন ভিডিও থাকবে।

তবে মজার ব্যাপার হল,এপটির লাইফটাইম সাবস্ক্রিপশন ফি ধার্য করা হয়েছে ৬০ USD। তবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ই জুন,২০২৫-এর মধ্যে সাবস্ক্রিপশন নিলে ৪০% ডিসকাউন্টে মাত্র ৩৬ USD-তে লাইফটাইম সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

এই ৩৬ ডলারে আপনি এই ম্যাটেরিয়ালগুলোর পাশাপাশি ফ্রি হিসেবে পাবেন Medstudentnotes (৪৩ USD) এবং Cambridge notes(৯৮ USD)। মানে মাত্র ৩৬ ডলার খরচ করে ফ্রি হিসেবে পাচ্ছেন ৪৩+৯৮ = ১৪১ USD সমমূল্যের ম্যাটেরিয়াল। এবং এই নোটগুলো আমি নিজে পড়ে দেখেছি। অনেক সুন্দরভাবে গোছান সবগুলো নোট যা ১৪১ ডলার দিয়ে কিনলেও লস হয় না।

ডেভিডসনের সবচেয়ে কঠিন বক্সগুলোর মধ্যে এটা একটা। কিছুতেই মনে থাকতে চায় না। কিন্তু আমার এপে এটাকে এমনভাবে প্রেজেন্ট করেছি ...
01/05/2025

ডেভিডসনের সবচেয়ে কঠিন বক্সগুলোর মধ্যে এটা একটা। কিছুতেই মনে থাকতে চায় না। কিন্তু আমার এপে এটাকে এমনভাবে প্রেজেন্ট করেছি যাতে আপনি চাইলেও ভুলতে না পারেন। শুধুমাত্র এপের সাবস্ক্রাইবারগণ এটা দেখতে পারবেন ইনশা আল্লাহ।

ইনশা আল্লাহ ১৫ই মে ২০২৫-এর মধ্যেই এপের লিংক গ্রুপে দিতে পারব। গুগল প্লে স্টোরেও এপটা এভেইলেবল হবে ইনশা আল্লাহ। কিন্তু সেক্ষেত্রে গুগল কর্তৃপক্ষ ২ মাস টাইম নেয়। আপনাদের যেন ততদিন অপেক্ষা না করা লাগে,তাই ১৫ই মে,২০২৫-এ এই গ্রুপে এপটা আপলোড করা হবে ইনশা আল্লাহ।

বারবার তারিখ পরিবর্তনের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ৭ই মে,২০২৫-এই এপটা রিলিজ দেয়ার প্ল্যান ছিল। কিন্তু কিছু অফিসিয়াল কাজের জন্য একটু দেরি হবে। যেমন আপনারা যাতে সহজে বিকাশ/নগদ/রকেট/ডেবিট কার্ড /ক্রেডিট কার্ড দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারেন সেজন্য আমার ট্রেড লাইসেন্স নিতে হবে। এই অফিসিয়াল কাজের জন্য আরও ১ সপ্তাহ দেরি হবে।

তবে আপনারা সবাই জানেন ডেভিডসন একটা মহাসাগরের মত। এত বড় একটা বইকে সহজ করে আনার কাজ এখন পর্যন্ত পুরো বিশ্বেই কেউ করেন নি। বাংলাদেশের ২-১জন বইটাকে সামারাইজ করেছেন ঠিকই। কিন্তু প্রতিটা টপিক সহজে মনে রাখার উপায়সহ কেউ লিখতে পারেন নি।

তাই,আরেকটু ধৈর্য ধরবেন প্লিজ। কারণ,সবুরে মেওয়া ফলে। এপের কন্টেন্ট এতটা সহজ ভাষায় লেখা হয়েছে যাতে ১ মাস ফুল ডেডিকেশন দিয়ে পড়লে পুরো ডেভিডসন শেষ করতে পারবেন ইনশা আল্লাহ। তাই,যাঁরা জুলাই-২০২৫-এর এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা দিবেন,তাঁরা এই কন্টেন্টগুলো পড়া শেষ করে পরীক্ষায় বসতে পারবেন ইনশা আল্লাহ।

সবশেষে বলতে চাই,ডেভিডসন হল মেডিসিনের সব বইয়ের বাবা। এটা পড়ে মনে রাখতে পারলে আপনি মেডিসিনের যে কোন পরীক্ষায়(যেমন FCPS Part-1,FCPS mid-term,FCPS Final part,MD admission test,MD Phase-A final,MRCP(UK) Part -1,MRCP(UK) Part-2) ভাল ফলাফল আনতে পারবেন ইনশা আল্লাহ। এছাড়াও ডেভিডসন ভালভাবে পড়া থাকলে আপনার কোথাও জিপি কোচিংও করা লাগবে না ইনশা আল্লাহ। আপনি নিজেই কনফিডেন্টলি জিপি প্র‍্যাক্টিস করতে পারবেন ইনশা আল্লাহ। তাই,ইনশা আল্লাহ এপটার মাধ্যমে আপনারা কতটা উপকৃত হবেন সেটা সহজেই অনুমেয়।

এক পোস্টে পুরো Immunology:আর কিছুদিন পরেই কুরবানির ঈদ। চলুন,সেই কুরবানির ঈদের গল্পের মাধ্যমেই Immunology শেখা যাক :সুমন,...
30/04/2025

এক পোস্টে পুরো Immunology:

আর কিছুদিন পরেই কুরবানির ঈদ। চলুন,সেই কুরবানির ঈদের গল্পের মাধ্যমেই Immunology শেখা যাক :

সুমন, অর্ক মামার ভাগ্নে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে পড়ছে। কুরবানির ঈদের ছুটিতে সুমন তার নানাবাড়িতে গিয়েছিল। অর্ক মামাও এসেছিল তখন। নানাবাড়ির সবচেয়ে সুন্দর জায়গা ছিল পুকুরপাড়, যেখানে বসার জন্য ছিল দারুণ একটি বেঞ্চ। ওখানে বসেছিল অর্ক মামা আর সুমন।

অর্ক মামা: পড়াশোনা কেমন চলছে রে, সুমন?

সুমন: ভাল না মামা। ইমিউনোলজির কিছুই বুঝতে পারি না।

অর্ক মামা: ইমিউনোলজি তো মাইক্রোবায়োলজির সবচেয়ে মজার টপিক। তাছাড়া বিভিন্ন পোস্টগ্রাজুয়েট পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে। ঈদের উপহার হিসেবে তোকে ইমিউনোলজির কিছু বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। তবে কথা দে, বাকিটা তুই টেক্সটবুক থেকে পড়ে নিবি।

সুমন: এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না মামা। তুমি বেসিকটা বুঝিয়ে দিলে বাকিটা ইনশাআল্লাহ আমি নিজেই পড়ে ফেলব।

অর্ক মামা: তাহলে শুরু করা যাক। আমাদের শরীরের Immun system দুটি ভাগে বিভক্ত:

• Innate immune system: ইনফেকশন শুরু হওয়ার সাথে সাথে এটি সক্রিয় হয়। তবে এটি Non-specific, অর্থাৎ সব প্যাথোজেনের বিরুদ্ধে একইভাবে কাজ করে।

• Adaptive immune system: Infection-এর কিছু সময় পরে Specific প্রতিরোধ তৈরি করে।

এখন বল তো, একটা দেশ কীভাবে বাইরের শত্রুদের বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা গড়ে তোলে?

সুমন: বর্ডার গার্ড দিয়ে, মামা।

অর্ক মামা: না রে, আসলে প্রথম প্রতিরক্ষা হচ্ছে দেশটার সীমান্ত নিজেই। তেমনি আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা হচ্ছে Skin ও Mucous membranes(respiratory,gastrointestinal and genitourinary)। বেশিরভাগ জীবাণুই এই স্তর পার হতে পারে না। Skin-এ Sweat glands এবং Sebaceous glands থাকে, যেগুলো জীবাণুর গায়ে ফ্যাটি অ্যাসিড ছুঁড়ে জীবাণু ধ্বংস করে ফেলে। Skin-এর Low pH এবং Low oxygen tension-ও জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়।Sweat-এ থাকা Lysozyme এনজাইম ব্যাকটেরিয়ার Cell wall গলিয়ে দেয়।

সুমন: দারুণ লাগছে শুনতে।

অর্ক মামা: খেলা তো মাত্র শুরু হলো! কিছু জীবাণু নাক দিয়ে, আবার কিছু খাবারের সাথে Stomach-এ ঢুকে পড়ে। কিন্তু চিন্তার কিছু নেই — Mucous membrane of respiratory system, mucus দিয়ে জীবাণু আটকায়, আর Ciliated epithelium এগুলো ঠেলে বাইরে বের করে। আর IgA ব্যাকটেরিয়া ও ভাইরাসকে Epithelial cell-এ সংযুক্ত হতে বাধা দেয়।

সুমন: বুঝলাম। Stomach-এ ঢোকা জীবাণুদের কী হয়?

অর্ক মামা: এর আগেই Saliva-তে থাকা Amylase এনজাইম অনেক জীবাণু ধ্বংস করে ফেলে। তারপর Hydrochloric acid দিয়ে Stomach বাকি জীবাণুদের অনেকটাকেই মেরে ফেলে। Small intestine-এ থাকে নানা রকম এনজাইম ও Activated macrophage,যারা বাকি জীবাণুগুলোকে ধ্বংস করে।

Skin-এর মতই, Mucous membrane-এ থাকে Lysozyme, Antimicrobial peptides এবং Lactoferrin। Lactoferrin জীবাণুর জন্য প্রয়োজনীয় আয়রন আটকে রাখে।

আরেকটা চিন্তা কর— যদি দেশের সীমান্ত রক্ষার দলে নিজেদের কিছু সন্ত্রাসী নিয়োগ করা হয়, বাইরের কোনো সন্ত্রাসী কি সহজে ঢুকতে পারবে?

সুমন: না মামা, কখনোই না।

অর্ক মামা: ঠিক তাই! শরীরেও Normal flora নামে কিছু মাইক্রোঅর্গানিজম থাকে, যারা বাইরের ক্ষতিকর জীবাণুকে ঢুকতে বাধা দেয়। আমাদের শরীরে প্রায় ১০^১৪ নর্মাল ফ্লোরা থাকে। তারা Bactericidin ও Fatty acids নিঃসরণ করে, যা ক্ষতিকর জীবাণুর বৃদ্ধিকে আটকে রাখে। তবে Broad spectrum antibiotic দিয়ে Normal flora নষ্ট করলে Clostridioides difficile এর মাধ্যমে Pseudomembranous colitis হতে পারে।

সুমন: অনেক ইন্টারেস্টিং লাগছে!

অর্ক মামা: কিন্তু এতকিছুর পরেও কিছু শয়তান (জীবাণু) ঢুকে পড়ে। তখন আসে আমাদের শরীরের বর্ডার গার্ডস — Macrophage। বিভিন্ন স্থানে এদের আলাদা নাম আছে — লিভারে Kupffer cell, কিডনিতে Mesangial cell, মস্তিষ্কে Microglial cell, আর ফুসফুসে Alveolar macrophage।

সুমন: এরা কোথা থেকে আসে?

অর্ক মামা: রক্তের Monocyte যখন টিস্যুতে ঢোকে, তখন বড় হয়ে Macrophage হয়ে যায়। এরা Phagocytosis-এর মাধ্যমে জীবাণু গিলে ফেলে এবং antigen-presenting cell (APC) হিসেবে কাজ করে—মানে মেজর T-cell (senior সেনা অফিসার)-এর সামনে অ্যান্টিজেন উপস্থাপন করে। এরপর Cytokine( IL-1, TNF-alpha, Prostaglandin, Leukotriene ইত্যাদি) রিলিজ করে সৈন্যবাহিনী মানে Neutrophil ডেকে আনে।

সুমন: ম্যাক্রোফেজরা তো অনেক পরিশ্রম করে!

অর্ক মামা: ধর, তোকে যদি শুকনা গরুর মাংস খেতে বলা হয় — খেতে পারবি, কিন্তু গিলতে কষ্ট হবে। কিন্তু যদি ভাত আর ঝোল দিয়ে মিশিয়ে খেতে দেয়?

সুমন: তখন মজা করে খেতে পারব মামা! এবার ঈদে এভাবেই তো কত মাংস খেলাম!

অর্ক মামা: তেমনি Macrophage ও Phagocyte-রা একা একা জীবাণু গিলে ফেলতে পারে বটে, কিন্তু Opsonin থাকলে তা সহজ ও দ্রুত হয়। এটাকেই বলে Opsonization। Opsonin হলো:

• C-reactive protein (CRP)
• Antibody
• Complement (বিশেষ করে C3b)

সুমন: কিন্তু মামা, ম্যাক্রোফেজরা কীভাবে জীবাণু চিনে?

অর্ক মামা: ফ্যাগোসাইটদের শরীরে থাকে কিছু ডিটেক্টর:
1. Toll-like receptors (TLRs)
2. NOD-like receptors
3. RIG-I ও MDA-5 helicases

এসব মিলে গঠিত হয় Pattern Recognition Receptors (PRRs), যা চিনে Pathogen-associated Molecular Patterns (PAMPs) — যেমন:
• Bacterial cell wall (LPS and bacterial proteins)
• Bacterial DNA
• Viral double-stranded RNA

এর মাধ্যমে:
•Nuclear factor kappa B অ্যাক্টিভ হয় → pro-inflammatory gene এক্সপ্রেশন বাড়ে।
• NLRP (NOD-like Receptor Proteins) → Inflammasome তৈরি করে।
Inflammasome → IL-1β অ্যাক্টিভ করে, যা Familial fever syndrome ও Acute gout-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুমন: অসাধারণ লাগছে! এবার Neutrophil সম্পর্কে বলো।

অর্ক মামা: Neutrophil হলো আমাদের সৈন্যবাহিনী। এগুলো Bone marrow থেকে তৈরি হয় এবং blood-এ circulate করে। এদের half-life মাত্র ৬ ঘণ্টা, কিন্তু প্রতিদিন ১০^১১ Neutrophil তৈরি হয়।
যখন ম্যাক্রোফেজগুলো cytokine (IL-1, IL-8, TNF-alpha) পাঠায়, তখন Neutrophil site of infection-এ পৌঁছে যায় এবং ফ্যাগোসাইটোসিস করে।

Neutrophil-এর Granules ২ প্রকার :

1. Primary (Azurophil) granule: এতে থাকে Myeloperoxidase (MPO) ও অন্যান্য শক্তিশালী এনজাইম।

2. Secondary (Specific) Granule: এতে থাকে Lysozyme, Collagenase, Lactoferrin, যা extracellular space-এ কাজ করে।

Neutrophil দুইভাবে Pathogen-কে kill করে :
1. Oxidative killing:

o NADPH oxidase → ROS(Reactive oxygen species) তৈরি (Hydrogen peroxide, Superoxide) করে প্যাথোজেন কিল করে।

o MPO → Hypochlorous acid তৈরি করে, যা খুবই শক্তিশালী antimicrobial agent।

2. Non-oxidative killing:

o Phagosome-এ জীবাণু ঢোকে → Phagolysosome গঠিত হয় → সেখানে enzyme release হয় → Pathogen ধ্বংস।

আরও আছে — NETosis: Neutrophil প্যাথোজেনকে engulf না করে, DNA ও Granular proteins যেমন Elastase দিয়ে extracellular trap তৈরি করে জীবাণু ধরে মারে।

এইসব প্রক্রিয়ায় Neutrophil নিজের glycogen reserve শেষ করে মরে যায়। এরপর এর ভেতরের lysosomal enzyme আশপাশের টিস্যু liquefy করে, এবং pus তৈরি হয়। যদি বেশিমাত্রায় হয় → Abscess তৈরি হয়।

সুমন: ওরা তো সত্যিই শহীদের মতো! নিজেদের জীবন দিয়ে pathogen আটকে রাখে।

অর্ক মামা: এবার শোন,Skin-এ আছে NSI — মানে Dendritic cell। ওরা Antigen পেলে lymph node (Prime Minister’s Office)-এ গিয়ে Major T-cell কে দেখায়।

তবে এখন পর্যন্ত যা বললাম, সব Extracellular pathogen-এর বিরুদ্ধে। কিছু জীবাণু — যেমন virus, Rickettsia, Chlamydia ইত্যাদি কোষের ভিতরে লুকিয়ে থাকে।

সুমন: তখন কী হয়, মামা?

অর্ক মামা: তখন আসে Detective Branch (DB) — মানে Natural Killer (NK) cell। এদের যন্ত্র:

1. Lectin-like NK receptors
2. Killer immunoglobulin-like receptors (KIRs)

KIRs → MHC class-I (HLA-B, HLA-C) চেনে।

সুমন: MHC কী, মামা?

অর্ক মামা: Macrophage, Dendritic cell, B-cell, অ্যান্টিজেনকে MHC-এর মাধ্যমে T-cell-কে দেখায়। MHC জানায় T-cell নাকি NK cell কাজ করবে।

এছাড়া Antibody-coated cell-এর Fc অংশ চিনে NK cell ADCC (Antibody Dependent Cellular Cytotoxicity) করে।

এ পর্যন্ত যা বললাম, সব Innate Immunity — তাৎক্ষণিক, কিন্তু Specific না।

কিন্তু কিছু জীবাণু বেঁচে যায়। তখন দরকার Adaptive Immunity যা আবার দুইভাগে বিভক্ত:

1. Cell-mediated immunity (Commando force)
2. Humoral immunity (Police force)

সুমন: কখন কোনটা কাজ করে, মামা?

অর্ক মামা: বলছি শোন। প্রথমে এদের উৎস: এরা আসে Hematopoietic stem cell থেকে। Fetal life-এর সময় লিভারে তৈরি হয়, জন্মের পর Bone marrow-তে অবস্থান করে।

• B-lymphocyte (Police force): জন্ম এবং প্রশিক্ষণ দুটোই Bone marrow-এ।

• T-lymphocyte (Commando force): জন্ম Bone marrow-এ, কিন্তু প্রশিক্ষণ Thymus-এ।

Thymus-এ কিছু T-cell positive selection-এর মাধ্যমে পাস করে, আবার কিছু negative selection-এ বাদ পড়ে।

Macrophage ও Dendritic cell T-cell-এর কাছে Antigen উপস্থাপন করে। এরপর T-cell তিন রকমে বিভক্ত হয়:

1. CD4+ (Helper T-cell)
2. CD8+ (Cytotoxic T-cell)
3. Regulatory (Suppressor T-cell)

এখন বল তো — ৮ × ১ = ?

সুমন: ৮

অর্ক মামা: আর ৪ × ২?

সুমন: সেটাও ৮।

অর্ক মামা: এই হিসাব দিয়ে মনে রাখ:

• যদি APC(Antigen presenting cells) class-I দেখায় → CD8+ T-cell সক্রিয় হয়।

• যদি MHC class-II দেখায় → CD4+ T-cell সক্রিয় হয়।

CD8+ T-cell, NK cell-এর মতো infected cell ও tumor cell মেরে ফেলে।

CD4+ T-cell → cytokine নিঃসরণ করে → B-lymphocyte কে Plasma cell হতে সাহায্য করে → যারা Antibody তৈরি করে।

B-lymphocyte ধীরে কাজ করে, কিন্তু তাদের Antibody অত্যন্ত specific।

Antibody-এর কাজ:

• ভাইরাস ও টক্সিন নিষ্ক্রিয় করে (Neutralization)
• Encapsulated bacteria ধ্বংস করে
• ADCC-তে অংশগ্রহণ করে
• Opsonin হিসেবে কাজ করে
• Complement system অ্যাক্টিভ করে

যদি শরীর নিজে antibody তৈরি করে → Active immunity

যদি বাইরে থেকে দেওয়া হয় → Passive immunity

সুমন: আমার শরীর antibody বানাতে পারলে, তাহলে প্যাসিভ ইমিউনিটির দরকার কী?

অর্ক মামা: ধর, তোকে কুকুরে কামড়েছে কিন্তু তোকে আগে কখনও rabies vaccine দেয়া হয়নি। তাহলে শরীর antibody বানাতে বানাতে দেরি হয়ে যাবে—আর ততদিনে তুই মরে যেতে পারিস।

তাই জরুরি ভিত্তিতে বাইরে থেকে readymade antibody ইনজেকশন দিতে হয়। তবে এসব ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে যদি সেই antibody-টা শরীরের সাথে match না করে।

আজ এ পর্যন্তই বুঝিয়ে দিলাম। বাকিটুকু বই পড়ে শিখে নিস।

সুমন: মামা, এত সুন্দর উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ!

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 11:00
Tuesday 09:00 - 11:00
Wednesday 09:00 - 11:00
Thursday 09:00 - 11:00
Friday 09:00 - 11:00
Saturday 09:00 - 11:00
Sunday 09:00 - 11:00

Telephone

+8801973540679

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Made Easy By Dr. Ayon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine Made Easy By Dr. Ayon:

Share